mathematics, geometric construction and practical geometry

mathematics, geometric construction related theorems and simple process of construction
                 সাধারণ গণিত
সৃজনশীল প্রশ্নঃ
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে $a=6$ সে.মি. এবং $b=3.5$ সে.মি. এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ যথাক্রমে $x=75^\circ $ এবং $ y= 67.5^\circ$.
(ক) কম্পাসের সাহায্যে একই চিত্রে $x$ ও $y$ কোণ অঙ্কন কর।
(খ) ট্রাপিজিয়ামটি অঙ্কন কর ।
(গ) ট্রাপিজিয়ামটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন কর  যার একটি কোণ $x$ এর সমান।
সৃজনশীল প্রশ্নঃ
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ $5$ সে.মি. এবং অপর বাহুদ্বয়ের অন্তর $1.5$সে.মি. 
(ক) অতিভুজটিকে $2:3$ অনুপাতে বিভক্ত কর ।
(খ) ত্রিভুজটি অঙ্কন কর ।
(গ) ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন কর ।
সৃজনশীল প্রশ্নঃ
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু $4.5$ সে.মি. এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর $2.5$সে.মি.
(ক) কম্পাসের সাহায্যে $22.5^\circ$ কোণ অঙ্কন কর।
(খ) ত্রিভুজটি অঙ্কন কর ।
(গ) ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গ অঙ্কন কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$ABCD$ চতুর্ভুজের কর্ণদুটির ছেদবিন্দু দ্বারা কর্ণ দুটির চারটি খন্ডিত অংশ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ যথাক্রমে $OA=3.5$ সে.মি. ,$OB=4$ সে.মি., $OC=4.5$ সে.মি. ,$OD=5$ সে.মি., এবং $∠BOC=90°.$
(ক) উপরোক্ত তথ্যাবলীর চিত্র আঁক।
(খ) চতুর্ভুজটি অঙ্কন কর।
(গ) চতুর্ভুজটির অর্ধপরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন কর I
সৃজনশীল প্রশ্নঃ
 $ABCD$ চতুর্ভুজের $BC=4$ সে.মি., $CD=4.5$ সে.মি. এবং $∠C=85°$ ,$∠D=100°$, 
$∠A=105°. $
(ক) কম্পাসের সাহায্যে $∠A$ অঙ্কন কর।
(খ) চতুর্ভুজটি অঙ্কন কর।
(গ) $∠B$ এবং $∠C$ এর সমদ্বিখন্ডকদ্বয় $P$ বিন্দুতে মিলিত করে $ΔPBC$ অঙ্কন কর।
সৃজনশীল প্রশ্নঃ
 $ΔABC$ এর ভূমি, $BC=4$ সে.মি. এবং $AC-AB=1.5$ সে.মি.
(ক) $BC$ বাহুকে সমত্রিখন্ডিত কর।
(খ) $∠B=55°$ হলে $ΔABC$ অঙ্কন কর।
(গ) $∠B=95°$ হলে $ΔABC$ অঙ্কন কর।
(ঘ) $∠B=90°$ হলে $ΔABC$ অঙ্কন কর।
                                   বহুনির্বাচনী প্রশ্নঃ
১.ত্রিভূজ আঁকতে প্রয়োজন –
$i.$ তিনটি বাহু
$ii.$দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ
$iii.$ দুইটি কোণ ও একটি বাহু
নিচের কোনটি সঠিক ?
(ক) $i\;ও\; ii$                         (খ) $i \;ও\; iii$      
(গ) $ii\;ও\;iii$                      (ঘ) $i , ii \;ও\; iii$
২. একটি ত্রিভূজ আঁকার জন্য প্রয়োজন –
$i.$ দুইটি কোণ ও একটির বিপরীত বাহু 
$ii.$ দুইটি বাহু ও তাদের অন্তর্ভূক্ত কোণ 
$iii.$ তিনটি কোণ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i \;ও\; ii$                         (খ) $i \;ও \;iii$      
(গ) $ii \;ও \;iii$                       (ঘ) $i , ii \;ও \;iii$
৩.কখন কোনো একটি নির্দিষ্ট ত্রিভূজ অঙ্কন সম্ভব নয় ? যখন দেওয়া থাকে –
$i.$ তিনটি বাহু
$ii.$ তিনটি কোণ
$iii.$ দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i \;ও\; ii$                         (খ) $ iii$      
(গ) $ii$                                (ঘ) $i , ii \;ও\; iii$

                      উচ্চতর গণিত
১.$3,4 ,5$ একক ব্যাসের তিনটি বৃত্ত পরস্পরকে বহি:স্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা  উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত একক?
   (ক) $12$         (খ) $6$        (গ) $24$       (ঘ) $18$
২.$30^\circ$ কোণের পূরক কোণের অর্ধেকের মান কত ডিগ্রী ?
(ক) $15$   (খ) $30$     (গ) $45$     (ঘ) $60$

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url