chemistry,states of matter

Chemistry,states of matter, diffusion and Emission ,Graham's law of diffusson and mathematiical problem, mnting and boiling graph,

 সৃজনশীল প্রশ্নঃ

$\mathrm{C_{12}H_{22}O_{11},\;CO_2 ,NaCl,OF_2}$, $\mathrm{KMnO_4,NH_3 ,C_6H_{12}O_6 ,I_2}$
 (ক) উর্ধ্ব পাতন কাকে বলে?
 (খ) শেষোক্ত যৌগটির বাষ্পীভবনের লেখচিত্র আক ।
 (গ) স্বাদ ও বর্ণ পরিবর্তনের মাধ্যমে যেসব যৌগের ব্যাপন হার ব্যাখ্যা করা যায় তাদের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব লিখ। 
 (ঘ) গ্যাসীয় পদার্থগুলোর ব্যাপন হার তুলনা কর
সৃজনশীল প্রশ্নঃ

 (ক) স্ফুটনাঙ্ক কাকে বলে।
 (খ) সাধারণত নিঃসরণের পরে ব্যাপন ঘটে-ব্যাখ্যা কর।
 (গ)  A থেকে E পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সাথে পদার্থটির অবস্থার পরিবর্তন ব্যাখ্যা কর।
 (ঘ) উদ্দীপকের আলোকে শীতলীকরণের লেখচিত্র অঙ্কন করে তাপমাত্রার সাথে আন্তঃআনবিক শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নঃ

(ক) নিশাদলের সংকেত লিখ?
(খ) একই পরিমাণ বরফ ও পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন কেন?
(গ) লেখচিত্র দুটির আলোকে তাপমাত্রার সাথে  পদার্থের অবস্থার পরিবর্তন ব্যাখ্যা কর।
(ঘ) ১ম চিত্রের বাষ্পীভবনের এবং ২য় চিত্রের শীতলীকরণের লেখচিত্র অঙ্কন করে তাপমাত্রার সাথে আন্তঃআনবিক শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নঃ
বিট লবণ, নীলের গুড়া, জলীয় বাষ্প,প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড ,শুষ্ক কার্বন ডাই অক্সাইড, 
 (ক) গলন কাকে বলে?
(খ) শেষোক্ত যৌগটির বাষ্পীভবনের লেখচিত্র অঙ্কন কর।
  (গ) স্বাদ ও বর্ণ পরিবর্তনের মাধ্যমে যেসব যৌগের ব্যাপন হার ব্যাখ্যা করা যায় তাদের ক্ষেত্রে    তাপমাত্রার প্রভাব লিখ। 
  (ঘ) গ্যাসীয় পদার্থগুলোর ব্যাপন হার তুলনা কর।
সৃজনশীল প্রশ্নঃ
$A$ পাত্রে তরলের মধ্যে $24$ অণু কেলাস পানিযুক্ত 
পটাসিয়াম ও অ্যালুমিনিয়ামের লবণ রাখা হয়েছে।
ক) নিঃসরণ কাকে বলে ?
(খ) পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা বাড়ে না কেনো ?
(গ) প্রথম পাত্রে কেবল ব্যাপন ঘটলেও ২য় পাত্রে নিঃসরণ সম্ভব – ব্যাখ্যা কর।
(ঘ) প্রথম ও দ্বিতীয় পাত্রের পদার্থের ব্যাপন হার তাপমাত্রা , চাপ ও আণবিক ভরের আলোকে তুলনামূলক আলোচনা কর।
সৃজনশীল প্রশ্নঃ

ক) CNG কী ?
(খ) প্রথম পাত্রে নিঃসরণ ঘটলেও ২য় পাত্রে সম্ভব নয় কেন?
(গ) প্রথম পাত্রের গ্যাস গুলোর নিঃসরণ হার তাপমাত্রা ও আণবিক ভরের সাপেক্ষে তুলনা কর।
(ঘ) প্রথম ও দ্বিতীয় পাত্রের পদার্থের ব্যাপন হার তাপমাত্রা , চাপ ও আণবিক ভরের আলোকে তুলনামূলক আলোচনা কর।
সৃজনশীল প্রশ্নঃ

ক) সেলুলোজ এর তিনটি উৎস লিখ।
(খ) কার্বন, নাইট্রোজেন , সালফার ও ফসফরাসযুক্ত সারের নাম লিখ।
(গ) উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন -ব্যাখ্যা কর।
(ঘ) $A$ অবস্থানে উৎপন্ন সাদা ধোঁয়া ডানপ্রান্তের নিকটবর্তী হওয়ার কারণ যুক্তি সহ ব্যাখ্যা কর ।
সৃজনশীল প্রশ্নঃ

$A$ পাত্রে তরলের মধ্যে $5$ অণু কেলাস পানিযুক্ত  কপারের লবণ।
(ক) ঊর্ধ্বপাতন কাকে বলে ?
(খ) তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ?
(গ) প্রথম পাত্রে কেবল ব্যাপন ঘটলেও ২য় পাত্রে নিঃসরণ সম্ভব – ব্যাখ্যা কর।
(ঘ) প্রথম ও দ্বিতীয় পাত্রের পদার্থের ব্যাপন হার তাপমাত্রা , চাপ ও আণবিক ভরের আলোকে তুলনামূলক আলোচনা কর।
ব্যাপনঃ 
কোনো মাধ্যমে কঠিন,তরল ও গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
নিঃসরণঃ
কোনো মাধ্যমে গ্যাসীয় পদার্থের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সরুছিদ্র পথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।
ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্যঃ

ব্যাপন নিঃসরণ
কঠিন,তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে
ঘনত্বের প্রভাব রয়েছে চাপের প্রভাব রয়েছে
বিস্তৃত অঞ্চলে ঘটে সরুছিদ্র পথে ঘটে
স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়
গ্রাহামের ব্যাপন সূত্রঃ
"যেকোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। "
কোন গ্যাসের আণবিক ভর $M$ এবং ব্যাপন হার $r$ হলে সূত্রানুসারে,
$r\propto \dfrac{1}{\sqrt{M}}$
প্রশ্নঃ মৌলিক গ্যাসের ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা কর।
উত্তরঃ 
$\mathrm{H_2}$ এর আণবিক ভর $=1×2=2$
$\mathrm{Cl_2}$ এর আণবিক ভর $=35.5×2=71$
$\mathrm{F_2}$ এর আণবিক ভর $=19×2=38$
$\mathrm{N_2}$ এর আণবিক ভর $=14×2=28$
$\mathrm{O_2}$ এর আণবিক ভর $=16×2=32$
গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে, 
যেকোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। 

##  যেকোন পদার্থের ব্যাপন হার তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।
অর্থাৎ $r\propto \sqrt{T}$

বহুনির্বাচনী প্রশ্নঃ
১. কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ?
(ক) ব্যাপন             (খ) নিঃসরণ
(গ) স্ফুটন           (ঘ) ঊর্ধ্বপাতন
২. কোনটি ভৌত অবস্থা কঠিন ?
(ক) ক্লোরিন         (খ) আয়োডিন 
(গ) ব্রোমিন          (ঘ) আ্যামোনিয়া 
৩. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ?
(ক) সালফার        (খ) আয়োডিন
(গ) ব্রোমিন        (ঘ) ফসফরাস
৪. নিচের কোনটির ব্যাপনের হার বেশি ?
(ক) $\mathrm{H_2O}$           (খ) $\mathrm{CO_2}$
(গ) $\mathrm{NH_3}$            (ঘ) $\mathrm{CH_4}$
৫. নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ?
(ক) $\mathrm{CaCl_2}$      (খ) $\mathrm{AlCl_3}$
(গ) $\mathrm{MgCl_2}$      (ঘ) $\mathrm{FeCl_3}$
৬. কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয় ?
(ক) $\mathrm{NH_4 Cl(s)}$        (খ) $\mathrm{C_{10}H_{16}O (s)}$
(গ) $\mathrm{CO_2(g)}$          (ঘ) $\mathrm{AlCl_3(s)}$
৭.ব্যাপনের হারের ক্ষেত্রে নিচের কোন অনুক্রমটি সঠিক ?
(ক) $\mathrm{C_6 H_6<C_3 H_8<C_3 H_4}$
(খ) $\mathrm{NO_2>CO_2>SO_2}$
(গ) $\mathrm{NH_3<PH_3<AsH_3}$
(ঘ) $\mathrm{H_2 S>F_2>Ar}$
৮.কোনটি নিঃসরণ হার সর্বোচ্চ ?
(ক) $\mathrm{PH_3}$              (খ) $\mathrm{N_2O_4}$
(গ) $\mathrm{SO_2}$               (ঘ) $\mathrm{NH_3}$
৯.নিচের কোনটি নিঃসরণকাল বেশি ?
(ক) $\mathrm{CH_4}$           (খ) $\mathrm{NH_3}$
(গ) $\mathrm{O_2}$             (ঘ) $\mathrm{H_2}$
১০. নিচের কোন পদার্থটি নিঃসরণ সম্ভব ?
(ক) $\mathrm{AlCl_3}$           (খ) $\mathrm{ZnO}$
(গ) $\mathrm{SO_2}$               (ঘ) $\mathrm{SiO_2}$
১২.ঊর্ধ্বপাতিত হয়-
$i.$$\mathrm{C_{10} H_8}$
$ii.$$\mathrm{C_{10}H_{16}O}$
$iii.$$\mathrm{CO_2}$
নিচের কোনটি সঠিক ?
(ক) $i \;ও \;ii$       (খ) $i$
(গ) $ii$           (ঘ) $i , ii , \;ও\; iii$
১৩.সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে-
$i.$ $\mathrm{Br_2}$
$ii.$ $\mathrm{S_8}$
$iii.$ $\mathrm{I_2}$
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$       (খ) $ii$ ও $iii$
(গ) $i$ ও $iii$      (ঘ) $i , ii$ ও $iii$
১৪.নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ?
(ক) $\mathrm{AlCl_3}$        (খ) $\mathrm{Al_2 O_3}$
(গ) $\mathrm{CO}$          (ঘ) $\mathrm{Br_2}$
১৫.ব্যাপন ও নিঃসরণ নিচের কোন দুইটির উপর নির্ভরশীল ?
(ক) ভর ও ঘনত্ব         (খ) চাপ ও তাপমাত্রা 
(গ) ভর ও আয়তন       (ঘ) চাপ ও আয়তন 
১৬.যানবাহন সিএনজি জ্বালানি হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
 (ক) $\mathrm{C_3H_8}$       (খ) $\mathrm{C_4 H_10}$
(গ) $\mathrm{CH_4}$            (ঘ) $\mathrm{C_2 H_4}$
১৭.চাপ প্রয়োগে কোনটির গলনাঙ্ক কমে ?
(ক) ন্যাপথালিন         (খ) মিথানল 
(গ) বরফ                   (ঘ) ইথার
১৮. নিচের কোনটির ব্যাপনের হার বেশি ?
(ক) $\mathrm{N_2 O_3}$        (খ) $\mathrm{N_2 O}$
(গ) $\mathrm{C_2 H_6}$         (ঘ) $\mathrm{C_2 H_4}$
১৯.কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় ?
(ক) $\mathrm{NO_2}$        (খ) $\mathrm{NH_3}$
(গ) $\mathrm{CO_2}$        (ঘ) $\mathrm{CO}$
২০ . কোনটি ঊর্ধ্বপাতিত হয় ?
(ক) আয়োডিন         (খ) খাদ্য লবণ
(গ) তুঁতে                  (ঘ) সোডাঅ্যাস
২১.  কোনটির ব্যাপনের হার বেশি ?
(ক) $\mathrm{CO_2}$          (খ) $\mathrm{NH_3}$
(গ) $\mathrm{NaCl}$            (ঘ) $\mathrm{H_2 SO_4}$
২২.কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয় ?
(ক) ন্যাপথালিন              (খ) চুনাপাথর
(গ) চিনি                         (ঘ) বরফ
২৩. কোন মৌলিক গ্যাসটির ব্যাপনের হার বেশী ?
(ক) $\mathrm{H_2}$                     (খ) $\mathrm{O_2}$
(গ)  $\mathrm{N_2}$                     (ঘ) $\mathrm{Cl_2}$
24. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশী ?
(ক) সালফিউরিক এসিড     (খ) সোডিয়াম  ক্লোরাইড
(গ) কার্বন ডাইঅক্সাইড       (ঘ) পানি
২৫. কোনটির আন্তঃআণবিক শক্তি বেশী ?
(ক) $\mathrm{H_2O}$          (খ) $\mathrm{CO_2}$
(গ) $\mathrm{NH_3}$           (ঘ) $\mathrm{KCl}$
২৬.নিচের  কোনটি উর্ধ্বপাতনযোগ্য পদার্থ ?
(ক) ফ্লোরিন            (খ) ক্লোরিন
(গ) ব্রোমিন             (ঘ) আয়োডিন
২৭.নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশী হবে ?
(ক) $\mathrm{NH_3}$            (খ) $\mathrm{NO_2}$
(গ) $\mathrm{H_2S}$             (ঘ) $\mathrm{SO_2}$
২৮.কোনটির ব্যাপন হার বেশী ?
(ক) $\mathrm{CO_2}$        (খ) $\mathrm{NH_3}$ 
(গ) $\mathrm{HCl}$          (ঘ) $\mathrm{H_2}$
২৯. মোম কোন ধরনের  পদার্থ ?
(ক) হাইড্রোকার্বন        (খ) কার্বোহাইড্রেট
(গ) উদ্বায়ী                 (ঘ) মৌলিক
৩০. মোম কার্বনের সাথে কোন মৌলটি থাকে ?
(ক) অক্সিজেন           (খ) হাইড্রোজেন 
(গ) নাইট্রোজেন          (ঘ) সালফার
৩১. পদার্থে কী কী আছে ?
(ক) ভর ও আয়তন       (খ) বর্ণ ও গন্ধ
(গ) স্বাদ ও ওজন          (ঘ) সংকোচন ও প্রসারণ
৩২.সাধারণ অবস্থায় পানি , লবণ ও নাইট্রোজেন কেমন ?
(ক) তরল , কঠিন , গ্যাস       (খ) তরল , গ্যাস , কঠিন
(গ) কঠিন , তরল , গ্যাস        (ঘ) সবই তরল
৩৩. কোনটি পদার্থ নয় ?
(ক) বায়ু                (খ) মাটি
(গ) শব্দ                  (ঘ) পানি
৩৪.জলীয়  বাষ্পকে ঠান্ডা করলে কিসে পরিণত হয় ?
(ক) বরফে           (খ) বাষ্পে
(গ) কঠিন পদার্থে   (ঘ) পানিতে 
৩৫.কোনটির সংকোচনশীলতা সবচেয়ে বেশী ?
(ক) লবণ         (খ) পানি
(গ) দুধ            (ঘ) হাইড্রোজেন 
৩৬.কোনটির ঘনত্ব সবচেয়ে বেশী ?
(ক) লুব্রিকেটিং তেল        (খ) সয়াবিন তেল
(গ) দুধ                        (ঘ) খাবার লবণ
৩৭.জলীয়বাষ্পকে ঠান্ডা করলে পানিতে এবং আরো ঠান্ডা করলে কিসে পরিণত হয় ?
(ক) বরফে              (খ) পানি উর্ধ্বপাতিত হবে
(গ) জলীয়বাষ্পে       (ঘ) জলীয়বাষ্পে উর্ধ্বপাতিত হবে
৩৮. কোনটি পদার্থ ?
(ক) বায়ু             (খ) তাপ
(খ) আলো            (ঘ) বিদ্যুৎ
৩৯. পদার্থের অণুসমূহ  যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে 
তাকে কী বলে ?
(ক) আন্তঃআণবিক শক্তি        (খ) রাসায়নিক শক্তি
(গ) স্থির বৈদ্যুতিক শক্তি        (ঘ) ভ্যানডার ওয়ালস শক্তি
৪০. নিদিষ্ট আকার , আয়তন ও কমবেশী দৃঢ়তা থাকে পদার্থের কোন অবস্থায় ?
(ক) তরল               (খ) বায়বীয় 
(খ) কঠিন               (ঘ) দ্রবনীয়
৪১. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ নিদিষ্ট স্থানে বিরাজ না করে 
না, চলাচল করে ?
(ক) কঠিন          (খ) তরল
(গ) গ্যাসীয়         (ঘ) কলয়েড অবস্থা
৪২. পদার্থের কোন অবস্থায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করে ?
(ক) কঠিন            (খ) তরল
(গ)   দ্রবণ            (ঘ) গ্যাসীয়
৪৩. তরল পদার্থের অণুর অবস্থান কী রকম ?
(ক) অণুগুলো গুচ্ছ আকারে থাকে
(খ) অণুগুলো দূরে দূরে থাকে
(গ) অণুগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে 
(ঘ) অণুগুলো খুব কাছাকাছি থাকে
৪৪.নিচের কোনটি সঠিক ?
(ক) গ্যাসীয় পদার্থের নিদিষ্ট আয়তন আছে 
(খ) তরল পদার্থের নিদিষ্ট আয়তন আছে , কিন্তু নিদিষ্ট আকার নাই 
(গ) সকল কঠিন পদার্থকে তাপ দিলে তরলে রূপান্তরিত হয়
(ঘ) কঠিন পদার্থের নিদিষ্ট আয়তন নেই
৪৫.নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম ?
(ক) কার্বন ডাইঅক্সাইড              (খ) পানি
(গ) সাধারণ লবণ                     (ঘ) কেরোসিন তেল
৪৬.নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক ?
(ক) পানি                   (খ) কাঠের টুকরা 
(গ) দুধ                      (ঘ) হিলিয়াম গ্যাস
৪৭. নিচের কোনটিতে অণুসমূহের গতিশীল সবচেয়ে কম?
(ক) বরফ                   (খ) পানি 
(গ) ফুটানো পানি         (ঘ) জলীয় বাস্প
৪৮.কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে ?
(ক) পানি                     (খ) কেরোসিন
(গ) খাবার  লবণ          (ঘ) কার্বন ডাইঅক্সাইড 
৪৯. নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম ?
(ক) চুনাপাথর               (খ) পেট্রোল
(গ) নাইট্রোজেন            (ঘ) দুধ
৫০.গ্যাসীয় অবস্থায় অণুসমূহ কী করে ?
(ক) পরস্পরের সন্নিকটে থাকে
(খ) পরস্পর থেকে দূরে থাকে 
(গ) মুক্তভাবে চলাচল করে 
(ঘ) দূরত্ব বজায় রেখে চলা চল করে 
৫১.একটি গ্যাসীয় পদার্থে চাপ প্রদান করে ঠান্ডা করা হলে-
$i.$ তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি কমে যাবে 
$ii.$ তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক শক্তি বেড়ে যাবে
$iii.$ তরলে পরিণত হবে এবং আন্তঃআণবিক দূরত্ব কমে যাবে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                      (খ) $ii$
(গ) $i$  ও $ii$          (ঘ) $ii$ ও $iii$
৫২. পদার্থের কণাসমূহ গতিশীল থাকে-
$i.$ কঠিন অবস্থায় 
$ii.$ তরল অবস্থায়
$iii.$ বায়বীয় অবস্থায়
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৩. আন্তঃআণবিক আকর্ষণ শক্তি –
$i.$ কঠিন অবস্থায় সর্বোচ্চ
$ii.$ তরল অবস্থায় মাঝামাঝি 
$iii.$ বায়বীয়  অবস্থায় সর্বোচ্চ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৪. তাপ প্রয়োগে পরিণত হয় ?
$i.$ জলীয়বাষ্প থেকে পানিতে 
$ii.$ বরফ থেকে পানিতে
$iii.$ পানি থেকে জলীয়বাষ্পে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৫.তরল পদার্থের –
$i.$আন্তঃআণবিক আকর্ষন বল কঠিনের চেয়ে কম 
$ii.$ আয়তন স্বল্প  মাত্রায় সংকোচনশীল 
$iii.$ কণাসমূহ মোটামুটি দূরত্বে অবস্থান করে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৬.তাপ প্রয়োগ করা হলে পদার্থের –
$i.$ কণাসমূহ গতিশক্তি অর্জন করে
$ii.$ কণাসমূহ স্থিতিশক্তি অর্জন করে
$iii.$ কণাসমূহ ইচ্ছামত বিভিন্ন দিকে চলাচল করে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৭. কঠিন পদার্থের বৈশিষ্ট হলো 
$i.$ নিদিষ্ট আকার ও আয়তন আছে
$ii.$স্ফুটনাংক ও গলনাংক বেশি হয়
$iii.$ আন্তঃআণবিক শক্তি বেশি
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৮. গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য-
$i.$ নির্দিষ্ট আকার  ও আয়তন আছে
$ii.$ সংকোচনশীলতা রয়েছে
$iii.$ পাত্র খোলা রাখলে চারদিকে ছড়িয়ে পরে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৫৯.সঠিক বাক্য-
$i.$আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক কম হলে পদার্থ গ্যাসীয় হবে 
$ii.$ আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক বেশী হলে পদার্থ কঠিন হবে
$iii.$ আন্তঃআণবিক শক্তি গতিশক্তি থেকে অনেক প্রায় হলে পদার্থ তরল হবে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৬০.কোন মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে 
পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
(ক) নিঃসরণ                    (খ) ব্যাপন
(গ) সালোকসংশ্লেষণ           (ঘ) প্রস্বেদন
৬১.পাকা কাঁঠালের গন্ধ ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়াকে কী বলে ?
(ক) নিঃসরণ                    (খ) ব্যাপন
(গ) সালোকসংশ্লেষণ           (ঘ) প্রস্বেদন
৬২. ব্যাপনের ইংরেজী কী ?
(ক) $\text{Osmosis}$             (খ) $\text{Absorption}$
(গ) $\text{Diffusion}$           (ঘ) $\text{Transpiration}$
৬৩. ব্যাপনের উৎপত্তির কারণ কী ?
(ক) বিকর্ষণ         (খ) আকর্ষণ
(গ) গতিশীলতা       (ঘ) নিঃসরণ
৬৪.একটি বস্তুর ভর এবং ঘনত্ব বেশী হলে ব্যাপনের হার কেমন হবে ?
(ক) বৃদ্ধি পাবে                (খ) হ্রাস পাবে
(গ) সমানুপাতিক হবে       (ঘ) ব্যস্তনুপাতিক হবে
৬৫.নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম ?
(ক) $\mathrm{O_2}$               (খ) $\mathrm{He}$
(গ) $\mathrm{CO_2}$              (ঘ) $\mathrm{H_2}$
৬৬. বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কী রকম হয় ?
(ক) বেড়ে যায়              (খ) কমে যায়
(গ) একই থাকে            (ঘ) সমানুপাতিক হারে বাড়ে 
৬৭. তাপ পরিবর্তনের সাথে ব্যাপনের হার –
$i.$ বাড়ে
$ii.$ কমে
$iii.$ স্থির থাকে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৬৮. ব্যাপন সংঘটিত হয় –
$i.$ চাপের প্রভাবে
$ii.$ সমভাবে
$iii.$ স্বতঃস্ফূর্তভাবে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৬৯. ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ –
$i.$সেন্টের শিশি থেকে গন্ধ নির্গমন 
$ii.$ বাতাসে দুর্গন্ধস ছড়ানো
$iii.$ ল্যাবরেটারিতে  $\mathrm{H_2S}$  এর গন্ধ ছড়ানো
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$
(গ) $ii$ ও $iii$          (ঘ) $i , ii$ ও $iii$
৭০.নিঃসরণের ইংরেজী কী ?
(ক) $\text{Effusion}$         (খ) $\text{Diffusion}$
(গ) $\text{Osmosis}$            (ঘ) $\text{Transpiration}$
 ৭১.ময়লা দুর্গন্ধ পচনশীল বস্তুর ভেতর থেকে বেরিয়ে আসে কেন প্রক্রিয়ায় ?
(ক) অভিস্রবণ               (খ) পরিস্রাবণ 
(গ) ব্যাপন                   (ঘ) নিঃসরণ
৭২.হাসপাতালে কোন গ্যাস রাখা হয় ?
(ক) $\mathrm{H_2}$                    (খ) $\mathrm{CH_4}$
(গ) $\mathrm{O_2}$                     (ঘ) $\mathrm{C_4 H_10}$
৭৩. গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে বাতাস বের হওয়া কোন প্রক্রিয়ার উদাহরণ ?
(ক) অভিস্রবণ               (খ) পরিস্রাবণ 
(গ) ব্যাপন                   (ঘ) নিঃসরণ
৭৪. ছিদ্র বড় হওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্ততা কীরূপ হয় ?
(ক) বেশী               (খ) কম
(গ) অসীম              (ঘ) তাপপরিবর্তনশীল
৭৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী ?
(ক) মিথানল                (খ) মিথেন 
(গ) ইথানল                    (ঘ) ইথেন 
৭৬. সি এন জি কীভাবে প্রস্তুত করা হয় ?
(ক) অধিক তাপ প্রয়োগে       (খ) অধিক তাপ অপসারনে 
(গ) অধিক চাপ প্রয়োগে        (ঘ) অধিক চাপ অপসারনে 
৭৭.কোনটিকে প্রধানত যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ?
(ক) $\mathrm{CH_4}$                (খ) $\mathrm{C_2 H_5 OH}$
(গ) $\mathrm{C_2 H_6}$               (ঘ) $\mathrm{C_3 H_8}$
৭৮. সিলিন্ডারসমূহ ছিদ্র হলে গ্যাস কোন প্রক্রিয়ায় নির্গত হয় ?
(ক) অভিস্রবণ               (খ) পরিস্রাবণ 
(গ) ব্যাপন                   (ঘ) নিঃসরণ
৭৯. চাপ পরির্বতনে স্ফুটনাঙ্কের কেমন পরিবর্তন হয় ?
(ক) কমে                (খ) বাড়ে 
(গ) দ্বিগুন হারে কমে   (ঘ) দ্বিগুন হারে বাড়ে
৮০. প্রমাণ চাপ বলতে কী বোঝায় ?
(ক) এক বায়ুমন্ডলীয় চাপ
(খ) $\mathrm{760\;cm}$ উচ্চতাবিশিষ্ট পারদ স্তম্ভের চাপ
(গ) $\mathrm{760\;cm}$ উচ্চতার পারদ স্তম্ভের চাপ
(ঘ) $273$ বায়ুমন্ডলীয় চাপ
৮১. গলনাঙ্কে পৌছালে কী হয় ?
(ক) তরল পদার্থ ফুটতে শুরু করে 
(খ) তরল পদার্থ বাষ্পে পরিণত হয়
(গ) কঠিন পদার্থ তরলে পরিণত হয়
(ঘ) কঠিন পদার্থ বাষ্পে পরিণত হয়
৮২.স্ফুটনাংক কিসের ওপর নির্ভরশীল ?
(ক) তাপের ওপর           (খ) চাপের ওপর 
(গ) শক্তির ওপর             (ঘ)  আন্তঃআণবিক শক্তির ওপর
৮৩.স্বাভাবিক চাপ বলতে কী বোঝায় ?
(ক) $0$ $\mathrm{atm}$            (খ) $\mathrm{1\; atm}$ 
(গ) $\mathrm{25\; atm}$          (ঘ) $\mathrm{100\; atm}$
৮৪. কোনটির গলনাংক সর্বাধিক ?
(ক) $\mathrm{C_8 H_{18}}$          (খ) $\mathrm{C_9 H_{20}}$
(গ) $\mathrm{C_{16} H_{34}}$          (গ) $\mathrm{C_{20} H_{42}}$
৮৫.নিচের কোনটি তরল পদার্থ ?
(ক) $\mathrm{CaCO_3}$         (খ) $\mathrm{C_6 H_{12}O_6}$
(গ) $\mathrm{CO_2}$              (ঘ) $\text{Hg}$
৮৬. $\mathrm{H_2}$ এর চেয়ে $\mathrm{CO_2}$ এর নিঃসরণের হার কম কেন ?
(ক) $\mathrm{CO_2}$ এর চেয়ে $\mathrm{H_2}$ ভারী বলে 
(খ) $\mathrm{H_2}$ এর চেয়ে $\mathrm{CO_2}$ ভারী বলে
(গ) $\mathrm{H_2}$ ও $\mathrm{CO_2}$ উভয়ের ভর একই বলে 
(ঘ) $\mathrm{CO_2}$ এর চেয়ে $\mathrm{H_2}$ এর ঘনত্ব বেশি বলে
৮৭. কোন গ্যাসকে অধিক চাপ প্রয়োগে $CNG$ তে পরিণত করা হয় ?
(ক) $\mathrm{ CO_2 }$          (খ) $\mathrm{CH_4}$
(গ) $\mathrm{ C_2 H_6}$         (ঘ) $\mathrm{He}$
৮৮. কোন গ্যাসের নিঃসরণের হর সবচেয়ে বেশী ?
(ক) $\mathrm{CO_2}$           (খ) $\mathrm{CH_4}$
(গ) $\mathrm{C_2 H_6}$          (ঘ) $\mathrm{NH_3}$
৮৯. কোনটি উর্ধ্বপাতিত পদার্থ ?
(ক) $\mathrm{CaCl_2}$               (খ) $\mathrm{NH_4 Cl}$
(গ) $\mathrm{NaCl}$                (ঘ) $\mathrm{FeCl_3}$
৯o. কোন পদার্থটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয় ?
(ক) $\mathrm{NaCl(s)}$             (খ) $\mathrm{H_2 O (s)}$
(গ) $\mathrm{I_2  (s)}$                    (ঘ) $\mathrm{CuSO_4.5.H_2 O (s)}$






পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
4 Comments
  • Unknown
    Unknown August 22, 2021 at 4:55 PM

    eigular ans koi?????

    • abdus sattar
      abdus sattar September 4, 2021 at 6:14 AM

      wait

  • Anonymous
    Anonymous June 22, 2023 at 2:10 PM

    19

    • Anonymous
      Anonymous July 8, 2023 at 12:03 PM

      Mcq 10 number plz give me answer

Add Comment

Enter Comment

comment url