chemistry, chemical reaction

chemistry, chemical reactions and oxidation numbers, classification of reactions
ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার ।
যথাঃ 
১.জারণ-বিজারণ (reduction and oxidation =redox)
২. নন-রেডক্স(non-redox)
জারণ-বিজারণঃ
     যে বিক্রিয়ায় বিক্রিয়কসমুহের মধ্যে  ইলেকট্রনের 
আদান-প্রদান ঘটে  তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বলে
একে দুই ভাগে ভাগ করা হয় ।
জারণ বিক্রিয়া :
         যে বিক্রিয়ায় কোন বিক্রিয়ক ইলেকট্রন প্রদান করে তাকে জারণ বিক্রিয়া বলে।
বিজারণ বিক্রিয়া :
         যে বিক্রিয়ায় কোন বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে ।
জারক:
        যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে ।সাধারণত অধাতু (কার্বন ও হাইড্রোজেন বাদে ) এবং ক্যাটায়নসমূহ জারক হিসেবে আচরণ করতে পারে ।
যেমনঃ $\mathrm{Cl-e^-+\longrightarrow Cl^-}$  [বিজারণ  বিক্রিয়া]
এখানে $\text{Cl}$ ইলেকট্রন গ্রহণ করায় $\text{Cl}$ জারক যা অন্য কোনো মৌল বা যৌগকে জারিত করে ।

বিজারক:

       যে বিক্রিয়ক ইলেকট্রন প্রদান করে তাকে বিজারক বলে ।সাধারণত ধাতুসমূহ এবং অ্যানায়নসমূহ বিজারক হিসেবে আচরণ করতে পারে ।

 যেমন: $\mathrm{Na-e^-\longrightarrow Na^+}$  [জারণ ]

       এখানে $\text{Na}$ ইলেকট্রন ত্যাগ করায় $\mathrm{Na}$  বিজারক।

জারণ সংখ্যা :

     যৌগ গঠনের সময় কোন মৌলের পরমাণু যে কয়টি ইলেকট্রন আদান-প্রদান করে তার সংখ্যাকে ঐ মৌলের জারণ সংখ্যা বলে।

ইলেকট্রন গ্রহণ করলে জারণ সংখ্যা ঋণাত্মক আর বর্জন করলে জারণ সংখ্যা ধনাত্মক ।

নিচের লাল চিহ্নিত মৌলের পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করঃ

$\mathrm{{\color{red}N}_2O_5\;,\;Na{\color{red}B}H_4}$

যোজনী ও জারণ সংখ্যার পার্থক্যঃ

যোজনী জারণ সংখ্যা
যৌগ গঠনে পরমাণুর গ্রহণ-বর্জন বা শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যাই তার যোজনী । যৌগ গঠনে পরমাণুর গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাই তার জারণ সংখ্যা
যোজনী সব সময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা । জারণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে
যোজনী মৌল বা যৌগমূলকের হয়। জারণ সংখ্যা মৌল,যৌগ, যৌগমূলক এবং আয়নের হয়
ধাতব হাইড্রোজেন কার্বোনেটের উৎপাদন বিক্রিয়ার সমতাকরণ সূত্র লিখ ।
উত্তরঃ
$\mathrm{M_2CO_3+H_2O+CO_2\longrightarrow 2MHCO_3}$  
এখানে, $\mathrm{M=Li,Na,K,Rb}$
$\mathrm{MCO_3+CO_2+H_2O\longrightarrow M(HCO_3)_2}$
এখানে, $\mathrm{M=Be,Mg,Ca}$
প্রশ্নঃ
নিচের বিক্রিয়াগুলোর  জারণ-বিজারণের মাধ্যমে সমতাকরণ করঃ 
১. $\mathrm{WO_3+H_2\longrightarrow W+H_2O}$
২. $\mathrm{Zn +CuSO_4\longrightarrow Cu +ZnSO_4}$
৩.$\mathrm{FeCl_2+Cl_2\longrightarrow FeCl_3}$
৪. $\mathrm{PCl_3+Cl_2\longrightarrow PCl_5}$
৫. $\mathrm{H_2+O_2\longrightarrow H_2O}$
৬. $\mathrm{ZnS+O_2\longrightarrow ZnO+SO_2}$
৭. $\mathrm{PbS+O_2\longrightarrow PbO+SO_2}$
৮.$\mathrm{KClO_3\longrightarrow KCl+O_2}$
৯.$\mathrm{ZnO+C\longrightarrow Zn+CO_2}$
১০.$\mathrm{PbO+C\longrightarrow Pb+CO_2}$
১১.$\mathrm{Fe_2O_3+CO\longrightarrow Fe+CO_2}$
১২.$\mathrm{Fe_3O_4+CO\longrightarrow Fe+CO_2}$
১৩.$\mathrm{Cu_2S+O_2\longrightarrow Cu_2O+SO_2}$
১৪.$\mathrm{Cu_2S+Cu_2O\longrightarrow Cu+SO_2}$
১৫.$\mathrm{[Ag(NH_3 )_2]OH +C_2 H_4 O\longrightarrow Ag+H_2 O}$$\mathrm{+C_2 H_4 O_2+NH_3}$
১৬.$\mathrm{Cu+H_2 SO_4\longrightarrow Cu_2 O+SO_2+H_2 O}$
১৭.$\mathrm{NH_3+O_2\longrightarrow NO+H_2O}$
১৮. $\mathrm{C_6 H_{12} O_6+O_2\longrightarrow CO_2+H_2 O}$
১৯. $\mathrm{FeCl_3+SnCl_2\longrightarrow FeCl_2+SnCl_4}$
 ২০. $\mathrm{Zn+NH_4 Cl+MnO_2\longrightarrow ZnCl_2+NH_3}$$\mathrm{+Mn_2 O_3+H_2 O}$
২১.$\mathrm{Cu^{2+}+I^-\longrightarrow CuI +I_2}$
২২.$\mathrm{Na_2S_2O_3+I_2\longrightarrow Na_2S_4O_6+NaI}$
২৩.$\mathrm{Cu+AgNO_3\longrightarrow Cu(NO_3)_2+Ag}$
২৪. $\mathrm{Al+MnO_2\longrightarrow Mn+Al_2 O_3}$
২৫.$\mathrm{Fe_3O_4+H_2\longrightarrow Fe+H_2O}$
২৬.$\mathrm{CH_4+O_2\longrightarrow CO_2+H_2O}$
২৭.$\mathrm{Fe_2O_3+H_2\longrightarrow Fe+H_2O}$
২৮.$\mathrm{PbO+CO\longrightarrow Pb+CO_2}$
২৯. $\mathrm{Cu+HNO_3\longrightarrow Cu\left(NO_3\right)_2+NO+H_2 O}$
৩০. $\mathrm{Ag+HNO_3\longrightarrow AgNO_3+NO_2+H_2 O}$
৩১. $\mathrm{Ag+H_2 SO_4\longrightarrow Ag_2 SO_4+SO_2+H_2 O}$

১নং প্রশ্নের সমাধানঃ
$\mathrm{W^{+6}O_3^{-2}+H_2^0\longrightarrow W^0+H_2^{+1}O^{-2}}$ 
$\mathrm{W^{6+}+6e^-\longrightarrow W^0}$$…..(i)$  [বিজারণ]   ,সুতরাং $\mathrm{WO_3}$ জারক [Note:$+6-0=+6$]
$\mathrm{H^0-e^-\longrightarrow H^+}$$……..(ii)$  [জারণ]     ,সুতরাং $\mathrm{H_2}$  বিজারক    [Note:$0-1=-1$]
$(ii)$ নং কে $6$ দ্বারা গুণ করে $(i)$ এর সাথে যোগ করি , 
               $\mathrm{W^{6+}+6e^-\longrightarrow W^0}$ 
     $\mathrm{\dfrac{6H^0-6e^-\longrightarrow 6H^+}{W^{6+}+6H^0\longrightarrow W^0+ 6H^+}}$  
বামপাশে বা ডানপাশে  মোট চার্জ $+6+0=+6$;তাই উভয় পাশে $6$ টি ঋণাত্মক চার্জ অর্থাৎ $3$ টি $\mathrm{3O^{2-}}$ দর্শক আয়ন যোগ করি,
   $\mathrm{W^{6+} +3O^{2-}+6H^0\longrightarrow W^0+ 6H^++3O^{2-}}$   
বা, $\mathrm{W_2O_6+3 H_2\longrightarrow W+  3H_2O}$ [ আয়ন সংখ্যা বা যোজনী বিনিময় করে] 
 সুতরাং,$\mathrm{WO_3     +   3 H_2\longrightarrow W+  3H_2O}$  [Note:ধনাত্মক ও ঋণাত্মক আয়নের আকর্ষণে যৌগ গঠিত হয়েছে ]
$\text{H}$ পরমাণু যে সময়ে ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া ঘটায় $\text{W}$ সে সময়ে $\text{H}$ এর ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটায় ।অর্থাৎ জারণ -বিজারণ বিক্রিয়া যুগপৎ বা একই সাথে ঘটে।
এক্ষেত্রে হাইড্রোজেন ট্যাংস্ট্রেন ট্রাই অক্সাইডকে  বিজারিত করে এবং ট্যাংস্ট্রেন ট্রাই অক্সাইড হাইড্রোজেনকে জারিত করে।
নিম্নোক্ত বিক্রিয়া সমূহ জারণ -বিজারণ হতে পারে -
১.সংযোজন বিক্রিয়া ,
২.বিয়োজন বিক্রিয়া , 
৩.প্রতিস্থাপন বিক্রিয়া ,
৪.দহণ বিক্রিয়া ।
১.সংযোজন বিক্রিয়া :
যে বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে ।
Note: বিক্রিয়ক গুলোর মধ্যে কমপক্ষে একটি মৌল হলে বিক্রিয়াটি জারণ বিজারণ হবে ।
  যেমন : $\mathrm{FeCl_2+Cl_2\longrightarrow FeCl_3}$  [জারণ -বিজারণ ]
 $\mathrm{N_2+H_2\longrightarrow NH_3}$ [জারণ -বিজারণ (সংশ্লেষণ)]
 কিন্তু $\mathrm{CaO+CO_2\longrightarrow CaCO_3}$ জারণ -বিজারণ বিক্রিয়া নয় ।
$\mathrm{M_2 CO_3+H_2 O+CO_2\longrightarrow 2MHCO_3}$
যেখানে$\mathrm{M=Li,Na,K,Rb}$
$\mathrm{MCO_3+CO_2+H_2 O\longrightarrow M(HCO_3 )_2}$
যেখানে $\mathrm{M=Be,Mg,Ca,Sr}$
২.বিয়োজন বিক্রিয়া :
  যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে ।
Note:কমপক্ষে একটি উৎপাদ মৌল হলে বিয়োজন বিক্রিয়াটি জারণ বিজারণ হয় ।
 যেমন : $\mathrm{KClO_3\longrightarrow KCl+O_2}$ জারণ বিজারণ বিক্রিয়া।
$\mathrm{PCl_5\longrightarrow PCl_3+Cl_2}$ জারণ বিজারণ বিক্রিয়া।
কিন্তু $\mathrm{CaCO_3\longrightarrow CaO+CO_2}$ জারণ বিজারণ নয়।
 $\mathrm{Fe(OH)_3\longrightarrow Fe_2 O_3+H_2O}$ জারণ বিজারণ নয়।
 $\mathrm{NaHCO_3\longrightarrow Na_2 CO_3+CO_2+H_2O}$ ননরেডক্স।
৩.প্রতিস্থাপন বিক্রিয়া :
              যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক কোন যৌগ হতে কম সক্রিয় মৌল বা যৌগমূলককে অপসারণ করে নিজে ঐ জায়গা দখল করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে ।
Note: প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি বিক্রিয়ক মৌল হলে বিক্রিয়াটি জারণ বিজারণ হয়।
যেমন :$\mathrm{Zn+HCl\longrightarrow ZnCl_2+H_2}$ জারণ বিজারণ বিক্রিয়া 
 কিন্তু 
Note: মুদ্রা ধাতু যেমন $\mathrm{Cu,Ag,Au}$ এসিড হতে $\text{H}$ কে অপসারণ করে প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না।কারণ এদের ধাতব সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে কম। তবে এরা  গাঢ় সালফিউরিক এসিড , মধ্যম গাঢ় বা গাঢ় নাইট্রিক এসিড এর সাথে জারণ বিজারণ বিক্রিয়া প্রদর্শন করতে পারে ।  
Note: মুদ্রা ধাতু সমূহের সক্রিয়তার ক্রম $\mathrm{Cu>Ag>Au}$
        এজন্য $\mathrm{Cu+AgNO_3\longrightarrow Cu\left(NO_3\right)_2+Ag}$ জারণ বিজারণ বিক্রিয়া 
কিন্তু $\mathrm{Au+AgNO_3 \longrightarrow}$ No Reaction
দহন বিক্রিয়া:
 যে বিক্রিয়ায় বাতাসের অক্সিজেনের উপস্থিতি তে কোন মৌল  বা যৌগকে পোড়ালে সেই মৌলের বা যৌগের মৌলের অক্সাইড উৎপন্ন  সেই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।
যেমন: $\mathrm{S+O_2 \longrightarrow SO_2}$      [ মৌলের দহন]
  $\mathrm{CH_4+O_2 \longrightarrow CO_2+H_2 O}$ [যৌগের দহন]
হাইড্রোকার্বনের দহন বিক্রিয়া:
$(i)$ $\mathrm{2C_n H_{2n+2}+(3n+1) O_2\longrightarrow 2nCO_2+(2n+2) H_2O}$ 
$(ii)$ $\mathrm{2C_n H_{2n}+3nO_2 \longrightarrow 2nCO_2+2nH_2 O}$ 
$(iii)$ $\mathrm{2nC_n H_{2n-2}+(2n+1) O_2\longrightarrow 2nCO_2+(2n-2)H_2 O}$ 
$(iv)$ $\mathrm{2C_n H_{2n+1} OH+3nO_2 \longrightarrow 2nCO_2+(2n+2) H_2 O}$ 
সহজ সূত্রঃ
$\mathrm{C_xH_y+\left(x+\dfrac{y}{4}\right)O_2\longrightarrow xCO_2+\dfrac{y}{2}H_2O}$
নিম্নোক্ত বিক্রিয়াগুলো জারণ-বিজারণ নাও  হতে পারে অর্থাৎ non-redox হতে পারেঃ
(ক) অধঃক্ষেপণ বিক্রিয়া।
(খ) প্রশমন বিক্রিয়া।
অধঃক্ষেপণ বিক্রিয়াঃ
যে বিক্রিয়ায় উৎপাদের তলানী বা অধঃক্ষেপ পড়ে তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
অথবা, পৃথকভাবে নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত বিক্রিয়কসমূহ ঐ দ্রাবকে বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন করলে বিক্রিয়াটিকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
যেমনঃ
(ক) $\mathrm{Na_2 SO_4+BaCl_2\longrightarrow NaCl+BaSO_4↓}$
(খ) $\mathrm{NaCl+AgNO_3\longrightarrow NaNO_3+AgCl↓}$
এছাড়া উৎপাদে নিম্নোক্ত যৌগগুলোর অধঃক্ষেপ পড়েঃ
$\mathrm{BaCl_2↓,AgBr↓,AgI↓}$
নিচের বিক্রিয়াটি অধঃক্ষেপণ  বিক্রিয়া হওয়া সত্ত্বেও জারন বিজারন প্রদর্শন করে:
$\mathrm{2\left[Ag(NH_3 )_2\right]^++2OH^-+CH_3 CHO\longrightarrow 2Ag_{(s)}}$ 
টলেনবিকারক:
অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের ক্ষারীয় দ্রবণকে টলেন বিকারক বলে।
অর্থাৎ,
$\mathrm{4NH_3+2AgNO_3+2NaOH\longrightarrow  2\left[Ag(NH_3 )_2\right] OH+2NaNO_3}$ 
বিক্রিয়াটির কৌশল:               $\mathrm{2AgNO_3+2NaOH\longrightarrow 2 AgOH↓+2NaNO_3}$ 
                 $\mathrm{2AgOH\overset{Δ}\longrightarrow Ag_2 O_{(s)}+H_2 O}$ 
$\mathrm{\dfrac{Ag_2 O_{(s)}+4NH_3+H_2 O\longrightarrow 2\left[Ag(NH_3 )_2\right]^+ OH^-}{2AgNO_3+2NaOH+4NH_3 \longrightarrow 2\left[Ag(NH_3 )_2\right]^+ OH^-+2NaNO_3}}$
 
অ্যালডিহাইডের সাথে টলেন বিকারকের বিক্রিয়া:
টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড তথা ইথানাল এর বিক্রিয়ায় সিলভারের অধঃক্ষেপ পড়ে। টলেন বিকারকের বিয়োজনে যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয় তা দুটি ইলেকট্রন ত্যাগ করে পানি এবং জায়মান অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন জায়মান অক্সিজেন ইথানালকে জারিত করে ইথানয়িক এসিড উৎপন্ন করে। হাইড্রোক্সিলের  ছেড়ে দেওয়া দুটি ইলেকট্রন দুটি সিলভার আয়ন গ্রহণ করে সিলভার পরমাণু তে পরিণত হয় ।ফলে সিলভারের পদক্ষেপ পরে।
$\mathrm{2\left[Ag\left(NH_3\right)_2\right]^+ OH^- \longrightarrow 2\left[Ag\left(NH_3\right)_2\right]^++2OH^-}$      [বিয়োজন]
বিয়োজনে প্রাপ্ত আয়নসমূহের বিক্রিয়া:
$\mathrm{2OH^--2e^- \longrightarrow H_2 O+[O]}\cdots\cdots(i)$
$\mathrm{CH_3CHO+[O]\longrightarrow CH_3 COOH}\cdots\cdots(ii)$ 
$\mathrm{2\left[Ag\left(NH_3\right)_2\right]^+\longrightarrow  2Ag^++4NH_3}\cdots\cdots(iii)$ 
$\mathrm{2Ag^++2e^- \longrightarrow 2Ag↓}\cdots\cdots(iv)$
$(i)+(ii)+(iii)+(iv)\Rightarrow$
$\mathrm{2\left[Ag\left(NH_3\right)_2 \right]^++2OH^-+CH_3 CHO\longrightarrow 2Ag_{(s)}}$$\mathrm{+CH_3 COOH+4NH_3+H_2 O}$ 
এটি অধঃক্ষেপণ বিক্রিয়া হওয়া সত্ত্বেও জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জানি অধঃক্ষেপ  বিক্রিয়া সাধারণত জারণ-বিজারণ হয় না কিন্তু এটি ব্যতিক্রম যে বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে।
সৃজনশীল প্রশ্ন-১:
নিম্নোক্ত বিক্রিয়াগুলোর আলোকে উত্তর দাও:
$(i)$  $\mathrm{Zn+Cu^{2+} \longrightarrow Zn^{2+}+Cu}$ 
$(ii)$  $\mathrm{H^++OH^-\longrightarrow H_2O}$ 
(ক) জারক, বিজারক কাকে বলে?
(খ) উদ্দীপক থেকে জারক ও জারক বের কর।
(গ) $(i)$ নং এর সাহায্যে দেখাও যে, জারন-বিজারন বিক্রিয়া যুগপৎ ঘটে।
(ঘ) বিক্রিয়া দুটির তুলনামূলক বিশ্লেষন কর।
   সৃজনশীল প্রশ্ন-২: $\mathrm{CH_{4_{(g)}}+2O_{(g)}\longrightarrow CO_{2_{(g)}}+2H_2 O_{(g)}}$
 যেখানে, $\mathrm{C-H}$ বন্ধনশক্তি $414\;\mathrm{kJ/mol}$ 
              $\mathrm{O=O}$  বন্ধনশক্তি $498\;\mathrm{kJ /mol}$
              $\mathrm{O-H}$ বন্ধনশক্তি $464\;\mathrm{kJ/mol}$ 
              $\mathrm{C=O}$  বন্ধনশক্তি $393\;\mathrm{kJ/mol}$
(ক) হাইড্রোজেনের বিভিন্ন যৌগে জারণ সংখ্যা লিখ।
(খ) বিক্রিয়াটি জারন-বিজরন কি না তা ইলেট্রনীয় পদ্ধতিতে ব্যাখ্যা কর।
(গ) বিক্রিয়াটিতে উৎপন্ন তাপের পরিমান হিসেব করে বিক্রিয়াটি কি ধরনের তা লিখ।
(ঘ) মৌল সমূহের শতকরা সংযুক্তির আলোকে দেখাও যে রাসায়নিক পরিবর্তন সাধিত হয়েছে।

তাপোৎপাদী বিক্রিয়াসমূহ:
$(i)$ $\mathrm{N_{2_{(g)}}+3H_{2_{(g)}}⇌2NH_{3_{(g)}}+92\;kj\;;\Delta H=-92\;kJ}$

$(ii)$ $\mathrm{H_{2_{(g)}}+\dfrac{1}{2}O_{2_{(g)}} \longrightarrow H_2 O_{(l)}\;;\Delta H=-286\;kj}$ 
$(iii)$ $\mathrm{H_{2_{(g)}}+\dfrac{1}{2}O_{2_{(g)}} \longrightarrow H_2 O_{(g)}\;;\Delta H=-242\;kJ}$ 
$(iv)$ $\mathrm{C_{(s)}+O_{2_{(g)}} \longrightarrow CO_{2_{(g)}}\;;ΔH=-394\;kJ}$ 
৫. নিম্নলিখিত সমীকরনে জারক-বিজারক চিহ্নিত কর:
(ক)$\mathrm{SnCl_2+Hg_2Cl_2\longrightarrow Sn Cl_4+2Hg}$
(খ)$\mathrm{2FeCl_3+H_2S\longrightarrow 2FeCl_2+2HCl+S}$
(গ) $\mathrm{HgCl_2+Hg\longrightarrow 2Hg_2 Cl_2}$
(ঘ) $\mathrm{2H_2 S+SO_2\longrightarrow 2H_2O+3S}$
১. $\mathrm{C^{-4}H_4^{+1}+O_2\longrightarrow C^{+4}O_2^{-2}+H_2^{+1}O^{-2}}$
$\mathrm{C^{-4}-8e^-\longrightarrow C^{+4}}\cdots\cdots (i)$
$\mathrm{O+2e^-\longrightarrow O^{2-}}\cdots\cdots (ii)$
$(ii)$ নং কে $4$ দ্বারা গুন করে $(i)$ নং এর সাথে যোগ করি:
      $\mathrm{C^{-4}-8e^-\longrightarrow C^{+4}}$
$\mathrm{\dfrac{4O+8e^-\longrightarrow 4O^{2-}}{C^{-4}+4O\longrightarrow C^{+4}+4O^{2-}}}$
বা, $\mathrm{C^{-4}+4H^++4O\longrightarrow C^{+4}+4O^{2-}+4H^+}$
বা, $\mathrm{CH_4+2O_2\longrightarrow CO_2+2H_2O}$
এখানে, $\mathrm{O_2}$ জারক এবং $\mathrm{CH_4}$ বিজারক। মিথানাইড আয়ন $\mathrm{\left(C^{4-}\right)}$ যে মূহূর্তে ইলেকট্রন ত্যাগ করে জারন বিক্রিয়া প্রর্দশন করে অক্সাইড $\mathrm{\left(O^{2-}\right)}$ সেই মূহূর্তে $\mathrm{C^{4-}}$ এর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহন করে বিজারন বিক্রিয়া প্রর্দশন করে। অর্থাৎ জারন-বিজারন বিক্রিয়া একই সাথে ঘটে।

২. $\mathrm {Zn^0 +Cu^{+2}SO_4^{-2} \longrightarrow Cu^0 +Zn^{+2}SO_4^{-2}}$
         $\mathrm {Zn^0 -2e^-\longrightarrow Zn^{2+}}$
$\mathrm {\dfrac{Cu^{2+}+2e^-\longrightarrow Cu}{Zn+Cu^{2+}\longrightarrow Zn^{2+}+Cu}}$
বা, $\mathrm {Zn+Cu^{2+}+SO_4^{2-}\longrightarrow Zn^{2+}+Cu+SO_4^{2-}}$
বা, $\mathrm {Zn+CuSO_4\longrightarrow Cu+ZnSO_4}$

৩. $\mathrm {Fe^{2+}Cl_2^{-1}+Cl_2^0\longrightarrow Fe^{+3}Cl_3^{-1}}$
            $\mathrm {2Fe^{2+}-2e^-\longrightarrow 2Fe^{3+}}$
$\mathrm{\dfrac {2Cl^0+2e^-\longrightarrow 2Cl^-}{2Fe^{2+}+2Cl\longrightarrow 2Fe^{3+}+2Cl^-}}$
বা, $\mathrm {2Fe^{2+}+4Cl^-+Cl_2\longrightarrow 2Fe^{3+}+2Cl^-+4Cl^-}$
বা, $\mathrm {2FeCl_2+Cl_2\longrightarrow 2FeCl_3}$

৪. $\mathrm {P^{+3}Cl_3^{-1}+Cl_2^0\longrightarrow P^{+5}Cl_5^{-1}}$
     $\mathrm {P^{3+}-2e^-\longrightarrow P^{5+}}$
     $\mathrm{\dfrac{2Cl+2e^-\longrightarrow 2Cl^-}{P^{3+}+2Cl\longrightarrow P^{5+}+2Cl^-}}$
বা, $\mathrm {P^{3+}+2Cl+3Cl^- \longrightarrow p^{5+}+2Cl^-+3Cl^-}$
বা, $\mathrm {P^{3+}+3Cl^-+Cl_2\longrightarrow P^{5+}+5Cl^-}$
বা, $\mathrm {PCl_3+Cl_2\longrightarrow PCl_5}$

৫. $\mathrm{H_2^0+O_2^0\longrightarrow H^{+1}_2O^{-2}}$
$\mathrm {H^0-e^-\longrightarrow H^+}$$\cdots \cdots (i) $
$\mathrm {O+2e^-\longrightarrow O^{2-}}$$\cdots \cdots (ii) $
$(1)$ নং কে $4$ দ্বারা গুন করে ও $(ii)$ নং কে $2$ দ্বারা গুন করে $(i)$ ও $(ii)$ যোগ করি:
$\mathrm{4H-4e^-\longrightarrow 4H^+}$
$\mathrm{\dfrac{2O+4e^-\longrightarrow 2O^{2-}} {4H+2O\longrightarrow 4H^++2O^{2-}}}$
বা, $\mathrm {2H_2+O_2\longrightarrow 2H_2O}$

৬. $\mathrm {Zn^{+2}S^{-2}+O_2^0\longrightarrow Zn^{+2}O^{-2}+S^{+4}O_2^{-2}}$
$\mathrm {S^{2-}-6e^-\longrightarrow S^{4+}}$
$\mathrm {O^0+2e^-\longrightarrow O^{2-}}$
$\mathrm {2\times (i)+(ii)\times 6\Rightarrow}$
$\mathrm {2S^{2-}-12e^-\longrightarrow 2S^{4+}}$
$\mathrm{\dfrac{6O^0+12e^- \longrightarrow 6O^{2-}}{2S^{2-}+6O\longrightarrow 2S^{4+}+6O^{2-}}}$
বা, $\mathrm {2Zn^{2+}+2S^{2-}+3O_2\longrightarrow 2S^{4+}+4O^{2-}+2O^{2-}+2Zn^{2+}}$
বা, $\mathrm {2ZnS+3O_2\longrightarrow 2S^{4+}+4O^{2-}+2Zn^{2+}+2O^{2-}}$
বা, $\mathrm {2ZnS+3O_2\longrightarrow 2SO_2+2ZnO} $

৭. $\mathrm {Pb^{+2}S^{-2}+O_2^0 \longrightarrow Pb^{+2}O^{-2}+S^{+4}O_2^{-2}}$
$\mathrm {S^{2-}-6e^- \longrightarrow S^{4+}}$
$\mathrm {O^0+2e^- \longrightarrow O^{2-}}$
$\mathrm {2\times (i)+(ii)\times 6 \Rightarrow }$
$\mathrm {2S^{2-}-12e^- \longrightarrow 2S^{4+}}$
$\mathrm{\dfrac{6O+12e^-\longrightarrow 6O^{2-}}{2S^{2-}+6O\longrightarrow 2S^{4+}+6O^{2-}}}$
বা, $\mathrm {2S^{2-}+2Pb^{2+}+6O\longrightarrow 2Pb^{2+}+2O^{2-}+2S^{4+}+4O^{2-}}$
বা, $\mathrm {2PbS+3O_2\longrightarrow 2PbO+2S^{4+}+4O^{2-}}$
বা, $\mathrm {2PbS+3O_2\longrightarrow 2PbO+2SO_2}$
৮. $\mathrm {K^{+1}Cl^{+5}O_3^{-2}\longrightarrow K^{+1}Cl^{-1}+O^0_2}$
$\mathrm {Cl^{+5}+6e^-\longrightarrow Cl^-}$
$\mathrm {O^{2-}-2e^-\longrightarrow O^0}$
$\mathrm {(i)×2+(ii)\times 3\Rightarrow} $
$\mathrm {2Cl^{5+}+12e^-\longrightarrow 2Cl^-}$
$\mathrm{\dfrac{6O^{2-}-12e^-\longrightarrow 6O}{2Cl^{5+}+6O^{2-}\longrightarrow 2Cl^-+6O}}$
বা, $\mathrm {2Cl^{5+}+6O^{2-}+2K^+\longrightarrow 2Cl^-+2K^{+1}+3O_2}$
বা, $\mathrm {2KClO_3\longrightarrow 2KCl+3O_2}$

৯. $\mathrm {Zn^{2+}O^{2-}+C^0\longrightarrow Zn^0+C^{+4}O_2^{2-}}$
$\mathrm {Zn^{2+}+2e^-\longrightarrow Zn}$
$\mathrm {C^0-4e^-\longrightarrow C^{4+}}$
$(i)\times 2+(ii)\Rightarrow $
$\mathrm{2Zn^{2+}+4e^-\longrightarrow 2Zn}$
$\mathrm{\dfrac{C^0-4e^-\longrightarrow C^{4+}}{2Zn^{2+}+C\longrightarrow 2Zn+C^{4+}}}$
বা, $\mathrm {2Zn^{2+}+2O^{2-}+C\longrightarrow 2Zn+C^{4+}+2O^{2-}}$
বা, $\mathrm {2ZnO+C\longrightarrow 2Zn+CO_2}$

১০. $\mathrm {Pb^{+2}O^{-2}+C\longrightarrow Pb^0+C^{+4}O_2^{-2}}$
$\mathrm {Pb^{2+}+2e^-\longrightarrow Pb^0}$
$\mathrm {C^0-4e^-\longrightarrow C^{4+}}$
$(i)\times 2+(ii)\Rightarrow $
$\mathrm{2Pb^{2+}+4e^-\longrightarrow 2Pb}$
$\mathrm{\dfrac{C^0-4e^-\longrightarrow C^{4+}}{2Pb^{2+}+C^0\longrightarrow 2Pb+C^{4+}}}$

১২. $\mathrm {Fe_2^{+3}O_3^{-2}+C^{+2}O^{-2} \longrightarrow Fe^0+C^{+4}O_2^{2-}}$
$\mathrm {Fe^{3+}+3e^-\longrightarrow Fe^0}$
$\mathrm {C^{2+}-2e^-\longrightarrow C^{4+}}$
$(i)\times 2+(ii)\times 3\Rightarrow $
$\mathrm {2Fe^{3+}+6e^-\longrightarrow 2Fe}$
$\mathrm{\dfrac{3C^{2+}-6e^-\longrightarrow 3C^{4+}}{2Fe^{3+}+3C^{2+}\longrightarrow 2Fe+3C^{4+}}}$
বা, $\mathrm {2Fe^{3+}+3C^{2+}+6O^{2-}\longrightarrow 2Fe+3C^{4+}+6O^{2-}}$
বা, $\mathrm {2Fe^{3+}+3O^{2-}+3C^{2+}+3O^{2-}\longrightarrow 2Fe+3C^{4+}+6O^{2-}}$
বা, $\mathrm {Fe_2O_3+3CO\longrightarrow 2Fe+3CO_2}$

১৩.$\mathrm{Fe^{+\tfrac{8}{3}}_3O_4^{-2}+C^{+2}O^{-2}\longrightarrow Fe^0+C^{+4}O^{-2}_2}$
$\mathrm {Fe^{+\tfrac{8}{3}}+{\dfrac {8}{3}}e^-\longrightarrow Fe^0}$
$\mathrm {C^{2+}-2e^-\longrightarrow C^{4+}}$
$(i)\times 3+(ii)\times 4\Rightarrow $
$\mathrm{3Fe^{+\tfrac{8}{3}}+8e^-\longrightarrow 3Fe^0}$
$\mathrm{\dfrac{4C^{2+}-8e^-\longrightarrow 4C^{4+}}{3Fe^{+\tfrac{8}{3}}+4C^{2+}\longrightarrow 3Fe^0+4C^{4+}}}$  
$\mathrm {\Rightarrow3Fe^{+\tfrac {8}{3}}+4O^{2-}+4C^{2+}+4O^{2-}\longrightarrow 3Fe^0+4C^{4+}+8O^{2-}}$
$\mathrm {\Rightarrow Fe_3O_4+4CO\longrightarrow 3Fe+4CO_2}$

১৪. $\mathrm {Cu_2^{+1}S^{-2}+O_2^0\longrightarrow Cu_2^{+1}O^{-2}+S^{+4}O_2^{-2}}$
$\mathrm {S^{2-}-6e^-\longrightarrow S^{4+}}$
$\mathrm {O^0+2e^-\longrightarrow O^{2-}}$
$(i)\times 2+(ii)\times 6\Rightarrow $
$\mathrm{2S^{2-}-12e^-\longrightarrow 2S^{4+}}$
$\mathrm{\dfrac{6O-12e^-\longrightarrow 6O^{2-}}{2S^{2-}+6O\longrightarrow 2S^{4+}+6O^{2-}}}$
বা, $\mathrm {4Cu^{+}+2S^{2-}+3O_2\longrightarrow 4Cu^{+}+2O^{2-}+2S^{4+}+4O^{2-}}$
বা, $\mathrm {2Cu_2^{1+}+2S^{2-}+3O_2\longrightarrow 2Cu^{+1}_2+2O^{2-}+2S^{4+}4O^{2-}}$
বা, $\mathrm {Cu_2S+3O_2\longrightarrow 2Cu_2O+2SO_2}$

১৫. $\mathrm {Cu_2^{+1}S^{-2}+Cu_2^{+1}O^{-2}\longrightarrow Cu^0+S^{+4}O_2^{-2}}$
$\mathrm {Cu^++e^-\longrightarrow Cu^0}$
$\mathrm {S^{2-}-6e^-\longrightarrow S^{4+}}$
$(i)\times 6+(ii)\Rightarrow $
$\mathrm{6Cu^++6e^-\longrightarrow 6Cu^0}$
$\mathrm{\dfrac{S^{2-}-6e^-\longrightarrow S^{4+}}{6Cu^++S^{2-}\longrightarrow 6Cu^0+S^{4+}}}$
বা, $\mathrm {2Cu^++S^{2-}+4Cu^++2O^{2-}\longrightarrow 6Cu^0+2S^{4+}+4O^{2-}}$
বা, $\mathrm {2Cu^++S^{2-}+4Cu^++2O^{2-}\longrightarrow 6Cu+S^{4+}+2O^{2-}}$
বা, $\mathrm {Cu_2S+2Cu_2O\longrightarrow 6Cu+SO_2}$

১৭. $\mathrm {Cu^0+H_2^{+1}S^{+6}O_4^{-2}\longrightarrow Cu_2^{+1}O^{-2}+S^{+4}O_2^{-2}+H_2^{+1}O^{-2}}$

$\mathrm {Cu^0-e^-\longrightarrow Cu^+}$

$\mathrm {S^{6+}+2e^-\longrightarrow S^{4+}}$

$(i)\times 2+(ii)\Rightarrow $

$\mathrm {2Cu-2e^-\longrightarrow 2Cu^+}$

$\mathrm{\dfrac{S^{6+}+2e^-\longrightarrow S^{4+}}{2Cu+S^{6+}\longrightarrow 2Cu^++S^{4+}}}$

বা, $\mathrm {2Cu+S^{6+}+2H^++4O^{2-}\longrightarrow 2Cu^++S^{4+}+2H^++4O^{2-}}$

বা, $\mathrm {2Cu+2H^++S^{6+}+4O^{2-}\longrightarrow 2Cu^++O^{2-}+S^{4+}+2O^{2-}+2H^++O^{2-}}$

বা, $\mathrm {2Cu+H_2SO_4\longrightarrow Cu_2O+SO_2+H_2O}$

১৮. $\mathrm {4N^{-3}H_3^{+1}+5O_2^0\longrightarrow 4N^{+2}O^{-2}+6H_2^{+1}O^{-2}}$

$\mathrm {N^{3-}-5e^-\longrightarrow N^{2+}}$

$\mathrm {O^0+2e^-\longrightarrow O^{2-}}$

$(i)\times 4+(ii)\times 10\Rightarrow $

$\mathrm {4N^{3-}-2Oe^-\longrightarrow 4N^{2+}}$

$\mathrm{\dfrac{10O^0+20e^-\longrightarrow 10O^{2-}}{4N^{3-}+10O\longrightarrow 4N^{2+}+10O^{2-}}}$

বা, $\mathrm {12H^++4N^{3-}+5O_2\longrightarrow 4N^{2+}+4O^{2-}+6O^{2-}+12H^+}$

বা, $\mathrm {4H_3^++4N^{3-}+5O_2\longrightarrow 4NO+6O^{2-}+12H^+}$

বা, $\mathrm {4NH_3+5O_2\longrightarrow 4NO+6H_2O}$

১৯. $\mathrm {C^0_6H_2^{+1}O^{-2}_6+O_2^0\longrightarrow C^{+4}O_2^{-2}+H_2^{+1}O^{-2}}$

$\mathrm {C^0-4e^-\longrightarrow C^{4+}}$

$\mathrm {O^0+2e^-\longrightarrow O^{2-}}$

$(i)\times 6+(ii)\times 12\rightarrow $

$\mathrm{6C^0-24e^-\longrightarrow 6C^{4+}}$

$\mathrm{\dfrac{12O^0424e^-\longrightarrow 12O^{2-}}{6C+12O\longrightarrow 6C^{4+}+12O^{2-}}}$

বা, $\mathrm {6C+12H^++6O^{2-}+6O_2\longrightarrow 6C^{4+}+12O^{2-}+12H^++6O^{2-}}$

বা, $\mathrm {C6H-{12}O_6+6O_2\longrightarrow 6CO_2+6H_2O}$

২০. $\mathrm {F_e^{+3}Cl_3^{-1}+Sn^{+2}Cl_2^{-1}\longrightarrow Fe^{+2}Cl_2^{-1}+Sn^{+4}Cl_4^{-1}}$

$\mathrm {Sn^{2+}-2e^-\longrightarrow Sn^{4+}}$

$\mathrm {Fe^{3+}+e^-\longrightarrow Fe^{2+}}$

$(i)+(ii)\times 2\Rightarrow $

$\mathrm {Sn^{2+}-2e^-\longrightarrow Sn^{4+}}$

$\mathrm{\dfrac{2Fe^{3+}+2e^-\longrightarrow 2Fe^{2+}}{Sn^{2+}+2Fe^{3+}\longrightarrow Sn^{4+}+2Fe^{2+}}}$

বা, $\mathrm {8Cl^-+Sn^{2+}+2Fe^{3+}\longrightarrow  8Cl^-+Sn^{4+}+2Fe^{2+}}$

বা, $\mathrm {2Fe^{3+}+6Cl^-+Sn^{2+}+2Cl^-\longrightarrow 2Fe^{2+}+4Cl^-+Sn^{4+}+4Cl^-}$

২১. $\mathrm {Zn^0+N^{-2}H_4^{+1}Cl^{-1}+Mn^{+4}O_2^{-2}\longrightarrow Zn^{+2}Cl_2^{-1}+N^{-3}H_3^{+1}+Mn_2^{+3}O_3^{-2}+H_2^{+1}O^{-2}}$

$\mathrm{Zn^0-2e^-\longrightarrow Zn^{2+}}$

$\mathrm {Mn^{4+}+e^-\longrightarrow Mn^{3+}}$

$(i)+(ii)\times 2\rightarrow $

$\mathrm {Zn-2e^-\longrightarrow Zn^{2+}}$

$\mathrm{\dfrac{Mn^{4+}+2e^-\longrightarrow Mn^{3+}}{Zn+Mn^{4+}\longrightarrow Zn^{2+}+Mn^{3+}}}$

বা, $\mathrm {Zn+Mn^{4+}+Mn^{4+}+4O^{2-}+2N^{3-}+8H^++2Cl^-\longrightarrow Zn^{2+}+2Cl^-+2Mn^{3+}+4O^{2-}+2Nz^{3-}+8H^+}$

বা, $\mathrm {Zn+2N^{3-}+8H^++2Cl^-+2Mn^{4+}+4O^{2-}\longrightarrow Zn^{2+}+2Cl^-+2N^{3-}+6H^++2Mn^{3+}+3O^{2-}+2H^++O^{2-}}$

বা, $\mathrm {Zn+2NH_4Cl+2MnO_2\longrightarrow ZnCl_2+Mn_2O_3+H_2O+2NH_3}$

২২. $\mathrm {2Cu^{2+}+4I^{-1}\longrightarrow 2Cu^{+1}I^{-1}+I_2^0}$

$\mathrm {Cu^{2+}+e^-\longrightarrow Cu^+}$

$\mathrm {I^--e^-\longrightarrow I^0}$

$(i)\times 2+(ii)\times 2\Rightarrow $

$\mathrm {2Cu^{2+}+2e^-\longrightarrow 2Cu^+2}$

$\mathrm{\dfrac{I^--2e^-\longrightarrow 2I^0}{2Cu^{2+}+2I^-\longrightarrow 2Cu^++2I}}$

বা, $\mathrm {2Cu^{2+}+2I^-+2I^-\longrightarrow 2Cu^++2I^-+I_2}$

বা, $\mathrm {2Cu^{2+}+4I^-\longrightarrow 2CuI+I_2}$

২৩. $\mathrm {Na^{+1}_2S_2^{+2}O_3^{-2}+I^0_2\longrightarrow Na_2^{+1}S_4^{+\tfrac {5}{2}}O_6^{-2}+N^{+1}aI^{-1}}$

$\mathrm {S^{2+}-\dfrac 12e^-\longrightarrow S^{\tfrac{5}{2}+}}$

$\mathrm {I^0+e^-\longrightarrow I^{-1}}$

$(i)\times 4+(ii)\times 2\Rightarrow $

$\mathrm {4S^{2+}-2e^-\longrightarrow 4S^{\tfrac{5}{2}+}+2I^0+2e^-\longrightarrow 2I^{-1}{62Fe^{3+}+6H\longrightarrow 2Fe+6H^+}}$

বা, $\mathrm {2Fe^{3+}+3O^{2-}+3H_2\longrightarrow 2Fe+3H_2+3O^{2-}}$

বা, $\mathrm {Fe_2O_3+3H_2\longrightarrow 2Fe+3H_2O}$

২৪. $\mathrm {Pb^{+2}O^{-2}+C^{+2}O^{-2}\longrightarrow Pb^0+C^{+4}O_2^{-2}}$

$\mathrm C^{2+}-2e^-\longrightarrow C^{4+}}$

$\mathrm{\dfrac{Pb^{2+}+2e^-\longrightarrow Pb^0}{C^{2+}+Pb^{2+}\longrightarrow C^{4+}+Pb}}$

বা, $\mathrm {2O^{2-}+C^{2+}+Pb^{2+}\longrightarrow 2O^{2-}+C^{4+}+Pb}$

বা, $\mathrm {Pb^{2+}+O^{2-}+C^{2+}+O^{2-}\longrightarrow Pb+C^{4+}+2O^{2-}}$

বা, $\mathrm {PbO+CO\longrightarrow Pb+CO_2}$

২৫. $\mathrm {Al^0+M^{+4}nO_2^{-2}\longrightarrow M^0n+Al_2^{3+}O_3^{-2}}$

$\mathrm {Al^0-3e^-\longrightarrow Al^{3+}}$

$\mathrm {Mn^{4+}+4e^-\longrightarrow Mn^0}$

$\mathrm {Mn^{4+}+4e^-\longrightarrow Mn^0}$

$(i)\times 4+(ii)\times 3\rightarrow $

$\mathrm {4Al-12e^-\longrightarrow 4Al^{3+}}$

$\mathrm{\dfrac{3Mn^{4+}+12e^-\longrightarrow 3Mn}{4Al+3Mn^{4+}\longrightarrow 4Al^{3+}+3Mn}}$

বা, $\mathrm {4Al+3AMn^{4+}+6O^{2-}\longrightarrow 3Mn+4Al^{3+}+6O^{2-}}$

বা, $\mathrm {4Al+3MnO_2\longrightarrow 3Mn+2Al_2^{3+}+6O^{2-}}$

বা, $\mathrm {4Al+3MnO_2\longrightarrow 3Mn+2Al_2O_3}$

২৯. $\mathrm {Cu^0+HN^{+5}O_3^{-2}\longrightarrow C^{+2}u(N^{+5}O_3^{-2})_2+H_2^{+1}O^2+N^{+4}O^{-2}_2}$

$\mathrm {2NHO_3\longrightarrow H_2O+2NO_2+[o]}$

$\mathrm {Cu+[o]\longrightarrow CuO}$

$\mathrm {\dfrac {CuO+2HNO_3\longrightarrow Cu(NO_3)_2+H_2O}{Cu+4HNO_3\longrightarrow Cu(NO_3)_2+2H_2O+2NO_2}}$

$\mathrm {Cu-2e^-\longrightarrow Cu^{2+}}$

$\mathrm {N^{5+}+e^-\longrightarrow N^{4+}}$

$(i)+(ii)\times 2\rightarrow $

$\mathrm {Cu-2e^-\longrightarrow Cu^{2+}}$

$\mathrm {\dfrac {2N^{5+}+2e^-\longrightarrow 2N^{4+}}{Cu+2N^{5+}\longrightarrow Cu^{2+}+2N^{4+}}}$

বা, $\mathrm {Cu+2N^{5+}+2N^{5+}+4H^++12O^{2-}\longrightarrow C^{2+}u+2N^{4+}+2N^{5+}+4H^++12O^{2-}}$

বা, $\mathrm {Cu+4N^{5+}+4H^++12O^{2-}\longrightarrow Cu^{2+}+2N^{5+}+6O^{2-}+4H^++2O^{2-}+2N^{4+}+4O^{2-}}$

বা, $\mathrm {Cu+4HNO_3 \longrightarrow Cu(NO_3)_2+2H_2O+2NO_2}$

৩০. $\mathrm {Au^0+H^{+1}N^{+5}O_3^{-2}\longrightarrow Au^{+3}(N^{+5}O_3^{-2})_3+H_2^{+1}O^{-2}+N^{+4}O_2^{-2}}$

$\mathrm {Au^0-3e^-\longrightarrow Au^{3+}}$

$\mathrm {N^{5+}+e^-\longrightarrow N^{4+}}$

$(i)+(ii)\times 3\Rightarrow $

$\mathrm {Au^0-3e^-\longrightarrow Au^{3+}}$

$\mathrm {\dfrac {3N^{5+}+3e^-\longrightarrow 3N^{4+}}{Au+3N^{5+}\longrightarrow Au^{3+}+3N^{4+}}}$

বা, $\mathrm {Au+3N^{5+}+3N^{5+}+6H^++18O^{2-}\longrightarrow Au^{3+}+3N^{5+}+6H^++18O^{2-}+3N^{4+}}$

বা, $\mathrm {Au+6N^{5+}+6H^++18O^{2-}\longrightarrow Au^{3+}+3N^{5+}+9O^{2-}+6h^++3O^{2-}+3N^{4+}+6O^{2-}}$

বা, $\mathrm {Au+6HNO_3\longrightarrow Au(NO_3)_3+3H_2O+3NO_2}$

$\mathrm {Au^0+6H^{+1}N^{+5}O_3^{-2}\longrightarrow Au^{+3}(N^{+5}O_3^{-2})_3+3H_2^{+1}O^{-2}+3N^{+4}O_2^{-2}}$

$\mathrm {3N^{+5}+3e^-\longrightarrow 3N^{+4}}$

$\mathrm {\dfrac {Au^0+3e^-\longrightarrow Au^{+3}}{3N^{+5}+Au°\longrightarrow 3N^{+4}+Au^{+3}}}$

$\mathrm {2NH_4Cl\longrightarrow 2NH_4^++2Cl^-}$

$\mathrm {2NH_4^+\longrightarrow 2NH_3+2H^+}$

$\mathrm {Zn-2e^-\longrightarrow Zn^{2+}}$

$\mathrm {2H^++2e^-\longrightarrow H_2}$

$\mathrm {\dfrac {H_2+2MnO_2\longrightarrow Mn_2O_3+H_2O}{Zn+2NH_4Cl+2MnO_2\longrightarrow Zn^{2+}+2Cl^-+Mn_2O_3+H_2O}}$

বা, $\mathrm {Zn+2NH_4Cl+2MnO_2\longrightarrow ZnCl_2+Mn_2O_3+H_2O+2NH_3}$

৩১. $\mathrm {Ag^0+H_2^{+1}S^{+6}O_4^{-2}\longrightarrow Ag_2^{+1}S^{+6}O_4^{-2}+H_2^{+1}O^{-2}+S^{+4}O_2^{-2}}$

$\mathrm {Ag-e^-\longrightarrow Ag^+}$

$\mathrm {S^{6+}+2e^-\longrightarrow S^{4+}}$

$(i)\times 2+(ii)\rightarrow $

$\mathrm {2Ag^0-2e^-\longrightarrow 2Ag^+}$

$\\mathrm {dfrac {S^{6+}+2e^-\longrightarrow S^{4+}}{2Ag+S^{6+}\longrightarrow 2Ag^++S^{4+}}}$

বা, $\mathrm {2Ag+4H^++2S^{6+}+8O^{2-}\longrightarrow 2Ag^++S^{6+}+4O^{2-}+4H^++2O^{2-}+S^{4+}+2O^{2-}}$

বা, $\mathrm {2Ag+2H_2SO_4\longrightarrow Ag_2SO_4+2H_2O+SO_2}$


$\mathrm {4S^{2+}+I_2\longrightarrow 4S^{\dfrac {5}{2}}+2I^-}$

বা, $\mathrm {4Na^++6O^{2-}+4S^{2+}+I_2\longrightarrow 4Na^++4S^{\dfrac {5}{2}}+6O^{2-}+2I^-}$

বা, $\mathrm {4Na^++4S^{2+}+6O^{2-}+I_2\longrightarrow 2Na^++4S^{\dfrac {5}{2}}+6O^{2-}+2Na+2I^-}$

বা, $\mathrm {2Na_2S_2O_3+I_2\longrightarrow Na_2S_4O_6+2NaI}$

২৪. $\mathrm {Cu^0+Ag^{+1}NO_3^{-1}\longrightarrow Ag^0+Cu^{+2}(NO_3)_2^{-1}}$

$\mathrm {Cu^0-2e^-\longrightarrow Cu^{2+}}$

$\mathrm {Ag^{1+}+e^-\longrightarrow Ag^0}$

$(i)+(ii)\times 2\rightarrow $

$\mathrm {Cu^0-2e^-\longrightarrow Cu^{2+}}$

$\mathrm {\dfrac {2Ag^++2e^-\longrightarrow 2Ag^0}{Cu+2Ag^+\longrightarrow Cu^{2+}+2Ag}}$

বা, $\mathrm {Cu+2Ag^++2NO^-_3\longrightarrow 2Ag+Cu^{2+}+2NO^-_3}$

বা, $\mathrm {Cu+2AgNO_3\longrightarrow 2Ag+Cu(NO_3)_2}$

প্রশ্নঃ নিম্নোক্ত বিক্রিয়াগুলোর কোনটি জারণ- বিজারণ কারণসহ লিখ। জারক ও বিজারক নির্ধারণ করঃ

$১.\;4 \mathrm{NaOH}+\mathrm{Al}\left(\mathrm{NO}_{3}\right)_{3} \rightarrow 3 \mathrm{NaNO}_{3}+\mathrm{NaAl}(\mathrm{OH})_{4}$

$২.\;\mathrm{Sn}+\mathrm{H}_{2} \mathrm{SnCl}_{6} \rightarrow 2 \mathrm{HSnCl}_{3}$

$2 \mathrm{H}_{2} \mathrm{O}+\mathrm{H}_{2} \mathrm{SeO}_{4} \rightarrow 2 \mathrm{H}_{3} \mathrm{O}^{+}+\mathrm{SeO}_{4}{ }^{2-}$

$\mathrm{N}_{2}+3 \mathrm{LiH} \rightarrow \mathrm{NH}_{3}+\mathrm{Li}_{3} \mathrm{~N}$

$\mathrm{OsO}_{4} \rightarrow \mathrm{O}_{2}+\mathrm{OsO}_{2}$

$2 \mathrm{HCl}+2 \mathrm{~K} \rightarrow \mathrm{H}_{2}+2 \mathrm{KCl}$

$2 \mathrm{KAg}(\mathrm{CN})_{2} \rightarrow 2 \mathrm{Ag}+2 \mathrm{KCN}+\mathrm{C}_{2} \mathrm{~N}_{2}$

$\mathrm{H}_{2} \mathrm{SO}_{4}+2 \mathrm{~N}_{2} \mathrm{H}_{4} \rightarrow\left(\mathrm{N}_{2} \mathrm{H}_{5}\right)_{2} \mathrm{SO}_{4}$

$2 \mathrm{~F}_{2}+2 \mathrm{BeO} \rightarrow \mathrm{O}_{2}+2 \mathrm{BeF}_{2}$

$2 \mathrm{RbOH}+2 \mathrm{Rb} \rightarrow \mathrm{H}_{2}+2 \mathrm{Rb}_{2} \mathrm{O}$

$3 \mathrm{H}_{2}+\mathrm{Li}_{3} \mathrm{~N} \rightarrow \mathrm{NH}_{3}+3 \mathrm{LiH}$




প্রশ্নঃ লোহায় মরিচা ধরার বিকিয়া একটি জারন-বিজারন বিক্রিয়া।

উত্তরঃ লোহার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে $\mathrm{Fe^{2+}}$ আয়নে পরিণত হয়।

$\mathrm{Fe-2e^-\longrightarrow Fe^{2+}}$

বাতাসের জলীয়বাষ্প এই দুটি ইলেকট্রন গ্রহণ করে।

$\mathrm{2H^{\delta +}-OH^{\delta -}+2e^-\longrightarrow H_2+2OH^-}$

উৎপন্ন $\mathrm{H_2}$ গ্যাস বাতাসের অক্সিজেনকে বিজারিত করে জলীয়বাষ্প উৎপন্ন করে 

$\mathrm{H_2+\dfrac{1}{2} O_2\longrightarrow H_2O}$

আগের উৎপন্ন $\mathrm{Fe^{2+}}$ আয়ন আরো একটি ইলেকট্রন ত্যাগ করে $\mathrm{Fe^{3+}}$ আয়নে পরিণত হয়। 

$\mathrm{Fe^{2+}-e^-\longrightarrow Fe^{3+}}$

আগের উৎপন্ন জলীয়বাষ্প এই ইলেকট্রন গ্রহণ করে।

$\mathrm{H^{\delta +}-OH^{\delta -}+e^-\longrightarrow \dfrac{1}{2} H_2+OH^-}$

উৎপন্ন $\mathrm{F^{3+}}$ এবং $৩$ টি $\mathrm{OH^-}$ পরস্পরের সাথে যুক্ত হয়ে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে যা পূণর্বিন্যস্ত হয়ে কেলাস পানিযুক্ত ফেরিক অক্সাইড বা মরিচা উৎপন্ন করে।

$\mathrm{Fe^{3+}+3OH^{-}\longrightarrow Fe\left(OH\right)_3}$

$\mathrm{Fe\left(OH\right)_3\longrightarrow Fe_2O_3\cdot 3H_2O}$

                                                     $BORNA$

পদার্থের পরিবর্তন : যে পরিবর্তন থেকে পদার্থের বাহ্যিক অবস্থা এবং মূল গঠন বা অণুর গঠনের সাধারণ পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের পরিবর্তন বলে।

ভৌত পরিবর্তন : যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ কোনো নতুন পদার্থ উৎপন্ন হয় না, শুধু পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার রূপান্তর ঘটে, সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন অস্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না। বরফের গলন, পানির স্ফুটন, লোহার চুম্বকে পরিবর্তন, মোমের গলন ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। 

রাসায়নিক পরিবর্তন : যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি এক বা একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী। এই পরিবর্তনে পদার্থের অণুর গঠনে আমূল পরিবর্তন ঘটে। লোহায় মরিচা পড়া, মোমবাতির দহন, দুধ থেকে দই প্রস্তুত, চাল থেকে ভাত তৈরি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।

একমুখী বিক্রিয়া : যে বিক্রিয়ায় সকল বিক্রিয়ক পদার্থ একটি নির্দিষ্ট সময় পরে উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলে। একমুখী বিক্রিয়া শুধু সম্মুখদিকে অগ্রসর হয়। এ বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে একমুখী ($\longrightarrow$) চিহ্ন ব্যবহার করা হয়। যেমন : পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন হয়। বিপরীতভাবে, পটাসিয়াম ক্লোরাইড ও অক্সিজেনের মধ্যে কোনো বিক্রিয়া ঘটে না। সুতরাং, এটি একটি একমুখী বিক্রিয়া।

$2KClO_3\xrightarrow{\Delta}2KCl+3O_2$

উভমুখী বিক্রিয়া : যদি কোনো বিক্রিয়া একসাথে সম্মুখদিক ও বিপরীত দিক থেকে সংঘটিত হয়, ওই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ কখনোই সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয় না। নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিক্রিয়কের একটি অংশমাত্র উৎপাদে পরিণত হয়। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে উভমুখী তীর চি‎হ্ন ($\longrightarrow$ ) ব্যবহার করা হয়। যেমন : হাইড্রোজেন ও আয়োডিনকে একটি আবদ্ধ পাত্রে নিয়ে উত্তপ্ত করা হলে কিছুটা বিক্রিয়ক হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি নিম্নরূপে ঘটেÑ

$2KClO_3\xrightarrow{\ Delta}2KCl+3O_{2}$

তাপ উৎপাদী বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যেমন :

হাইড্রোজেন ও নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এতে তাপ উৎপন্ন হয়। 

তাপহারী বিক্রিয়া : যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত বা গৃহীত হয় তাকে তাপহারী বা তাপগ্রাহী বা তাপ শোষক বিক্রিয়া বলে। যেমন :

নাইট্রোজেন এবং অক্সিজেনের সংযোগে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং তাপ শোষিত হয় । 

   $N_2+O_2=2NO-180 \mathrm {KJ}$

রেডক্স বিক্রিয়া : রেডক্স অর্থ জারণ-বিজারণ। যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয় তাকে জারণ-বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে। এতে বিক্রিয়কের জারণ সংখ্যার পরিবর্তন হয়। 

জারণ সংখ্যা : যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য (০) ধরা হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা বলে।

জারক ও বিজারক : জারণ-বিজারণ বিক্রিয়ার সময় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বলে। $O_2,H_2O_2,O_3,\mathrm{HN_3}$গাঢ় $H_2\mathrm{H_2SO_4}$, হ্যালোজেন $(F_2,Cl_2,Br_2,\mathrm{I_2}), M_nO_2,KM_nO_4,K_2Cr_2O_7,\mathrm{KClO_3}$ প্রভৃতি জারক পদার্থ। $H_2,H_2S,C,CO,SO_2,N_a,M_g,S_nCl_2,HI,HB_r,NH_3 \mathrm{HNO_2}$প্রভৃতি বিজারক পদার্থ।

জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে : রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে। কারণ জারণ ক্রিয়ায় জারক পদার্থ বিজারিত হয়। আবার, বিজারণ ক্রিয়ায় বিজারক পদার্থ নিজে জারিত হয়। সুতরাং, জারণ ক্রিয়া ঘটলেই বিজারণ ক্রিয়াও ঘটবে। জারণ ও বিজারণ বিক্রিয়াকে একই সঙ্গে রেডক্স (জবফড়ী) বিক্রিয়া বলা হয়।

সংযোজন বিক্রিয়া : দুই বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। যেমন :

$2F_eCl_2(aq)+Cl_2(g)\longrightarrow 2F_eCl_3(aq)$

$H_2(g)+Cl_2(g)\longrightarrow2{HCl(g)}$

বিযোজন বিক্রিয়া : কোনো যৌগকে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত করার প্রক্রিয়ার নাম বিযোজন বিক্রিয়া। যেমন : 

তড়িৎ বিশ্লেষণ = $C$  

$PCl_5(l)\xrightarrow{\Delta}PCl_a(l)+Cl_2(g)$

$2H_2O(l)\xrightarrow {C} 2H_2(g)+O_2{(g)}$

প্রতিস্থাপন বিক্রিয়া : কোনো যৌগের একটি মৌল বা যৌগমূলককে অপর কোনো মৌল বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন :

$Z_n(s)+H_2SO_4(aq)\longrightarrow Z_nSO_4(aq)+H_2(g);2N_a(S)+C_uSO_4(aq)\longrightarrow N_aSO_4(aq)+C_u{(S)}$

দহন বিক্রিয়া : কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। যেমন :

$CH_4(g)+2O_2(g)\longrightarrow CO_2(g)+2H_2O(g)$

$C(S)+O_2(g)\longrightarrow CO_2(g)$

$2H_2(g)+O_2(g)\longrightarrow2H_2O{(g)}$

রিডক্স বিক্রিয়া : এক বা একাধিক বিক্রিয়ক থেকে নতুন যৌগ উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়কে বিদ্যমান মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান-প্রদান না হলে বিক্রিয়াকে নন-রেডক্স বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়া ও অধঃক্ষেপণ বিক্রিয়া নন-রেডক্স বিক্রিয়া।

প্রশমন বিক্রিয়া : জলীয় দ্রবণে এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। প্রশমন বিক্রিয়া সম্পন্ন হলে pH-এর মান 7 হয়। যেমন :

$HCl(aq)+NaOH(aq)\longrightarrow N_aCl(aq)+{H_2(l)}$

অধঃক্ষেপণ বিক্রিয়া : যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসেবে পাত্রের তলদেশে জমা হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। অধঃক্ষেপকে প্রকাশ করার জন্য উৎপাদের সামনে $\downarrow$ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন :

$N_aCl(aq)+A_gNO_3(aq)\longrightarrow N_aNO_3(aq)+{A_gCl(S)}$

আর্দ্রবিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া : পানির অণুতে ধনাত্মক হাইড্রোজেন আয়ন ($H^+$) ও ঋণাত্মক হাইড্রোক্সিল আয়ন ($OH^-$) থাকে। কোনো যৌগের দুই অংশ পানির বিপরীত আধানবিশিষ্ট দুই অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয় বলে । যেমন : 

$AlCl_3(s)+3H_2O(l)\longrightarrow Al(OH)_3(S)+3HCl(aq)SiCl_4+4H_2O\longrightarrow Si(OH)_4+{4HCl}$

পানিযোজন বিক্রিয়া : আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে যুক্ত হয়। এই বিক্রিয়াকে পানিযোজন বিক্রিয়া বলে। যেমন: 

$C_aCl_2+6H_2O\longrightarrow C_aCl_2.{6H_2O}$

$M_gCl_2+7H_2O\longrightarrow M_gCl_2.{7H_2O}$

$C_uSO_4+5H_2O\longrightarrow C_uSO_4.{5H_2O}$

সমাণুকরণ বিক্রিয়া : একই আণবিক সংকেতবিশিষ্ট দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদেরকে পরস্পরের সমাণু বলে। যেমন : $C_2H_6{O}$ আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ $CH_3 CH_2{OH}$ (ইথানল) ও $CH_3 {OCH_3}$(ডাই মিথাইল ইথার)

পলিমারকরণ বিক্রিয়া : যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। যেমন : উচ্চতাপ ও চাপের প্রভাবে ভিনাইল ক্লোরাইড ($CH_2 = {CHCl}$)-এর অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভরবিশিষ্ট নতুন যৌগ পলিভিনাইল ক্লোরাইড (PVC) গঠন করে।

$nH_2 C = CHCl(g)\xrightarrow{l} $

$[ - CH_2 - CHCl - ]n{(S)}$

ইলেকট্রোপ্লেটিং : তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় লোহা, তামা, পিতল প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের তৈরি দ্রব্যের ওপর নিকেল, জিংক, সিলভার, গোল্ড, ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর প্রলেপ দেয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। কোনো কোনো ধাতুর তৈরি জিনিসপত্রকে জলবায়ু এবং বায়ুর অক্সিজেনের প্রকোপ থেকে রক্ষা করা এবং দেখতে সুন্দর ও আকর্ষণীয় করে তোলাই ইলেকট্রোপ্লেটিং-এর উদ্দেশ্য। 

বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার : একক সময়ে একটি বিক্রিয়ার বিক্রিয়কসমূহের ঘনমাত্রা কতটুকু হ্রাস পায় বা উৎপন্ন পদার্থের ঘনমাত্রা কতটুকু বৃদ্ধি পায় তাকে বিক্রিয়ার হার বা গতি বলে।

বিক্রিয়ার বেগ বা গতির ওপর তাপমাত্রা, ঘনমাত্রা ও প্রভাবকের প্রভাব : রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কয়েকটি নিয়ামকের ওপর নির্ভরশীল। তন্মধ্যে তাপমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা ও প্রভাবকের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বাড়ে। প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার গতিবেগ বাড়ে বা কমে।

রাসায়নিক সাম্যাবস্থা : যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগের সমান হয় সে অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রা, চাপ এবং অংশগ্রহণকারী পদার্থের দৃশ্যমান ধর্মগুলো স্থির থাকে। বিক্রিয়ার উভমুখিতার ফলেই সাম্যাবস্থার উদ্ভব ঘটে। একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখ বিক্রিয়ার বেগ সবচেয়ে বেশি থাকবে এবং বিপরীত বিক্রিয়ার বেগ কম থাকবে। সময়ের সঙ্গে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে ও উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। 

লা-শাতেলিয়ার নীতি : বিখ্যাত ফরাসি বিজ্ঞানী লা-শাতেলিয়ে ১৮৮৪ সালে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ওপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কিত একটি নীতি উপস্থাপন করেন যা লা-শাতেলিয়ার নীতি নামে পরিচিত। নীতিটি হলোঃ

“যেকোন নিয়ামক যেমন: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদির ওপর কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নির্ভরশীল তাদের যেকোনো এক বা একাধিক নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থার অবস্থান সামনের দিকে বা পশ্চাৎ দিকে এমনভাবে স্থানান্তরিত হয় যাতে এসব পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়।”

 রাসায়নিক সাম্যাবস্থার ওপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব : সকল উভমুখী তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান সামনের দিকে বা ডান দিকে এবং তাপমাত্রা হ্রাস করলে তা পশ্চাৎ দিকে বা বাম দিকে স্থানান্তরিত হয়। অন্যদিকে, সকল উভমুখী তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান পশ্চাৎ দিকে বা বাম দিকে এবং তাপমাত্রা হ্রাস করলে তা সম্মুখ দিকে বা ডানদিকে স্থানান্তরিত হয়।

কঠিন ও তরল মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। যে বিক্রিয়ায় উভয় দিকে সমান সংখ্যক গ্যাসীয় অণু থাকে তাতেও চাপের কোনো প্রভাব নেই। যে বিক্রিয়ায় গ্যাসীয় অণুর সংখ্যা হ্রাস পায়, চাপ বাড়ালে ঐ বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। বিক্রিয়ায় অণুর সংখ্যা বৃদ্ধি পেলে বা চাপ বাড়ালে বিক্রিয়া পেছনের দিকে যায়।

আর কোনো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে; উৎপাদের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া পেছনের দিকে যাবে।     

১. ভিনেগারে নিচে কোন এসিডটি উপস্থিত থাকবে ? 

(ক) সাইট্রিক এসিড                (খ) এসিটিক এসিড     

(গ) টারটারিক এসিড               (ঘ) এসকরবিক এসিড

২. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যাবহার করা যেতে পারে ? 

(ক) কলিচুন    (খ) ভিনেগার           (গ) খাবার লবণ         (ঘ) পানি 

৩. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় ? 

(ক) প্রশমন     (খ) দহন         (গ) সংযোজন           (ঘ) প্রতিস্থাপন

৪. $\mathrm{H_2SO_4+M_gO\longrightarrow}$ 

$i.$ তাপ উৎপন্ন হয় 

$ii$ ইলেকট্রন স্থনান্তর ঘটে 

$iii$ অধঃক্ষেপ পড়ে 

নিচের কোনটি সঠিক ? 

(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$         (গ) $ii$ ও $ii$                (ঘ) $i,ii$ ও $iii$

৫. নিচের কোনটি ভৌত পরিবর্তন ? 

(ক) পানি ও চিনির দ্রবণ        (খ) লোহায় মরিচা পড়া 

(গ) পানির তড়িৎ বিশ্লেষণ          (ঘ) মোমের দহন 

৬. কোন আয়নিক যৌগটি পানিতে অদ্রবণীয় ?

(ক) ${CaCl_2}$                      (খ) ${AgCl}$

(গ) ${MgCl_2}$                 (ঘ) ${SrCl_2}$

৭. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় ?

(ক) ${CuSO_4}$                  (খ) ${CaCl_2}$

(গ) ${BaSO_2}$                    (ঘ) ${BaCl_2}$

৮. ${CuSO_4}$ যৌগে সালফারের জারণ সংখ্যা কত? 

(ক) $

{+6}$                (খ) $

{+5}$ 

(গ) ${+4}$                 (ঘ) ${+2}$

৯. ${HClO_4}$ যৌগের ক্লোরিনের জারণ সংখ্যা কত ? 

(ক) ${+5}$               (খ) ${+6}$ 

(গ) ${+7}$                  (ঘ) ${+ 8}$

১০. কোনটি ননরেডক্স বিক্রিয়া ? 

(ক) পানিযোজন                 (খ) দহন 

(গ) সংযোজন                     (ঘ) প্রতিস্থাপন

১১. ${H_2SO_4}$ এ কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা তক ?

(ক) ${+2}$                  (খ) ${+8}$               (গ) ${+6}$                 (ঘ) ${+8}$

১২. ${Mg(S)+Zn^{2+}(aq)\longrightarrow Mg^{2+}(aq)+Zn(S)}$

উপরের বিক্রিয়ায় কোনটি বিজারক ? 

(ক) ${Mg(S)}$             (খ) ${Zn^{2+}(aq)}$

(গ) ${Mg^{2+}(aq)}$      (ঘ) ${Zn(S)}$

১৩. পাটাশিয়াম ডাইক্রোমরটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ?

(ক) ${+4}$                     (খ) ${+5}$

(গ) ${+6}$                        (ঘ) ${+7}$

১৪. ${Na_2S_2O_3}$ এ সালফারের জারণ সংখ্যা কত ?

(ক) ${+6}$                      (খ) ${+4}$

(গ) ${+2}$                        (ঘ)${+0}$

১৫. ${K_2Cr_2O_7}$ যৌগের ${Cr}$ পরমাণুর জারণ সংখ্যা কত ?

(ক) ${+2}$                     (খ) ${+4}$ 

(গ) ${+6}$                       (ঘ) ${+7}$

১৬. ${MgO+2HCl \longrightarrow MgCl_2+H_2O,}$ বিক্রিয়াটি-

$i.$ তাপোৎপাদী                             

$ii.$ জারণ- বিজারণ 

$iii.$ প্রশমন

নিচের কোনটি সঠিক ?

 (ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$         (গ) $ii$ ও $ii$                (ঘ) $i,ii$ ও $iii$

১৭.${S+O_2 }\longrightarrow\Delta $

$i.$ দহন

$ii.$ সংশ্লেষণ

$iii.$ সংযোগ 

নিচের কোনটি সঠিক ? 

(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$         (গ) $ii$ ও $ii$                (ঘ) $i,ii$ ও $iii$

১৮. ${H_2+O_2\longrightarrow H_2O}$ বিক্রিয়াটি-

$i.$ সংযোজন

$ii.$ দহন

$iii.$ সংশ্লেষন

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$         (গ) $ii$ ও $ii$                (ঘ) $i,ii$ ও $iii$

১৯. $\mathrm{2Na(s)+Cl_2(g)\longrightarrow 2NaCl(s);}$ বিক্রিয়াটি-

$i.$ একটি জারণ-বিজারণ বিক্রিয়া

$ii.$ একটি সংযোজন বিক্রিয়া 

$iii.$ একটি সংশ্লেষণ বিক্রিয়া 

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$         (গ) $ii$ ও $ii$                (ঘ) $i,ii$ ও $iii$

২০. পদার্থের গলনাঙ্ক , স্ফুটানাঙ্ক  এবং ঘনত্ব কী ?

(ক) ভৌত পরিবর্তন             (খ) রাসায়নিক পরিবর্তন               

(গ) ভৌত ও নাসায়নিক পরিবর্তন                   (ঘ) অবস্থার পরিবর্তান 

২১. দহন কী ?

(ক) পদার্থকে আগুনে পোড়ানো

(খ) আক্সিজেনের সাথে পদার্থের বিক্রিয়া

(গ) মোমবাতি পোড়ানো

(ঘ) আগুনের স্ফুঙ্গ

২২. মোমবাতি জ্বলতে থাকলে কেন ধরনের পরিবর্তন হয় ?

(ক) ভৌত পরিবর্তন                     (খ) রাসায়নিক পরিবর্তন        

 (গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন           (ঘ) বাহ্যিক পরিবর্তন

২৩. পদার্থ তিন অবসথায় রূপান্তরের কারণ কী ?

(ক) অণুর বিন্যাস             (গ) পরমাণুর বিন্যাস               

(গ) তাপের প্রভাব       (ঘ) রাসায়নিক পরিবর্তন

২৪. পানির ১টি অণু কী কী দিয়ে তৈরি ?

(ক) ১টি হাইড্রোজেন পরমানু ও ১টি অক্সিজেন পরমাণু

(খ) ২টি হাইড্রোজেন ও ১টি অক্সিজেন পরমাণু

(গ) ১টি হাইড্রোজেন পরমাণু ও ২টি অক্সিজেন পরমাণু

(ঘ) ২টি হাইড্রোজেন পরম্নু ও ২টি অক্সিজেন পরমাণু

 ২৫. বরফে তাপ দিলে পানিতে পরিণত হয়; আরও তাপ দিলে কী ঘটবে ?

 (ক) জলীয় বাষ্পে পরিণত হবে                     (খ) বরফে পরিণত হবে

(গ) ভারি পানিতে পরিণত হবে                           (ঘ) পানি আ।ঊধর্বপাতিত হবে

২৬. পানিকে ${1000° C}$ তাপমাত্রায় উত্তপ্ত করে জলীয় বাষ্পে পরিণত করলে এর শতকরা সংযুতি ক্ষেত্রে কী ঘটবে ?

(ক) বৃদ্ধি পাবে                                  (খ) হ্রাস পাবে

(গ) পরিবর্তিত হবে                            (ঘ) অপরিবর্তিত থাকবে

২৭.মোমের প্রধান উপাদান কী ?

(ক) সালফার               (খ) কার্বন                      (গ) ফসফরাস               (ঘ) অক্সিজেন

২৮. মোম${+O_2\longrightarrow X+H_2O}$ এ ${X}$ যৌগটির সংকেত কোনটি ?

(ক) ${CO}$                              (খ)${CH_4}$            

(গ) ${H_2}$                             (ঘ) ${CO_2}$

২৯. জলীয় বাস্পেকে ঠান্ডা করলে পানিতে পরিনত হয় ; আরও ঠান্ডা করলে কী ঘটবে ?

(ক) পানি ঊধর্বপাতিত হবে                        (খ) জলীয় বাস্পে পরিণত হবে 

(গ) জলীয় বাস্প ঊধর্বপাতিত হবে             (ঘ) বরফে পরিণত হবে 

 ৩০. বরফের রাসয়নিক সংকেত কী ?

(ক) ${HO_2}$                     (খ) ${H_2O}$                  

(গ)${H_2 O_2}$                   (ঘ) $m{(HO_2)}$

৩১. মোমের প্রধান উপাদান কী ?

(ক) পানি                             (খ) ডিজেল              (গ) হাইড্রোকার্বন                 (ঘ) ক্ষার    

৩২. এটি কী ধরনের পরিবর্তন ?

(ক) ভৌত              (খ) রাসায়নিক           (গ) বাহ্যিক            (ঘ) সাধারণ

৩৩. ${X+2HCl\longrightarrow CaCl_2+Y}$ ;এ বিক্রিয়াতে $X}$ ও ${Y}$ যৌগদ্বয়ের নাম কী ?

(ক) ${CaNO_3}$ ও ${NO_2}$           (খ) ${CaCO_3}$ ও ${H_2}$  (গ) ${CaCO}$ ও ${O_2}$              (ঘ) ${CaCO_3}$ ও ${H_2}$ 

৩৪. ${X+3O_2(g)=2CO_2(g)+3H_2O(g)}$ ; বিক্রিয়াটিতে ${X}$ ও যৌগটির নাম কী ?

(ক) মিথেন              (খ) ইথেন         (গ) ইথানল               (ঘ) মিথানল 

৩৫. কোনটি ভৌত পরিবর্তন ?

(ক)  হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি

(খ) জলীয় বাষ্পেকে ঠান্ডা করে বরফে তৈরি

(গ) মোমবাতি জ্বালানো

(ঘ) লোহায় মরিচা পড়া

৩৬. লোহাকে বাতসে রেখে দিলে ব এর উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়া কোন ধরনের পরিবর্তন ?

(ক) গ্যাসীয় পরিবর্তন                   (খ) ভৌত পরিবর্তন

(গ) বাহ্যিক পরিবর্তন                    (ঘ) রাসায়নিক পরিবর্তন

৩৭. জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত কী ?

(ক) ${H_3 O}$              (খ) ${H_2 O}$ 

(গ) ${HO_2}$                 (ঘ) ${OH^-}$

৩৮. মোম ও গালা থেকে তাপ সরিয়ে নিলে  এগুলো কিসে পরিনত হয় ?

(ক) কঠিন পদার্থে                  (খ) তরল পদার্থে

(গ) বাস্পীয় পদার্থে                  (ঘ) জলীয় পদার্থে 

৩৯.${ CxHy+(X+\frac y4)O_2\xrightarrow{\Delta}XCO_2+\frac y2H_2O+}$ শক্তি ;এই বিক্রিয়ায় কী ধরনের পরিবর্তন ঘটে?

(ক) ভৌত পরিবর্তন                   (খ) ভৌত ও রাসায়নিক

(গ) বাহ্যিক পরিবর্তন                  (ঘ) গতীয় পরিবর্তন

৪০. মোম মূলত কী ?

(ক) ${C}$ ও ${N}$ এর যৌগ              (খ) ${C}$ ও ${O}$ এর যৌগ 

(গ) ${C}$ ও $\H}$ এর যৌগ                   (ঘ)$\{C}$ ও ${S}$ এর যৌগ 

৪১. তাপ দিলে পানি কোন অবস্থা প্রাপ্ত হয় ?

(ক) গ্যাসীয়                   (খ) তরল

(গ) কঠিন                       (ঘ) জলীয়

৪২. পদার্থের ভৌত পরিবর্তনে শতকরা সংযুতির ক্ষেএে কী ঘটে ?

(ক)  ভিন্নতা থাকে                    (খ) পরিবর্তত হয়

(গ) শূন্য হয়                              (ঘ) অভিন্ন  থাকে

৪৩. মোম জ্বলালে কী উৎপন্ন হয় ?

(ক) আক্সিজেন ও জলীয় বাস্প                        (খ) কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাস্প

(গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড                (ঘ) অক্সিজেন ও নাইট্রিক অক্সাইড

৪৪.পরমাণুসমূহের মধ্যকার বন্ধন ভেঙ নতুন বন্ধন গঠিত হয় কখন?

(খ) পরিবর্তন হয়              (খ) বাহ্যিক পরিবর্তনে

(গ) রাসায়নিক পরিবর্তন                 (ঘ) যেকোন পরিবর্তন

৪৫.কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তন হলে এর মৌলসমূহের শতকরা সংযুতি কেমন হয় ?

(ক) পরিবর্তন হয়                               (খ) অপরিবর্তিত থাকে

(গ) হ্রাস পায়                                       (ঘ) বৃদ্ধি পায়

৪৬.রাসায়নিক পরিবর্তনে  বন্ধন ভাঙা ও নতুন বন্ধন গঠনের সময় কিসের পরিবর্তন হয় ?

(ক) বন্ধন শক্তির                        (খ) তাপ শক্তির 

(গ) রাসায়নিক শক্তির                  (ঘ) সিস্টেমের

৪৭.রাসায়নিক পরিবর্তনের সময় পরমাণুর মধ্যবর্তী বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত গওয়ার সময় কী উৎপন্ন হয় ?

(ক) তাপশক্তি               (খ) অক্সজেন

(গ) বুদবুদ                      (ঘ) আনবিক শক্তি  

৪৮. $\{CH-4(g)+2O_2(g)\xrightarrow{\Delta}CO_2(g)+2H_2O(g)}$ এই বিক্রিয়ায়=

$\mathrm{i.}$ রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়
$\mathrm{ii.}$কার্বান ডাইঅক্সাইড ও জলীয় বাস্প উৎপন্ন হয়
$\mathrm{iii.}$ উৎপাদে গ্যাসীয় পদার্থ পাওয়া যায় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$             (খ) $i$ ও $iii$              (গ) $ii$ ও $iii$            (ঘ) $i,ii$ ও $iii$
৪৯. 
    
${i.}$ একটি ভৌত পরিবর্তন
${ii.}$ এতে হাইড্রোজেন ও অক্সিজেনর শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকে
${iii.}$ মুক্ত অবস্থায় রেখে দিলে পরিবেশ থেকে শোষণ করে পানিতে পরিণত হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$               (খ) $i$ ও $iii$                  
(গ)$ii$ ও $iii$             (ঘ) $i,ii$ ও $iii$
৫০.${CH_4(g)+2O_2(g)\xrightarrow{\Delta}CO_2(g)+2H_2O(g)}$
এই বিক্রিয়ায়-
$i.$ ভৌত পরিবর্তন সংঘটিত হয়
$ii.$ রাসায়নিক পরিবর্তন হয়
$iii.$ নতুন ধরনের পর্দাথ হয় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                  (খ)$i$ ও $ii$              (গ) $ii$ ও $iii$             (ঘ) $i,ii$ ও $iii$ 
৫১. প্রদত্ত বিক্রিয়ায় কী ধরনের পরির্তন ঘটে ?
(ক) ভৌত পরিবর্তন                         (খ) রাসায়নিক পরিবর্তন
(গ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন    (ঘ) অস্থায়ী পরিবর্তন
৫২.  প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়ক কোনটি ?
(ক) মিথেন                      (খ) কার্বন ডাইঅক্সাইড
(গ) তাপ ও চাপ               (ঘ) আলো ও তাপ
নিচের অনুচ্ছেদ পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
মোম, পেট্রোল, কেরোসিন প্রভৃতি কার্বন এবং হাইড্রোজেনের যৌগ এগুলোকে বাতাসে জ্বালালে ${CO_2}$ এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় ।
৫৩. উদ্দীপকের কোন বিক্রিয়ার কথা বলা হয়েছে ? 
(ক) প্রতিস্থাপন বিক্রিয়া                 (খ) প্রশমন বিক্রিয়া
(গ) দহন বিক্রিয়া                            (ঘ) পরমাণুকরণ বিক্রিয়া
৫৪. এ বিক্রিয়ায়-
$i$ তাপশক্তি উৎপন্ন হয়   
$ii$ বন্ধন ভেঙে যায়
$iii$ নতুন বন্ধন গঠিত হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$              (খ) $i$ ও $ii$                (গ) $i$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$
৫৫. রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ নিয়ে আরম্ভ করা হয় তাকে বলে বিক্রীয়ক এবং পদার্থ উৎপন্ন হয় তাকে কী বলে ?
(ক) উৎপাদ                         (খ) বিক্রিয়াজাত পদার্থ
(গ) উৎপন্নকারী পদার্থ                       (ঘ)প্রক্রিয়াজাত পদার্থ
৫৬. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে সম্পর্ক কেমন ?
(ক) একই                    (খ)  ভিন্ন              (গ) অভিন্ন                 (ঘ) এক ও অভিন্ন
৫৭. রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য কোনটি অত্যবশ্যক ?
(ক) আলোক              (খ) তাপ               (গ) চাপ            (ঘ) সংস্পর্শ
৫৮. রাসায়নিক বিক্রিয়ায় নিচের কোনটি পরিবর্তন অবশ্যম্ভাবী ?
(ক) পরিবেশ          (খ) চাপ               (গ) তাপ                   (ঘ) ভর
৫৯. রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের ওপর ভিত্তি করে শ্রেণিবিভাগ করা হয় ?
(ক) দুই           (খ) তিন                   (গ) চার                      (ঘ) পাঁচ
৬০. বিক্রিয়ার দিকের ওপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় ?
(ক) দুই        (খ) তিন                   (গ) চার                   (ঘ) পাঁচ
৬১. কোনো রাসায়নিক বিক্রিয়া একইসাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে  সংঘটিত হলে ,সে বিক্রিয়াকে কী বলে ?
(ক) একমুখী বিক্রিয়া                 (খ) বিপরীতমুখী বিক্রিয়া
(গ) উভমুখী বিক্রিয়া                    (ঘ)  সমান্তরাল বিক্রিয়া
৬২.  বিক্রিয়াসমূহের ঘনমাএা বাড়ালে বিক্রিয়ার গতি কিরূপ হয় ?
(ক) বিক্রিয়া গতি কমে                       (খ) বিক্রিয়ার গতি বাড়ে
(গ) বিক্রিয়ার    গতি অপরিবর্তিত থাকে     (ঘ) বিক্রিয়া বন্ধন হয়ে যায়
৬৩.কোন বিক্রিয়া অসম্পূর্ণ ?
(ক) একমুখী                 (খ) সম্মুখমুখী             (গ) উভমুখী            (ঘ) পশ্চাৎমুখী
৬৪.রাসায়নিক বিক্রিয়ার তাপমাএা বাড়লে কী হয় ?
(ক) বিক্রিয়ার গতি বাড়ে              (খ) বিক্রিয়ার গতি কমে
(গ) বিক্রিয়ার গতি অপ রিবর্তিত থাকে     (ঘ) অন্য ধরনের বিক্রিয়া হয়
৬৫. কোন বিক্রিয়াটি খোলা পাএে সংঘটিত হলে একমুখী হয় ?
(ক)
(খ) ${CaCO_3(s)\xrightarrow{\Delta}CaO(s)+CO_2(g)}$
(গ) ${2FeCl_2(aq)+Cl_2(g)\longrightarrow 2FeCl_3(aq)}$
(ঘ) ${Zn(s)+H_2SO_4(aq)\longrightarrow ZnSO_4(aq)+H_2(g)}$
৬৬. কোনটি উভমুখী বিক্রিয়া ?
(ক) এস্টারিফিকেশন
(খ) কার্বনের দহন
(গ) হাইড্রোক্লোরিক এসিড সংশ্লেষণ
(ঘ) ফসফরাস পেন্টাক্লোরাইডের রিয়োজন
৬৭. রাসায়নিক সাম্যাবস্থার বৈশীষ্ট্য কোনটি ?
(ক) সাম্যাবস্থার স্থায়িত্ব
(খ) উভয়দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
(গ) বিক্রিয়ায় অসম্পূর্ণতা
(ঘ) নিয়ামকেরে প্রভাব নেই
৬৮.
 ;এই বিক্রিয়ার নিয়ামক কোনগুলো ?
(ক) চাপ ও প্রভাবক                  (খ) তাপ ও চাপ
(গ) প্রভাবক, চাপ ও ঘনমাএা      (ঘ) তাপ, চাপ ও প্রভাবক
৬৯. প্রশমন বিক্রিয়ায় কোনটি ঘটে ?
(ক) তাপ শোষিত হয়               (খ) তাপ নির্গত হয়
(গ) ${\Delta H}$ ধনাত্মক হয়          (ঘ) ${\Delta H=0}$
৭০. ${H_2 O}$ যৌগে ${H}$ ও ${O}$ জারণ সংখ্যা কত ?
(ক) ${-1,+2}$            (খ) ${1,2}$      
(গ) ${-1,-1}$                 (ঘ) ${+1,-2}$
৭১.${MgSO_4}$  যৌগে ${mg}$ এর জারণ সংখ্যা কত ?
(ক) ${-2}$             (খ) $m{+2}$ 
(গ) ${-1}$               (ঘ) ${+1}$
৭২. কোন ধরনের বিক্রিয়ার ক্ষেএে ${\Delta H}$ ঋণাত্মক ?
(ক) তাপহারী                   (খ) তাপ উৎপাদী
(গ) প্রশমন                        (ঘ) পানিযোজন
৭৩. একটি জারণ- বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থের ক্ষেএে কী ঘটে ?
(ক) ইলেকট্রন গ্রহল করে এটি জারিত হয়
(খ) ইলেকট্রণ গ্রহণ করে এটি জারিত হয় 
(গ) ইলেকট্রণ গ্রহণ করে এটি জারিত হয়
(ঘ) ইলেকট্রন ত্যাগ করে এটি বিজারিত হয় 
৭৪. রাসায়নিক সাম্যাবস্থা কী ?
(ক) গতিময় অবস্থা                             (খ) বিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া 
(গ) বেশি উৎপাদ সৃষ্টি হওয়া                   (ঘ) তাপ শোষণ করা 
৭৫. বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহ উৎপাদে পরিণত হয় কৌন ধরনের বিক্রিয়ায় ?
(ক) উভমুখী  বিক্রিয়ায়                           (খ) একমুখী বিক্রিয়ায়
(গ) তাপহারী বিক্রিয়ায়                              (ঘ) তাপ উৎপাদী বিক্রিয়ায় 
৭৬. ${CaCO_3-}$ কে উত্তপ্ত করলে কী উৎপাদ উৎপন্ন হয় 
(ক) ${Ca O}$                 (খ) ${CO_2}$
(গ) ${Ca,O_2}$ ও ${CO_2}$           (ঘ) ${CaO}$ ও ${CO_2}$ 
৭৭. ${CaCO_3(s)\xrightarrow{\Delta}CaO(s)+CO_2(g)\uparrow}$  এ বিক্রিয়ায় বিপরীত বিক্রিয়া সম্পন্ন হয় না কেন ?
(ক) এতে ${CaCO_3}$ বিযোজিত হয় না বলে 
(খ) এতে ${CO_2}$ বিক্রিয়াপাএ থেকে অপসারিত হয় বলে 
(গ) এতে ${CaO}$ বিকযোজিত হয় বলে 
(ঘ) এতে ${CaO}$ বিক্রিয়াপাএ থেকে অপসারিত হয় বলে 
৭৮. রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ আবার বিক্রিয়কে পরিণত হলে তাকে কী বলা হয় ?
(ক) বিপরীতমুখী বিক্রিয়া                  (খ) সম্মুখমুখী বিক্রিয়া
(গ) উভমুখী বিক্রিয়া                              (ঘ) একমুখী বিক্রিয়া 
৭৯. বিপরীতমুখী বিক্রিয়ায় বিক্রিযক হিসাবে ক্রিয়া করে কোনটি ?
(ক) বিক্রিয়াজাত পদার্থ                                     (খ) উৎপাদ
(গ) যেকোনো একটি পদার্থ                                 (ঘ) তীর চিহ্ন 
৮০. অজৈব এসিডের ${(H^+)}$  উপস্থিতিত ইথানল ও জৈব এসিড বিক্রিয়া করে কী উৎপন্ন করে ?
(ক) এসিড              (খ) কিটোন               (গ) এস্টার            (ঘ) অ্যালকোহর 
 
৮১. এই বিক্রিয়াটি নিচের কোনটি উপন্ন হয় ?
(ক)  ${CH_3 COCH_3}$                             (খ) ${CH_3 CH_2 OCOCH_3}$
(গ) ${CH_3 CH_2 COCH_2 CH_3}$          (ঘ) ${CH_3 CH_2 CH_2 OH}$ 
৮২. এস্টারিফিকেশনের বাপরীতমুখী বিক্রিয়ায কী উৎপন্ন হয় ?
(ক) ইথানল              (খ) জৈব এসিড               
(গ) ইথানল ও জৈব এসিড        (ঘ) অ্যালকোহল ও কিটোন 
৮৩. চুনাপাথরের তাপীয়  বিযোজন বন্ধপাএে সংঘটিত হলে বিক্রিয়াটি  কেমন হয় ?
(ক) বিপরীতমুখী                                (খ) সম্মুখমুখী 
(গ) একমুখী                                      (ঘ) উভমুখী
৮৪. চুনাপাথরের তাপীয় বিযোজন বন্ধপাএে সংঘটিত হলে বিক্রিয়াটি উভমুখী হয় কেন ?
(ক) উৎপাদ ${CO_2}$ বাস্পীভূত হতে পারে না বলে 
(খ) উৎপাদ ${CaO}$ কঠিন আকারে থাকে বলে 
(গ) বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে উভমুখী চিহ্ন ব্যবহ
(ঘ) বিক্রিয়াক ${CaCO_3}$ একটিমাএ পদার্থ হওয়ায়
৮৫. তাপের পরিবর্তনের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কত ভাগে ভাগ করা হয় ?
(ক) দুই          (খ) তিন                         (গ) চার             (ঘ) পাঁচ
৮৬. কোন বিক্রিয়ায় বিক্রীয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হয় ?
(ক) তাপহারী বিক্রিয়া                   (খ) সম্মুখ বিক্রিয়া
(গ) বিপরীতমুখী বিক্রিয়া               (ঘ) তাপ উৎপাদী বিক্রিয়া 
৮৭. বিক্রিয়াক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হয় তাকে কী বলে ?
(ক) তাপহারী বিক্রিয়া                          (খ) সম্মুখমুখী বিক্রিয়া
(গ) বিপরীতমুখী বিক্রিয়া                     (ঘ) তাপ উৎপাদী বিক্রিয়া
৮৮. বিক্রিয়াটিতে কোনটি ঘটবে ?
(ক) তাপ উৎপন্ন হয়                                   (খ) তাপ শোষিত হবে
(গ) তাপের পরিবর্তন ঘটবে না                    (ঘ) বিক্রিয়া ঘটবে না
৮৯. ${N_2(g)+3H_2(g)\longrightarrow 2NH_3(g)}$ বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরামাণ কত ?
(ক) ${92  kj}$                   (খ) ${192  kj}$
(গ) ${102  kj}$                 (ঘ) ${802  kj}$
৯০.${N_2(g)+3H_2(g)=2NH_3(g)+92.2}$ কিলোজুল এ বিক্রিয়াটি কিরূপ ? 
(ক) তাপোৎপাদী                               (খ) তাপহারী
(গ) তাপ বিযোগী                                (ঘ) তাপ ত্যাগী
৯১. হেবার-বোস পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সংশ্লেষণের সময় বিক্রিয়ার তাপমাএা কত রাখতে হয় ?
(ক)  ${200^\circ-300^\circ C}$        (খ) 
(গ)            (ঘ) 
৯২. হেবার-বোস পদ্ধতিতে আ্যামোনিয়া উৎপাদনে কত অ্যাটোমোসফিয়ার চাপ প্রয়োগ করা হয় ?
(ক) ${50 - 100   atm}$                      (খ) ${200 - 250  atm}$
(গ) ${1000   atm}$                            (ঘ) ${5000    atm}$
৯৩. কোন পদ্ধতিতে নাইট্রোজেন ও রহাইট্রোজেন গ্যাস থেকে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া সশ্লেষণ করা হয় ?
(ব) লা শাতেলিয়ে পদ্ধতিতে                        (খ) হেবার-বোস পদ্ধতিতে 
(গ) অ্যাভোগেড্রো প্রকলাপ অনুসারে         (ঘ) স্পর্শ পদ্ধতিতে
 ৯৪. ${N_2(g)+O_2(g)\longrightarrow 2NO(g)}$ এই বিক্রিয়ায় $\mathrm{\Delta H}$ =কত ?
(ক) ${-92   kj}$                (খ) $\mathrm{92      kj}$
(গ) ${- 180   kj}$                (ঘ) $\mathrm{ 180  kj}$
৯৫. ${C_2 H_6 O}$ সংঋকেত থেকে কয়টি সমাণু পাওয়া যায় ?
(ক) ${2}$                               (খ) ${3}$ 
(গ) ${4}$                               (ঘ) ${5}$  
৯৬. ${Ca(OH)_2 (aq) + CO_2(g)\longrightarrow Ca CO_3(s) + H_2 O(l)}$ বিক্রিয়াটি কী ধরনের ?
(ক) বিযোজন         (খ) সংযোজন                     (গ) সংশ্লেষণ                     (ঘ) প্রশমন
৯৭. ${Zn+Cu^{2+}\longrightarrow Zn^{2+}+Cu}$ এ বিক্রিয়ায় নিচের কোনটি বিজারক ?
(ক) ${Zn}$                       (খ) ${Cu^{2+}}$     
(গ) ${Zn^{2+}}$                (ঘ) ${Cu}$
৯৮. অ্যামোনিয়া উৎপাদনের সময় কোনটির উপস্থিতি দরকার হয় না ?
(ক) তাপ         (খ) চাপ                (গ) প্রভাবক            (ঘ) গাঢ়ত্ব
৯৯. তাপহারী বিক্রিয়া ${\Delta H}$- এর মান কেমন ?
(ক) ঋণাত্মক              (খ) ধনাত্মক
(গ) নিরপেক্ষ                (ঘ) শূন্য
১০০. ইলেট্রন স্থনান্তরের ওপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ?
(ক) দুই          (খ) তিন              (গ) চার             (ঘ) পাঁচ 
১০১. কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন স্থনান্তরিত হলে তাকে কী বলা হয় ?
(ক) জারণ বিক্রিয়া             (খ) বিজারণ বিক্রিয়া
(গ) রেডক্স বিক্রিয়া            (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
১০২. যে বাক্রিয়ায় জারণ- বিজারণ যুগপৎ ঘটে তাকে কী ধরনের বিক্রিয়া বলে ?
(ক) দ্বিবিযোজন বিক্রিয়া             (খ) প্রতিস্থাপন বিক্রিয়া
(গ) রেডক্স বিক্রিয়া                    (ঘ) যুগপৎ বিক্রিয়া
১০৩. যে বিক্রিয়ায় কোনো মৌলের সক্রিয় যোজনীর হ্রাস-বৃদ্দী ঘটে তাকে কী বলে ?
(ক) জারণ- বিজারণ                 (খ) পলিমারকরণ 
(গ) সমাণুকরন                           (ঘ) পুনর্বিন্যাস
১০৪. দুটি বিক্রিয়কের মদ্যে জারণ- বিজারণ বিক্রিয়া সম্পূন্ন হলে বিক্রিয়কের কী পরিবতৃন হয় ?
(ক) ইলেকট্রন সংখ্যা                       (খ) বিজারণ সংখ্যা
(গ) নিউট্রন সংখ্যা                      (ঘ) জারণ সংখ্যা
১০৫. যৌগ গঠনের সময মৌলের ধন্ত্মক ও ঋণাত্মক আয়ন সংখ্যাকে বলা হয় মৌলের-
(ক) জারণ সংখ্যা          (খ) ইলেকট্রন সংখ্যা 
(গ) বিজারণ সংখ্যা       (ঘ) প্রোটন সংখ্যা
১০৬. নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত ধরার হয় ?
(ক) ${+1}$       (খ) ${-1}$
(গ) ${0}$             (ঘ) ${\pm1}$
১০৭. ধাতুসমূহের জারণ সংখ্যা কত ?
(ক) ঋণাত্মক                  (খ) ধণাত্মক
(গ) শূন্য                            (ঘ) অসীম
১০৮. যৌগমূলকের জারণ সংখ্যা কত ?
(ক) ধনাত্মক হয়                 (খ) ঋণাত্মক হয়
(গ) ধনাত্মক বা ঋনাত্মক হয়        (ঘ) আধান অনুসারে হয়
১০৯. $\{HCl}$ অণুতে ${H-}$ এর জারণ সংখ্যা ${+1}$ এবং ${H_2}$ অণুতে ${H-}$ অণুতে এর জারণ সংখ্যা কত ?
(ক) ${+1}$            (খ) ${-1}$ 
(গ) ${0}$                  (ঘ) ${\pm 1}$ 
১১০. ${HCl}$ অণুতে ${Cl}$-এর জারণ সংখ্যা ${-1}$ এবং , $   {Cl_2}$ অণুতে ${Cl}$ - এর জারণ সংখ্যা কত ?
(ক) ${+1}$                  (খ) ${0}$
(গ) ${-1}$                      (ঘ) ${\pm 1}$ 
১১১. মুক্ত ${Fe}$ - এর জারণ সংখ্যা ${0}$ হলে , ${FeSO_4}$ অণুতে ${Fe}$ -এর জারণ সংখ্যা কত ?
(ক) ${+2}$                    (খ)  ${-2}$
(গ) ${0}$                      (ঘ) ${\pm 1}$ 
১১২. মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা কত ?
(ক) ${-1}$                (খ) ${-2}$
(গ) $m{0}$                    (ঘ) ${+2}$
১১৩. ${NaO_2}$ -তে অক্সিজেনের জারণ সংখ্যা কত ?
(ক) ${-2}$                         (খ) ${-1}$
(গ) ${-1/2}$                          (ঘ) ${0}$
১১৪. ${H_2 O_2}$ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত ?
(ক) ${-2}$             (খ) ${-1}$                    
 (গ) ${+1}                    (ঘ) ${+2}$ 
১১৫. ${KMnO_4}$ -এ ${mn}$ -এর জারণ সংখ্যা কত ?
(ক) ${+7}$                    (খ)${-7}$ 
(গ) ${+1}$                    (ঘ) ${-1}$
১১৬. ${Zn+Cu^{++}\longrightarrow  +Cu}$ এ বিক্রিয়ায় কোনটি জারক ?
(ক) ${Zn}$                              (খ) ${Cu^{++}}$
(গ) ${Cu}$                                  (ঘ) ${Zn^{++}}$ 
১১৭. ${SnCl_2+FeCl_3\longrightarrow SnCl_4 +FeCl_2}$ বিক্রিয়ায় কোনটি জারক হিসাবে কাজ করে ?
(ক) ${Fe^{+++}}$                       (খ) ${Sn^{++}}$
(গ) ${Cl^-}$                                   (ঘ) ${Fe^{++}}$ 
১১৮. কোন ব্যাক্যটি সঠিক ?
(ক) বিজারক পদার্থ ইলেকট্রন দান করে বিজারিত হয়
(খ) বিজারক পদার্থ ইলেকট্রন দান করে জারিত হয়
(গ) জারক পদার্থ ইলেট্রন গ্রহন করে জারিত হয়
(ঘ) জারক পদার্থ  ইলেকট্রন দান বা গ্রহন করে না 
১১৯. জারক বলেত কী বোঝায় ?
(ক) ইলেকট্রন অপসারণ                                   (খ) প্রোটন সংযোগে
(গ) ইলেকট্রন সংযোগ                                         (ঘ) প্রোটন অপসারণ
১২০. বাজারণ বলতে কী বোঝায় ?
(ক) ইলেকট্রন বর্জন করা                       (খ) অক্সজেন যোগ করা
(গ) হাইড্রোজেন বাদ দেওয়া                   (ঘ) ইলেকট্রন গ্রহগ করা
১২১. যে রাসায়নিক বিক্রিয়া কোন পরমাণু ইলেকট্রন বর্জন করে তাকে কী বলে 
(ক) জারণ                       (খ) বিজারণ
(গ) জারক                       (ঘ) বিজারক
১২২. যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে কী বলে ?
(ক) জারক                  (খ) জারিত
(গ) বিজারক                 (ঘ) বিজারিত 
১২৩. নিচের কোন বিক্রিয়াটিতে জারণ- বিজারণ ঘটে ?
(ক) ${PCl_5(l)\xrightarrow{\Delta}PCl_3(g)+Cl_2(g)}$
(খ) ${HCl(aq)+NaOH(aq)\longrightarrow NaCl(aq) + H_2 O(l)}$
(গ) ${NaCl(aq)+AgNO_3(aq)\longrightarrow NaHO_3(aq) +AgCl(S)}$
(ঘ) ${AlCl_3(S)+3H_2O(l)\longrightarrow Al(OH)_3(S)+3HCl(aq)}$ 
১২৪. ${2FeCl_2+Cl_2 = 2FeCl_3}$ বিক্রিয়াটি কী ধরনের ?
(ক) জারণ-বিজারণ                    (খ) প্রশমন
(গ) বিয়োজন                               (ঘ) পানি বিশ্লষণ
১২৫.ইলেকট্রন স্থান্তরের মাধ্যমে সংঘটিত বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া অন্তর্ভুক্ত ?
(ক) সংযোজন বিক্রিয়া                  (খ) বিযোজন বিক্রিয়া
(গ) প্রতিস্থাপন বিক্রিয়া                       (ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া
১২৬. ইলেকটচ্রন স্থান্তরের মাধ্যামমে নিচের কোন বিক্রিয়া সংঘটিত হয় না ?
(ক) দহন বিক্রিয়া                            (খ) সংযোজন বিক্রিয়া 
(গ) প্রশমন বিক্রিয়া                         (ঘ) প্রতিস্থানপন বিক্রিয়া
১২৭. ${2FeCl_2 + Cl_2 = 2FeCl_3}$ বিক্রিয়ায় কী ঘটেছে ?
(ক) ক্লোরিন জারিত হয়েছে 
(খ) ক্লোরিন বিজারিত হিসাবে কাজ করেছে
(গ) আয়রন জারিত হয়েছে
(ঘ) আয়রন জারক
১২৮. ${HgCl_2 + Hg = Hg_2 Cl_2}$ বিক্রিয়াটিতে কোনটি জারণ ঘটেছে ?
(ক) ${Cl}$                  (খ) $Cl^-}$
(গ) ${Hg}$                   (ঘ) ${Hg^{2+}}$ 
১২৯. ${Zn(s) + H_2 SO_4(aq)\longrightarrow Zn SO_4(aq) + H_2 (g)}$ এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) বিনিময় বিক্রিয়া               (খ) প্রশমন বিক্রিয়া
(গ) সংযোজন বিক্রিয়া               (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
১৩০. যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে এটিমাএ যৌগ উৎপন্ন করে তাকে কী বলে ?
(ক) সংযোজন বিক্রিয়া              (খ) সংশ্লেষণ বিক্রিয়া
(গ) বিযোজন বিক্রিয়া                 (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
১৩১. যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য যৌগের এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে সে বিক্রিয়াকে কী বলে ?
(ক) প্রশমন বিক্রিয়া                      (খ) প্রতিস্থাপন বিক্রিয়া 
(গ) দহন বিক্রিয়া                            (ঘ) বিযোজন বিক্রিয়া
১৩২. এসিড ও ক্ষারকের সংযোগে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়া কে কী বলা হয় ?
(ক) দহন বিক্রিয়া                  (খ) জারণ-বিজারণ বিক্রিয়া
(গ) প্রশমন বিক্রিয়া               (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া 
১৩৩. ${NaCl(aq) + Ag NO_3(aq)\longrightarrow NaNO_3(aq) + AgCl(s)}$ এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) অধঃক্ষ এপন বিক্রিয়া                   (খ) প্রশমন বিক্রিয়া
(গ) দহন বিক্রিয়া                                 (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
১৩৪. ${PCl_5(l)\xrightarrow{\Delta}PCl_3(l)+Cl_2(g)}$ বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলার কারণ কী ?
(ক) একটি যৌগ ভেঙে একাধিক যৌগ গঠন করেছে 
(খ) শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করেছে
(গ) শুধু যৌগিক পদার্থ যুক্ত হয়ে  যৌগ গঠন করেছে 
(ঘ) তাপীয় বিযোজনে একাধিক যৌগ গঠিত হয়েছে
১৩৫. যে বিক্রিয়া কোনো যৌগ তার সরল উপাদানে বিভক্ত হয় তাকে কী বলে ?
(ক) সংযোজন বিক্রিয়া                      (খ) বিযোজন বিক্রিয়া
(গ) প্রতিস্থাপন  বিক্রিয়া                      (ঘ) দহন বিক্রিয়া
১৩৬. যে বিক্রিয়া এক বা একাধিক যৌগের দুই বা ততোধিক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় অণু সৃষ্টি করে তাকে কী বলে ?
(ক) সমাণুকরণ                          (খ) পলিমারকরন
(গ) জারণ-বিজারণ                      (ঘ) প্রশমন 
১৩৭. প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?
(ক) লবণ ও পানি                  (খ) লবণ
(গ) এসিড ও লবণ                   (ঘ) লবণ ও ক্ষার 
১৩৮. ${2FeCl_2(aq) + Cl(aq) \longrightarrow 2H (aq)}$ বিক্রিয়ায় $\mathrm{A}$ কী ?
(ক) ${FeCl_3}$                  (খ) ${FeCl_4}$
(গ) ${Fe}$                           (ঘ) ${Fe_2Cl_3}$ 
১৩৯. তড়িৎ বিশ্লেষণ =$C$ 
${2H_2 O(l)\xrightarrow C 2H_2(g) + O_2(g);}$ এটি কোনধরনের বিক্রিয়া ?
(ক) সংযোজন বিক্রিয়া                     (খ) বিযোজন বিক্রিয়া
(গ) প্রতিস্থাপন বিক্রিয়া                       (ঘ) দহন বিক্রিয়া
১৪০. কোনটি সংযোজন বিক্রিয়া বিপরীত ?
(ক) প্রতিস্থাপন                     (খ) বিযোজন
(গ) বিশ্লেষণ                          (ঘ) সংশ্লেষণ
১৪১. প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেএে কোনটি সঠিক ?
(ক) উপাদান সমূহের প্রত্যক্ষ সংযোগে সৃষ্টি হয় 
(খ) উপাদান সমূহের বিভজন ঘটে
(গ) একটি যৌগে থেকে কোনো মৌল অপসারণ 
(ঘ) যোজনী হ্রাস বা বৃদ্ধি ঘটানো
১৪২. ${HCl(aq) + NaOH(aq) \longrightarrow NaCl(aq) + H_2 O(l);}$ এটি কোন  ধরনের বিক্রিয়া ?
(ক) জারণ- বিজারণ                   (খ) সংযোজন
(গ) অধঃক্ষেপণ                             (ঘ) প্রশমন
১৪৩. কোনটিকে পুনর্বিন্যাস বিক্রিয়া বলা হয় ?
(ক) পানিযোজন বিক্রিয়া                  (খ) প্রশমন বিক্রিয়া
(গ) দ্বিবিযোজন বিক্রিয়া                      (ঘ) প্রোপাইলিন
১৪৪. কোনটির বহুসংখ্যক অণু একএিত হয়ে পলিইথিলিন তৈরি করে ?
(ক) ইথিলিন                             (খ) প্লাস্টিক 
(গ) প্রোইথিলিন                          (ঘ) প্রোপাইলিন
১৪৫. ${PVC}$ তৈরি হয় কোনটি থেকে ?
(ক) ইথিলিন                         (খ) অ্যালকোহল
(গ) নাইলন                           (ঘ) সিনথেটিক 
১৪৬. ${CuO + C=Cu+ CO;}$এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) দ্বিবিযোজন                         (খ) জারণ- বিজারণ 
(গ) প্রশমন                               (ঘ) বিযোজন       
১৪৭. ${Ca(oH)_2 + 2HCl=CaCl_2 + 2H_2 O;}$ এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) জারণ-বিজারণ                        (খ) প্রশমন
(গ) বিযোজন                                  (ঘ) পানিযোজন                                                                                     ১৪৮. ${MgCl_2 + 7H_2 O\longrightarrow MgCl_2.7H_ 2 O;}$ এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) পানিযোজ                   (খ) বিযোজন
(গ) প্রশমন                          (ঘ) সমাণুকরণ
১৪৯. ${NH_4CNO\longrightarrow NH_2-CO-NH_2 }$ এ বিক্রিয়াটি-
(ক) বিযোজন                        (খ) জারণ-বিজারণ
(গ) সমাণুকরণ                          (ঘ) পলিমারকরণ
১৫০. ${NaCl(aq) + AgNO_3(aq)\longrightarrow NaNO_3(aq) + AgCl(S)}$ এ বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে ?
(ক) ${NaNO_3}$                                    (খ) ${AgCl}$
(গ) ${Na}$                                                (ঘ) ${Ag}$ 
১৫১. সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হলে , তাকে কী বলা হয় ?
(ক) সংশ্লেষণ বিক্রিয়া                (খ) বিযোজন বিক্রিয়া
(গ) দহন বিক্রিয়া                         (ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া
১৫২. সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি ?
(ক) ${2H_2 O\longrightarrow 2H_2 + O_1}$             (খ) ${Zn + CuSO_4\longrightarrow ZnSO_4 + Cu}$
(গ) ${H_2 + Cl_2\longrightarrow 2HCl}$                                          (ঘ) ${CH_4 + CO_2\longrightarrow CO_2 + 2H_2 O}$
১৫৩. বিযোজন বিক্রিয়া কোনটি ?
(ক) ${pCl_5\xrightarrow{\Delta}PCl_3 + Cl_2}$                 (খ) ${2Na + CuSO_4\longrightarrow Na_2SO_4 + Cu}$ 
(গ) ${2FeCl_2 + Cl_2\longrightarrow 2FeCl_2}$          (ঘ) $\mathrm{H_2 + Cl_2 \longrightarrow 2HCl}$
১৫৪. ${CH_3 CH_2 OH\longrightarrow CH_3 - O - CH_3 ;}$ বিক্রিয়াটি কিরূপ ?
(ক) পলিমারকরণ                  (খ) দ্বিবিয়োজন 
(গ) সমাণুকরণ                      (ঘ) অধঃক্ষেপণ
১৫৫. কোনগুলো প্রশমন বিক্রিয়ার উপাদান ?
(ক) ${NaOH}$ ও ${H_2 O}$                         (খ) ${NaCl}$ ও ${H_2 O}$ 
(গ) ${ NaSO_4}$ ও ${H_2SO_4}$                                    (ঘ) ${NaOH}$ ও ${H_2 SO_4}$ 
১৫৬. ${CH_4 + 2O_2\longrightarrow CO_2 + 2H_2 O;}$ বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) দহন                           (খ) সংশ্লেষণ
(গ) প্রতিস্থাপন                  (ঘ) প্রশমন
১৫৭. পানিতে তড়িৎ চালনা করলে কী উৎপন্ন গয় ?
(ক) নাইট্রোজেন               (খ) বাষ্প
(গ) হাইড্রোজেন ও অক্সিজেন       (ঘ) হাইড্রক্সাইড
১৫৮.  ${2Na(s) + CuSO_2(aq)\longrightarrow Na_2SO_4(aq) + Cu(s) }$ এ বিক্রিয়ায় $\mathrm{Na}$ ধাতু  ${CuSO_4}$ থেকে কী প্রতিস্থাপন করে ?
(ক) ${Cu}$              (খ) ${SO}$
(গ) ${S}$                 (ঘ) ${O_2}$ 
 ১৫৯.দহন বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?
(ক) চাপ                           (খ) তাপ
(গ) স্ফুলিঙ্গ                     (ঘ) জলীয়বাষ্প        
১৬০. কোন গ্যাস বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভূমিকা রাখে ?
(ক) ${CO}$                   (খ) ${CO_2}$
(গ) ${O_2}$                   (ঘ) ${SO_2}$
১৬১. কোনটিকে ননরেডক্স বিক্রিয়া বলা হয় ?
(ক) দহন বিক্রিয়া                    (খ) প্রতিস্থাপন বিক্রিয়া
(গ) প্রশমন বিক্রিয়া                 (ঘ) বিযোজন বিক্রিয়া 
১৬২. প্রশমর বিক্রিয়া সম্পূর্ণ হলে দ্রবণের ${pH}$ মান কত হয় ?
(ক) ${7}$                      (খ) ${6.5}$ 
(গ) ${7.5}$                    (ঘ) ${4}$
১৬৩. সকল প্রশমন বিক্রিয়া কোন ধরনের ?
(ক) তাপহারী                          (খ) তাপ উৎপাদী
(গ) রেডক্স                                (ঘ) জারণ 
১৬৪.প্রশমন বিক্রিয়া ${HCl}$ ও ${NaOH}$ বিক্রিয়া করে ${NaCl} ও ${H_2 O}$ উৎপন্ন হয় । এ বিক্রিয়া দর্শক আয়ন কোনগুলো ?
(ক) ${H^+}$ ও ${Na^+}$                     (খ) ${Cl^-}$ ও ${OH^-}$ 
(গ) ${H^+}$ ও ${Cl^-}$                        (ঘ) ${Na^+}$ও ${Cl^-}$ 
১৬৫. প্রশমন বিক্রিয়ায় যে আয়নগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না , তাদেরকে কী বলা হয় ?
(ক) দর্শক আয়ন                            (খ) ধনাত্মক আয়ন
(গ) ঋণাত্মক আয়ন                        (ঘ) নিরপেক্ষ আয়ন 
১৬৬. যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগ অধঃক্ষেপ হিসাবে পাএের তলদেশে জমা হয় তাকে কী বলে ?
(ক) রেডক্স বিক্রিয়া                         (খ) অধঃক্ষেপণ বিক্রিয়া 
(গ) প্রশমন বিক্রিয়া                         (ঘ) ননরেডক্স বিক্রিয়া 
১৬৭. অধঃক্ষেপণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দুটি সাধারণত  কী ধরনের যৌগ হয় ?
(ক) সমযোজী যৌগ                        (খ) ধাতব যৌগ
(গ) আয়নিক যৌগ                           (ঘ) অধাতব যৌগ
১৬৮. একটি বিক্রিয়াকে অধঃক্ষেপণ বিক্রিয়া কখন বলা হয় ?
(ক) উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে দ্রবণীয় হয়
(খ) উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে অদ্রবণীয় হয় 
(গ) উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ পানিতে অধঃক্ষিপ্ত হয়
(ঘ) উৎপন্ন যৌগের মধ্যে যখন একটি যৌগ  ঊর্ধ্বপাতিত হয়
১৬৯. ${NaCl}$ ও ${AgNO_3}$ এর জলীয় দ্রবণে নিচের কো ন গুচ্ছ দর্শক আয়ন হিসাবে থাকে ?
(ক) ${Ag^+,Cl^-}$                            (খ) ${Ag^+,NO_3}$
(গ)  ${Na^+,Cl^-}$                            (ঘ) ${Na^+,NO_3^-}$ 
১৭০. নিচের কোন বিক্রিয়াকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় ?
(ক) দহন বিক্রিয়াকে                  (খ) অধঃক্ষেপন বিক্রিয়াকে 
(গ) প্রতিস্থাপন বিক্রিয়াকে               (ঘ) পানিযোজন বিক্রিয়াকে
১৭১. একই আণবিক সংকেতবিশিইস্ট দুটি যৌগের ধর্ম ভিন্ন হলে তাদের কে কী বলা হয় ?
(ক) আর্দ্র বিশ্লেষণ                 (খ) পলিমারকরণ
(গ) সমাণু                                  (ঘ) পানিযোজন
১৭২. ${CH_3-CH_2-OH}$ ও ${CH_3-O-CH_3}$ এ যৌগ দুটিকে পরস্পরের কী বলা হয় ?
(ক) হাইড্রোলাইসিস                  (খ)আইসোটোপ
(গ) আইসোবার                           (ঘ) সমাণু 
১৭৩. আয়নিক যৌগ কেলাস গঠনের সময় এ বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় । এই বিক্রিয়াকে কী বলা হয় ?
(ক) পানি বিশ্লেষণ বিক্রিয়া                      (খ) আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
(গ) পানিযোজন বিক্রিয়া                          (ঘ) সমাণি বিক্রিয়া
১৭৪. আয়নিক যৌগের সাথে যুক্ত পানিকে কী বলাহয় ?
(ক) কেলাস পানি                   (খ) জলীয় বাষ্প
(গ) হাইড্রোলাইসিস                (ঘ) ইলেকট্রনলাইসিস
১৭৫. উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়-
$i.$ উন্মুক্ত স্থানে বিক্রিয়া করে 
$ii.$ উৎপাদকে বিক্রিয়ক হিসাবে ব্যবহার করে
$iii.$ বিক্রিয়ায় বিক্রিয়ক যোগ করে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                   (খ) $i$ ও $iii$              (গ) $ii$ ও $iii$                   (ঘ) $i,ii$ ও $iii$ 
১৭৬. $ {CaCO_3(s)\xrightarrow {\Delta} CaO(s) + CO_2(g)}$ (খোলা পাএে)-
$i.$  এটি একটি  একমুখী বিক্রিয়া
$ii.$ উৎপাদ ${CO_2}$ বিক্রিয়া পাএ থেকে অপসারিত হয় 
$iii$ সম্মুখমুখী বিপরীতমুখী বিক্রিয়া চলে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                  (খ)   $i$ ও $iii$                (গ) $ii$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$
১৭৭.  ${H_2(g) + Cl_2(g) \longrightarrow 2HCl(g)}$ বিক্রিয়াটি-
$i.$ সংশ্লেষণ
$ii.$ সংযোজন
$iii.$ জারণ-বিজারণ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                  (খ) $i$ ও $iii$               (গ) $ii$ ও $iii$                        (ঘ) $i,ii$ ও $iii$ 
১৭৮. তাপ উৎপাদী বিক্রিয়া-
$i.$  ${2SO_2(g) + O_2(g)\longrightarrow 2SO_3(g)}$
$ii.$ ${N_2(g) + 3H_2(g)\longrightarrow 2NH_3 (g) }$
$iii.$ ${N_ 2(g) + O_2(g) \longrightarrow 2NO(g)}$
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                   (খ) $i$ ও $iii$                  (গ) $ii$ ও $iii$                   (ঘ) $i,ii$ ও $iii$   
১৭৯. ${NaCl(aq) + AgNO_3(aq)\longrightarrow NaNO_3(aq) + AgCl\downarrow}$ বিক্রিয়াটিতে-
$i.$ সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে
$ii.$ ইলেকট্রন স্থান্তর ঘটে
$iii.$ ${Na^+}$ ও $\mathrm{NO^-_3}$ আয়ন বিক্রিয়ায় আংশগ্রহণ করে না 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$                     (গ) $ii$ ও $iii$                   (ঘ) $i,ii$ ও $iii$         ১৮০. ${Fe^{3+} + Sn^{2+} \longrightarrow + Sn^{4+},}$ বিক্রিয়াটিতে-
$i.$ ${Fe^{3+}}$ এর বিজারণ ঘটে
$ii.$ ${Sn^{2+}}$ এর জারণ ঘটে
$iii.$ ${Fe^{3+}}$  একটি বিজারক
নিচের কেটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                (খ) $i$ ও $iii$            (গ) $ii$ ও $iii$                  (ঘ) $i,ii$ ও $iii$  
১৮১. ${Zn(s) + Cu^{++} (aq) \longrightarrow Zn^{++}(aq) + Cu(s)}$ বিক্রিয়াটিতে-
$i.$ ${Cu}$ জারিত হয়
$ii.$ ${Cu^{2+}}$ বিজারিত হয়
$iii.$ ${Cu^{2+}}$ জারক
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                   (খ) $i$ ও $iii$                     (গ) $ii$ ও $iii$                                (ঘ) $i,ii$ ও $iii$                                               
১৮২.  ${CuO + C=Cu + CO}$ বিক্রিয়াটিতে-
$i.$ কার্বন বিজারক
$ii.$ কপার অক্সাইড জারক
$iii.$ উৎপাদ ${Cu}$ এর জারণ সং খ্যা শূন্য
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                (খ) $i$ ও $iii$                   (গ) $ii$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$
১৮৩. ${Na + Cl_2\longrightarrow NaCl}$ বিক্রিয়াটিতে-
$i.$ ${Cl_2}$ জারক
$ii.$ ${Na}$ বিজারক
$iii.$ ${NaCl}$ উৎপাদ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                 (খ) $i$ ও $iii$              (গ) $ii$ ও $iii$                       (ঘ) $i,ii$ ও $iii$ 
১৮৪. ইলেকট্রন স্থানান্তর ঘটে না-
$i.$ অধঃক্ষেপন বিক্রিয়ায়
$ii.$ প্রশমন বিক্রিয়ায়
$iii.$ দহন বিক্রিয়ায় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                    (খ) $ii$                      (গ) $i$ ও $ii$                        (ঘ) $i,ii$ ও $iii$
 নিচের বিক্রিয়াটি থেকে ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও : 
${NH_4CHNO\longrightarrow NH_2 - CO - NH_2}$ 
১৮৫. উপরিউক্ত বিক্রিয়াটি কোন ধরনের ?
(ক) সমানুকরণ বিক্রিয়া                         (খ) সংযোজন বিক্রিয়া
(গ) বিযোজন বিক্রিয়া                            (ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া
১৮৬. বিক্রিয়াটি সংঘটনের জন্য কোনটি প্রয়োজন ?
(ক) তাপ                 (খ)  চাপ    
(গ) আলো                (ঘ) প্রভাবক
নিচের বিক্রিয়াটি লক্ষ কর এবং ১৮৭  ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
${Zn + CuSO_4\longrightarrow ZnSO_4 + Cu}$
১৮৭. বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) জারণ-বিজারণ বিক্রিয়া                     (খ) অধঃক্ষেপন বিক্রিয়া
(গ) প্রশমন বিক্রিয়া                                     (ঘ) সমাণুকরণ বিক্রিয়া
১৮৮. উদ্দীপকের বিক্রিয়া-
$i.$ ${Zn}$ দুটি ইলেকট্রন অপসারণ করে ${ZnSO_4}$ এ পরিণত হয়
$ii.$ ${CuSO_4}$ দুটি ইলেকট্রন গ্রহণ করে $m{Cu}$ এ পরিনত হয়
+$iii.
$ উৎপাদ ${ZnSO_4}$ এ ${Cu}$ এর জারণ সংখ্যা ${+2}$ 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                       (খ) $i$ ও $iii$                     (গ) $ii$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$ 
নিচের যোগটি থেকে ১৮৯ ও ১৯০ নং প্রশ্নের উত্তর দাও :
${C_2H_6O}$ 
১৮৯. যৌগটিতে কার্বনের শতকরা সংযুতি কত ?
(ক) $12 \%$                    (খ) $24 \%$
(গ) $32.32 \%$                    (ঘ) $52.17 \%$ 
১৯০. যৌগটি দ্বারা গঠিত সমাণি-
$i.$ ইথার
$ii.$ অ্যালকোহল
$iii.$ অ্যালডিহাইড
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                    (খ) $i$ ও $iii$                      (গ) $ii$ ও $iii$                (ঘ) $i,ii$ ও $iii$  
নিম্নোক্ত যৌগদ্বয় থেকে ১৯১ ও ১৯২ নং প্রশ্নের উত্তর দাও :
$H-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-O-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-H H-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-O-H$
১৯১. যৌগদ্বয়ের বৈশিষ্ট-
$i.$ এরা পানিতে দ্রবণীয়
$ii.$ এরা একই আণবিক সংকেত বিশিষ্ট
$iii.$ এরা সমাণু
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                     (খ) $ii$ ও $iii$                    (গ) $i$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$ 
১৯২. উদ্দীপকের যৌগ দুটির নাম কী ?
(ক) মিথেনল ও ডাইইথাইল ইথার                            (খ) ডাইমিথাইল ইথার ও ইথানল
(গ) ইথানল ও ট্রাই মিথাইল ইথার                            (ঘ) মিথাইল ও ডাই ইথাইল ইথার
১৯৩. মরিচার গ্রহণযোগ্য সংযুতি কোনটি ?
(ক)  ${Fe_2 O_3.H_2 O}$                    (খ) ${Fe_2 O_3. H_2 O_2}$
(গ) ${Fe_2 O_3.nH_2 O}$                  (ঘ) ${Fe_3 O_2.nH_2 O}$ 
১৯৪. সাধারণ তাপমাএায় লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে এ উপর লালচে বাদামি রঙের যে আস্তরণ পড়ে তাকে কী বলে ?
(ক) ফেরিক অক্সাইড                     (খ) ইলেকট্রোপ্লেটিং
(গ) মরিচা                                   (ঘ) সোদক অক্সাইড
১৯৫. নিচের কোন বিক্রিয়া দ্বারা প্রকৃতিতে মরিচা উৎপন্ন হয় ?
(ক) ${Fe(s) + H_2 O(l) + O_2(g)\longrightarrow Fe_2 O_3(s)}$
(খ) ${2Fe(s) + 3H_2 O(l) + 2O_2(g)\longrightarrow Fe(OH)_3(s)}$
(গ) ${4Fe(s) + 3O_2(g)\longrightarrow Fe_2 O_3.n H_2 O(s)}$ 
(ঘ) ${4Fe(s) + 6H_2 O (l) + 3O_3(g)\longrightarrow Fe_2 O_3.nH_2 O(s)}$
১৯৬. মরিচা পড়ার জন্য কী কী আবশ্যক ?
(ক) অক্সিজেন এবং জলীয়বাষ্প
(খ) লোহার সামগ্রী, অক্সিজেন এবয জলীয় বাষ্প
(গ) লোহার সামগ্রী এবং অক্সিজেন
(ঘ) জলীয়বাস্প এবং রৌহজাত পদার্থ
১৯৭. মরিচার সংকেতকে কী হিসাবে প্রকাশ করা হয় ?
(ক) ${Fe_2 O_3}$                       (খ) ${Fe(OH)_3}$
(গ) ${Fe.H_2 O.O_2}$               (ঘ) ${FeO(OH)}$
১৯৮. মরিচার রাসায়নিক সংকেত ${Fe_2 O_3.nH_2 O}$ । এতে পানির অণুর সংখ্যাকে $\mathrm{n}$ দ্বারা প্রকাশ করা হয় কেন ?
(ক) এতে যুক্ত পানির অণুর সংখ্যা অজ্ঞাত বলে
(খ) এতে যুক্ত পানির অণুর সংখ্যা বাষ্পীভূত হয় বলে 
(গ) এতে যুক্ত পানির অণুর সংখ্যা তরল অবস্থায় থাকে বলে 
(ঘ) এতে যুক্ত পানির অণুর সংখ্যা কম বলে 
১৯৯.আ্যালুমনিয়াম ধাতুর বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিসের আস্তরণ তৈরি করে ?
(ক) ${Al(OH)_3}$                      (খ) ${AlN}$
(গ) ${Al_2 O_3}$                     (ঘ) ${AlCl_3}$ 
২০০. ধাতব অ্যালুমিনিয়ামকে বায়ুর সংস্পর্শে আসা থেকে রোধ করে নিচের কোনটি ?
(ক) অ্যালুমিনিয়াম অক্সাইড                     (খ) অ্যালুমিনিয়াম ক্লোরাইড
(গ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড               (ঘ) অ্যালুমিনিয়াম সালেফেট
২০১. অ্যালুমিনিয়ামের  তৈরি জিনিসপএ বেশি স্থায়ী হওয়ার কারণ কী ?
(ক)  বাতাসের জলীয় বাষ্প
(খ) অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি
(গ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের স্তর
(ঘ) অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্তর
২০২.মৌমাছির কামড়ে জ্বালা নিবারণের জন্য কী ব্যবহার করা হয় ?
(ক) অক্সালিক এসিড                    (খ) এসিটিক এসিড
(গ) জৈব এসিড                             (ঘ) চুনা বা ক্ষারক
২০৩. মৌমাছির হুলে কী থাকে, যা আমাদের শরীরে জ্বালঅ-পোড়া সৃষ্টি করে ?
(ক) ক্ষারধর্মী পদার্থ                    (খ) অম্লধর্মী বা ক্ষারধর্মী পদার্থ
(গ) অম্লধর্মী পদার্থ                     (ঘ) নিরপেক্ষ পদার্থ
২০৪. কোন জৈবিক ক্রিয়ায় জীব $\mathrm{O_2}$ গ্রহণ করে এবং $\mathrm{CO_2}$ ত্যাগকরে ?
(ক) সালোকসংশ্লেষণ                   (খ) অভিস্রবণ
(গ) প্রস্বেদন                                   (ঘ) শ্বসন
২০৫. একটি জীবকোষে সবসময় কী ঘটে ?
(ক) সালোকসংশ্লেষণ                      (খ) শ্বসন এ সালোকসংশ্লেষণ
(গ) শ্বসন                                        (ঘ) প্রস্বেদন
২০৬. শ্বসনে উৎপন্ন শক্তি কোনটি ?
(ক) তাপশক্তি                        (খ) সৌরশক্তি
(গ) যামন্ত্রিক শক্তি                   (ঘ) বিদ্যুৎ শক্তি
২০৭. কোনটি শর্করা জাতীয় খাদ্যের সাথে অসঙ্গতি প্রকাশ করে ?
(ক) স্টার্চ                    (খ) চিনি
(গ) গ্লুকোজ               (ঘ) ফ্যাটি এসিড
২০৮. শ্বসন প্রক্রিয়ায় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয় যা উদ্ভিদ খাদ্য তৈরিতে কাজে লাগায় ?
(ক) ${CO_2}$                  (খ) ${O_2}$ 
(গ) ${CH_4}$                     (ঘ) ${H_2}$ 
২০৯. মানুষের শরীরে চিনি বিশ্লেষিত হয়ে কিসে পরিনত হয় ?
(ক) গ্লুকোজ                      (খ) ফ্রুক্টোজে
(গ) গ্লুকোজ ও ফ্রুক্টোজে       (ঘ) ল্যাকটোজে
২১০. শ্বসনে কোন গ্যাস উৎপন্ন হয় ?
(ক) ${CO_2}$                (খ) ${O_2}$
(গ) ${N_2}$                    (গ) ${CO}$
২১১. ${C_6H_12O_6+ O_2\longrightarrow }$? 
(ক) ${CO_2 + H_2O}$                 (খ) ${CO_2 + H_2 O + }$ শক্তি
(গ) ${C + H_2 O}$                        (ঘ) ${CO + H_2 O + }$ শক্তি
২১২. মানবদেহে সংঘটিত শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়া কোনটি ?
(ক)  ${C_6 H_12O_6 + O_2\longrightarrow CO_2 + H_2 O + O_2 + }$ শক্তি
(খ) ${C_6 H_12 O_ 6 + O_2\longrightarrow CO_2 + }$ শক্তি
(গ) ${C_6 H_12 O_6 + O_2 + H_2 O + }$ শক্তি
(ঘ) ${C_6 H_12 O_11 + O_2\longrightarrow CO_2 + H_2 O + O_2 + }$ শক্তি
২১৩. পেটে ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাতীয় এন্টাসিড খেলে সেরে যায় কেন ?
(ক) এসব পদার্থ এসিডটি কমাতে সাহায্য করে বলে
(খ) এসব পদার্থ ক্ষারকত্ব কমাতে সাহায্য করে বলে
(গ) এসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়া ঘটে বলে
(ঘ) এসব পদার্থ এসিড শোষণ করে নেয় বলে
২১৪. এন্টাসিড মূলত কী ?
(ক) ${CaO}$                 (খ) Ca(OH)_2}$ 
(গ) ${Ca(OCl)}$               (ঘ) ${Mg(OH)_2}$
২১৫. ${X + Al(OH)_3 \longrightarrow AlCl_4 + H_2O; X}$ যৌগটি $\mathrm{Mg(OH)_2}$ এর সাথে বিক্রিয়া কোন যৌগটি উৎপন্ন করবে ?
(ক) ${MgO}$                     (খ) ${MgCl_2}$
(গ) ${MgSO_4}$                (ঘ) ${Mg(OH)_2}$ 
২১৬. ${HCl + A\longrightarrow AlCl_3 + H_2O; A}$ যৌগটির প্রকৃতি কিরূপ ?
(ক) অম্লীয়                       (খ) নিরপেক্ষ
(গ) ক্ষারীয়                        (ঘ) দ্বিক্ষারীয়
২১৭. আমাদের পাকস্থলিতে খাদ্যদ্রব্য হজম করতে কোন এসিড অত্যাবশ্যকীয় ?
(ক) ${CH_3COOH}$                 (খ) ${NaHCO_3}$
(গ) ${HCl}$                       (ঘ) ${H_2 CO_3}$
২১৮. এসিডিটি হলে ইমরা কী ওষুধ সেবন করি ?
(ক) কলিচুন                         (খ) কুইক লাইম
(গ) এন্টাসিড                         (ঘ) ক্যালামিন
২১৯. এসিডিটি হলে  কী গ্রহণ করে উপশম পাওয়া যায় ?
(ক) ক্ষারধর্মী খাবার               (খ) অম্লধর্মী খাবার
(গ) নিরপেক্ষ খাবার               (ঘ) পানীয় জাতীয় খাবার 
২২০. জ্বালানির আংশিক দহনের সংঘটিত বিক্রিয়া কোনটি ?
(ক) ${CH_4(g) + 2O_2(g)\longrightarrow CO_2(g) + 2H_2 O (g) + 2H_2 O (g) +}$ শক্তি
(খ)${CH_4(g) + O_2(g)\longrightarrow C(s) + 2H_2 O (g) +}$ শক্তি
(গ) ${CH_4(g) + 2O_2(g) \longrightarrow CO_2(g) + }$ শক্তি
(ঘ) ${CO_2(g) + 2H_2 O(g) +}$ শক্তি ${\longrightarrow CH_4(g) + 2O_2(g)}$ 
২২১. জ্বালানির দহনে কোনটি উৎপাদন হয় না ?
(ক) ${CO_2}$                        (খ) ${O_2}$ 
(গ) ${H_2O}$                        (ঘ) তাপশক্তি
২২৩. জ্বালানির আংশিক দহনে ${CO_2}$ এর পরিবর্তে কী উৎপন্ন হয় ?
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) কার্বন ডাইঅক্সাইড ও পানি
(গ) কার্বন ডাইঅক্সাইড , পানি ও তাপশক্তি
(ঘ) পানি ও তাপশক্তি
২২৪. বায়ুর অক্সিজেনর সাথে বিক্রিয়া করে-
$i.$ আয়ন
$ii.$ অ্যালুমিনিয়াম
$iii.$ ক্যালসিয়াম 
নিচের কোনটি সঠিক ?
(ক) ${i}$                   (খ) $i$ ও $ii$                  (গ) $i$ ও $iii$                (ঘ) $i,ii$ ও $iii$
২২৫. এসিডিটি হলে আইমার এন্টাসিড হিসাবে গ্রহণ করি-
$i.$ ${Mg(OH)_2}$ জাতীয় ক্ষারক
$ii.$ ${Al(OH)_3}$ জাতীয় লবণ
$iii.$ ${Al(OH)_3}$ জাতীয় ক্ষারক
নিচের কোনটি সটিক ?
(ক) $i$               ৯খ) $i$ ও $ii$                (গ) $i$ ও $iii$               (ঘ) $i,ii$ ও  $iii$ 
২২৬. ${X + O_2\longrightarrow CO_2 + H_2  O + }$ শক্তি
$i.$ ${X}$ শর্করা জাতীয় খাদ্য
$ii.$ মানুষের শরীরে সংঘটিত বিক্রিয়া 
$iii.$ উৎপন্ন গ্যাস উদ্ভিদ খাদ্য তৈরিতে কাজে লাগায় 
নিচের কোনটি  সঠিক ?
(ক) $i$                   (খ) $i$ $ii$                 (গ) $ii$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$ 
২২৭. জ্বালানির দহনে উৎপন্ন হয়-
$i.$ কার্বন ডাইঅক্সাইড
$ii.$ পানি ও তাপশক্তি
$iii.$ অক্সিজেন ও যান্ত্রিক শক্তি
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                           (খ) $i$ ও $ii$                     (ঘ) $i$ ও $iii$                     (ঘ)  $i,ii$ $iii$ 
নিচের অনুচ্ছেদ পড় এবং ২২৮ ও ২২৯ নং প্রশ্নের উওর দাও :
বাবুলের পায়ে মৌমাছির কামড়ে যন্ত্রনা হয় এবং ফুলে যায় । তার মা চুন লাগিয়ে দেয় । এতে বাবুলের জ্বালা কমে যায় ।
২২৮. বাবুলের পা ফুলে যাওয়ার ক্রণ কী ?
(ক) অম্লধর্মী পদার্থ                          (খ) ক্ষারধর্মী পদার্থ
(গ) নিরপেক্ষ পদার্থ                     (ঘ) অম্লধর্মী বা ক্ষারধর্মী পদার্থ
২২৯. বাবুলের পায়ে লাগারো পদার্থ-
$i.$ অম্লধর্মী পদার্থকে প্রশমিত করে 
$ii.$ ক্ষারধর্মী পদার্থ
$iii.$ নিরপেক্ষ যৌগ
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                      (খ) $ii$                          (গ) $i$ ও $ii$                  (ঘ) $i,ii$ ও $iii$
২৩০. কোন ধাতুর তৈরি জিনিসে মরিচা ধরে ?
(ক) কপার                     (খ) অ্যালুমিনিয়াম
(গ) দস্ত                                (ঘ) লোহ
২৩১. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুর তৈরি জিনিসপএে অন্য ধাতুর প্রলেপ সৃষ্টি কারাকো কী বলা হয় ?
(ক) ইলেকট্রোটাইপিং                     (খ) ইলেকট্রোপ্লেটিং
(গ) ইলেকট্রোফিলিং                      (ঘ) ইলেকট্রোড্রিলিং
২৩২. রাসায়নিক বিক্রিয়া কী উদ্দেশ্য নিয়ে সম্পন্ন করা হয় ?
(ক) প্রয়োজনীয় উৎপাদ ও শক্তি উৎপাদন
(খ) প্রয়োজনীয় বিক্রিয়াক ও শক্তি প্রাপ্তি
(গ) বন্ধন ভেঙে নতুত বন্ধন গঠন
(ঘ) প্রিয়োজনীয় তাপ গ্রহণ ও শোষণ
২৩৩. রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদিত পদার্থের স্বাস্থ্য, পরিবেশ ও আর্থিক ক্ষতি রোধ করার জন্য কী প্রোজন ?
(ক) যথাযথ অইনি পদক্ষেপ                           (খ) জরিমানা ও অর্থদন্ড
(গ) প্রতি কারমূলক ব্যবস্থা                             (ঘ) আন্তর্জাতিক আইন আনুসরণ
২৩৪. ধাতব আয়ন কীভাবে ক্ষয়প্রাপ্ত হয় ?
(ক) এতে মরিচা পড়লে
(খ) এতে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ সংস্পর্শে আসলে
(গ) এতে বায়ুর প্রধান উপাদানের সংস্পর্শে আসলে
(ঘ) এটি পানির সংস্পর্শে আসলে
২৩৫.আয়নের মরিচার কাবল থেকে রক্ষা করার উপায় কী ?
(ক) বায়ুর সংস্পর্শে থেকে দূরে রাখা
(খ) বায়ু ও পানির সংস্পর্শে থেকে দূরে রাখা
(গ) পানির সংস্পর্শে  থেকে দূরে রাখা
(ঘ) জলীয়  বাষ্পের সংস্পর্শে থেকে দূরে রাখা 
২৩৬. লোহার  জিনিকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালবাইজিং এর কাজে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয় ?
(ক) ${Al}$                     (খ) ${Zn}$
(গ) ${Cu}$                      (ঘ) ${Pl}$ 
২৬৭. একটি ধাতুর এপর টিনের প্রলেপ দেয়াকে কী বলা হয় ?
(ক) ইলেকট্রোটাইপিং                           (খ) ইলেকট্রোপ্লেটিং
(গ) তড়িৎ লেপনিং                              (ঘ) টিন প্লেটিং
২৩৮. তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং- এর উদ্দেশ্য-
$i.$ ধাতুর জিনিসপএকে জলবায়ু থেকে রক্ষা করা 
$ii.$ জিনিসপএের স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি করা 
$iii.$ চকচকে ও আকর্ষণীয় করে তোলা
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$               (খ) $i$ ও $iii$                     (গ) $ii$ ও $iii$              (ঘ) $i,ii$ ও $iii$ 
২৩৯. ধাতুর ক্ষয় রোধ করা যায়-
$i.$ গ্যালভানাইজিং করে 
$ii.$ ইলেকট্রোপ্লেটিং করে 
$iii.$ সংকর ধাতু ব্যবহার করে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                      (খ) $i$ ও $iii$               (গ) $ii$ ও $iii$               (ঘ) $i,ii$ ও $iii$
নিচের অনুচ্ছেদ পড় এবং ২৪০ ও ২৪১ নং প্রশ্নের উওর দাও :
কামনুর নাহারের মায়ের দেয়া লোহার কাড়াইটিতে জং ধরে যাওয়ায় এতে আর রান্ন করা যায় না । তাই তিনি আব্দুলকে বলে কড়াইটিকে গ্যালভানাইজিং করিয়ে আনলেন
২৪০. আব্দুল কোন প্রক্রিয়ার সাহায্যে কড়াই সারিয়ে আনে ?
(ক) তড়িৎ প্রলেপ                (খ) তড়িৎ বিশ্লেষণ
(গ) টিন প্লেটিং                       (ঘ) অধঃক্ষেপন 
২৪১. উক্ত কাজটি করার উদ্দেশ্য-
$i.$ ধাতুর ক্ষয়রোধ
$ii.$ বায়ু ও পানির সংস্পর্শ থেকে লোহাকে দূরে রাখা
$iii.$ লোহা ও জিঙ্কের সংকর ধাতুর তৈরি করা 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$               (খ) $i$ ও $iii$                 (গ) $ii$ ও $iii$             (ঘ) $i,ii$ ও $iii$
 ২৪২. রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদে পরিমাণ কোনটি দ্বারা প্রভাবিত হয় না ?
(ক) তাপমাএা                  (খ) পাএ
(গ) চাপ                          (ঘ) ঘনমাএা
২৪৩. কোন বাক্যটি সঠিক ?
(ক) সাম্যাবস্থা স্থিতাবস্থ                              (খ) সাম্যাবস্থা বিপরীত গতির অবস্থা
(গ) সাম্যাবস্থা গতিময় অবস্থা                     (ঘ) সাম্যাবস্থা একমুখী গতির অবস্থা
২৪৪. যে সকল বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় পদার্থের মোল সংখ্যা সমান সে সকল বিক্রিয়ার ক্ষেএে নিচের কোন উক্তিটি সত্য ?
(ক) চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকো যায় 
(খ) চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া টেছন দিকে যায় 
(গ) চাপের কোনো প্রভাব নেই
(ঘ) চাপ হ্রাস করলে বিক্রিয়া পেছন দিকে যায় 
২৪৫. বিক্রিয়ার হার কোনটি ?

(ক) বিক্রিয়কের ভৌত পরিবর্তন
ঐ পরিবর্তনের সাধনে ব্যয়িত সময়
(খ) উৎপাদের ঘনমাএা
সময়

বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাএার পরিবর্তন
ঐ পরিবর্তন সাধনে ব্যয়কৃত সময় 



বিক্রিয়কের ঘনমাএা 
সময়  
২৪৬. লা- শাতেলিয়েরের নীতি অনুযায়ী- 
তাপ ; বিক্রিয়ায় বিক্রিয়ক যোগ করলে সাম্যাবস্থার কী পরিবর্তন ঘটবে ?
(ক) ডানে সরে যাবে                (খ) বামে সরে যাবে 
(গ) অপরিবর্তিত থাকবে         (ঘ) মান অপরিবর্তিত হবে 
২৪৭.কখন গ্যাসীয় বিক্রিয়ার সআম্যাবস্থা চাপ দ্বারা প্রভাবিত হয়  না ?
(ক) যখন বিক্রিয়ার উভয় পাশে অনু সংখ্যা সমান 
(খ) যখন বিক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে 
(গ) যখন বিক্রিয়ার উভয় পাশে অনু সংখ্যা সসমান হয় না
(ঘ) যখন প্রভাবক ব্যবহৃত হয় 
২৪৮. উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ নিচের কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত ?
(ক) ফাযানের নিতি               (খ) সাম্যাবস্থার নীতি
(গ) লা-শাতেলিয়ের নীতি               (ঘ) থমসনের নীতি
২৪৯.যে  সকল বিক্রিয়ায় গ্যাসীয় অণুর সংখ্যা পরিবর্তন হয় না সে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার ওপর চাপ প্রয়োগে কী হয় ?
(ক) সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে
(খ) সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে 
(গ) বিক্রিয়া বিপরীতমুখী হবে 
(ঘ) সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে 
২৫০.যে বিক্রিয়ায় গ্যাসীয় অণুরসংখ্যা হ্রাস পায়, চাপ বাড়ালে সে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হয় ?
(ক) সামনের দিকে               (খ) পশ্চাৎ দিকে 
(গ) নিচের দিকে                       (ঘ) উপরের দিক 
২৫১.বিক্রিয়ার গতির ওপর প্রভাব নেই কোনটির ?
(ক) তাপমাএা                    (খ) বিক্রিয়কের ঘনমাএা
(গ) প্রভাবক                        (ঘ) বিক্রিয়া পাএের আকার 
২৫২. ${2NO(g) + O_2(g) = 2NO_2(g)}$ বিক্রিয়াটির সিস্টেম চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হাওয়ার কারণ কী ?
(ক) বিক্রিয়ার ফলে সিস্টেমের চাপ বেড়ে যায় বলে 
(খ) বিক্রিয়কের মোট অণু উৎপাদের অণুর সংখ্যার চেয়ে কম বলে 
(গ) বিক্রিয়ক উৎপাদ্র সকলেই গ্যাস বলে 
(ঘ) বিক্রিয়ায় অণুর সংখ্যা হ্রাস পায় বলে 
২৫৩.এ বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাএা কমালে নিচের কোনটি ঘটবে ?

(ক) অ্যিমোনিয়ার উৎপাদন বন্ধ থাকবে 
(খ) অ্যামোনিয়ার উৎপাদন বেশি হবে
(গ) অ্যামোনিয়ার উৎপাদন কম হবে 
(ঘ) অ্যামোনিয়ার উৎপাদন বাধাগ্রস্ত হবে 
২৫৪. বিক্রিয়াকের ঘনমাএা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে কোন দিকে স্থনান্তরিত হয় ?
(ক) ডানে                (ঘ) বামে
(গ) যেকোনো এক দিকে      (ঘ) কোনো দিকে নয়
২৫৫. বিক্রিয়ায় $(NH_3) কে উচ্চ চাপ প্রয়োগে তরল করা হলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয় ?
(ক) কোনো দিকে নয়               (খ) বামে
(গ) ডানে                               (ঘ) যেকোনো এক দিকে
২৫৬. কোন বিক্রিয়ার সাম্যাবস্থায়  চাপের প্রভাব নেই ?
(ক) ${2NO_2(g) = N_2O_4(g) }$                 (খ) ${N_2(g) + 2H_2(g) =2NH_3(g)}$  
(গ) ${2H_2(g) + O_2(g) + 2H_2O(g)}$          (ঘ) ${H_2(g) + I_2(g) = 2HI(g)}$ 
২৫৭. চাপের প্রভাব আছে কোনটিতে ?
(ক) ${H_2(g) = I_2(g) = 2HI(g)}$
(খ) ${N_2O_4(g) = 2NO_2(g)}$
(গ) ${AgNO_3(l) + NaCl(l) = NaNO_3(l) + AgCl(s)}$
(ঘ) ${C(s) + O_2(g) = CO_2(g)}$
২৫৮. তাপমাএা বাড়ালে কোনটি ঘটে ?
(ক) বিক্রিয়ার গতি বাড়ে                   (খ) বিক্রিয়ার গতি কমে 
(গ) বিক্রিয়ার গতি অপরিবর্তিত থাকে  (ঘ) অন্য ধরনের বিক্রিয়া হয়   
২৫৯. বিক্রিয়ায় তাপ প্রয়োগ কী ঘটবে ?
 
        
(ক) বিক্রিয়াটির সামনের দিকে অগ্রসর হবে 
(খ) বিক্রিয়াটি পশ্চাৎ দিকে সরে যাবে
(গ) ${A}$ ও ${B}$ গ্যাসদ্বয় বেশি পরিমাণে বিক্রিয়া করবে
(ঘ) তাপের প্রভাব ঘটবে না
২৬০. বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কী ঘটবে ?
(ক) ${NH_3}$ উৎপাদে হ্রাস পাবে               (খ) ${NH_3}$ উৎপাদন বৃদ্ধি পাবে
(গ) বিক্রিয়া বন্ধ হয়ে যাবে                    (ঘ) বিক্রিয়া স্থির থাকবে 
২৬১. বিক্রিয়ায় একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণকে কী বলে ?
(ক) বিক্রিয়ার হার                   (খ) বিক্রিয়ার সাম্যাবস্থা
(গ) বিক্রিয়ার গতিশীলতা             (ঘ) বিক্রিয়ার  উভমুখীতা
২৬২. বিক্রিয়াক এবং উৎপাদের ঘনমাএআকে কী এককে প্রকাশ করা হয় ?
(ক) মোল-লিটার $^{-1}$               (খ) মোল-লিটার $^{-1}$ সময় $^{-1}$
(গ) মোল-সময় $^{-1}$                  (ঘ)মোল- কিলোজুল $^{-1}$ 
২৬৩. বিক্রিয়কের ঘনমাএা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয় ?
(ক) হ্রাস পায়          (খ) বৃদ্ধি পায় 
(গ) হ্রাস বা বৃদ্ধি পায়         (ঘ) অসীম হয় 
২৬৪. বিক্রিয়ার তাপমাএা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয় ?
(ক) বৃদ্ধি পায়                 (খ) হ্রাস পায়
(গ) হ্রাস বা বৃদ্ধি পায়           (ঘ) অসীম হয় 
২৬৫. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেএফল বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয় ?
(ক) বৃদ্ধি পায়           (খ) হ্রাস পায়
(গ) হ্রাস বা বৃদ্ধি পায়        (ঘ) অসীম হয় 
২৬৬. বিক্রিয়ার ঘনমাএা বাড়লে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হয় ?
(ক) বাম দিকে যাবে                   (খ) ডান দিকে যাবে 
(গ) সাম্যাবস্থায় থাকবে             (ঘ) ডান ও বাম দিকে যাবে 
২৬৭. প্রভাবক ব্যবহারে বিক্রিয়ার হার-
(ক) হ্রাস পায়             (খ) বৃদ্ধি পায় 
(গ) হ্রাস বা বৃদ্ধি পায়          (ঘ) অসীম হয় 
২৬৮.বিক্রিয়াটির-

$i.$ বিপরীতমুখী অংশটি তাপহারী
$ii.$ সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে ${HI}$ এর পরিমাণ কমে যাবে 
$iii.$ সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $iii$          (গ) $ii$ ও $iii$           (ঘ) $i,ii$ ও $iii$ 
২৬৯. বিক্রিয়াটির-

$i.$ সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী এবং বিপরীত বিক্রিয়াটি তাপহারী
$ii.$ সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পায়
$iii.$ উৎপাদের পরিমাণ নিয়ামক দ্বারা প্রভাবিত হয় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                  (খ) $i$ ও $iii$            (গ) $ii$ ও $iii$         (ঘ) $i,ii$ ও $iii$
২৭০.  কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাএা বাড়ালে-
$i.$ সম্মুমুখী বিক্রিয়ার  বেগ বাড়বে
$ii.$ সাম্যাবস্থার পরিবর্তন ঘটেবে
$iii.$ পশ্চৎমুখী বিক্রিয়ার বেগ বাড়বে 
নিচের কোনটি সঠিক ?
(ক)   
২৭১. বিক্রিয়ার হার- 
$i.$ তাপমাএা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
$ii.$  বিক্রয়কের গনমাএা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়
$iii.$ সকল ক্ষেএে চাপ প্রয়োগ বৃদ্ধি পায় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$          (খ) $i$ ও $iii$          (গ) $ii$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$ 
নিচের বিক্রিয়া থেকে ২৭২ ও ২৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : 
তাপ
২৭২. উপরের বিক্রিয়াটির জন্য নিচের কোনটি সঠিক ?
(ক) এ বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া
(খ) এ বিক্রিয়াটি একটি অধঃক্ষেপণ বিক্রিয়া
(গ) তাপমাএা বৃদ্ধি করলে সম্মুখ বিক্রিয়ার গতির হার বৃদ্ধি পায়
(ঘ) সাম্যাবস্থার উপর তাপের কোনো প্রভাব নেই 
২৭৩. বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকাকালে-
$i.$ তাপমাএা বৃদ্ধি করলে বিক্রিয়কের পরিমাণ কমবে
$ii.$ চাপ হ্রাস করলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে 
$iii.$ ঘনমাএা বাড়লে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$             (খ) $i$ ও $iii$           (গ) $ii$ ও $iii$              (ঘ) $i,ii$ ও $iii$ 
নিচের বিক্রিয়াটি লক্ষ কর ২৭৪ ও ২৭৫ নং প্রশ্নের উওর দাও :
২৭৪. বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে কী হবে ?
(ক) উৎপাদন বৃদ্ধি পাবে                   (খ) উৎপাদন হ্রাস পাবে 
(গ) বিক্রিয়ার হার হ্রাস পাবে              (ঘ) তাপ শোষিত হবে 
২৭৫. বিক্রিয়াটির সাম্যাবস্থার ওপর প্রভাব বিস্তার করে -
$i.$ প্রভাবক
$ii.$ তাপমাএা
$iii.$ ঘনমাএা
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$             (খ) $i$ ও $iii$             (গ) $ii$ ও $iii$             (ঘ) $i,ii$ ও $iii$ 
নিচের লেখচিএ থেকে ২৭৬ ও ২৭৭ নং প্রশ্নের উওর দাও :


২৭৬. চিএে ${PQ}$ অংশ দ্বারা কী বোঝানো হয়েছে ?
(ক) সাম্যাবস্থা              (খ) সম্মুখ বিক্রিয়া
(গ) বিপরীত বিক্রিয়া       (ঘ) গতিহীন অবস্থা
২৭৭. উদ্দীপকের বিক্রিয়ায়-
$i.$ বিপরীত বিক্রিয়ায় ${H_2O_2}$ এর পরিমাণ বৃদ্ধি করলে ${H_2}$ পরিমাণে বৃদ্ধি পায় 
$ii.$ বিপরীত বিক্রিয়ায় ${H_2O_2}$ এর ঘনমাএা বৃদ্ধি করলে ${O_2}$ এর ঘনমাএা বৃদ্ধি পায়
$iii.$ সম্মুখ বিক্রিয়ায় ${H_2}$ বা ${O_2}$ এর ঘনমাএা বৃদ্ধি করলে ${H_2O_2}$ এর ঘনমাএা বৃদ্ধি পায় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$             (খ) $i$ ও $iii$           (গ) $ii$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$ 
২৭৮. এসিড ক্ষারকের বিক্রিয়ায় লিটমাস কাগজ নিরপেক্ষ হয় কেন ?
(ক) বিক্রিয়া বিদুৎ পরিবহনে সক্ষম বলে
(খ) বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় বলে
(গ) বিক্রিয়ায় ${H^{+}}$ ও ${OH^{-}}$ আয়ন পানিতে পরিণত হয় বলে
(ঘ) বিক্রিয়ায় অম্লীয় ও ক্ষারীয় ধর্ম তীব্র হয় বলে 
২৭৯. ${0.1}$ মোলার ${HCl}$ দ্রবণকে কী বলা হয় ?
(ক) সেমি মোলার দ্রবণ                (খ) ডেসি মোলার দ্রবণ
(গ) মোলার দ্রবণ                           (ঘ) মোলার দ্রবণ
২৮০. ${0.5}$  মোলার ${Na_2CO_3}$ দ্রবণকে কী বলা হয়
(ক) সেমি মোলার দ্রবণ               (খ) ডেসি মোলার দ্রবণ 
(গ) মোলার দ্রবণ                         (ঘ) মোলারদ্রবণ
২৮১. ${1L}$ দ্রবণে ${36.5gHCl}$ দ্রবীভূত থাকলে দ্রবনের ঘনমাএা কত হয় ?
(ক) ${0.1M}$                (খ) ${0.5M}$
(গ) ${1.0M}$                   (ঘ) ${0.25M}$ 
২৮২.${5} মিলি ${0.1}$ মোলার ${HCl}$ দ্রবণকে কত গ্রাম ${HCl}$ দ্রবীভূত আছে?
(ক) ${0.18g}$                (খ) ${0.18g}$
(গ) ${0.11g}$                 (ঘ) ${0.011g}$  
২৮৩. ${5}$ মিলি ${0.1}$ মোলার ${HCL}$ দ্রবণকে ${0.1M  Na_2CO_3}$ দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত গ্রাম ${Na_2CO_3}$ লাগবে ?
(ক) ${0.18g}$                   (খ) ${0.011g}$ 
(গ) ${0.026g}$                  (ঘ) ${0.035g}$
২৮৪.${HCl}$ এর জলীয় দ্রবণ লিটমাস কাগজে কী বর্ণ ধরণ করে ?
(ক) লাল                 (খ) নীল
২৮৫. ${2HCl + Na_2CO_3\longrightarrow 2NaCl + H_2O + CO_2 ;}$ এ বিক্রিয়ায় ক্ষারক হিসেবে কী ব্যবহৃত হয়েছে ?
(ক) ${HCl}$                 (খ) ${Na_2CO_3}$ 
(গ) ${NaCl}$                 (ঘ) ${H_2O}4$
২৮৬. ${Na_2CO_3}$ ও ${HCl}$ এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ?
(ক) ${Na_2O,H_2O,CO}$            (খ) ${Na,Na(OH)_2,Cl_2}$ 
(গ) ${NaCl,H_2O,CO_2}$              (ঘ) ${NaOH,H_2O,O_2}$
২৮৭. এসিড , কার্বনেটের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে ?
(ক) হাইড্রোজেন               (খ) অকক্সিজেন
(গ) কার্বন মনোক্সাইড        (ঘ) কার্বন ডাইঅক্সাইড
২৮৮. ${2HCl + Na_2CO_3\longrightarrow2NaCl + H_2O + CO_2}$ এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) প্রশমন বিক্রিয়া               (খ) প্রতিস্থাপন বিক্রিয়া
(গ) দহন বিক্রিয়া                      (ঘ) অধঃক্ষেপন বিক্রিয়া
২৮৯. ${0.1}$ মোলার ${Na_2CO_3}$ দ্রবণ বলতে কী বোঝায় ?
(ক) ${1 kg}$ দ্রবণে ${21.2g Na_2CO_3}$ দ্রবীভূত আছে
(খ) ${1 kg}$ দ্রবণে ${21.2g Na_2CO_3}$ দ্রবীভূত আছে 
(গ) ${1L}$ দ্রবণে ${21.2gNa_2CO_3}$ দ্রবীভূত আছে 
(ঘ) ${1L}$ দ্রবণে ${10.6g Na_2 CO_3}$ দ্রবীভূত আছে
২৯০. ${2HCl + Na_2CO_3\longrightarrow2NaHCl + H_2O + CO_2}$ এ বিক্রিয়া শেষ দ্রবণের ${PH}$ কত হবে ?
(ক) ${12}$                 (খ) ${7}$ 
(গ) ${4}$                     (ঘ) ${0}$
২৯১. ${50mL 0.1 HCl}$ দ্রবণে ${HCl}$ এর মোল সংখ্যা কত ?
(ক) ${0.18gm}$             (খ) ${0.22gm}$ 
(গ) ${0.1gm}$                 (ঘ) ${0.15gm}$ 
২৯২. ${2HCl + Na_2CO_3\longrightarrow2NaCl + H_2O + CO_2;}$ এ বিক্রয়ায় এসিড ও ক্ষারের কোন আয়ন বিক্রিয়া অংশগ্রহণ করে না ?
(ক) ${H^{+}}$ এবং ${Cl^{-}}$                   (খ) ${H^{+}}$ এবং ${CO^{-2}}$ 
(গ) ${BNa^{+}}$ এবং ${CO_3^{-2}}$      (ঘ) ${Cl^{-}}$ এবং ${Na^{-}}$ 
২৯৩. যে বিক্রিয়ায় এসিড থেকে উৎপন্ন ${H^{+}}$ আয়ন ক্ষার থেকে উৎপন্ন ${OH^{-}}$ আয়নের সাথে যুক্ত হয়ে অবিযোজিত পানির অণু গঠন করে তাকে কী বলে ? 
(ক) প্রশমন বিক্রিয়া           (খ) প্রতিস্থাপন বিক্রিয়া
(গ) রিডক্স বিক্রিয়া             (ঘ) জারণ-বিজারণ বিক্রিয়া 
২৯৪. এসিডের ধর্ম হলো-
$i.$  নীল লিটমাসকে লাল করে 
$ii.$ টক স্বাদযুক্ত
$iii.$ পানিতে ${H^{+}}$ তৈরি করে 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$             (খ) $i$ ও $ii$                 (গ) $i$ ও $iii$                (ঘ) $i,ii$ ও $iii$ 
২৯৫. ${2HCl + Na_2CO_3\longrightarrow2NaCl + H_2O + CO_2}$ এ বিক্রিয়ায়-
 $i.$ এসিড ${HCl}$ 
 $ii.$ ক্ষারক ${Na_2CO_3}$
$iii.$ লবণ ${NaCl}$ 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও  $ii$                 (খ) $i$  ও $iii$                    (গ) $ii$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$ 
২৯৬. কার কার মধ্যে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে ?
(ক) ধাতুর সাথে এসিডের                     (খ) অধাতুর সাথে এসিডের
(গ) লবণের সাথে এসিডের                  (ঘ) ক্ষারকের সাথে এসিডের
২৯৭. এ বিক্রিয়াকে বলা হয়-
$i.$ প্রশমন বিক্রিয়া
$ii.$ ননরেডক্স বিক্রিয়া 
$iii.$ প্রতিস্থাপন বিক্রিয়া
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$              (খ) $i$ ও $ii$                (গ) $i$ ও $iii$                 (ঘ) $i,ii$ ও $iii$ 
নিচের অণুচ্ছেদ পড় এবং ২৯৮ ও ২৯৯ নং প্রশ্নের উওর দাও :
${10g Na_2CO_3}$ কে পানিতে দ্রবীভূত করে ${500}$ মিলি করা হলো । এ দ্রবণ থেকে ${50}$ মিলি নিয়ে টাইট্রেশন করে শেষ বিন্দুতে পৌঁছাতে ${0.1M HCl}$ এর ${10}$ মিলি প্রয়োজন হলো ।
২৯৮. ${Na_2CO_3}$ এর ঘনমাএা কত ?
(ক) ${0.01M}$         (খ) ${0.02M}$ 
(গ) ${0.001M}$         ৯ঘ) ${0.002M}$
২৯৯.নিচের বিবৃতিগুলো লক্ষ কর -
$i.$ দ্রবণে ${Na_2CO_3}$ এর পরিমাণ ${0.53g}$ 
$ii.$ ${NaCO_3}$ এর গ্রাম আণবিক ভর ${106g}$ 
$iii.$ শেষ বিন্দুতে ${P^{H}}$ এর মার ${7}$ এর চেয়ে কম হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$             (খ) $i$ ও $iii$                (গ) $ii$ ও $iii$            (ঘ) $i,ii$ ও $iii$
৩০০. কোনটি অধঃক্ষেপন বিক্রিয়া ?
(ক) ${NaOH(aq) + HCl (aq)\longrightarrow NaCl(aq) + H_2O(l)}$
(খ) ${NaCl(aq) + AgNO_3(aq)\longrightarrow NaNO_3(aq) + AgCl(s)}$ 
(গ) ${Zn(s) + H_2SO_4(aq)\longrightarrow ZnSO_4(aq) + H_2(g)}$
(ঘ) ${2H_2O(l)\longrightarrow 2H_2(g) + O_2(g)}$
৩০১. অধঃক্ষেপন বিক্রিয়ার অন্য নাম কী ?
(ক) প্রশমন বিক্রিয়া                   (খ) দ্রবণ বিক্রিয়া
(গ) সাধারণ বিক্রিয়া                    (ঘ) দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া
৩০২. ${FeSO_4(aq) + 2NaOH (aq)\longrightarrow Fe(OH_2)(s) + Na_2SO_4(aq) এ বিক্রিয়ায় দর্শক আয়ন কোনগুলো ?
(ক) ${Ha^{+}}$  এবং ${SO_4^{-2}}$                (খ) ${Na^{+}}$ এবং ${OH^{-}}$ 
(গ) ${Fe^{+3}}$  এবং ${SO_2^{-2}}$                (ঘ) ${Fe^{+3}}$ এবং ${OH^{-}}$
৩০৩. ${FeSO_4(aq) + 2NaOH(aq)\longrightarrow Fe(OH)_2(s) + Na_2SO_4(aq)}$  এ বিক্রিয়ায় কোনটির অধঃক্ষেপ পড়ে ?
(ক) ${FeSO_4(aq)}$                   (খ) ${NaOH(aq)}$ 
(গ) ${Fe(OH)_2(s)}$                   (ঘ) ${Na_2SO_4(aq)}$
 ৩০৪ . অধঃক্ষেপণ বিক্রিয়ায় যে আয়নগুলোবিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদের কী বলে ?
(ক) ধনাত্মক আয়ন                 (খ) ঋনাত্মক আয়ন
(গ) নিরপেক্ষ আয়ন                 (ঘ) দর্শক আয়ন
৩০৫. ${FeSO_4(aq) + 2NaOH(aq)\longrightarrow  Fe(OH)_2(s) + Na_2SO_4 (aq)}$ এ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দুটি কী ধরনের যৌগ ?
(ক) সমযোজী যৌগ                (খ) ধতব যৌগ
(গ) আয়নিক যৌগ                    (ঘ) অধাতব যৌগ
৩০৬. ${FeSO_4}4 এর সাথে ${NaOH}$ দ্রবন বিক্রিয়া করে পানিতে অদ্রবণীয় ${Fe(OH)_2}$ এর যো অধঃক্ষেপন উৎপন্ন হয় তা কী বর্ণের ?
(ক) সাদা                     (খ) হালকা সবুজ
(গ) গাঢ় নীল                (ঘ) হালকা বাদামি
৩০৭. ${FeSO_4(aq) + 2NaOH (aaq)\longrightarrow Fe(OH)_2(s) + Na_2SO-4(aq)}$ এই বিক্রিয়াটি-
$i.$ একটি নন-রেডক্স 
$ii.$ এতে ইলেকট্রন স্থনান্তর ঘটে না
$iii.$ এটি জারণ-বিজারণ বিক্রিয়া
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$                     (খ) $i$ ও $ii$
(গ) $i$ ও $iii$           (ঘ) $i,ii$ ও $iii$
নিচের উদ্দীপকটি পড় এবং ৩০৮ ও ৩০৯ নং প্রশ্নের উওর দাও :
একটি টেস্টটিউবে একটি যৌগের দ্রবণ নেয়া হলো, তারপর তাতে ফোঁটা ফোঁটা ${NaOH}$ দৃবণ যোগ করা হলো, কিছুক্ষণ পর দেখা গেল টেস্টটিউবের তলায় সবুজ বর্ণের অধঃক্ষেপ জমছে ।
৩০৮. এই সবুজ অধঃক্ষেপ কী ?
(ক) ${CuSO_4}$                   (খ) ${Fe(OH)_2}$
(গ) ${Al(OH)_3}$                 (ঘ) ${FeSO_4}$ 
৩০৯. উদ্দীপকের বিক্রিয়ায়-
$i.$ ${Fe^{++}}$ ও ${OH^{-}}$ যুক্ত হয়ে অধঃক্ষেপন উৎপন্ন করে 
$ii.$ ইলেকট্রন স্থানান্তর ঘটে
$iii.$ ${Na^{+}}$ এবং ${SO_2^{-2}}$ দর্শক আয়ন হিসাবে থাকে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                   (খ) $i$ ও $iii$          (গ) $ii$ ও $iii$                  (ঘ) $i,ii$ ও $iii$ 
৩১০. ${Zn + CuSO_4\longrightarrow ZnSO_4 + Cu}$ বিক্রিয়াটিতে কোনটিতে বিজারক ?
(ক) ${Zn}$                      (খ) ${CuSO_4}$ 
(গ) ${ZnSO_4}$               (ঘ) ${Cu}$
৩১১.

 (ক)${CH_3CH_2-O-\overset O{\overset{\vert\vert}C}-CH_3}$          (খ) ${CH_3CH-O-\overset O{\overset{\vert\vert}C}-n}$
(গ) ${CH_3COO-CH_2-CH_3}$                   (ঘ) ${CH_3CH_2-CH-3}$ 
৩১২. ${LiAIH_4}$-এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ?
(ক) ${+1}$                    (খ) ${-1}$
(ঘ) ${+2}$                     (ঘ) ${-2}$
৩১৩. কোরটি জারণ বিক্রিয়া ?
(ক) ${Sn^{++}\longrightarrow 2e^{-} + Sn^{++++}}$           (খ) ${2Hg^{++} + 2e\longrightarrow 2Hg}$
(গ) ${Cl_2 + 2e \longrightarrow 2Cl_1}$                  (ঘ) ${Fe^{3+} + e^{-} \longrightarrow Fe^{2+}}$
৩১৪. ${K_2Cr_2O_7}$ এ ${Cr}$ এর জারণ সংখ্যা কত ?
(ক) ${-6}$                 (খ) ${+6}$ 
(গ) ${-1}$                   (ঘ) ${+1}$
৩১৫. কোনটি বিজারক পদার্থ ?
(ক) ${O_2}$                (খ) ${Na}$
(গ) ${F_2}$                 (ঘ) ${Br_2}$
৩১৬. কোনটি জারক পদার্থ ?
(ক)  ${CO}$              (খ) ${H_2S}$
(গ) ${H_2}$               (ঘ) ${O_2}$ 
৩১৭. ধাতব হাইড্রোজেনের জারণ সংখ্যা কত ?
(ক) ${+1}$                  (খ) ${+2}$ 
(গ) ${-1}$                    (ঘ) ${-2}$ 
৩১৮. কোনটি তাপহারী বিক্রিয়া ?
(ক)  ${N_2(g) + O_2(g)\xrightarrow {\;\;\;\;\;\;}2NHO_2(g)}4$
(খ) ${N_2(g) + O_2(g) \longrightarrow 2NO(g)}$ 
(গ) ${C(s) + O_2(g) \longrightarrow CO_2(g)}$
(ঘ) ${2H_2(g) + O_2(g) \longrightarrow H_2O(l)}$ 
৩১৯. ${NH_4CNO\longrightarrow }$ কী হবে ? 
 (ক) ${CH_4\;-\overset O{\overset{\vert\vert}C}-OH}$          (খ) ${NH_2-\overset O{\overset{\vert\vert}C}-NH\_2}$
(গ) ${NH_3CO_2N_2}$                      (ঘ) ${NH_4OHC}$
৩২০. ${CH_3COOC_2H_5 + H_2O = CH_3COOH + C_2H_5- OH}$ বিক্রিয়াটি কোন প্রকারের ? 
(ক) জারণ বিজারণ           (খ) পানিযোজন
(গ) আর্দ্রবিশ্লেষণ                 (ঘ) বিযোজন
 ৩২১. কোন যৌগে সমানুকরণ বিক্রিয়া হয় ?
(ক) ${CH_3COOH}$               (খ) ${Al(OH)_3}$ 
(গ) ${NH_4CNO}$                  (ঘ) ${FeCl_3}$
৩২২. সংশ্লেষণ বিক্রিয়া কোনটি ?
(ক) ${H_2(g) + Cl_2(g)\longrightarrow 2HCl(g)}$
(খ) ${PCl_5(l){delta}\xrightarrow PCl_3(l) + Cl_2(g)}$ 
(গ) ${2Na(s) + CuSO_4(aq)\longrightarrow Na_2SO_4(aq) + Cu(s)}$ 
(ঘ) ${2Mg(s) + O_2(g)\longrightarrow 2MgO(s)}$ 
৩২৩. কোনটি টালেন বিকরণ  ?
(ক) ${[Ag(NH_3)_2]^+Cl}$                   (খ) ${[Cu(NH_3)_4^{2+}}$
(গ) ${[Ag(NH_3)_2]^+OH^-}$               (ঘ) ${ZnCl_2 + }$গাঢ় ${HCl}$   
৩২৪.  পলিথিনের মনোমার কোনটি ? 
(ক) ${CH\equiv CH}$                       (খ) ${CH_2 = CH_2}$
(গ) ${CH_2 = CH - H_3}$                 (ঘ) ${CH_4}$ 
৩২৫. লোহা ${+}$ আক্সিজেন ${\xrightarrow{জলীয় বস্তু}}$ ?
(ক) কার্বন ডাইঅক্সাইড                    (খ) মরিচা
(গ) ভেজা লোহা                                 (ঘ) পার অক্সাইড
৩২৬. এন্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় ?
 (ক) প্রশম                    (খ) দহন
(গ) সংযোজন                 (ঘ) প্রতাস্থাপন
৩২৭.  গ্যালভানাইজিং কী ?
(ক) ${Ni}$ এর প্রলেপ                   (ক) ${Cr}$ এর প্রলেপ
(গ) ${Zn}$ এর প্রলেপ                  (ঘ) ${Fe}$ এর প্রলেপ
৩২৮. নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই ?
(ক)
(খ) 

(গ) 

(ঘ) 
৩২৯. কোন বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই ?
(ক) 

(খ) 
(গ) ${2Al + 3Cl\longrightarrow 2AlCl_3}$
(ঘ) 
৩৩০. বিক্রিয়ার হারের একক কী ?
(ক) মোল-লিটার${^-1}$                   (খ) মোল- লিটার${^-1}$  সময়${^-1}$
(গ) মোল-সময়${^-1}$                    (ঘ) মোল-কিলোজুল${^-1}$
৩৩১. 



বিক্রিয়াটিতো চাপ প্রয়োগ করলে-
$i.$ সম্মুখ বিক্রিয়ার বেগ বাড়বে
$ii.$ পশ্চাৎ বিক্রিয়ার বেগ বাড়বে
$iii.$ সাম্যাবস্থা বামদিকে সরে যাবে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                 (খ) $i$ ও $iii$                (গ) $ii$ ও $iii$               (ঘ) $i,ii$ ও $iii$ 
৩৩২. জারক পদার্থ-
$i.$ ${Cl_2}$
$ii.$ ${O_2}$
$iii.$ ${C}$
নিচের কোনটি সঠিক ? 
 (ক) $i$ ও $ii$               (খ) $i$ ও $iii$              (গ) $ii$ ও $iii$                (ঘ) $i,ii$ ও $iii$            
৩৩৩. ${CO_2 + C\longrightarrow 2CO}$ বিক্রিয়ায়-
$i.$ কার্বন জারক
$ii.$ কার্বন ডাইঅক্সাইড জারক 
$iii.$ কার্বন জারিত হয়েছে
নিচের কোনটি সঠিক ? 
(ক) $i$ ও $ii$                (খ) $i$ ও $iii$               (গ) $ii$ ও $iii$                         (ঘ) $i,ii$ ও $iii$ 
 নিচের সমীকরণের আলোকে ৩৩৪ ও ৩৩৫ নং প্রশ্নের উওর দাও :
${MnO_2 + 4HCl = MnCl_2 + Cl_2 + 2H_2 O}$
৩৩৪. বিক্রিয়াটিতে কোনটি জারক ?
(ক) ${MnO_2}$                (খ) ${HCl}$
(গ) ${MnCl_2}$                 (ঘ) ${Cl_2}$
৩৩৫. বিক্রিয়াটিতে -
$i.$ ${MnO_2}$ দ্বারা ${HCl}$ এর জারণ ঘটেছে
$ii.$ ${HCl}$ দ্বারা ${Mno_2}$ এর বিজারণ ঘটেছে
$iii.$ ${MnO_2}$ দ্বারা ${HCl}$ এর বিজারণ ঘটেছে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                (খ) $i$ ও $iii$              (গ) $ii$ ও $iii$                (ঘ) $i,ii$ ও $iii$ 
৩৩৬. কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে উৎপন্ন হয় -
$i.$ ${CO}$
$ii.$ ${Heat}$
$iii.$ ${C}$ কণা
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                  (খ) $i$ ও $iii$               (গ) $ii$ ও $iii$                   (ঘ) $i,ii$ ও $iii$
৩৩৭. রাসায়নিক পরিবর্তনে-
$i.$ নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় 
$ii.$ রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়
$iii$ এ পরিবর্তন স্থায়ী
নিচের কোনটি সঠিক ?
(ক) $i.$ ও $ii$                (খ) $i$ ও iii$                (গ) $ii$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$ 
৩৩৮. অধঃক্ষেপণ    বিক্রিয়ার বঐশিষ্ট্য-
$i.$ বিক্রিয়ক সাধারনত আয়নিক যৌগের হয়
$ii.$ ইলেকট্রন স্থানান্তর ঘটে
$iii.$ উৎপাদে অধঃক্ষেপ পড়ে
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$            (খ) $i$ ও $ii$                   (গ) $ii$ ও $iii$                       (ঘ) $i,ii$ ও $iii$
৩৩৯. মোমের দহন বিক্রিয়ায়
$i.$ নতুন বন্ধন গঠিত হয়
$ii.$ পুরাতন বন্ধন ভেঙে যায়
$iii.$ তাপশক্তি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও ii$                (খ) $i$ ও $iii$                    (গ) $ii$ ও $iii$                  (ঘ) $i,ii$ ও $iii$ 
 নিচের বিক্রিয়াটি থেকে ৩৪০ -৩৪২ নং প্রশ্নের উওর দাও :
${NaCl(aq) + AgNO_3(aq)\longrightarrow NaNO_3(aq) + AgCl(s)}$
৩৪০. এটি কোন ধরনের বিক্রিয়া ?
(ক) অধঃক্ষেপন বিক্রিয়া                          (খ) প্রশমন বিক্রিয়া
(গ) বিযোজন বিক্রিয়া                             (ঘ) রোডক্স বিক্রিয়া
৩৪১. এ বিক্রিয়ায় কোনটি অধঃক্ষিপ্ত হয় ?
(ক) ${NaCl}$                          (খ) ${AgNO_3}$ 
(গ) ${NaNO_3}$                       (ঘ) ${AgCl}$
৩৪২. জলীয় দ্রবণে সৃষ্ট আয়নগুলোর মধ্যে কোন গুচ্ছ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ?
(ক) ${Na^+,Cl^-}$                         (খ) ${Na^+,NO_3^-}$
(গ) ${Cl^-,NO_3^-}$                     (ঘ) ${H^+,OH^-}$ 
নিচের প্রক্রিয়াটির আলোকে ৩৪৩ ও ৩৪৪ নং প্রশ্নের উওর দাও :
মানুষের শরীরে শর্করা জাতীয় খাদ্য নিম্নরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটায়-
${C_6 H_12 O_6(s) + 6O_2(g)\longrightarrow 6CO_2(g) + 6H_2 O + }$ শক্তি
৩৪৩. সংঘটিত বিক্রিয়াটির নাম কী ?
(ক) শ্বসন                 (খ) সালোকসংশ্লরষণ
(গ) ব্যাপন                 (ঘ) অভিস্রবণ
৩৪৪. এ প্রক্রিয়ার সাহায্যে প্রাণী কী করে ?
(ক) ${C_6 H_12 O_6}$ গ্রহণ করে 
(খ) ${CO_2}$ গ্রহণ করে এবং ${CO_2}$ ত্যাগ করে
(গ) ${O_2}4 গ্রহণ করে এবং ${CO_2}$ ত্যাগ করে 
(ঘ) ${H_2 O}$ গ্রহণ করে 
নিচের উদ্দীপকটি দেখে ৩৪৫ ও ৩৪৬ নম্বর প্রশ্নের উওর দাও :
চারটি টেস্টটিউবে ${Na_2 CO_3}$ নিয়ে ১ ও ২ নং টেস্টটিউবে ঠান্ডা পানি এবং ৩ ও ৪ নং টেস্টটিউবে গরম পানি যোগ করা হলো । এরপর ২ ও ৪ নং টেস্টটিউবে ভিনেগার যোগ করা হলো ।
৩৪৫. কোন টেস্টটিউবে সবচেয়ে বেশি বুদবুদ উৎপন্ন হবে ?
(ক) ১ নং                  (খ) ২ নং
(গ) ৪ নং                    (ঘ)৩ নং
৩৪৬. উৎপন্ন বুদবুদ প্রকৃতপক্ষে-
$i.$ ${CO_2}$ উৎপন্ন হওয়ার কারণে নির্গত হয়
$ii.$ ${NO_2}$ উৎপন্ন হওয়ার কারণে নির্গত হয়
$iii.$ ${Na_2CO_3}$ ও ${CH_3COOH}$ এর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 
নিচের কোনটি সঠিক ?
(ক) $i$ ও $ii$                  (খ) $i$ ও $iii$             (গ) $ii$ ও $iii$                    (ঘ) $i,ii$ ও $iii$ 



পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url