চেষ্টা বা ট্রায়াল: নির্দিষ্ট শর্তের অধীনে কোন কাজ একবার মাত্র করা হলে তাকে চেষ্টা বলে। পরীক্ষা বা পরীক্ষণ: নির্দিষ্ট শর্তের অধীনে কোন চেষ্টা বার বার করা হলে তাকে পরীক্ষা বা পরীক্ষণ বলে। দৈব পরীক্ষা: যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু কোনো নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না , তবে তাকে দৈব পরীক্ষা বলে। যেমন: একটি মুদ্রা নিক্ষেপে $H$ বা $T$ এর যে কোনো একটি উঠবে এটা নিশ্চিত কিন্তু মুদ্রা নিক্ষেপের পূর্বে নি নিশ্চিত করে বলা যায় না কোনটি আসবে। অনুকূল ফলাফল: কোনো ঘটনার স্বপক্ষের ফলাফলকে অনুকূল ফলাফল বলে। যেমন: একটি ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যার অনুকূল ফলাফল $1,3,5$ এক্ষেত্রে অনুকূল ফলাফল সংখ্যা $3$ টি। ঘটনা: কোনো পরীক্ষায় প্রাপ্ত অনুকূল ফলাফলের সেট কে ঘটনা বলে। যেমন: একটি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যার অনুকূল ফলাফলর সেট $\left\{2,4,6\right\}$ একটি ঘটনা । ** ঘটনার মোট উপাদান সংখ্যাই অনুকূল ফলাফল। নমুনাক্ষেত্র: কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলসমূহের সেট কে নমুনাক্ষেত্র বলে। যেমন: একটি মুদ্রা নিক্ষেপে নমুনাক্ষেত্র $S=\left\{H,T\right\}$ নমুনাবিন্...
খনি: মাটি ,পানি বা বায়ুমন্ডলের যে অংশ হতে আমাদের প্রয়োজনীয় ধাতু,অধাতু ,উপধাতু বা তাদের যৌগসমূহকে সংগ্রহ করা তাকে খনি $(mine)$ বলে। খনির অবস্থান: উপরের সংজ্ঞা হতে দেখা যায় যে খনির অবস্থান তিনটি।যথা- ১.মাটি: লোহা,সালফার ,কপার,সোনা ইত্যাদি পদার্থের খনির অবস্থান মাটিতে। ২.পানি: হ্যালোজেন (ফ্লোরিন,ক্লোরিন,ব্রোমিন,আয়োডিন) এর খনি সমুদ্রের পানি। ৩.বায়ুমণ্ডল: নাইট্রোজেনের খনির অবস্থান ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল।। খনিজ: মাটি,পানি বা বায়ুমণ্ডল হতে আমাদের প্রয়োজনীয় যে সকল ধাতু,অধাতু , উপধাতু বা তাদের যৌগসমূহকে সংগ্রহ করা হয় তাদেরকে খনিজ $(mineral)$ বলে। উপাদানের ভিত্তিতে খনিজ তিনভাগে বিভক্ত।যথা- (ক) ধাতব খনিজ: লোহা , তামা,সোনা ইত্যাদির খনিজ। (খ) অধাতব খনিজ: সালফার ,নাইট্রোজেন ইত্যাদির খনিজ। (গ) উপধাতুর খনিজ: কারনাইট বা রাসোরাইট$(Na_2B_4O_6(OH)_2.3H_2O$ এর নাম সোডিয়াম বোরেট হাইড্রোক্সাইড ট্রাই হাইড্রেটেট) ,বোরাক্স, বালি বা সিলিকা বা কোয়ার্টজ$(SiO_2)$,আরসিনো পাইরাইট$(FeAsS)$,রিয়ালগার$As_4S_4)$ ,অরপিমেন্ট $(As_2S_3)$? দ্রষ্টব্য: সোনা বা কপা...
ঘনত্বঃ কোন পদার্থের একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ব্যাখ্যাঃ কোন পদার্থের $V$ আয়তনের ভর $=m$ একক আয়তনের ভর $=\dfrac{m}{V}$ সুতরাং ঘনত্ব, $\rho=\dfrac{m}{V}$ ঘনত্বের একক $\mathrm{\dfrac{kg}{m^3}}$ $ =\mathrm{kgm^{-3}}$ ঘনত্বের মাত্রা, $[\rho]=ML^{-3}$ ঘনত্ব স্কেলার রাশি। কারণ এটি দুটি স্কেলার রাশির অনুপাত। গাণিতিক সমস্যাঃ মৃত সাগরের পানির ঘনত্ব $1.24\;\text{kg/liter}$ ,এর $3\;\mathrm{kg}$ পানির আয়তন কত? সমাধানঃ ঘনত্ব, $\rho=1.24\;\text{kg/liter}$ ভর, $m=3\;\mathrm{kg}$ আমরা জানি, $\rho=\dfrac{m}{V}$ বা, $V=\dfrac{m}{\rho}$ বা, $V=\dfrac{3\;\mathrm{kg}}{1.24\;\text{kg/liter}}$ $=2.42\;\text{liter}$ $(Ans.)$ অনুরুপভাবে সমাধান করঃ সাগরের পানির ঘনত্ব $1025\;\mathrm{kg/m^3}$ ,এর $5\;\mathrm{kg}$ পানির আয়তন কত? গাণিতিক সমস্যাঃ নিউক্লিয়াসের ঘনত্ব কত? এক চা চামচ নিউক্লিয়াসের ভর কত? আপেক্ষিক গুরুত্বঃ কোন বস্তু সমআয়তন পানির তুলনায় যতগুণ ভার...
Comments
Post a Comment