mineral resources and fossils

chemistry,mineral resources and fossils,production of alkane,alkene,alkyne ,aIdehyde,alcohole,organic acid,ketone and reactions , organic chemistry

    
জৈব যৌগের নামকরণঃ

কার্বন সংখ্যা উপসর্গ(prefix)
1 মিথ(meth)
2 ইথ(eth)
3 প্রোপ(prop)
4 বিউট(but)
5 পেন্ট(pent)
6 হেক্স(hex)
7 হেপ্ট(hept)
8 অক্ট(oct)
9 নন(non)
10 ডেক(dec)
11 আনডেক(undec)
12 ডোডেক(dodec)
13 ট্রাইডেক(tridec)
14 টেট্রাডেক(tetradec)
15 পেন্টাডেক(pentadec)
16 হেক্সাডেক(hexadec)
17 হেপ্টাডেক(heptadec)
18 অক্টাডেক(octadec)
19 ননডেক(nondec)
20 আইকোস(icos)
                                            
নিয়মঃ
১. উপরের prefix এর সাথে alkane এর ane অনুসর্গ যুক্ত করে অ্যালকেন এর নামকরণ করা হয়।
যেমনঃ $\mathrm{CH_3-CH_3}$ এর নাম
            eth+ane=ethane.
২.উপরের prefix এর সাথে alkene এর ene অনুসর্গ যুক্ত করে অ্যালকেন এর নামকরণ করা হয়।
যেমনঃ $\mathrm{CH_2=CH_2}$ এর নাম
            eth+ene=ethene.
৩.উপরের prefix এর সাথে alkyne এর yne অনুসর্গ যুক্ত করে অ্যালকেন এর নামকরণ করা হয়।
যেমনঃ $\mathrm{CH\equiv CH}$ এর নাম
            eth+yne=ethyne.
৪. একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকলে prefix এর সাথে অতিরিক্ত 'a' যুক্ত করে  diene ,diyne,triene,triyne ......ইত্যাদি যুক্ত করে নামকরণ করা হয়।
$\mathrm{CH_3-CH=CH-CH_2-CH=CH-CH_3}$
      hepta$-2,5-$diene.
৫. কার্বনযুক্ত কার্যকরী মূলক, কার্বনহীন কার্যকরী মূলকের উপর প্রাধান্য পায়।যেমনঃ
$\mathrm{CH_3-\overset{OH}{\overset\vert CH}-COOH}$
       $2-$hydroxypropanoic acid ( ল্যাকটিক এসিড)
৬. একাধিক কার্যকরী মূলক উপস্থিত থাকলে কোন মূলকটি প্রাধান্য পায় -তার তালিকা নিম্নরূপঃ
জৈব যৌগের নামকরণঃ

যৌগ কার্যকরী মূলক অনুসর্গ(suffix) উপসর্গ(prefix)
অ্যালকোহল $\mathrm{-OH}$ -ol hydroxy-
অ্যালডিহাইড $\mathrm{-CHO}$ -al formyl-
কিটোন $\mathrm{-CO-}$ -one carbonyl-
জৈব এসিড $\mathrm{-COOH}$ -oic acid carboxy-
এস্টার $\mathrm{-COO-}$ -oate oxycarbonyl-
ইথার $\mathrm{-O-}$ -oxy oxo-
অ্যামিন $\mathrm{-NH_2}$ -amine amino-
অ্যামাইড $\mathrm{-CONH_2}$
-amide carbamoyl-
  
কার্যকরীমূলকের অগ্রাধিকারঃ
জৈব এসিড $>$ এস্টার $>$ অ্যামাইড অ্যালডিহাইড $>$ অ্যালকোহল $>$ অ্যামিন।
নিম্নোক্ত  যৌগগুলোর  নাম লিখঃ
১.$\mathrm{CH_2=CH-}$
২. $\mathrm{CH_2=CH-CH_2-}$
৩. $\mathrm{{(CH_3)}_2-CH-{\overset{\underset{\vert\;\;\;}{OH}}{CH}}_\;-\overset{\underset{\vert\;\;\;\;}{C_2H_5}}{\;CH-}CH_3}$

৪.$\mathrm{CH_3-CH=\underset{\overset{\vert\;\;\;\;\;\;\;\;\;\;}{CH_2-CH_3}}{\;C-CH_3}}$

৫.$\mathrm{CH_3-C\equiv C\overset{\underset{\vert\;}{\;\;\;C_2H_5}}{-CH}-CH_3}$
       অ্যলকেন প্রস্তুুতকরণ
$(i)$ জৈব এসিডের সোডিয়াম লবন হতেঃ জৈব এসিডের সোডিয়াম লবণকে সোডালাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
সাধারন বিক্রিয়া: $\mathrm{R-COONa+NaOH \xrightarrow{CaO}R-H+Na_2CO_3}$
উদাহরন: $\mathrm{CH_3COONa+NaOH\xrightarrow{CaO} CH_4+Na_2CO_3}$
$\mathrm{CH_3-CH_2-COONa+NaOH\xrightarrow{CaO}}$$\mathrm{CH_3-CH_3+Na_2CO_3}$
$(ii)$ উর্টজ বিক্রিয়ার সাহায্যে: ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়।
সাধারন বিক্রিয়া: $\mathrm{2R-X+2Na\xrightarrow {ether}R-R+2NaX}$
বা,$\mathrm{R-X+Na+X-R\xrightarrow {ether}R-R+2NaX}$
উদাহরন: $\mathrm{CH_3-Cl+2Na+CH_3-Cl\xrightarrow{ether}}$$\mathrm{CH_3-CH_3+2NaCl}$
$\mathrm{CH_3-CH_2-Cl+Na+Cl-CH_2-CH_3\longrightarrow }$$\mathrm{CH_3-CH_2-CH_2-CH_3+2NaCl}$
বিক্রিয়াটির বৈশিষ্ট্যঃ 
(ক) বিক্রিয়াটির সাহায্যে কেবল জোড় কার্বন সংখ্যার অ্যালকেন উৎপন্ন করা যায়।
(খ) উচ্চতর অ্যলকেন প্রস্তুুত করতে বিক্রিয়াটি কার্যকর। 
$(iii)$ কার্বনের অক্সাইড হতেঃ কার্বন মনোক্সাইড $\mathrm{(CO)}$ বা কার্বন ডাই অক্সাইড $\mathrm{(CO_2)}$ ও $\mathrm{H_2}$ এর মিশ্রনকে $\mathrm{250°C}$ বা $\mathrm{300°C}$ তাপমাত্রায় উত্তপ্ত নিকেল $\mathrm{(Ni)}$ প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে মিথেন উৎপন্ন হয়।
$\mathrm{CO+3H_2\xrightarrow [{250°C\; or \; 300°C}]{Ni}CH_4+H_2O}$

$\mathrm{CO_2+4H_2\xrightarrow [{300°C}]{Ni}CH_4+2H_2O}$
$(iv)$ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতেঃ অ্যালকিন $\mathrm{(R-CH=CH_2)}$ বা অ্যালকাইন $\mathrm{(R-C\equiv CH)}$ ও হাইড্রোজেনের মিশ্রণ কে উত্তপ্ত নিকেল $\mathrm{(Ni)}$ প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
$\mathrm{R-CH=CH_2+H_2\xrightarrow [\Delta]{Ni}}$$\mathrm{R-CH_2-CH_3}$                                              
$\mathrm{R-C\equiv CH+2H_2\xrightarrow {Ni} R-CH_2-CH_3}$
যেমনঃ $\mathrm{CH_2=CH_2+H_2\xrightarrow[{180°C-200°C}]{Ni} CH_3-CH_3}$
                                 
                          অ্যলকিন প্রস্তুুতকরণ
$(i)$ উচ্চতর অ্যলকেন হতেঃ কেরোসিনের উপাদান ডোডেকেন $\mathrm{(C_{12}H_{26})}$ কে অ্যলুমিনিয়াম অক্সাইড $\mathrm{(Al_2O_3)}$ ও ক্লোমিয়াম অক্সাইড $\mathrm{(Cr_2O_3)}$ এর উপস্থিতে $500\mathrm{°C}$ তাপমাত্রায় উত্তপ্ত করলে ভাঙ্গন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন ও ইথিন $\mathrm{(CH_2=CH_2)}$ উৎপন্ন হয়।
$\mathrm{C_{12}H_{26}\xrightarrow[{Al_2O_3,\; Cr_2O_3}]{500°C}}$$\mathrm{C_{10}H_{22}+CH_2=CH_2}$
$(ii)$ অ্যালকোহল হতেঃ  অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক এসিড দ্বারা নিরুদিত করলে অ্যালকিন ও পানি উৎপন্ন হয়।
$\mathrm{R-CH_2-CH_2OH\xrightarrow{H_2SO_{4_{(conc)}}}}$$\mathrm{R-CH=CH_2+H_2O}$
অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম অক্সাইড $\mathrm{(Al_2O_3)}$ এর উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকিন ও পানি উপন্ন হয়।
$\mathrm{R-CH_2-CH_2OH\xrightarrow [{350°C}]{Al_2O_3}}$$\mathrm{R-CH=CH_2+H_2O}$
$\mathrm{\left[H_2SO_{4_{(conc)}}\;and\; Al_2O_3\;are\;dehydrating\; agent\right]}$ 
$(iii)$ অ্যালকাইল হ্যালাইড হতেঃ অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় ক্ষার $\mathrm{(NaOH)}$ এর বিক্রিয়ায় অ্যালকিন সোডিয়াম হ্যালাইড ও পানি উৎপন্ন হয়।
$\mathrm{R-CH_2-CH_2X+NaOH_{(alc)}\longrightarrow }$$\mathrm{R-CH=CH_2+NaX+H_2O}$
                     অ্যালকাইন প্রস্তুুতকরণ
$(i)$ ক্যালসিয়াম কার্বাইড হতেঃ ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোঁটায় ফোঁটায় পানি যোগ করলে ইথাইন $\mathrm{(CH\equiv CH)}$ উৎপন্ন হয়।  
 $\mathrm{CaC_2+2H_2O\longrightarrow CH\equiv CH+Ca(OH)_2}$

$(ii)$ মিথেন হতেঃ  মিথেনকে অক্সিজেনের অনুপস্থিতিতে (বায়ু শূণ্য চ্যাম্বারে) উত্তপ্ত করলে $\mathrm{1500°C}$ তাপমাত্রায় মিথেন হতে ইথাইন উৎপন্ন হয়।
$\mathrm{CH_4\xrightarrow{1500°C} CH\equiv CH+H_2}$
$(iii)$ হ্যালোজেন অপসারণ বিক্রিয়াঃ
জিংকের সাথে পাশাপাশি দুই কার্বনের সাথে যুক্ত এক জাতীয় হ্যালোজেন এর টেট্রাহ্যালো অ্যালকেন  বিক্রিয়া করে অ্যালকাইন উৎপন্ন করে।
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-\overset{X}{\underset{X}{\overset{\vert}{\underset{\vert}C}}}-\overset{X}{\underset{X}{\overset{\vert}{\underset{\vert}C}}}-R+Zn\longrightarrow}$$\mathrm{R-C\equiv C-R+ZnCl_2}$
বিশেষ বিক্রিয়াঃ
$\mathrm{CH_3-\overset{Cl}{\underset{Cl}{\overset{\vert}{\underset{\vert}C}}}-\overset{Cl}{\underset{Cl}{\overset{\vert}{\underset{\vert}C}}}-CH_3+Zn\longrightarrow}$$\mathrm{CH_3-C\equiv C-CH_3+ZnCl_2}$
                  অ্যালকোহল প্রস্তুুতকরণ
$(i) $ অ্যালকাইল হ্যালাইড হতেঃ
হ্যালো অ্যালকেন (মনো হ্যালোঅ্যালকেন) বা অ্যালকাইল হ্যালাইড $\mathrm{R-X}$ কে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড $\mathrm{NaOH}$ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড $\mathrm{KOH}$ বা পানি সিক্ত সিলভার হাইড্রোক্সাইড $\mathrm{AgOH}$ এর সাথে উত্তপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়।
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-X+NaOH_{(aq)}\longrightarrow R-OH+NaX}$
উদাহরনঃ
$\mathrm{CH_3-Br+KOH_{(aq)}\longrightarrow CH_3-OH+KBr}$
$(ii)$ অ্যালকিন হতেঃ
ফসফরিক এসিডের উপস্থিতিতে উচ্চ তাপ ও উচ্চ চাপের প্রভাবে অ্যালকিন জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে ।
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-CH=CH_2+H-OH\xrightarrow{H_3PO_4}}$$\mathrm{R-CH_2-CH_2OH}$
যেমনঃ 
$\mathrm{CH_2=CH_2+H_2O\xrightarrow[{60atm,300°C}]{H_3PO_4} CH_3-CH_2OH}$
$(iii)$ এস্টারের আর্দ্র বিশ্লেষণঃ
এস্টারের সাথে পানি  বা জলীয় ক্ষারের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-COO-R^\prime+H_2O\longrightarrow }$$\mathrm{ RCOOH+R^\prime-OH}$
এস্টারের সাথে জলীয় ক্ষারের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।
$\mathrm{R-COO-R^\prime+NaOH_{(aq)}\longrightarrow }$$\mathrm{R-COONa+R^\prime-OH}$
$(iv)$ কার্বোনিল গ্রুপের বিজারণঃ
কার্বোনিল গ্রুপযুক্ত যৌগ ( যেমনঃ অ্যালডিহাইড , কিটোন, জৈব এসিড) কে $\mathrm{LiAlH_4}$ এর উপস্থিতিতে $\mathrm{H_2}$ দ্বারা বিজারিত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। কিটোন হতে সেকেন্ডারী অ্যালকোহল উৎপন্ন হয়।
$\mathrm{R-CHO+H_2\xrightarrow{LiAlH_4} R-CH_2OH}$
$\mathrm{R-CO-R^\prime+H_2\xrightarrow{LiAlH_4} R-CHOH-R^\prime}$    
                                                       ($2°$ অ্যালকোহল)
$\mathrm{R-COOH+H_2\xrightarrow{LiAlH_4} R-CH_2OH+H_2O}$
$\mathrm{R-COO-R^\prime+4[H]\longrightarrow }$$\mathrm{ R^\prime-OH+R-CH_2OH}$
$(v)$ সুক্রোজ হতেঃ
সুক্রোজকে এনজাইমের প্রভাবে ভেঙ্গে প্রথমে গ্লুকোজ ও ফ্রূক্টোজ উৎপন্ন করা হয়। এরপর জাইমেস এনজাইমের সাহায্যে ফার্মেন্টশন প্রক্রিয়ায় ইথানল উৎপন্ন করা হয়। এসময় কার্বন ডাই অক্সাইড ও উৎপন্ন হয়।
$\mathrm{C_{12}H_{22}O_{11}+H_2O\xrightarrow{enzyme} C_6H_{12}O_6+C_6H_{12}O_6}$
                                                         গ্লুকোজ          ফ্রূক্টোজ
$\mathrm{C_6H_{12}O_6\xrightarrow{zymase} 2CH_3-CH_2-OH+2CO_2}$
                                            ইথানল
                           অ্যালডিহাইড প্রস্তুুতকরণ
$(i)$ প্রাইমারি অ্যালকোহল হতেঃ
$1°$ অ্যালকোহল বাষ্পকে $300°C$ তাপমাত্রায় উত্তপ্ত $\mathrm{Cu}$ ধাতুর উপর দিয়ে চালনা করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। 
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-CH_2OH\xrightarrow [{300°C}]{Cu} +R-CHO+H_2}$
$(ii)$ ইথাইন হতেঃ
$\mathrm{2\%HgSO_4\;,\;20\%H_2SO_4}$ এর উপস্থিতিতে $\mathrm{80°C}$ তাপমাত্রায় ইথাইন পানির সাথে বিক্রিয়া করে ইথান্যাল উৎপন্ন করে।
$\mathrm{CH\equiv CH +H_2O\xrightarrow [{80°C}]{2\%HgSO_4\;,\;20\%H_2SO_4}}$$\mathrm{ CH_2=CHOH}$
$(iii)$ অ্যালকিন হতেঃ
$\mathrm{Zn}$ ও পানির উপস্থিতিতে $\mathrm{-CH=CH-}$ কার্যকরীমূলক যুক্ত অ্যালকিন ওজন $\left(\mathrm{O_3}\right)$ এর সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। 
$\mathrm{3R-CH=CH-R^\prime+2O_3\xrightarrow{Zn,H_2O}}$$\mathrm{3R-CHO+3R^\prime-CHO}$
$(iv)$ মিথানল হতেঃ(বাণিজ্যিক উৎপাদন)
সিলভারের স্থির আস্তরণযুক্ত প্রভাবকের উপর দিয়ে $600°C-700°C$ তাপমাত্রায় মিথানল সমৃদ্ধ অক্সিজেন মিশ্রণ বাষ্প চালনা করলে মিথান্যাল এবং জলীয়বাস্প উৎপন্ন হয়।
$\mathrm{CH_3OH+\dfrac{1}{2}O_2\xrightarrow[{600°C-700°C}]{Ag} HCHO+H_2O}$
অথবা,
সিলভারের আস্তরণের উপর দিয়ে আয়রণ-মলিবডেনাম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে $300°C-400°C$ তাপমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ মিথানল বাষ্পকে চালনা করলে মিথান্যাল উৎপন্ন হয়।
$\mathrm{CH_3OH+O_2\xrightarrow[{Fe_2\left(MoO_4\right)_3}]{300°C-400°C} HCHO+H_2O}$
এখানে $\mathrm{Fe_2\left(MoO_4\right)_3}$ এর নাম ফেরিক মলিবডেট (Ferric molybdate)

                    কিটোন প্রস্তুুতকরণ
$(i)$ সেকেন্ডারী বা টারসিয়ারী অ্যালকোহল হতেঃ
$2°$ বা $3°$ অ্যালকোহল বাষ্পকে $300°C$ তাপমাত্রায় উত্তপ্ত $\mathrm{Cu}$ ধাতুর উপর দিয়ে চালনা করলে কিটোন উৎপন্ন হয়। 
$\mathrm{R-\overset{\large{OH}}{\overset{\vert}CH}-R\xrightarrow [{300°C}]{Cu} R-CHO+H_2}$
$(ii)$ অ্যালকাইন হতেঃ
$\mathrm{HgSO_4\;,\;H_2SO_4}$ এর উপস্থিতিতে অ্যালকাইন ( ইথাইন বাদে) পানির সাথে বিক্রিয়া করে কিটোন উৎপন্ন করে।
সাধারণ বিক্রিয়ঃ
$\mathrm{R-C\equiv C-R^\prime +H-OH\xrightarrow[{H_2SO_4}]{HgSO_4} R-CH=\overset{\;\;OH}{\overset{\vert}C}-R^\prime}$$\mathrm{\longrightarrow R-CH_2-CO-R^\prime}$
$(iii)$ অ্যালকিন হতেঃ
$\mathrm{Zn}$ ও পানির উপস্থিতিতে কমপক্ষে একটি  হাইড্রোজেনমুক্ত কার্বনের  দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন ওজন $\left(\mathrm{O_3}\right)$ এর সাথে বিক্রিয়া করে কিটোন উৎপন্ন করে।
সাধারণ বিক্রিয়াঃ


যেমনঃ $\mathrm{CH_3-CH_2-\overset{CH_3}{\overset{\vert}C}=CH-CH_3+O_3\xrightarrow[{Zn}]{H_20}}$

                        জৈব এসিড প্রস্তুুতকরণ
$(i)$ অ্যালডিহাইড হতেঃ
$\mathrm{K_2Cr_2O_7}$ এবং লঘু $\mathrm{H_2SO_4}$ এর বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা অ্যালডিহাইডকে জারিত করলে জৈব এসিড উৎপন্ন হয়।
সাধারণ বিক্রিয়াঃ
$\mathrm{R-CHO+[O]\xrightarrow{K_2Cr_2O_7+H_2SO_4} R-COOH}$
$(ii)$ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতেঃ
$\mathrm{K_2Cr_2O_7}$ এবং লঘু $\mathrm{H_2SO_4}$ এর বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেন দ্বারা অ্যালডিহাইডকে জারিত করলে জৈব এসিড উৎপন্ন হয়।এক্ষেত্রে অম্লীয় বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট $\left(\mathrm{KMnO_4}\right)$ দ্বারা জারিত করেও জৈব এসিড প্রস্তুুত করা যায়।
$\mathrm{R-CH=CH-R^\prime+[O]\xrightarrow{NaOH+KMNO_4}}$$\mathrm{R-COOH+R^\prime -COOH}$ 
$\mathrm{R-C\equiv C-R^\prime+[O]\xrightarrow[{H^+}]{K_2Cr_2O_7+H_2SO_4}}$$\mathrm{R-COOH+R^\prime -COOH}$
$(iii)$ অ্যালকাইল হ্যালাইড হতেঃ
অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম সায়ানাইডের সাথে ফুটালে সহজেই অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালকাইল সায়ানাইডকে এসিড সহযোগে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বোক্সিলিক এসিড উৎপন্ন হয়।
$\mathrm{R-X+KCN\xrightarrow{\Delta} R-CN+KX}$
$\mathrm{R-CN+2H_2O\xrightarrow{H^+} R-COOH+NH_3}$

সৃজনশীল প্রশ্নঃ
$\mathrm{CH_3-CH_3+Cl_2\xrightarrow{h\nu} A+HCl}$
(ক) প্যারাফিন কাকে বলে?
(খ) $A$ হতে একটি প্যারাফিন প্রস্তুুত কর।
(গ) $A$ এর জাতকের দুইটি পলিমার বিক্রিয়া লিখ।
(ঘ) বিক্রিয়াটির সাহায্যে দুটি ভিন্ন উপায়ে ইথানল প্রস্তুত কর।
(ঙ) বিক্রিয়াটি হতে ফরমিক এসিড প্রস্তুুতকরণ বিক্রিয়াগুলো বর্ণনাসহ লিখ।
সৃজনশীল প্রশ্নঃ
একটি হাইড্রোকার্বনে $H=7.69%$ এবং যৌগটির আনবিক ভর $26$ 
(ক) অ্যালকাইল মূলক কী?
(খ) যৌগটির স্তূল সংকেত নির্ণয় কর।
(গ) যৌগটির দুটি সনাক্ত করন বিক্রিয়া লিখ।
(ঘ) যৌগটি হতে মিথেন প্রস্তুত কর।               
                                                                                     



$\mathrm{Thermosetting}$ 






পলিমারকরণ বিক্রিয়াসমূহ:
অ্যালকিন এবং অ্যালকিনের জাতকের পলিমারকরনঃ
ইথিন: $(i)$ $\mathrm{n(CH_2=CH_2)\longrightarrow (-CH_2-CH_2-)_n}$ (যুত বিক্রিয়া)
                                      পলিথিন 
$(ii)$ $\mathrm{r(CH_2=CH-Cl)\longrightarrow (-CH_2-CHCl-)}$
               ডিনাইল ক্লোরাইড                            পলি ডিনাইল ক্লোরাইড $\mathrm{(PVC)}$
$(iii)$ $\mathrm{n(CH_3-CH=CH_2)\longrightarrow \left(\overset{\overset{CH_3}\vert}{-CH}-CH_2-\right)}$ যুত বিক্রিয়া
          প্রোপিন                                                   পলিপ্রোপিন
$(iv)$ $\mathrm{\;n\left(\overset F{\underset F{\overset\vert{\underset\vert C}}}=\overset F{\underset F{\overset\vert{\underset\vert C}}}\right)\longrightarrow \left(\overset F{\underset F{\overset\vert{\underset\vert C}}}-\overset F{\underset F{\overset\vert{\underset\vert C}}}-\right)_n}$ যুত বিক্রিয়া
             টেফনল                         $PTFE$
অ্যালকোহলের পলিমারকরনঃ 
$\mathrm{n(CH_3-CH_2OH)\longrightarrow (-CH_2-CH(OH)-)_n+2nH_2}$ (ঘনীভবন)
             ইথানল                       পলি ইথানল
অ্যালডিহাইডের পলিমারকরনঃ
$(i)$ $\mathrm{n(HCHO)\longrightarrow \left(-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\right)_n}$
    ইথান্যাল বা
    ফরস্যালডিহাড                    পলিইথান্যাল
                                           $\mathrm{Derlin}$
$\mathrm{n(HCHO)\longrightarrow \left (-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\right)_n}$  যুত বিক্রিয়া
$(ii)$  

খনিজ সম্পদও জীবাশ্ম জ্বালানী
$(i)$ $\mathrm{C_{12}H_{22}O_{11}+H_2O\xrightarrow{HCl,H_2SO_4} C_6H_{12}O_6}$ (গ্লুকোজ) $\mathrm{+C_6H_{12}O_6}$
$(ii)$ একটি অ্যামাইনো এসিডের সংকেত $\mathrm{H-\overset{NH_2}{\underset R{\overset\vert{\underset\vert C}}}-COOH}$ (সাধারন সংকেত)
                     বা, $\mathrm{H-\overset{NH_2}{\underset{CH_3}{\overset\vert{\underset\vert C}}}-COOH}$  বা, $\mathrm{H-\overset{NH_2}{\underset{CH_2-CH_3}{\overset\vert{\underset\vert C}}}-COOH}$
                     বা, $\mathrm{H-\overset{NH_2}{\underset{CH_3-CH-CH_3}{\overset\vert{\underset\vert C}}}-COOH}$
পলিমার: উৎসের উপর ভিতি করে পলিমার দুই প্রকার। যথা-
$(i)$ প্রাকৃতিক পলিমার: যে সব পলিমার প্রকৃতিতে উৎপন্ন হয়, তাকে প্রাকৃতিক পলিমার বলে।
যেমন- সেলুলোজ, র্স্টাচ, শর্করা, গ্লাইকোজ, প্রোটিন, ইনসুলিন ইত্যাদি।
এখানে, সেলুলোজ,র্স্টাচ, শর্করা, গ্লাইকোজ, হলো গ্লুকোজের পলিমার।
প্রোটিন ও ইনসুলিন হলো অ্যামাইনো এসিডের পলিমার।
প্রোটিন ২০টি এবং ইনসুলিন হলো ২২টি অ্যামাইনো এসিডের পলিমার।
স্টার্চ দুই প্রকার: যথা-
$(i)$ অ্যামাইলোজ: অ্যামাইলোজ হলো কয়েকশত গ্লুকোজের শাখাহীন রৈখিক শিকল।
$(ii)$ অ্যামাইলোপেকটিন: অ্যামাইলোপেকটিন হলো কয়েক হাজার গ্লুকোজের শাখাযুক্ত রৈখিক শিকল।
স্টার্চ পানিতে অদ্রবনীয় এবং গ্লুকোজের ভান্ডার বলা হয়। উদ্ভিদ তার দেহে সঞ্চিত অতিরিক্ত গ্লুকোজকে স্টার্চে পরিনত করে।
গ্লাইকোজেন: প্রাণূ তার দেহে সঞ্চিত অতিরিক্ত গ্লুকোজকে পলিমারকরনের সাহায্যে সঞ্চিত রাখে। 
লিভার এবং skeletal muscle গ্লাইকোজেন সঞ্চিত করে রাখে।
সেলুলোজ: উদ্ভিদ যে সব উপাদান দ্বারা গঠিত তার মধ্যে সেলুলোজ সবচেয়ে বড় গঠনগত উপাদান। 
কাঠ সেলুলোজ
অ্যালডিহাইডের পলিমারঃ
$(i)$ $\mathrm{n(HCHO), n\left(H-\overset O{\overset{\vert\vert}C}-H\right) \longrightarrow \left(-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\right)_r}$
  মিথান্যাল/ফরমালডিহাইড                  পলিমিথন্যাল/ $\mathrm{Derlin}$
$(ii)$ $\mathrm{n\left(H-\overset O{\overset{\vert\vert}C}-H\right)+n(NH_2-CO-NH_2)\longrightarrow}$
 $\mathrm{\left(-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-NH-CO-NH-\right)_n+nH_2O}$
       মেলামাইন
জৈব এসিডের পলিমার:
$(i)$ $\mathrm{n(HOOC-(CH_2)_x-COOH)+n(NH_2-(CH_2)_x-NH_2)}$
   ডাইকার্বনক্সিলিক এসিড
$\mathrm{\longrightarrow \left(-\overset O{\overset{\vert\vert}C}-(CH_2)_x-CO-NH-(CH_2)_x-NH-\right)_n+2nH_2O}$
                                       নাইলন
অ্যালকিন হতে পলিমারঃ
$(i)$ $\mathrm{n(CH_2=CH_2)\longrightarrow (-CH_2-CH_2-)_n}$ যুত বিক্রিয়া 
               ইথিন                          পলিইথিন
$(ii)$ $\mathrm{n(CH_3-CH=CH_2)\longrightarrow \left(-C\overset{CH_3}{\overset\vert H}-CH_2-\right)_n}$ যুত বিক্রিয়া
$(iii)$ $\mathrm{n(CH_2=CHCl)\longrightarrow \left(-CH_2-C\overset{Cl}{\overset\vert H}-\right)_n}$
           ভিনাইল ক্লোরাইড $(VC)$                পলিভিনাইল ক্লোরাইড $(PVC)$
$(iv)$ $\mathrm{n(CF_2=CF_2)\longrightarrow (-CF_2-CF_2-)_n}$
 টেট্রাফ্লোরো ইথিন $(TFE)$              পলিটেট্রাফ্লোরইথিন $(PTFE)$
                                                                          (টেফলন)
অ্যালকোহলের পলিমার:
$\mathrm{n(CH_3-CH_2OH)\longrightarrow (-CH_2-CH(OH)-)_n+2nH_2}$
     ইথানল                                       পলি ইথানল
                                                                        (ঘনীভবন)
পলিমারকরন:
একই ধরনের বা ভিন্ন ধরনের পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অনু সৃষ্টির প্রক্রিয়াকে পলিমানকরন বলে।
পলিমারকরন বিক্রিয়া ২ ধরেনর। যথা:
$(i)$ যুত পলিমারকরন
$(ii)$ ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া
$(i)$ যুত পলিমারকরন বিক্রিয়া:
পদার্থের অসংখ্য অনু পরস্পরের সাথে যুত হয়ে বৃহৎ অনু সৃষ্টির প্রক্রিয়াকে যুত পলিমারকরন বলে।
এর বৈশিষ্ট্য:
(ক) পলিমার ছাড়া অন্য কোনো পদার্থ উৎপন্ন হয় না।
(খ) অ্যালকিন সাধারনত এই বিক্রিয়া প্রদর্শন করে না।
$(ii)$ ঘণীভবন পলিমারকরন বিক্রিয়া: ভিন্ন ধরনের পদার্থের অসংখ্য অনু পরস্পরের সাথে যুত হয়ে বৃহৎ অনু সৃষ্টির প্রক্রিয়াকে ঘণীভবন পলিমারকরন বিক্রিয়া।
এর বৈশিষ্ট্য:
(ক) পলিমার ছাড়াত্ত অন্যান্য পদার্থ উৎপন্ন হয়।
যেমন: $\mathrm{CO_2, H_2O, H_2}$
(খ) অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড এই বিক্রিয়া প্রদর্শন করে।
$(ii)$ কার্বনের অক্সাইড হতে:
ব্যখ্যা: কার্বনের অক্সাইড কে হাইড্রোজেন এর সাথে মিশ্রিত করে $250°-300°C$ তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে করলে মিথেন উৎপন্ন হয়।
$\mathrm{CO+3H_2\xrightarrow[{250^\circ}]{Ni} CH_4+H_2O_{(g)}}$

$\mathrm{CO_2+4H_2\xrightarrow[{300^\circ C}]{Ni} CH_4+2H_2O_{(g)}}$

$(iii)$ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে:
ব্যখ্যা: অসম্পৃক্ত হাইড্রোকার্বনে হাইড্রোজেন এর সাথে মিশ্রিত করে $180^\circ-200^\circ C$ তাপমাত্রায় নিকেল প্রভবকের উপস্থিতিতে উত্তপ্ত করে অ্যালকেন উৎপন্ন হয়।
$\mathrm{R-CH=CH_2+H_2\xrightarrow[{180^\circ C}]{Ni} R-CH_2-CH_3}$

$\mathrm{R-C\equiv CH+2H_2\xrightarrow[{200^\circ C}]{Ni} R-CH_2-CH_3}$

$\mathrm{CH_2=CH_2+H_2\xrightarrow[{200^\circ C}]{Ni} CH_3-CH_3}$

[একটি বন্ড ভাগতে দুইটি হাইড্রোজেন লাগে]

১. $\mathrm{CH_2=CH_2}$

(ক) যৌগটির উৎপাদনের দুটি রাসায়নিক সমীকরণ লিখ।

(খ) যৌগটির দুটি জাতকের পলিমার বিক্রিয়া লিখ ।

(গ) যৌগটির অসস্পৃক্ততার দুটি পরীক্ষা লিখ ।

(ঘ) যৌগটি হতে ফরমালিন প্রস্তুত কর।

 2. $\mathrm{5\%-6\%CH_3-COOH_{(aq)}}$

(ক)যৌগটির নাম লিখ।

(খ)যৌগটির ব্যবহার লিখ।

(গ)যৌগটির এস্টারিকরণ বিক্রিয়াটি কি ধরনের তা ব্যখ্যা কর।

(ঘ) যৌগটি হতে মিথেন প্রস্তত কর এবং ঘনমাত্রার ব্যপ্তি নিরণয় কর।

গাণিতিক সমস্যা ও সমাধানঃ

১. একটি অণুতে $10$ টি কার্বন পরমাণু এবং অজ্ঞাত সংখ্যক ক্লোরিন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে বলে জানা যায়। বিশ্লোষণ দ্বারা স্থির হয় যে পদার্থটিতে $60.5%$ কার্বন, $5.55%$ হাইড্রোজেন $16.1% অক্সিজেন এবং $17.9\%$ ক্লোরিন বিদ্যমান আছে। যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর।

সমাধান: প্রদত্ত ওজনগুলোকে মৌলগোলোর স্ব স্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নিম্নরূপে তাদের পরমাণুর আপেক্ষিক অনুপাত পাইঃ

$\mathrm{C=\dfrac {60.5}{12}=5.05,}$ 

$\mathrm{O=\dfrac {16.1}{16}=1.006,}$

$\mathrm{H=\dfrac{5.55}{1}=5.55}$

$\mathrm{Cl=\dfrac {17.9}{35.5}=0.504}$

মৌলগুলোর পরমানুর সংখ্যার সরল অনুপাত হল (ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে)

$\mathrm{C=\dfrac {5.05}{0.504}=10,}$ 

$\mathrm{O=\dfrac {1.006}{0.504}=2,}$

$\mathrm{H=\dfrac{5.55}{0.504}=11}$

$\mathrm{Cl=\dfrac {0.504}{0.504}=1}$ 
অর্থাৎ যৌগটিতে, $C:H:O:Cl=10:11:2:1$
সুতরাং যৌগটির স্থুল সংকেত হল $C_{10}H_{11}O_{2}Cl_{1}$
প্রশ্নানসারে, যেহেতু যৌগটির প্রতি অনুতে $10$ টি করে কার্বন  পরমাণু বিদ্যমান তাই তার আনবিক সংকেতও হবে $C_{10}H_{11}O_{2}Cl_{1}$
২. একটি জৈব যৌগের অনু প্রতি নয়টি কার্বন পরমানু এবং অজ্ঞাত সংখ্যক হাইড্রোজেন ও নাইট্রোজেন বিদ্যমান। যৌগটিতে হাইড্রোজেন $15.25\%$ এবং নাইট্রোজেন $23.73\%$ আছে। যৌগটির আনবিক সংকেত নির্ণয় কর।
সমাধান: জৈব যৌগ: $H=15.25\%; N=23.73\%$ এবং $C=100-(15.25+23.73)=61.02\%$
প্রত্যেক মৌলের প্রদত্ত শতকরা পরিমানকে স্ব স্ব পারমানবিক ওজন দ্বারা ভাগ করে তাদের পরমানু সংখ্যার আপেক্ষিক অনুপাত নিম্নরূপে নির্ণয় করা যায়:
$\mathrm{C=\dfrac {5.08}{1.69}=3}$
$\mathrm{H=\dfrac {15.25}{1}=15.25}$ 
$\mathrm{N=\dfrac {23.73}{14}=1.69}$
ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে পুনরায় ভাগ করে মৌলগুলোর পরমানু সংখ্যার সরল অনুপাত পাই,
$\mathrm{C=\dfrac {5.08}{1.69}=3}$ 
$\mathrm{H=\dfrac {15.25}{1.69}=9}$ 
$\mathrm{N=\dfrac {1.69}{1.69}=1}$
সুতরাং যৌগটির স্থুল সংকেত হল: $C_3H_9N_1$ । প্রশ্নানুসারে যেহেতু যৌগটির প্রতি অনুতে নয়টি কার্বন পরমানু আছে তাই তার আণবিক সংকেত হল: $(C_3H_9N)_3$ বা, $C_9H_{27}N_3$
নিম্নোক্ত বিক্রিয়াগুলো সম্পূর্ণ কর:
(ক) $\mathrm{C_2H_4{_{(g)}}+HI_{(g)}\longrightarrow }$
(খ) $\mathrm{H_2C=CH_2+KMno4_{(aq)}\longrightarrow }$
(গ) $\mathrm{\;\;\;\;\;\longrightarrow C_2H_2{_{(g)}}+Ca(OH)_2}$
(ঘ) $\mathrm{C_2H_2{_{(g)}}+Br_2{_{(l)}}\longrightarrow }$
(ঙ) $\mathrm{C_2H_2{_{(g)}}+HBr_{(g)}\longrightarrow }$
(চ) $\mathrm{C_2H_2{_{(g)}}+H_2O_{(l)}\xrightarrow [{80°C}]{2\%HgSO_4\;,\;20\%H_2SO_4}}$

(ছ) $\mathrm{CH_3CH_2I_{(l)}+NaOH_{(alc)}\longrightarrow }$
(জ) $\mathrm{CH_3CH_2I_{(l)}+NaOH_{(alc)}\longrightarrow }$
(ঝ) $\mathrm{\;\;\;\;\;\longrightarrow CH_3-COOC_2H_5{_{(l)}}+H_2O_{(l)}}$










পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
2 Comments
  • Unknown
    Unknown March 25, 2022 at 11:05 AM

    Sir, your lecture has helped me a lot . Thanks for the well arranged notes.

  • abdus sattar
    abdus sattar April 21, 2022 at 8:35 PM

    thanks

Add Comment

Enter Comment

comment url