mathematics, coordinate geometry


দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বঃ
                               চিত্র-১
চিত্রে $OK=x_1,\;OM=x_2$
সুতরাং $KM=AC=OM-OK=x_2-x_1$
আবার, $AK=MC=y_1,\; BM=y_2$
সুতরাং $BC=BM-MC=y_2-y_1$
$ABC$ সমকোণী ত্রিভুজে ,
$AB^2=AC^2+BC^2$
বা, $AB=\sqrt{AC^2+BC^2}$
$\therefore AB=d=\sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2}$
বা $ AB=d=\sqrt{\left(x_1-x_2\right)^2+\left(y_1-y_2\right)^2}$
$\fbox{$AB=d=\sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2}$}$   [সূত্র]
ঢাল(slope/gradient/magnitude):
সরলরেখায় উপরের দিকে ওঠা  হাঁটার তুলনায় যতগুণ তাকে ঐ রেখার ঢাল বলে।
চিত্র-১ হতে, $RB$ সরলরেখায় ওঠার ক্ষেত্রে $AB$ অংশে-
হাঁটা, $AC=x_2-x_1$,
উপরের দিকে ওঠা, $BC=y_2-y_1$
মনে করি,  উপরের দিকে ওঠা হাঁটার তুলনায় $m$(ঢাল)  গুণ। 
অর্থাৎ, উপরের দিকে ওঠা(Rise) $=m×$হাঁটা (Run)।
বা, $m=\dfrac{Rise}{Run}$
বা, $m=\dfrac{BC}{AC}=\dfrac{y_2-y_1}{x_2-x_1}$
বা, $m=\tan\theta =\dfrac{y_2-y_1}{x_2-x_1}$
$\fbox{$m=\tan\theta =\dfrac{y_2-y_1}{x_2-x_1}$}$    [সূত্র]
সুতরাং কোন সরলরেখা $x$ অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tangent কে ঐ রেখার ঢাল বলে।
** সমান্তরাল সরলরেখার ঢাল সমান । চিত্রে, $m_{RB}=m_{QE}$ , কারণ এক্ষেত্রে $\theta $ অনুরূপ কোণ।
** সমরেখ বিন্দুসমূহের ক্ষেত্রে তাদের দ্বারা ঐ রেখার খন্ডাংশের ঢাল সমান । চিত্রে, $m_{AP}=m_{PB}$
** দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের গুণফল $=-1$
অর্থাৎ, $m_1×m_2=-1$
*** কোন সরলরেখার ঢাল যেহেতু $\theta =90°$ এর জন্য অসঙ্গায়িত হয়। তাই চলকের সকল মান গ্রহণযোগ্য। তবে ভিন্ন বিন্দু বললে চলকের যে মানের জন্য দুটি বিন্দু একই হয় , চলকের সেই মান বাদ দিতে হবে।
*** $AP$ রেখাংশের ঢাল, $m_{AP}=\dfrac{y-y_1}{x-x_1}$
গাণিতিক সমস্যাঃ
১. $7$ একক ব্যাসার্ধবিশিষ্ট একটি  বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক $(4,5)$ । বৃত্তটির যে জ্যা $(2,3)$ বিন্দুটিতে সমদ্বিখন্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় কর।  Ans: $2\sqrt{41}$

২. $A(-2,-5)$ বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা $\dfrac{3}{4}$ । সরলরেখার উপরস্থ $B$ বিন্দু হতে $A$ বিন্দুর দূরত্ব $10$ একক হলে $B$ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
Ans. $B(6,1)$ অথবা $(-10,-11)$

৩. $A(1,2)$ বিন্দুগামী সরলরেখা $x$ অক্ষের ধনাত্মক দিকের সাথে $\theta$ কোণ উৎপন করে। যদি এই সরলরেখার সঙ্গে $x+y=4$ সরলরেখার ছেদবিন্দুর $A$ থেকে দূরত্ব $\dfrac{1}{3} \sqrt{6}$ একক হয়, তরে $\theta$  মান নির্ণয় করো।
 উত্তরঃ $75°$ অথবা $15°$
গাণিতিক প্রশ্ন-২:
$A(a\sin\theta,b\cos\theta),B(b\sin\theta,a\cos\theta)$ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।   
সমাধানঃ
$AB=\sqrt{\left(a\sin\theta -b\sin\theta\right)^2+\left(b\cos\theta-a\cos\theta\right)^2}$
      $=\sqrt{\left(a -b\right)^2\sin^2\theta+\left(b-a\right)^2\cos^2\theta}$
       $=\sqrt{\left(a -b\right)^2\sin^2\theta+\left(a-b\right)^2\cos^2\theta}$
       $=\sqrt{\left(a -b\right)^2\left(\sin^2\theta+\cos^2\theta\right)}$
      $=\sqrt{\left(a -b\right)^2}$
      $=|a-b|$
      $=\pm(a- b)$     $(Ans.)$
অনুরূপ গাণিতিক সমস্যাঃ
$A(a\sin\theta,b\cos\theta),B(b\sin\theta,a\cos\theta)$ এর মধ্যবর্তী  দূরত্ব নির্ণয় কর যখন $a\ge b$ অথবা $b\ge a$.    $Ans:\; a-b$ অথবা $b-a$
গাণিতিক সমস্যা-৩:
$A(a\sin\theta,-a\cos\theta),B(-a\cos\theta,a\sin\theta)$ এর মধ্যবর্তী সর্বোচ্চ  দূরত্ব নির্ণয় কর।
সমাধানঃ
$AB=\sqrt{\left(a\sin\theta+a\cos\theta\right)^2+\left(-a\cos\theta-a\sin\theta\right)^2}$
     $=\sqrt{\left(a\sin\theta+a\cos\theta\right)^2+\left(a\cos\theta+a\sin\theta\right)^2}$
$=\sqrt{2\left(a\sin\theta+a\cos\theta\right)^2}$
$=\sqrt{2a^2\left(\sin\theta+\cos\theta\right)^2}$
$=\sqrt{2a^2\cdot 1^2}$     [$\because \sinθ+\cosθ$ এর সর্বোচ্চ মান $1$]
$=\sqrt{2}|a|$
$=\pm\sqrt{2}a$     $(Ans.)$
অনুরূপ গাণিতিক সমস্যাঃ
$A(-\sin\theta,\cos\theta),B(\cos\theta,-\sin\theta)$ এর মধ্যবর্তী সর্বোচ্চ  দূরত্ব নির্ণয় কর।    $Ans:\; \sqrt{2}$
গাণিতিক সমস্যা-৪:
$A(\sin\theta,-\cos\theta),B(-\cos\theta,\sin\theta)$ এর মধ্যবর্তী দূরত্ব $\sqrt{2}$ একক হলে $\theta$ এর মান নির্ণয় কর যখন $0\le\theta\le \pi$
সমাধানঃ
$AB=\sqrt{\left(\sin\theta+\cos\theta\right)^2+\left(-\cos\theta-\sin\theta\right)^2}$
        $=\sqrt{\left(\sin\theta+\cos\theta\right)^2+\left(\cos\theta+\sin\theta\right)^2}$
       $=\sqrt{2\left(\sin\theta+\cos\theta\right)^2}$
       $=\sqrt{2\left(\sin\theta+\cos\theta\right)^2}$
শর্তমতে,
$AB=\sqrt{2}$
বা, $\sqrt{2\left(\sin\theta+\cos\theta\right)^2}=\sqrt{2}$
বা, $\left(\sqrt{2\left(\sin\theta+\cos\theta\right)^2}\right)^2=\left(\sqrt{2}\right)^2$
বা, $2\left(\sin\theta+\cos\theta\right)^2=2$
বা, $\left(\sin\theta+\cos\theta\right)^2=1$
বা, $\sin^2\theta +\cos^2\theta+2\sin\theta\cos\theta=1$
বা, $1+2\sin\theta\cos\theta=1$
বা, $2\sin\theta\cos\theta=0$
বা, $\sin\theta\cos\theta=0$
হয়, $\sin\theta=0$             
বা, $\sin\theta=\sin 0$         
 $\therefore \theta=0$            
আবার, $\sin\theta=\sin\pi$
          $\therefore \theta=\pi$
অথবা, $\cos\theta=0$
বা,$\cos\theta=\cos\left(\dfrac{\pi}{2}\right)$
 $\therefore \theta=\dfrac{\pi}{2}$
নির্ণয়ে সমাধানঃ $\theta=0,\dfrac{\pi}{2},\pi$
অনুরূপ গাণিতিক সমস্যাঃ
$A(\tan\theta,-\sec\theta),B(-\sec\theta,\tan\theta)$ এর মধ্যবর্তী  দূরত্ব $\sqrt{6}$ একক হলে $\theta$ এর মান নির্ণয় কর যখন $0 < \theta < 2\pi$      $Ans:\;\dfrac{\pi}{6},\;\dfrac{5\pi}{6}$
গাণিতিক সমস্যা-৫:
$ABCD$সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু $A(-5,0),\;B(5,0) ,\; C(5,5)$ এবং $D(a,b)$ হলে $a$ এবং $b$ এর মান নির্ণয় কর।
সমাধানঃ 
                              ১ম পদ্ধতি
$AC$ কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক $P\left(\dfrac{-5+5}{2},\dfrac{0+5}{2}\right)$ বা $P\left(0,\dfrac{5}{2}\right)$
আবার, $BD$ কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক $Q\left(\dfrac{5+a}{2},\dfrac{0+b}{2}\right)$ বা $Q\left(\dfrac{5+a}{2},\dfrac{b}{2}\right)$
যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে , তাই $P$ এবং $Q$ এর স্থানাঙ্ক একই। অর্থাৎ
$P\left(0,\dfrac{5}{2}\right)=Q\left(\dfrac{5+a}{2},\dfrac{b}{2}\right)$
সুতরাং $0=\dfrac{5+a}{2}$          এবং $\dfrac{5}{2}=\dfrac{b}{2}$
      বা, $5+a=0$                বা, $b=5$
     $\therefore a=-5$
সুতরাং $D(-5,5)$
                       ২য় পদ্ধতি
$AB$ রেখাংশের ঢাল $m_1=\dfrac{0-0}{5-(-5)}=0$
$CD$ রেখাংশের ঢাল $m_2=\dfrac{b-5}{a-5}=0$
যেহেতু $AB\parallel CD$ ,
তাই$m_1=m_2$
বা, $0=\dfrac{b-5}{a-5}$
বা, $b-5=0$
$\therefore b=5$
আবার,
$BC$ রেখাংশের ঢাল $m_3=\dfrac{5-0}{5-5}=\dfrac{5}{0}$
$AD$ রেখাংশের ঢাল $m_4=\dfrac{b-0}{a-(-5)}=\dfrac{b}{a+5}$
যেহেতু $BC\parallel AD$ ,
তাই $m_3=m_4$
বা, $\dfrac{5}{0}=\dfrac{b}{a+5}$
বা, $5(a+5)=0$
$\therefore a=-5$
সুতরাং $D(-5,5)$
অনুরূপ গাণিতিক সমস্যাঃ
১. $A(1,1),\; B(4,4),\;C(4,8)$ এবং $D(x,y)$ বিন্দুগুলো $ABCD$ সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু হলে $x$ ও $y$ এর মান নির্ণয় কর।
গাণিতিক সমস্যা-৬:
$A(3,4)\;,\;B(6,-1)\;,\;C(k,3)$ এর ক্ষেত্রে $AC\bot BC$ হলে প্রমাণ কর যে, $k=2,7$
সংকেতঃ পীথাগোরাসের উপপাদ্য অনুসারে।
গাণিতিক সমস্যা-৭:
দেখাও যে, $(\pm 4,0)$ বিন্দু থেকে $\mathrm{3xcos\theta+5ysin\theta=15}$ রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল $\theta$ মুক্ত।
গাণিতিক সমস্যা-৮:
$A\left(a^2,bc\right),\; B\left(b^2,ac\right),\; C\left(c^2,ab\right)$ বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ কর যে, $a+b+c=0$ অথবা $a=b=c.$
সমাধানঃ
$m_{AB}=\dfrac{ac-bc}{b^2-a^2}$
$m_{BC}=\dfrac{ab-ac}{c^2-b^2}$
যেহেতু বিন্দু তিনটি সমরেখ।
তাই $m_{AB}=m_{BC}$
বা, $\dfrac{ac-bc}{b^2-a^2}=\dfrac{ab-ac}{c^2-b^2}$

বা, $\dfrac{c(a-b)}{-\left(a^2-b^2\right)}-\dfrac{a(b-c)}{-\left(b^2-c^2\right)}=0$

বা,  $\dfrac{c(a-b)}{-(a+b)(a-b)}+\dfrac{a(b-c)}{(b+c)(b-c)}=0$

বা, $\dfrac{a(b-c)}{(b+c)(b-c)}-\dfrac{c(a-b)}{(a+b)(a-b)}=0$

বা, $\dfrac{a(b-c)(a+b)(a-b)-c(a-b)(b+c)(b-c)}{(a+b)(a-b)(b+c)(b-c)}=0$

বা, $(a-b)(b-c)\left\{a(a+b)-c(b+c)\right\}=0$
বা, $(a-b)(b-c)\left(a^2+ab-bc-c^2\right)=0$
বা, $(a-b)(b-c)\left(a^2-c^2+ab-bc\right)=0$
বা, $(a-b)(b-c)\left\{(a+c)(a-c)+b(a-c)\right\}=0$
বা, $(a-b)(b-c)(a-c)(a+c+b)=0$
হয় $a-b=0$ অথবা $b-c=0$ অথবা $a-c=0$ অথবা $a+b+c=0$
বা $a=b$ অথবা $b=c$ অথবা $a=c$ অথবা $a+b+c=0$
বা $a=b=c$ অথবা $a+b+c=0$
গাণিতিক প্রশ্ন-৯:
$2x-y-4=0$ এবং $3x=6y+5$ সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।( ট্রাপিজিয়ামের সাহায্যে )। উত্তরঃ $\dfrac{17\sqrt{5}}{15}$

সৃজনশীল প্রশ্নঃ
$A(a,a+1)  ,B(-6,-3)  ,C(5,-1)$  এবং $AB=2AC$
 (ক) $BC$ এর দৈর্ঘ্য নির্ণয় কর ।                                         (খ) $a$ এর মান নির্ণয় কর ।   
(গ) $a$ এর ক্ষুদ্রতম মানটির সাহায্যে AD মধ্যমার ক্ষেত্রে প্রমাণ কর যে, $AB^2+AC^2=2\left(AD^2+BD^2\right) $.
  সৃজনশীল প্রশ্নঃ
মূলবিন্দু থেকে $(-5,5)$ এবং $(5,k)$ বিন্দুর দুরত্ব সমান । 
(ক) $(a,b)$ও $(b,a)$ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব নির্ণয় কর।
(খ) $k$ এর মান নির্ণয় করে উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা ছক কাগজে ত্রিভুজ গঠন কর  (গ) ত্রিভুজটির প্রকৃতি ,পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ 
$A(0,-1),\;B(-2,3),\;C(6,7),\;D(8,3)$
(ক) $AD$ এর দৈর্ঘ্য নির্ণয় কর।
(খ) $ABCD$ কি ধরনের চতুর্ভুজ তা গাণিতিকভাবে নির্ণয় কর।
(গ) $ABCD$ চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে $P,Q,R,S$ হলে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ কর যে $PQRS$ একটি সামান্তরিক।
সৃজনশীল প্রশ্নঃ
$A(2,2),\;B(-2,-2),\;C\left(-2\sqrt{3},2\sqrt{3}\right)$  একটি ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু ।
 (ক) $AB$ রেখাংশের সমীকরণ থেকে ঢাল নির্ণয় কর ।       (খ) প্রমাণ কর যে $ABC$ সমবাহু ত্রিভুজ এবং এর ক্ষেত্রফল নির্ণয় কর।              
 (গ) ত্রিভুজটি দ্বারা গঠিত চতুস্তলকের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর । 
সৃজনশীল প্রশ্নঃ         
$A(a,a^2 ),\;B(b,b^2 ),\;C(c,c^2 )$
(ক) $AB$ রেখাংশের ঢাল $ab$ হলে প্রমাণ কর যে $\dfrac{1}{a}+\dfrac{1}{b}=1$.
(খ)দেখাও যে $\triangle{ABC}$ এর ক্ষেত্রফল যে বহুপদী প্রকাশ করে তা চক্রক্রমিক।
(গ) বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ কর যে, $a=b=c$.
সৃজনশীল প্রশ্নঃ
$A(t-4,-2),\;B(t,t+3),\;C(2t+1,1),$$\;D(t-3,1)$
(ক) $AB$ রেখাটি $(1,-2)$ বিন্দু গামী হলে $t$ এর মান নির্ণয় কর।
(খ) $\triangle{OAB}:\triangle{OCD}$ নির্ণয় কর ।
(গ) অনুপাতটির মান $2$ হলে বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$x+y+4=0 ,\;x-y+4=0 ,\;x+y-4=0 ,$$\;x-y-4=0.$
(ক) কারণসহ সমান্তরাল রেখাযুগল চিহ্নিত কর।
(খ)রেখা চারটি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর ।
(গ)চতুর্ভুজটিকে যেকোনো বাহুর সাপেক্ষে একপাক ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$A(2,-4),\;B(-4,4),\;C(3,3)$
(ক) $AB$ রেখাংশের সমীকরণ হতে এর ঢাল নির্ণয় কর।
(খ) $\triangle{ABC}$ এর প্রকৃতি নির্ধারণ কর।
(গ)ত্রিভুজটি প্রথম চতুর্ভাগে যে চতুর্ভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$A(0,-1),\;B(-2,3),\;C(6,7),\;D(x,y)$
(ক) $B ,C,D$ বিন্দু তিনটি সমরেখ হলে সমীকরণ গঠন কর ।
(খ) $ABCD$ আয়তক্ষেত্র হলে $x$ ও $y$ এর মান নির্ণয় কর ।
(গ)আয়তক্ষেত্রটি প্রথম চতুর্ভাগে যে পঞ্চভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$A(k^2,2k)$ বিন্দুগামী একটি সরলরেখার ঢাল $\dfrac{1}{k}.$
(ক) $k=-1$ হলে সরলরেখাটি x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে?
(খ) সরলরেখাটি $(-2,3)$ বিন্দুগামী হলে $k$ এর সম্ভাব্য মান নির্ণয় কর।
(গ)সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল $k$ এর মাধ্যমে নির্ণয় কর।
(ঘ) সরলরেখাটি $(2,-3)$ বিন্দুগামী হলে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ
$P(x,y)$ বিন্দু থেকে মূলবিন্দুর দূরত্ব এবং $Q(2,3)$ বিন্দুর দূরত্ব সমান ।
(ক) $\left(-a\sin θ,b\cos θ\right)$ এবং $\left(b\sin θ,-a\cos θ\right)$ বিন্দু দুটির দূরত্ব নির্ণয় কর।
(খ) উদ্দীপকের আলোকে $x$ ও $y$ এর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
(গ) প্রাপ্ত সম্পর্ক ফাংশন কিনা তা লেখচিত্র হতে নির্ধারণ করো।
সৃজনশীল প্রশ্নঃ
$P(x,y)$ হতে অক্ষদ্বয়ের ছেদবিন্দুর দূরত্ব এবং $Q(3,2)$ ও $R\left(\tan{\dfrac{\pi}{4}},\log0.01\right)$ বিন্দুর দূরত্ব সমান ।
(ক) $\left(at^2,2at\right)$ এবং $\left(\dfrac{a}{t^2} ,\dfrac{-2a}{t}\right)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
(খ) উদ্দীপকের আলোকে $x$ ও $y$ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রাপ্ত সমীকরণের লেখচিত্র $x$ ও $y$ অক্ষ কে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় কর।
(গ) $QR$ রেখার ঢাল নির্ণয় কর অক্ষদ্বয়ের সাথে রেখাটি যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্নঃ
$A(a,a),B(-a,-a)$ এবং $C\left(-a\sqrt{3},a\sqrt{3}\right)$ 
(ক) $(a\cosθ,-a\sinθ)  ,(b\cosθ,-b\sinθ)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
যেখানে $b>a.$
(খ)দেখাও যে, $ABC$ সমবাহু ত্রিভুজ।
(গ)ত্রিভুজটির ভরকেন্দ্র ,পরিকেন্দ্র ও লম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$\left(\cos⁡\dfrac{5π}{3},\sin⁡\dfrac{5π}{6} \right),\left(\tan⁡\dfrac{7π}{4},\cot⁡\dfrac{7\pi}{3}\right )$ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$A(3,4),B(2t,5),C(6,t)$ বিন্দুগুলো সমরেখ হলে $t$ এর মান নির্ণয় করো।
গাণিতিক সমস্যাঃ
$O(0,0)  ,P(x,y),A(7,5),B(3,2)$  বিন্দুগুলোর ক্ষেত্রে $OP=AB$ দ্বারা গঠিত সমীকরণের লেখচিত্র অঙ্কন করে সম্পর্কটি ফাংশন কি-না তা নির্ধারণ করো।
গাণিতিক সমস্যাঃ
$A(x,y),B(-6,-3),C(6,-3)$   বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু  এবং $BC$ অতিভুজ হলে $x$ ও $y$  এর মধ্যে প্রাপ্ত সম্পর্কের লেখচিত্র আঁক ।
সৃজনশীল প্রশ্নঃ 
$P(x,y)$ বিন্দু থেকে $x$- অক্ষের দূরত্ব এবং $Q(3,2)$ বিন্দুর দূরত্ব সমান ।
(ক) মূলবিন্দু থেকে $(a\cos\theta ,a\sin\theta)$ বিন্দুর দূরত্ব নির্ণয় কর ।
 (খ)$x$ এবং $y$ এর সম্পর্ক স্থাপন কর।
(গ) প্রাপ্ত সম্পর্কের লেখচিত্র অঙ্কন করে সম্পর্কটি ফাংশন কি না তা নির্ধারণ কর।
(ঘ) লেখচিত্রের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ 
$P(x,y)$ বিন্দু থেকে $y$- অক্ষের দূরত্ব এবং $Q(3,2)$ বিন্দুর দূরত্ব সমান ।
(ক) $(b\cos\theta,a\sin\theta)$ থেকে $(a\cos\theta ,b\sin\theta)$ বিন্দুর দূরত্ব নির্ণয় কর ।
 (খ)$x$ এবং $y$ এর সম্পর্ক স্থাপন কর।
(গ) প্রাপ্ত সম্পর্কের লেখচিত্র অঙ্কন করে সম্পর্কটি ফাংশন কি না তা নির্ধারণ কর।
(ঘ) লেখচিত্রের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ 
$A(2,4) , B(2,5), C(2+\sqrt{3},5)$
(ক) $(ab^2,2ab)$ এবং $\left(\dfrac{a}{b^2},\dfrac{-2a}{b}\right)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
(খ) দেখাও যে, $\triangle{ABC}$ সমবাহু ।
(গ) $\triangle{ABC}$ দ্বারা গঠিত সুষম চতুস্তলকের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্নঃ 
$P(t,t) , Q(-t,-t), R(t\sqrt{3},-t\sqrt{3})$
(ক) $(a\cos\theta , -a\sin\theta)$ এবং $(b\cos\theta ,-b\sin\theta)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
(খ) দেখাও যে, $\triangle{PQR}$ সমবাহু।
(গ)$\triangle{PQR}$ দ্বারা গঠিত সুষম চতুস্তলকের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্নঃ
$A(t,3t)\;,\;B\left(t^2,2t\right)\;,\;C(t-2,t)$ এবং $D(1,1)$ বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের $\angle{BAC}=\angle{ACD}$।
(ক) $t$ এর মান নির্ণয় কর। Ans: $-1,2$
(খ) $AB$ সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর। যখন $t<0$.
(গ) $C$ হতে $AD$ রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর। যখন $t>0$.
(ঘ) $AB$ এবং $BC$ রেখার অন্তর্ভুক্ত কোণের মান ষাটমূলক পদ্ধতিতে নির্ণয় কর।
গাণিতিক সমস্যা-১:
$x$- অক্ষ ও $(-5,-7)$ বিন্দু থেকে $(4,a)$ বিন্দুটির দূরত্ব সমান হলে $a$ এর মান নির্ণয় কর । 
গাণিতিক সমস্যা-২:
$y$- অক্ষ ও $(7,2)$ বিন্দু থেকে $(k,5)$ বিন্দুটির দূরত্ব সমান হলে $k$ এর মান নির্ণয় কর । 
গাণিতিক সমস্যা-৩:
$(a,-a)$ এবং $(b,-b)$ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর যখন $a<b$.
গাণিতিক সমস্যা-৪: 
$\left(\mathrm{cosec^2\dfrac{4\pi}{5}},e^{\ln 2}\right)$ এবং $\left(\mathrm{sec^3\dfrac{5\pi}{3},log_{27}\sqrt{3}}\right)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$\left(\cos\dfrac{5\pi}{3},\sin\dfrac{7\pi}{4}\right)$ এবং$\left(\tan\dfrac{4\pi}{3},\cot\dfrac{7\pi}{3}\right)$ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর ।
গাণিতিক সমস্যাঃ
$\left(\log _{3}4,\ln{e}\right)$ এবং $\left(\log10,\log_e10\right)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$(a,b) , (b,c) , (0,0)$ বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ কর যে, $a,b,c$ ক্রমিক সমানুপাতী ।
গাণিতিক সমস্যাঃ
$(b,c)$ বিন্দুটি $(a+b,b-a)$ এবং $(a-b,a+b)$ বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে প্রমাণ কর যে $a,b,c$ গুণোত্তর ধারাভূক্ত ।
গাণিতিক সমস্যাঃ 
$A(t+3,5), B(6,t-3),C(2,5),$$D(t-1,t+1)$ বিন্দু চারটি $ABCD$ আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হলে t এর মান নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় কর ।
উত্তরঃ
$t=6$
সৃজনশীল প্রশ্নঃ 
$A(a,b),\;B(b,a),\;C\left(\dfrac{1}{a},\dfrac {1}{b}\right)$
(ক) $AB$ নির্ণয় কর ।
(খ) $AB$ রেখার সমীকরণ এবং রেখাটি $-OX$ অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় কর ।
(গ) $\triangle{ABC}=0$ এবং $a\ne \pm b$ হলে দেখাও যে ,$a$ ও $b$ পরস্পরের গুণাত্মক বিপরীত ।
সৃজনশীল প্রশ্নঃ  
$A(p,3p),\; B(p^2,2p),\; C(p-2,p),\;D(1,1)$ 
(ক) $AB$ রেখাংশের ঢাল $\dfrac{1}{2}$ হলে $p=$কত?
(খ) $ABCD$ সামান্তরিক হলে $p$ এর মান নির্ণয় কর ।
(গ) $AC\bot BD$ হলে $p$ এর মান নির্ণয় কর ।
সৃজনশীল প্রশ্নঃ 
$ABCD$ আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু যথাক্রমে $A(t-1,t-2),B(-1-t,t+2),$ $C(t+5,8-t) ,$$D(t+7,4-t)$
(ক) $t$ এর মান নির্ণয় করে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর।
(খ) $AB$ রেখাংশের ঢাল $-2$ হলে $t=$ কত?
(গ) $AB=2BC$ হলে $t$ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় কর ।
(ঙ) আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল $28$ বর্গ একক হলে $t$ এর মান নির্ণয় কর ।
গাণিতিক সমস্যাঃ 
$A(a,b)$ এবং $B(b,a)$ বিন্দু দুটি যে রেখা উপর অবস্থিত সেই রেখাটি $x$-অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে?
সমাধানঃ
$A(a,b)=A(x_1,y_1)$ এবং $B(b,a)=B(x_2,y_2)$.
$AB$ রেখার ঢাল, $m=\tan\theta =\dfrac{y_1-y_2}{x_1-x_2}$
                       বা,$\tan\theta =\dfrac{b-a}{a-b}$
                       বা,$\tan\theta=\dfrac{-(a-b)}{a-b}$
                       বা,$\tan\theta=-1$
                       বা,$\tan\theta=-\tan{45^\circ}$
                       বা,$\tan\theta=\tan(180^\circ-45^\circ)$
                      বা,$\theta=135^\circ$
সুতরাং সরলরেখাটি $x$-অক্ষের ধনাত্মক দিকের সাথে $135^\circ$ কোণ উৎপন্ন করে। অতএব $x$-অক্ষের ঋণাত্মক দিকের সাথে $(180^\circ-135^\circ)=45^\circ$ কোণ উৎপন্ন করে।
অনুরূপভাবে সমাধান করঃ
১.$A(3,-1)$ এবং $B(4,-5)$ বিন্দু দুটি যে রেখা উপর অবস্থিত সেই রেখাটি $x$-অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে?
২.$A(1,\sqrt{3})$ এবং $B(\sqrt{3},3)$ বিন্দু দুটি যে রেখা উপর অবস্থিত সেই রেখাটি $x$-অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে?
গাণিতিক সমস্যাঃ
$P(2,3),\;Q(3,-5)$ এবং $R(x,2x)$ বিন্দু তিনটি সমরেখ হলে $x$ এর মান নির্ণয় কর।
সমাধানঃ
$PQ$ রেখার ঢাল, $m_1=\dfrac{3-(-5)}{2-1}$
                         বা,$m_1=\dfrac{3+5}{1}$
                         $\therefore m_1=8$
$PR$ রেখার ঢাল, $m_2=\dfrac{x-2}{2x-3}$
 যেহেতু বিন্দু তিনটি সমরেখ, 
তাই, $m_1=m_2$
বা,$8=\dfrac{x-2}{2x-3}$
বা,$16x-24=x-2$
বা,$16x-x=24-2$
বা,$15x=22$
$\therefore x=\dfrac{22}{15}$  $(Ans.)$
গাণিতিক সমস্যাঃ
$A(x,2x)$ বিন্দু হতে $x-$অক্ষের দূরত্ব এবং $B(3,2)$ বিন্দুর দূরত্ব সমান হলে $x$ এর মান নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$A(a,0)$ এবং $B(3a,2a)$ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় কর এবং রেখাটি $C(a,a^2)$ বিন্দুগামী হলে $x-$ অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ কর।
উত্তরঃ $71°33^\prime 54.18^{\prime \prime}$  
সৃজনশীল প্রশ্নঃ
, কার্তেসীয় সমতলে $A(1,3),\;B(3,r)$ এবং  $C(5,1)$ বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল $4$ বর্গ একক
(ক) $r$ এর মান নির্ণয় করো।
(খ) দেখাও যে $r$ প্রাপ্ত যান দ্বারা গঠিত চিত্রের মধ্যবিন্দুগুলোর সংযোগে প্রাপ্ত  চতুর্ভুজ একটি সামান্তরিক। 
(গ) $AC$ সরলরেখার সমীকরণে $y$ এর বর্গমূলের স্বাভাবিক লগারিদমীয় ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এবং দেখাও যে ফাংশনটি এক-এক।
গাণিতিক সমস্যাঃ
$y-2x+2=0$ এবং $y-3x+5=0$ রেখাদ্বয়ের ছেদবিন্দু এবং মূলবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
দেখাও যে $2x-y-21=0,\; x-2y+15=0,$$\; x-y-2=0$ রেখাত্রয় সমবিন্দু ।
গাণিতিক সমস্যাঃ
একটি বর্গের কর্ণের শীর্ষ $y=x+3,\;y=-x+3$ সরলরেখার ছেদবিন্দু এবং $y=x-3,\;y=-x-3$ সরলরেখার ছেদবিন্দুতে অবস্থিত হলে বর্গটির ক্ষেত্রফল নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
একটি বৃত্তের কেন্দ্র $(5,6)$ এবং ব্যাসার্ধ $13$ একক হলে ঐ বৃত্তের যে জ্যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক $(3,2)$ তার দৈর্ঘ্য নির্ণয় কর। 
সৃজনশীল প্রশ্নঃ
$S=\left\{(x,y): x^2+y^2=36\right\}$
(ক) $(a,-a)$ এবং $(-a,a)$ বিন্দু দুটির সংযোগ রেখা $x-$ অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে।
(খ) $S$ অন্বয়ের লেখচিত্র অঙ্কন করে দেখাও যে অন্বয়টি
ফাংশন নয়।
(গ) $S$ অন্বয়ের লেখচিত্র যে বক্ররেখা প্রকাশ করে তার যে জ্যা এর মধ্যবিন্দু $(3,3)$ তার দৈর্ঘ্য নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ
$A(6,3),\;B(-2,5),\;C(9,6)$ বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষ $B$ হতে $AC$ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্নঃ
১. $𝐴(𝑐, 0)$ এবং $𝐵(−𝑐, 0)$ বিন্দুদুটির হতে $𝑎𝑦 \sin 𝜃 + 𝑏𝑥 \cos 𝜃 = 𝑎𝑏$ সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে $𝑝_1$ এবং $𝑝_2$.
(ক) $𝐴𝐵$ সরলরেখার সমীকরণ হতে ঢাল নির্ণয় কর।
(খ) উদ্দীপকের সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে ক্ষেত্রফল নির্ণয় কর।
(গ) প্রমাণ কর যে $𝑝_1 × 𝑝_2$ সর্বদাই $𝜃$ মুক্ত। যখন $a^2-b^2=c^2$
২.$4𝑥 + 3𝑦 = 𝑐$ এবং $12𝑥 − 5𝑦 = 2(𝑐 + 3)$
(ক) ২য় সরলরেখার $𝑦 −$ ছেদক এবং $+𝑥$ অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় কর।
(খ) ২য় সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল  16 বর্গ একক হলে $𝑐$ এর মান নির্ণয় কর।
(গ) মূল বিন্দু হতে রেখাদুটি সমদূরবর্তী হলে $𝑐$ এর মান নির্ণয় কর। উত্তরঃ 𝑐 = 10
বহুনির্বাচনী প্রশ্নঃ
১.একটি সমকোণী ত্রিভুজের দুটি শীর্ষ বিন্দু যথাক্রমে $(0,5), (-5,0)$ হলে অপর শীর্ষবিন্দু-
(ক) $(0,1)$         (খ) $(1,0)$          (গ) $(0,0)$        (ঘ) $(5,5)$
২.$(-2,-1),(3,-1),(3,2)$ এবং $(a,b)$ বিন্দুগুলো একটি আয়তের চারটি শীর্ষবিন্দু হলে $a$ ও $b$ এর মান কত?
(ক) $2,-2$      (খ) $-2,2$     (গ) $-2,-2$      (ঘ) $2,2$
৩. $(x,y),(4,-3),(5,4),(-2,5)$ বিন্দু গুলো একটি বর্গের চারটি শীর্ষ হলে $x$ ও $y$ এর মান-
(ক) $-3,-2$    (খ) $-3,2$    (গ) $3,-2$      (ঘ) $3,2$
৪.$(6,1),(p,q),(12,1),(8,3)$ বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষ বিন্দু হলে $p,q$ এর মান কত?
(ক) $-10,-1$    (খ) $-10,1$   (গ) $10,-1$    (ঘ) $10,1$
৫.$2x+3y=5$ এবং $3x-2y=3$ রেখাদুটির ছেদবিন্দুতে উৎপন্ন কোণ কত ডিগ্রী?
(ক) $0^\circ$      (খ) $90^\circ$        (গ) $60^\circ$          (ঘ) $30^\circ$
৬.$2x+3y=5$ এবং $3x-2y=7$ রেখাদুটির ছেদবিন্দুতে উৎপন্ন কোণ কত ডিগ্রী?
(ক) $0^\circ$      (খ) $90^\circ$        (গ) $60^\circ$          (ঘ) $30^\circ$
৭.$x=5$ এবং $x+2=0$ রেখাদুটির মধ্যবর্তী দূরত্ব কত একক?
(ক) $3$     (খ) $5$     (গ) $7$      (ঘ) $9$
৮. $y-5=0$ এবং $y=6$ রেখাদুটির মধ্যবর্তী দূরত্ব কত একক?
(ক) $1$    (খ) $4$      (গ) $8$      (ঘ) $11$
৯. $x-4=0$ এবং $y=3$ রেখাদুটির ছেদবিন্দু হতে মূলবিন্দুর দূরত্ব কত একক?
(ক) $\sqrt{13}$   (খ) $5$      (গ) $3$       (ঘ) $1$
১০. $A(3,-2) , B(4,6)$ এবং  $C(5,7)$ বিন্দু গুলো দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র কোনটি?
(ক) $\left(\dfrac{11}{3},4\right)$    (খ) $\left(-4,\dfrac{11}{3}\right)$    
(গ) $\left(4,-\dfrac{11}{3}\right)$   (ঘ)  $\left(4,\dfrac{11}{3}\right)$
১১.$(4,6),(5,7)$ বিন্দু দুটির সংযোগ রেখাংশের  মধ্যবিন্দুর সাথে মূলবিন্দুর সংযোগ রেখার সমীকরণ -
(ক) $9x-13y=0$               (খ) $13x+9y=0$        
(গ) $9x+13y=0$               (ঘ) $13x-9y=0$
১২. $y+\sqrt{3}x=5$ রেখাটি $x$-অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে?
(ক) $30^\circ$       (খ) $120^\circ$      (গ) $60^\circ$      (ঘ) $150^\circ$
১৩.মূলবিন্দুগামী সরলরেখা-
$i.x=0$
$ii.y=3$
$iii. 2y-3x=0$
কোনটি সঠিক?
(ক) $i, ii $      (খ) $i,iii$      (গ) $ii,iii $      (ঘ) $i, ii, iii $
১৪. $A(a,0)$ এবং $B(0,b)$ বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত?
(ক) $\pm \sqrt{a^2+b^2}$     (খ) $ \sqrt{a^2+b^2}$
(গ) $-\sqrt{a^2+b^2}$       (ঘ) $ \sqrt{a^2+b^2}$
১৫. $2x^2+2y^2-4x-6x-9=0$ সমীকরণটির লেখচিত্র-
(ক) বৃত্ত    (খ) পরাবৃত্ত     (গ) অধিবৃত্ত     (ঘ) উপবৃত্ত
১৬. $3y=-2$ সরলরেখার ঢাল কত?
(ক) $0$   (খ) $\tfrac {-2}{3}$   (গ) $\infty $    (ঘ) $\tfrac {2}{3}$ 
১৭. $A(\sin x ,0)$ এবং $B(0,\cos x )$ হলে $AB$ বাহু দ্বারা উৎপন্ন বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
  (ক) $2$         (খ) $1$       (গ) $\sqrt{2}$    (ঘ) $4$
১৮. $A(0,\sin x ),B(\cos x ,0)$ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দুরত্ব কত?
(ক) $1$        (খ) $2$        (গ) $2$           (ঘ) $0$
১৯. $A(-3,-3) ,O (0,0) ,B(3,3)$ বিন্দু তিনটি
(ক) সমরেখ                            (খ) ত্রিভুজের শীর্ষবিন্দু
 (গ) সমবৃত্তস্থ                           (ঘ) $OA≠OB$
২০. $y=-2$ সরলরেখাটি –
 (ক) y-অক্ষের উপর লম্ব          (খ) x-অক্ষের উপর লম্ব   
 (গ) উভয় অক্ষকে ছেদ করে        (ঘ) মূলবিন্দুগামী
২১. $y=-b$  সরলরেখা $x-$ অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  (ক) $0$       (খ) $30$     (গ) $45$      (ঘ) $60$



উত্তরপত্রঃ
১.(গ) ২.(খ) ৩.(ক) ৪.(গ) ৫.(খ)  ৬.(ক) ৭.(গ)  ৮.(ক)  ৯.(খ)  ১০.(ঘ)  ১১.(ঘ)  ১২.(গ) ১৩.(খ)  ১৪.(খ)  ১৫.(ক)  ১৬.(ক)

                                       $borna$ 
১. দেখাও যে , $A(ab,c), B(bc,a),  C(ca,b)$  বিন্দুগুলো দ্বারা গঠিত  ত্রিভুজের ক্ষেত্রফল  $\dfrac {1}{2}  (b-c) (c-a)  (a-b)$
২.$\mathrm {A(-3,-2), \  B(-3,9), \  C(5,-8)}$ বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর এবং এর সাহায্যে $B$ হতে $CA$ এর উপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর । $[44$ বর্গ একক এবং $8 \dfrac {4}{5}$ একক$]$  
৩. $A(5,6), B(-9,1), C(-3,-1)$ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর এবং $A$ থেকে $BC$ এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর ।
   $Ans:\; 29,\dfrac {29}{10} \sqrt {10}$
৩. দুটি ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে $\mathrm {(x_1,y_1), \ (x_2,y_2), \ (x_3,y_3)}$ এবং $\mathrm {(x_1+b,y_1+k), \ (x_2+b,y_2+k),\ (x_3+b,y_3+k)}$ দেখাও যে ত্রিভুজদুটির ক্ষেত্রফলের সমান ।
৪.দেখাও যে $\mathrm {(-1,3), \ (2,9)ও(-3,-1)}$ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত ।
                          সৃজনশীল প্রশ্নঃ
$\mathrm {x+y+4=0,x-y+4=0,x+y-4=0}$ চারটি সরলরেখার সমীকরণ ।
(ক) সমান্তরালরেখা যুগল চিহ্নিত কর ।
(খ) রেখা চারটি দ্বারা উৎপন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর ।
(গ) চতুর্ভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে এর প্রকৃতি লিখ ।
২. সমতলে $\mathrm {A(0,-1), \ B(-2,3), \ C(6,7)}$ এবং $\mathrm {D(8,3)}$$\mathrm {E(sin\theta,cos\theta)}$ এবং $\mathrm {F(3,3)}$  
(ক) $i$. $\mathrm {AE}$ নির্ণয়  কর যখন $\theta=120°$
$ii$ .$P(x,y)$ বিন্দু হতে $x$ অক্ষের রদূরত্ব এবং $F$ স্থির দূরত্ব সমান হলে $x$ ও $y$ এর সম্পর্ক স্থাপন কর ।
 (খ) দেখাও যে , $A,F,C$ বিন্দু গুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় ।
(গ) $ABCD$ কোন ধরনের চতুর্ভূজ প্রকাশ করে তা নির্ণয় কর ।
৩. $P(4,k)$ বিন্দু হতে $x$ অক্ষ এবং $Q(3,2)$ বিন্দুর দূরত্ব সমান হলে $k$ এর মান তক ? 
৪.$P(a,3)$ বিন্দু হতে $y$ অক্ষ এবং $Q(3,3)$ বিন্দুর দূরত্ব সমান হলে $a$ এর মান কত  ?
৫. $\mathrm {P(x,y)}$ বিন্দু হতে $\mathrm {y}$ অক্ষের দূরত্ব , $\mathrm {Q(2,3)}$ বিন্দু হতে দূরত্বের দ্বিগুন হলে $\mathrm {x}$ এর মান কত ?
$[$সমাধান : $x^2=4(x^2-4x+4+1)]$
$\Rightarrow$ $4x^2-16^x+20-x^2=0$
$\Rightarrow$ $3x^2-16x+20=0$ 
$\Rightarrow$ $\mathrm {x= \dfrac {16\pm \sqrt {256-240}}{6}=2, \dfrac {10}{3}}$
২. $A(a,a), \; B(-a,-a), \; C(-a\sqrt3,a\sqrt3)$
(ক) $AB$ রেখাটির ঢাল নির্ণয় করে $+x$ অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় কর । 
(খ) দেখাও যে , বিন্দু তিনটি দ্বারা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয় এবং এর ক্ষেত্রফল নির্ণয় কর ।
(গ) ত্রিভুজটি দ্বারা উৎপন্ন চতুস্তলকের আয়তন কত ?
৭. $x$ এর মান কত হলে $\mathrm {A(-3,-2), \ B(-3,9)} $ এবং $\mathrm {(x,-8)} $ বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল $\mathrm { 44} $ বর্গ একক হবে ?

Comments

Post a Comment

Popular posts from this blog

mathematics, probability

chemistry, mineral resources , metal and nonmetal

physics, pressure and states of matter