chemistry , acid, base and salt

chemistry , acid , base and salt related reactions and characteristics of acid, base ,alkali and salt
এসিডঃ
যে সকল যৌগ সাধারণত জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন $\mathrm{\left(H^+\right)}$ উৎপন্ন করে তাদেরকে এসিড বলে ।
উৎপত্তির ভিত্তিতে এসিড দুই প্রকার ।যথাঃ
১.জৈব এসিড ও 
২.অজৈব এসিড ।
জৈব এসিডঃ
জীব থেকে প্রাপ্ত এসিডকে জৈব এসিড বলে।
যেমনঃ
(ক) ল্যাকটিক এসিডঃ
আণবিক সংকেত: $\mathrm{C_3H_6O_3}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{CH_3-\overset{OH}{\overset{\vert}{C}H}-COOH}$
উৎপত্তিঃ দুধ
(খ)সাইট্রিক এসিডঃ
আণবিক সংকেতঃ $\mathrm{C_6H_8O_7}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{HO-\overset{O}{\overset{\vert \vert}{C}}-CH_2-\overset{\;\;\;\;\;\;COOH}{\underset{\;\;\;OH}{\overset{\vert}{\underset{\vert}{C}}}}-CH_2-COOH}$
উৎপত্তিঃ আঙ্গুর, কমলা, লেবু ।
(গ)অক্সালিক এসিডঃ
আণবিক সংকেতঃ $\mathrm{C_2H_2O_4}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{HO-\overset{O}{\overset{\vert \vert}{C}}-COOH}$
উৎপত্তিঃ টমেটো 
(ঘ)ম্যালিক এসিডঃ
আণবিক সংকেতঃ $\mathrm{C_4H_6O_5}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{HO-\overset{O}{\overset{\vert \vert}{C}}-CH_2-\overset{OH}{\overset{\vert}{C}H}-COOH}$
উৎপত্তিঃ আপেল,আনারস।
(ঙ)টারটারিক এসিডঃ 
আণবিক সংকেতঃ $\mathrm{C_4H_6O_6}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{HO-\overset{O}{\overset{\vert \vert}{C}}-\overset{OH}{\overset{\vert}{C}H}-\overset{OH}{\overset{\vert}{C}H}-COOH}$
উৎপত্তিঃ তেঁতুল।
(চ)এসকরবিক এসিডঃ (vitamin-C)
আণবিক সংকেতঃ $\mathrm{C_6H_8O_6}$
গাঠনিক সংকেতঃ 

উৎপত্তিঃ আমলকি।
(ছ)এসিটিক এসিডঃ
আণবিক সংকেতঃ $\mathrm{C_2H_4O_2}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{CH_3COOH}$
(জ) ল্যাকটিক এসিডঃ 
আণবিক সংকেতঃ $\mathrm{C_3H_6O_3}$
গাঠনিক সংকেতঃ $\mathrm{CH_3-\overset{OH}{\overset{\vert}{C}H}-COOH}$
উৎপত্তিঃ দুধ
(ঝ) ট্যানিক এসিডঃ
আণবিক সংকেতঃ $\mathrm{C_{76}H_{52}O_{46}}$
উৎপত্তিঃ চা।
অজৈব এসিডঃ 
খনিজ থেকে প্রাপ্ত এসিডকে অজৈব এসিড বলে ।
যেমন:
১. হাইড্রোক্লোরিক এসিড $\mathrm{\rightarrow HCl}$
২.ক্লোরিক এসিড $\mathrm{\rightarrow HClO_3}$
৩.পারক্লোরিক এসিড $\mathrm{\rightarrow HClO_4}$
৪.সালফিউরাস এসিড $\mathrm{\rightarrow H_2SO_3}$
৫. সালফিউরিক এসিড $\mathrm{\rightarrow H_2SO_4}$
৬. নাইট্রাস এসিড $\mathrm{\rightarrow HNO_2}$
৭.নাইট্রিক এসিড $\mathrm{\rightarrow HNO_3}$
৮.কার্বোনিক এসিড $\mathrm{\rightarrow H_2CO_3}$
৯.ফসফরাস এসিড $\mathrm{\rightarrow H_3PO_3}$
১০. ফসফরিক এসিড $\mathrm{\rightarrow H_3PO_4}$
১১.হাইড্রোজোয়িক এসিড $\mathrm{\rightarrow N_3H}$
১২.ক্রোমিক এসিড $\mathrm{\rightarrow H_2CrO_4}$
১৩.ডাইক্রোমিক এসিড $\mathrm{\rightarrow H_2Cr_2O_7}$
প্রশ্নঃ 
অ্যামোনিয়াম লবণের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া লিখ ।
অথবাঃ
অ্যামোনিয়া শনাক্তকরণ বিক্রিয়া লিখ।
উত্তরঃ 
অ্যামোনিয়ামের যেকোনো লবণের সাথে ক্ষারকের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ।
বিক্রিয়াসমূহঃ 
১.$\mathrm{NH_4Cl+NaOH\longrightarrow NaCl+NH_3+H_2O}$
২.$\mathrm{\left(NH_4\right)_2SO_4+Ca(OH)_2\longrightarrow CaSO_4+}$$\mathrm{NH_3+H_2O}$
৩. $\mathrm{\left(NH_4\right)_3PO_4+CaO\longrightarrow Ca_3\left(PO_4\right)_2}$$\mathrm{+NH_3+H_2O}$
প্রশ্নঃ
গাঢ় নাইট্রিক এসিডকে বাদামী বর্ণের বোতলে সংগ্রহ করা হয় কেন?
উত্তরঃ
গাঢ় নাইট্রিক এসিড আলোর উপস্থিতিতে ভেঙ্গে যায় এবং বাদামী বর্ণের $\mathrm{NO_2}$ গ্যাস উৎপন্ন করে।
বিক্রিয়াঃ 
$\mathrm{HNO_3\longrightarrow NO_2+H_2O+[O]}$
ফলে বোতলের মধ্যে ($\mathrm{NO_2 ও H_2O}$ গ্যাসের) হালকা কুয়াশার সৃষ্টি হয়।বোতলের মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয়। তাই বিয়োজন রোধে গাঢ় নাইট্রিক এসিডকে বাদামী বর্ণের বোতলে সংগ্রহ করা হয়।
প্রশ্ন-১:পানির $pH$ কত?
উত্তর: বিশুদ্ধ পানি একটি নিরপেক্ষ যৌগ ।আমরা জানি নিরপেক্ষ যৌগের $pH=7.$
তাই বিশুদ্ধ পানির $pH=7$. তবে পানিতে ভেজাল মিশ্রিত থাকলে $pH$ এর মান $7$ এর কম বা বেশি হতে পারে ।
প্রশ্ন-২:ফিটকিরির সংকেত লিখ ।
উত্তরঃ $\mathrm{K_2SO_4.Al_2 (SO_4 )_3.24H_2 O}$
প্রশ্ন-৩: এসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তরঃ $\mathrm{SO_2,CO_2,NO_2}$ গ্যাস গুলো এসিড বৃষ্টির জন্য দায়ী।
এসিডবৃষ্টি:
সাধারণ বৃষ্টির পানিই কিছুটা এসিটিক। এর $pH$ মান $6.6$ কারণ বৃষ্টির পানিতে কিছু এসিড থাকে। এসিড বৃষ্টিতে নিম্নোক্ত এসিডসমূহ থাকে:
$\mathrm{CO_2}$ হতে উৎপন্ন এসিড:
জীবজগতের সকল প্রণী শ্বাসক্রিয়ার সময় বায়ুমন্ডলে $\mathrm{CO_2}$ ত্যাগ করে। যে কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত , অগ্নিকান্ডের ফলে বায়ুমন্ডলে $\mathrm{CO_2}$ উৎপন্ন হয়। ইট ভাটা, কলকারখানা, গাড়ির ধোঁয়া থেকেও $\mathrm{CO_2}$ বায়ুমন্ডলে জমা হয়।
      $\mathrm{CO+O_2 \longrightarrow CO_2}$
      $\mathrm{CO_2+H_2 O\longrightarrow H_2 CO_3}$
বায়ুমন্ডলে উৎপন্ন $\mathrm{CO_2}$ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে $\mathrm{H_2 CO_3}$ এসিড উৎপন্ন করে যা এসিড বৃষ্টির সহায়ক।
$\mathrm{NO_2}$ হতে উৎপন্ন এসিড:
              $\mathrm{N_2+O_2 \longrightarrow 2NO}$
              $\mathrm{2NO+O_2 \longrightarrow 2NO_2}$
         $\mathrm{2NO_2+H_2 O\longrightarrow HNO_3+HNO_2}$
বজ্রপাতের সময় বায়ুমন্ডলে $\mathrm{NO_2}$ গ্যাস উৎপন্ন হয়। এছাড়া অন্তঃদহন ইঞ্জিনে পেট্রোলিয়াম পোড়ানোর সময়ও $\mathrm{NO_2}$ উৎপন্ন হয় এবং তা বয়ুমন্ডলে মুক্ত হয় এই $\mathrm{NO_2}$ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রাস ($\mathrm{HNO_2}$ ) ও নাইট্রিক এসিড উৎপন্ন হয়। নাইট্রাস এসিড ক্ষনসলায়ী। $\mathrm{HNO_2}$ বাতাসে অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক এসিড উৎপন্ন করে। এই $\mathrm{HNO_3}$ এসিড বৃষ্টির তৈরি করে।
 $\mathrm{SO_2}$ হতে উৎপন্ন এসিড:
     $\mathrm{S+O_2 \longrightarrow SO_2}$
     $\mathrm{SO_2+O_2 \longrightarrow SO_3}$
     $\mathrm{SO_3+H_2 O\longrightarrow H_2 SO_4}$
     $\mathrm{SO_2+H_2 O\longrightarrow H_2 SO_3}$
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় $\mathrm{SO_2}$ উৎপন্ন হয়। বিদ্যুৎকেন্দ্র, ইটভাটা, কলকারখানার জ্বালানী কয়লা ও পেট্রোলিয়াম সানফার যুক্ত হলে বায়ুমন্ডলে $\mathrm{SO_2}$ মুক্ত হয়। $\mathrm{SO_2}$ বায়ুমন্ডলের $\mathrm{O_2}$ এর সাথে বিক্রিয়া করে $\mathrm{SO_3}$ উৎপন্ন করে। $\mathrm{SO_2}$ পানির সাথে বিক্রিয়ায় $\mathrm{H_2 SO_3}$ (সালফিউরাস এসিড) এবং $\mathrm{SO_3}$ ,$\mathrm{H_2 O}$ এর সাথে বিক্রিয়া  করে $\mathrm{H_2 SO_4}$ উৎপন্ন করে। এই এসিডগুলো এসিড বৃষ্টির জন্য দায়ি।
উপরিউক্ত এসিডগুলো বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। ফলে মাটি ও পানির $pH$ মান $4$ বা $4$ এর চেয়ে কম হয় এবং এসিড হয়ে যায়। ফলে বহু জীব বিলুপ্ত হয়ে যায়। 
(১) গাঢ় $\mathrm{HCl}$:
 $\mathrm{HCl}$ পানিতে অত্যন্ত দ্রবনীয়। $\mathrm{HCl}$ গ্যাস পানিতে দ্রবীভূথ করলে $\mathrm{HCl}$ এসিডে পরিণত হয়। ভরের অনুপাতে গাঢ় $\mathrm{HCl}$ এ $35\%$$\mathrm{HCl}$ থাকে। গাঢ় $\mathrm{HCl}$ বোতলের মুখ খুললে হালকা কুয়াশা সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়।
(২) গাঢ় নাইট্রিক এসিড ($\mathrm{HNO_3}$ ):
$\mathrm{NO_2}$ কে পানিতে দ্রবীভূত করলে নাইট্রাস এসিড ($\mathrm{HNO_2}$ ) ও নাইট্রিক এসিড উৎপন্ন হয়। ভরের অনুপাতে গাঢ় $\mathrm{HNO_3}$ এ $70\%$ $\mathrm{HNO_3}$ থাকে । গাঢ় $\mathrm{HNO_3}$ এর বোতলের মুখ খুললে হালকা কুয়াশা সৃষ্টি হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এই $\mathrm{HNO_3}$ বিয়োজিত হয়ে বাদামি বর্ণের $\mathrm{NO_2}$ গ্যাস উৎপন্ন করার প্রবণতার কারণ এগুলোকে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। আলোতে এর বিযোজনের হার বেড়ে যায়।
(৩) গাঢ় $\mathrm{H_2 SO_4}$:
$\mathrm{SO_3}$ গ্যাস পানিতে দ্রবীভূত করে $\mathrm{H_2 SO_4}$ উৎপন্ন করা হয়। অনুপাতে গাঢ় $\mathrm{H_2 SO_4}$ এ $98\%$  $\mathrm{H_2 SO_4}$ থাকে (প্রায়)।

দুর্বল এসিড:
যেসব এসিড জলীয় দ্ররণে সামাণ্য পরিমাণে আয়ণিত হয় তাদেরকে দুর্বল এসিড বলে। যেমন: $\mathrm{CH_3-COOH,H_2 CO_3,C_6 H_8 O_7}$
সবল এসিড:
যেসব এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় তাদেরকে সবল এসিড বলে। যেমন: $\mathrm{HCl}$
এসিডের বিক্রিয়াসমূহঃ
প্রতিস্থাপন বিক্রিয়া  $\longrightarrow $ধাতু $+$ এসিড 
দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া $\longrightarrow  (a)$ ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে
                         $(b)$ ধাতব কার্বনেটের সাথে
                         $(c)$ প্রশমন বিক্রিয়া 
$(i)$  প্রতিস্থাপন বিক্রিয়া:
হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয় ধাতুসমূহ লঘু এসিডের সাথে  প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শণ করে। কিছু ব্যতিক্রম ছাড়া হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুসমূহ লঘু এসিডের সাথে বিক্রিয়া প্রদর্শণ করে না। 
$\mathrm{Zn_{(s)}+H_2 SO_{4_{(aq)}}\longrightarrow ZnSO_{4_{(aq)}}+H_{2_{(g)}}}$
$\mathrm{Na_{(s)}+H_2 SO_{4_{(aq)}} \longrightarrow Na_2 SO_{4_{(aq)}}+H_{2_{(g)}}}$
$\mathrm{6Na_{(s)}+2H_3 PO_{4_{(aq)}}\longrightarrow 2Na_3 PO_{4_{(aq)}}+3H_{2_{(g)}}}$
আয়নিক সমীকরণ:
$\mathrm{6Na+\left(6H^++2PO_4^{3-}\right)\longrightarrow\left(6Na^++2PO_4^{3-}\right)}$$\mathrm{+3H_2}$  
বা, $\mathrm{6Na+6H^+\longrightarrow 6Na^++3H_2}$ 
$\mathrm{∴ 2Na+2H^+\longrightarrow 2Na^++H_2}$ জারণ-বিজারণ বিক্রিয়া 
এখানে, $\mathrm{PO_4^{3-}}$  দর্শক আয়ন।
উপরিউক্ত সবগুলো বিক্রিয়াই প্রতিস্থাপন বিক্রিয়া এবং সবগুলো ধাতুই হাইড্রোজেন অপেক্ষা অধিক সক্রিয়। হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুসমূহ প্রতিস্থাপন বিক্রিয়া করে না। তবে গাঢ় এসিডের সাথে জারন-বিজারন বিক্রিয়া সংঘটিত করে।
যেমন,
$\mathrm{Cu,H}$ অপেক্ষা কম সক্রিয়া ধাতু্। তবে $\mathrm{Cu}$ গাঢ় ও মধ্যম গাঢ় নাইট্রিক এসিড  ($\mathrm{HNO_3}$) এবং শূধুমাত্র গাঢ় $\mathrm{H_2 SO_4}$ এর সাথে বিক্রিয়া প্রদর্শন করে। গাঢ় ও মধ্যম গাঢ় $\mathrm{HNO_3}$ এবং গাঢ় $\mathrm{H_2 SO_4}$ বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন $\mathrm{[O]}$ উৎপন্ন করে। $\mathrm{Cu,[O]}$ কে বিজারিত করে। তবে মধ্যম গাঢ় বা লঘু $\mathrm{H_2 SO_4,[O]}$ উৎপন্ন করতে পারে না। তাই $\text{Cu}$ তার সাথে বিক্রিয়াও করে না। তবে এই বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া নয়।
$\mathrm{Cu}$ এর সাথে মধ্যম গাঢ় $\mathrm{HNO_3}$ এর বিক্রিয়া:
$\mathrm{2HNO_{3_{(aq)}}\longrightarrow 2NO+H_2 O+3[O]}$ (জারক) 
$\mathrm{\dfrac{3Cu  +  3[O]\longrightarrow  3CuO}{2HNO_{3_{(aq)}}+3Cu\longrightarrow 2NO+H_2O+3CuO}}$ 
বা,$\mathrm{2H^+ N^{5+}O_{3_{(aq)}}^{2-}+3Cu°\longrightarrow 2N^{2+}O^{2-}+H_2^+ O^{2-}}$$\mathrm{+3Cu^{2+} O^{2-}}$ ( জারণ-বিজারণ ) 
এখানে উৎপন্ন $\mathrm{CuO}$ ক্ষারক হওয়ায় $\mathrm{HNO_3}$ এসিডের সাথে প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
$\mathrm{CuO+2HNO_3\longrightarrow Cu(NO_3 )_2+H_2 O}$                     
                                                     
 $\text{Cu}$ এর সাথে গাঢ় $\mathrm{HNO_3}$ এর বিক্রিয়া: 
$\mathrm{2HNO_{3_{(conc)}}\longrightarrow  2NO_2+H_2 O+[O]}$ 
 $\mathrm{\dfrac{Cu+[O]\longrightarrow CuO}{2HNO_{3_{(conc)}}+Cu\longrightarrow  2NO_2+H_2 O+Cu O}}$  
বা,$\mathrm{2H^+ N^{5+}O_{3_{(conc)}}^{2-}+Cu°\longrightarrow 2N^{4+}O_2^{2-}+H_2^+ O^{2-}}$$\mathrm{+Cu^{2+} O^{2-}}$ ( জারণ-বিজারণ ) 

    এখানে উৎপন্ন $\mathrm{CuO}$ ক্ষারক হওয়ায় $\mathrm{HNO_3}$ এসিডের সাথে প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে।
$\mathrm{CuO+2HNO_3 \longrightarrow Cu\left(NO_3 \right)_2+H_2 O}$                    

$\mathrm{Cu}$ এর সাথে $\mathrm{H_2 SO_4}$ এর বিক্রিয়া:
$\mathrm{Cu+H_2SO_{4_{(aq)}}\longrightarrow No\; reaction}$. 
$\mathrm{H_2 SO_{4_{(conc)}} \longrightarrow H_2 O+SO_2+[O]}$$⋯⋯(i)$
$\mathrm{Cu+[O] \longrightarrow CuO}$$⋯⋯(ii)$
$(i)+(ii)$ করে,
$\mathrm{H_2 SO_{4_{(conc)}}+Cu\longrightarrow H_2 O+SO_2+CuO}$ 
$\mathrm{H_2 S^{6+}O_{4_{(conc)}}+Cu°\longrightarrow H_2 O+S^{4+}O_2}$$\mathrm{+Cu^{2+} O}$ ( জারণ-বিজারণ)                          
বিক্রিয়াসমূহে উৎপন্ন ধাতব অক্সাইড ($\mathrm{CuO}$) এসিডের সাথে বিক্রিয়া করালে  লবন ও পানি উৎপন্ন হবে। 
$\mathrm{CuO+H_2 SO_4\longrightarrow  CuSO_4+H_2 O}$
$(ii) $ দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া:  
$(a)$ ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে:
  (ক) $\mathrm{H_2 SO_{4_{(aq)}}+NaHCO_{3_{(aq)}}\longrightarrow  Na_2 SO_4+H_2O}$$\mathrm{+CO_2}$
  (খ) $\mathrm{H_3 PO_{3_{(aq)}}+Mg\left(HCO_3\right)_{2_{(aq)}} \longrightarrow Mg_3\left(PO_4\right)_2}$$\mathrm{+H_2 O+CO_2}$
 (গ) $\mathrm{HCIO_{4_{(aq)}}+NaHCO_{3_{(aq)}} \longrightarrow NaClO_{4_{(aq)}}}$$\mathrm{+H_2 O_{(1)}+CO_{2_{(g)}}}$
$\mathrm{\left(H^++ClO_4^- \right)+\left(Na^++HCO_3^-\right)\longrightarrow }$$\mathrm{\left(Na^++ClO_4^-\right)+H_2O+CO_2}$ 
 $\mathrm{∴H^++HCO_3^- \longrightarrow H_2 O+CO_2}$
(ঘ) $\mathrm{H NO_{3_{(aq)}}+NaHCO_{3_{(aq)}}\longrightarrow  NaNO_{3_{(aq)}}+H_2 O}$$\mathrm{+CO_{2_{(g)}}}$
$\mathrm{\left(H^++NO_3^-\right)+\left(Na^++HCO_3^-\right) \longrightarrow }$$\mathrm{\left(Na^++NO_3^-\right )+H_2 O+CO_2}$
$\mathrm{∴H^++ HCO_3^- \longrightarrow H_2 O+CO_2}$   
(ঙ) $\mathrm{HCI_{(aq)}+Na_2 HCO_{3_{(aq)}}\longrightarrow NaCl+H_2 O}$$\mathrm{+CO_2}$
$\mathrm{\left(H^++Cl^- \right)+\left(Na^++HCO_3^-\right)\longrightarrow\left(Na^++Cl^-\right)}$$\mathrm{+H_2 O+CO_2}$ 
$\mathrm{∴H^++HCO_3^-\longrightarrow  H_2 O+CO_2}$ 

$(b)$ ধাতব কার্বনেটের সাথে :
 (ক) $\mathrm{Na_2 CO_3+H_2 SO_{4_{(aq)}} \longrightarrow Na_2 SO_4}$$\mathrm{+H_2 O+CO_2}$
$\mathrm{\left(Na^++CO_3^{2-}\right)+\left(H^++SO_4^{2-}\right)\longrightarrow }$$\mathrm{\left(Na^++SO_4^{2-}\right)+CO_2+H_2O}$
 $\mathrm{∴CO_3^-+H^+\longrightarrow H_2 O+CO_2}$
  (খ) $\mathrm{Na_2 CO_3+HCI_{(aq)}\longrightarrow NaCl+H_2 O+CO_2}$
$\mathrm{\left(Na^++CO_3^{2-} \right)+\left(H^++Cl^-\right) \longrightarrow }$ $\mathrm{\left(Na^++Cl^-\right)+H_2 O+CO_2}$
  $\mathrm{∴CO_3^{2-}+H^+\longrightarrow H_2 O+CO_2}$
$(c)$ প্রশমন বিক্রিয়া:
 (ক) $\mathrm{HCl_{(aq)}+NaOH\longrightarrow  NaCI+H_2 O}$
$\mathrm{\left(H^++CI^-\right)+\left(Na^++OH^-\right)\longrightarrow  \left(Na^++CI^- \right)}$$\mathrm{+H_2 O}$
    $\mathrm{∴H^++OH^-\longrightarrow H_2 O}$
(খ) $\mathrm{H_2 SO_{4_{(aq)}}+CuO\longrightarrow CuSO_4+H_2O}$
$\mathrm{∴\left(H^++SO_4^{2-}\right)+\left(Cu^{2+}+O^{2-}\right) \longrightarrow }$$\mathrm{\left(Cu^{2+}+SO_4^{2-}\right )+H_2 O}$
$\mathrm{∴H^++O^{2-}\longrightarrow H_2 O}$

ক্ষারকঃ
ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে । যেমন: কিউপ্রাস অক্সাইড ($\mathrm{Cu_2 O}$) , আয়রন (ii)অক্সাইড ($\mathrm{FeO}$), আয়রন হাইড্রোক্সাইড ($\mathrm{Fe(OH)_2}$ ) ,অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ($\mathrm{NH_4 OH}$) , ফসফোনিয়াম হাইড্রোক্সাইড ($\mathrm{PH_4 OH}$) ইত্যাদি। 
ক্ষার: হাইড্রোক্সাইডযুক্ত যেসকল ক্ষারক পানিতে  দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। যেমন: $\mathrm{NaOH,KOH,Ca(OH)_2}$ ইত্যাদি। কিন্তু $\mathrm{Al(OH)_3, Fe(OH)_3}$ ইত্যাদি ক্ষার নয়। কারণ এগুলো পানিতে দ্রবীভূত হয় না।
*** $\mathrm{NH_3}$ গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার।
ক্ষারের ব্যবহার:
$(i)$ $\mathrm{NaOH}$ টয়লেট ক্লিনার হিসেবে।
$(ii)$ $\mathrm{NH_4 OH}$ গ্লাস ক্লিনার হিসেবে।
$(iii)$ $\mathrm{Ca(OH)_2}$ পান খাওযার চুন বা দেয়াল চুনকাম করার কাজে।
ক্ষারের বিক্রিয়াসমূহ:
ক. ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া:
অধিকাংশ ধাতব হাইড্রক্সাইড অদ্রবণীয় । ফলে এগুলো অধঃক্ষিপ্ত হয় । তবে লঘু ক্ষার হিসেবে ব্যবহৃৎ $\text{NaOH}$ এর দ্রবণ অতিরিক্ত পরিমাণে যোগ করে উত্তপ্ত করা হলে তা অধঃক্ষিপ্ত না হয়ে দ্রবীভূত হয়ে বর্ণ পরিবর্তন করে। যেমন: 
$(i)$ $\mathrm{CaCl_{2_{(aq)}}+2NaOH_{(aq)}\longrightarrow Ca(OH)_{2_{(s)}}+2NaCl_{(aq)}}$
$\mathrm{\left(Ca_{(aq)}^{2+} +2Cl_{(aq)}^-\right)+\left(2Na_{(aq)}^++2OH_{(aq)}^-\right)\longrightarrow }$$\mathrm{Ca(OH)_{2_{(s)}}+\left(2Na_{(aq)}^++2Cl_{(aq)}^- \right)}$     [ আয়নিক সমীকরণ] 
$\mathrm{Ca_{(aq)}^{2+}+2OH_{(aq)}^- \longrightarrow Ca(OH)_{2_{(s)}}}$ (সাদাবর্ণ)     [ উভয় পক্ষ থেকে দর্শক আয়ন বাদ দিয়ে]
তবে $\mathrm{Ca(OH)_2}$ পানিতে আংশিক দ্রবণীয়। এজন্য এটি দূর্বল ক্ষার।
$(ii)$ $\mathrm{AlCl_{3_{(aq)}}+3NaOH_{(aq)}\longrightarrow Al(OH)_{3_{(s)}}+3NaCl_{(aq)}}$
$\mathrm{Al^{3+}+3OH^- \longrightarrow Al(OH)_3}$ (সাদাবর্ণ)
তবে অতিরিক্ত $\text{NaOH}$ দেওয়া হলে বর্ণহীন তরলে পরিণত হয়।     
কারণ এক্ষেত্রে দ্রবণীয় লবণ উৎপন্ন হয়।
$\mathrm{2Al(OH)_{3_{(s)}}\xrightarrow{Δ} Al_2 O_{3_{(s) )}}+3H_2 O_{(l)}}$ 
$\mathrm{\dfrac{Al_2 O_{3_{(s)}}+2NaOH_{(aq)}\longrightarrow 2NaAlO_{2_{(aq)}}+H_2 O}{2Al(OH)_{3_{(s)}}+2NaOH_{(aq)}\longrightarrow 2NaAlO_{2_{(aq)}}+4H_2 O}}$
বা, $\mathrm{Al(OH)_{3_{(s)}}+NaOH_{(aq)} \longrightarrow NaAlO_{2_{(aq)}}+2H_2 O_{(g)}}$   
নামঃ $\mathrm{NaAlO_2→}$ সোডিয়াম অ্যালুমিনেট (দ্রবণীয় লবণ)।
$(iii)$ $\mathrm{FeCl_2+2NaOH\longrightarrow Fe(OH)_2+2NaCl}$ 
$\mathrm{Fe^(3+)+2OH^-\longrightarrow Fe(OH)_2}$ (সবুজ বর্ণ)
তবে অতিরিক্ত $\text{NaOH}$ মেশালে বর্ণহীণ তরলে পরিণত হয়।
$\mathrm{Fe(OH)_2+2NaOH\longrightarrow   Na_2 \left[Fe(OH)_4\right]}$ 
নামঃ $\mathrm{Na_2 [Fe(OH)_4 ]→}$ সোডিয়াম টেট্রাহাইড্রোক্সি ফেরাইট।
$(iv)$ $\mathrm{FeCl_3+3NaOH\longrightarrow Fe(OH)_3+3NaCl}$
$\mathrm{Fe^(3+)+3OH^-\longrightarrow Fe(OH)_3}$ (লালচে বাদামি বর্ণ)
তবে অতিরিক্ত $\text{NaOH}$ মেশালে বর্ণহীণ তরলে পরিণত হয়।
$\mathrm{Fe(OH)_3+3NaOH\longrightarrow    Na_3 [Fe(OH)_6 ]}$ 
নামঃ $\mathrm{Na_3 [Fe(OH)_6 ]→}$সোডিয়াম হেক্সাহাইড্রোক্সি ফেরাইট।
$(v)$ $\mathrm{CuCl_2+2NaOH\longrightarrow Cu(OH)_2+2NaCl}$
    $\mathrm{Cu^{2+}+2OH^- \longrightarrow Cu(OH)_2}$ (হালকা নীল বর্ণ)
তবে অতিরিক্ত $\text{NaOH}$ মেশালে বর্ণহীণ তরলে পরিণত হয়।
$\mathrm{Cu(OH)_2+2NaOH\longrightarrow   Na_2 [Cu(OH)_4 ]}$
নামঃ $\mathrm{Na_2 [Cu(OH)_4 ]→}$ সোডিয়াম টেট্রাহাইড্রোক্সি কিউপ্রেট।
$(vi)$ $\mathrm{ZnCl_2+2NaOH\longrightarrow Zn(OH)_2+NaCl}$
$\mathrm{Zn^{2+}+2OH^-\longrightarrow Zn(OH)_2}$ (সাদাবর্ণ)
তবে অতিরিক্ত $\text{NaOH}$ মেশালে বর্ণহীণ তরলে পরিণত হয়।
$\mathrm{Zn(OH)_2+2NaOH\longrightarrow Na_2 ZnO_2+2H_2 O}$ 
নামঃ $\mathrm{Na_2 ZnO_2→}$ সোডিয়াম জিংক অক্সাইড
প্রশ্নঃ 
$pH$ বলতে কি বোঝ?
উত্তরঃ 
কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার  সাধারণ লগারিদমের ঋণাত্মক মানকে $pH$ বলে ।অর্থাৎ, 
$pH=-\log_{10}[H^+]$,
ঘনমাত্রার ঋণাত্মক সূচকের বড় বড় মান পরিহার করার জন্য ১৯০৯ সালে এস.পি. এল সোরেনসেন কোনো দ্রবণের $H^+$ এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম গ্রহণ করে।
প্রশ্নঃ 
$pOH$ বলতে কি বোঝ?
উত্তরঃ 
কোনো দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার  সাধারণ লগারিদমের ঋণাত্মক মানকে $pOH$ বলে ।অর্থাৎ, 
$pOH=-\log_{10}[OH^-]$
সূত্রঃ 
$pH+pOH=14$
প্রশ্নঃ 
ঘনমাত্রার একক লিখ।
উত্তরঃ 
ঘনমাত্রার একক$=molL^{-1}=\dfrac{mol}{litre}=$মোলারিটি$(M)$.
প্রশ্নঃ
মোলারিটির সূত্র লিখ।
উত্তরঃ 
$S=\dfrac{W\times 1000}{MV}$
যেখানে $V$ মিলিলিটার এককে প্রকাশিত আয়তন ।
আবার, 
$S=\dfrac{W}{MV}$
যেখানে, $V$ লিটার এককে প্রকাশিত আয়তন 
আবার, 
দ্রবণের ঘনমাত্রা, $C=\dfrac{m}{MV}$
প্রশ্নঃ 
এসিড ক্ষার প্রশমণ বিক্রিয়ার সূত্রটি প্রতিষ্ঠা কর।
উত্তরঃ 
এসিড $A$ এর $x$ মোল ক্ষার $B$ এর $y$ মোলকে সম্পূর্ণরূপে প্রশমিত করলে মাত্রিক বিশ্লেষণে গণনার উপযোগী সমীকরণের জন্য বিক্রিয়াটি নিম্নরূপ:
$xA+yB \longrightarrow $ লবণ $+$ পানি
$S=\dfrac{W}{MV}$
$SV=\dfrac{W}{M}$
$SV=n=1mo1$     [$\because n=\dfrac{W}{M}$]
কারণ এসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কেবলমাত্র $1mol \mathrm{H^+}$ এর সাথে $1mol\mathrm{OH^-}$ বিক্রিয়া করে $1mol\mathrm{H_2O}$ উৎপন্ন করে।
সুতরাং $1mol\mathrm{H^+}$এর প্রশমন$=1mo1\mathrm{OH^-}$এর প্রশমন।
সুতরাং $S_{H^+}V_{H^+}=S_{OH^-}V_{OH^-}$
সম্পূর্ণ এসিড ক্ষারের জন্য,
$yS_aV_a=xS_bV_b$
অথবা,
$yS_1V_1=xS_2V_2$
এখানে, $S_1=S_a=$ এসিডের ঘনমাত্রা ।
            $S_2=S_b=$ ক্ষারের  ঘনমাত্রা ।
            $V_1=V_a=$ এসিডের আয়তন ।
             $V_2=V_b=$ ক্ষারের আয়তন ।

গাণিতিক সমস্যাঃ 
$0.0001\;M\;\mathrm{HNO_3}$ দ্রবণের $pOH$ নির্ণয় কর।
সমাধানঃ 
$[H^+]=0.0001\;M$
আমরা জানি, $pH=-\log[H^+]$
                          $=-\log(0.0001)$
                          $=4$
এবং $pH+pOH=14$
        $4+pOH=14$
        $pOH=14-4$
      $\therefore pOH=10$
অনুরূপভাবে সমাধান করঃ 
$0.0025\;M\; \mathrm{HClO_4}$ দ্রবণের $pOH$ হিসাব কর।
গাণিতিক সমস্যাঃ 
$0.00001\;M\;\mathrm{H_3PO_4}$ দ্রবণের $pOH$ এর মান নির্ণয় কর।
সমাধানঃ 
এখানে, $[H^+]=3\times \left[H_3PO_4\right]$         $\left[\because H_3PO_4=3H^++PO_4^{3-}\right]$
$=3\times 0.00001\;M$
$=0.00003\;M$
আমরা জানি, $pH=-\log[H^+]$
                         $=-\log(0.00003)$
                         $=4.5$
এবং $pH+pOH=14$
        $4.5+pOH=14$
       $\therefore pOH=9.5$
অনুরূপভাবে সমাধান করঃ 
$0.05\;M\;\mathrm{H_2SO_4}$ দ্রবণের $pOH$ নির্ণয় কর ।
গাণিতিক সমস্যাঃ 
$0.005\;M\;\mathrm{Ca(OH)_2}$ দ্রবণের $pH$ কত?
সমাধানঃ 
$\mathrm{[OH^-]=2\times \left[Ca(OH)_2\right]}$         $\mathrm{\left[\because Ca(OH)_2=Ca^{2+}+2\times OH^-\right]}$
$=2\times 0.005\;M$
$=0.01\;M$
আমরা জানি, $pOH=-\log[H^+]$
                         $=-\log(0.01)$
                         $=2$
এবং $pH+pOH=14$
        $pH+2=14$
       $\therefore pH=12$
অনুরূপভাবে সমাধান করঃ 
$0.0001\;M\;\mathrm{KOH}$ দ্রবণের $pH$ নির্ণয় কর ।
গাণিতিক সমস্যাঃ 
$800ml$ আয়তনের দ্রবণে $\mathrm{H_2SO_4}$ এর $pH$ এর মান $4$ হলে ঐ দ্রবণে এসিডটির ভর নির্ণয় কর।
সমাধানঃ 
আয়তন, $V=800ml$
             $pH=4$
আমরা জানি, 
$pH=-\log[H^+]$
বা, $4=-\log[H^+]$
বা, $10^{-4}=[H^+]$
বা, $[H^+]=\dfrac{1}{10000}$
$\therefore [H^+]=0.0001=$সালফিউরিক এসিডের ঘনমাত্রা।
সুতরাং ঘনমাত্রা, $S=0.0001\;mol/litre $
$H_2SO_4$ এর আণবিক ভর,$M=98$
ভর,$W=$?
আমরা জানি, $S=\dfrac{W\times 1000}{MV}$
                বা, $0.0001=\dfrac{W\times 1000}{98\times 800}$
বা, $W\times 1000=0.0001\times 98\times 800$
বা, $W=\dfrac{7.84}{1000}$
$\therefore W=0.00784$
সুতরাং $\mathrm{H_2SO_4}$ এর ভর $0.00784\;gm$
অনুরূপভাবে সমাধান করঃ 
$0.5$ লিটার আয়তনের দ্রবণে $\mathrm{NaOH}$ এর $pH$ এর মান $10$ হলে ঐ দ্রবণে ক্ষারটির ভর নির্ণয় কর।
গাণিতিক সমস্যাঃ 
$600ml\;\mathrm{Na_2CO_3}$ এর দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে $800ml\;0.5M\;\mathrm{HCl}$ দ্রবণের প্রয়োজন হয়। $\mathrm{Na_2CO_3}$ এর ঐ দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লেগেছিল?
সমাধানঃ 
প্রশমণ বিক্রিয়াঃ
$\mathrm{Na_2CO_3+2HCl\longrightarrow 2NaCl+CO_2+H_2O}$
এখানে 
এসিডের মোলসংখ্যা,$x=2$
ক্ষারীয় লবণের মোলসংখ্যা, $y=1$
এসিডের আয়তন, $V_a=800\;ml$
ক্ষারীয় লবণের আয়তন, $V_b=600\;ml$
এসিডের ঘনমাত্রা, $S_a=0.5M$
ক্ষারীয় লবণের ঘনমাত্রা, $S_b=$?
আমরা জানি, 
$yS_aV_a=xS_bV_b$
বা,$1\times 0.5\times 800=2\times S_b\times 600$
বা,$400=1200\times S_b$
বা, $S_b=\dfrac{400}{1200}$
$\therefore S_b=\dfrac{1}{3}$
সোডিয়াম কার্বোনেটের ঘনমাত্রা, $S=\dfrac{1}{3}\;molar$
দ্রবণের আয়তন, $V=600ml$
সোডিয়াম কার্বোনেটের আণবিক ভর,$M=23\times 2+12+16\times 3$
  $=106$
ভর,$W=$?
আমরাজানি,  $S=\dfrac{W\times 1000}{MV}$
 বা, $\dfrac{1}{3}=\dfrac{W\times 1000}{106\times 600}$
বা, $W\times 3000=106\times 600$
বা, $W=\dfrac{63600}{3000}$
$\therefore W=21.2$
সুতরাং দ্রবণটিতে $\mathrm{Na_2CO_3}$এর ভর $21.2\;gm$.
সৃজনশীল প্রশ্নঃ 
$\mathrm{CaCO_3}$
(ক) $COD$ বলতে কি বোঝ?
(খ) যৌগটির তিনটি ব্যবহার লিখ ।
(গ) যৌগটির তাপীয় বিয়োজনে প্রাপ্ত অক্সাইডের ক্ষতিকর প্রভাব লিখ।
(ঘ) যৌগটিতে মৌলগুলোর শতকরা সংযুতি লিখ ।
(ঙ) যৌগটি কিভাবে সাবানের কার্যকারিতা নষ্ট করে ? জীবাণুনাশক উৎপাদনে এর ব্যবহার লিখ ।
(চ) যৌগটি কিভাবে চুনের পানিকে স্বচ্ছ করণে ভূমিকা রাখে?
উত্তরঃ
ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয় ।এছাড়া কার্বন ডাই অক্সাইডের তাপীয় বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্যাস পাওয়া যায় ।
$\mathrm{CaCO_3+2HCl\longrightarrow CaCl_2+H_2O+CO_2}$
$\mathrm{CaCO_3\xrightarrow {\Delta} CaO+CO_2}$
প্রশ্ন:
মাটির pH হ্রাস বৃদ্ধির উপায় রাসায়নিক বিক্রিয়াসহ লিখ।
উত্তর:
উদ্ভিদ মাটি থেকে $\mathrm{Mg^{2+},Ca^{2+},Fe^{2+},K^+}$ মূলরোম দ্বারা দেহে শোষণ করলে মাটিতে ক্ষারীয় আয়ন $\mathrm{OH^-}$ বেড়ে যায় ফলে মাটির $pH$ বেড়ে যায়।
এজন্য  অম্লীয়লবণ$\mathrm{(NH_4)_2SO_4}$এবং$\mathrm{(NH_4)_3PO_4}$
ব্যবহার করা হয়। এসব লবণ সার হিসেবেও কাজ করে। 
বিক্রিয়াসমূহঃ
$\mathrm{(NH_4)_2SO_4+Mg(OH)_2\longrightarrow 2NH_3}$$\mathrm{+2H_2O+MgSO_4}$
বা,$\mathrm{\left(2NH_4^++SO_4^{2-}\right)+\left(Mg^{2+}+2OH^-\right)\longrightarrow}$$\mathrm{2NH_3+2H_2O+\left(Mg^{2+}+SO_4^{2-}\right)}$
বা,$\mathrm{2NH_4^++2OH^-\longrightarrow 2NH_3+2H_2O}$  [ উভয় পাশ থেকে দর্শক আয়ন বাদ দিয়ে]
$\mathrm{\therefore NH_4^++OH^-\longrightarrow NH_3+H_2O}$
অনুরুপভাবে,
$\mathrm{(NH_4)_3PO_4+Ca(OH)_2\longrightarrow}$
বিক্রিয়াটি সম্পূর্ণ কর।
প্রশ্ন:
দাঁতের এনামেল রক্ষায় প্রশমন বিক্রিয়ার গুরত্ব লিখ।
উত্তর:
মিষ্টিজাতীয় বা অন্যকোন খাবার খাওয়ার পর মুখ পরিষ্কার না করলে মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া মুখে ভিতর বা দাঁতে লেগে থাকা খাবার থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের জৈব এসিড তেরি করে । এসব এসিডের কারণে মুখের মধ্যে টক  অনুভূত হয়। আমাদের দাঁতের এনামেলের রাসায়নিক সংকেত $\mathrm{Ca_{10}\left(PO_4\right)_6(OH)_2}$ ( হাইড্রোক্সি অ্যাপাটাইট) যা ক্ষারজাতীয় পদার্থ ।মুখের ভিতর উৎপন্ন এসিড এনামেলের সাথে বিক্রিয়া করে এনামেলকে ক্ষয় করে
ফেলে। 
বিক্রিয়া:
$\mathrm{Ca_{10}\left(PO_4\right)_6(OH)_2+8H^+\longrightarrow 10Ca^{2+}}$$\mathrm{+6HPO_4^{2-}+2H_2O}$
প্রশ্ন:
তাপ দূষণ বলতে কি বোঝ?
উত্তর:
 উত্তপ্ত পানি জলাশয়ে নির্গত হওয়াকে তাপ দূষণ বলে। কলকারখানা বা বিদ্যুকেন্দ্র বা  যার ফলে পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় বিভিন্ন তাপ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। সেই পানি মানুষ ,অন্য জীব এবং জলজ জীবের জন্য ক্ষতিকর হয়।
সৃজনশীল প্রশ্নঃ
$\mathrm{A(OH)_2 +X\longrightarrow A\left(NO_3\right)_2 +H_2O}$
এখানে $A$ ও $X$  প্রতীকি অর্থে যথাক্রমে  মৌল ও যৌগ প্রকাশ করে।
(ক) ইউনির্ভাসাল ইনডিকেটর কী?
(খ) $200ml \mathrm{HCl}$ দ্রবণে $pH=4$ হলে $\mathrm{HCl}$ এর ভর কত?
(গ) $X$ যৌগটি বাদামী বর্ণের বোতলে সংগ্রহ করা হয় কেনো?
(ঘ) $X$ যৌগটি শনাক্তকরণের তিনটি পদ্ধতি বিকিয়াসহ লিখ।
(ঙ) অধঃক্ষেপের বর্ণসহ উৎপাদের লবণের সাথে ক্ষারের তিনটি  বিক্রিয়া দেখাও।
(চ) $800ml,\;5molar\; X$ কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে $5.92gm$ ভরের $A$ মৌলের যৌগের $400ml$ আয়তনের দ্রবণ প্রয়োজন হয়। $A$ মৌলটির নাম লিখ।
বহুনির্বাচনী প্রশ্নঃ
১.$25^\circ C$ তাপমাত্রায় পানিতে $\mathrm{CH_3COOH}$ এর বিয়োজন হার কত?
(ক) $0.1\%$             (খ) $0.2\%$             (গ) $0.3\%$                (ঘ) $0.4\%$ 
২.সক্রিয় ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায়  উৎপন্ন হয়-
$i.$ লবণ
$ii.$ পানি 
$iii.$ হাইড্রোজেন গ্যাস
কোনটি সঠিক?
(ক)  $i , ii $             (খ) $i , iii $             (গ) $ii , iii $           (ঘ) $i , ii , iii $ 
৩.$\mathrm{CO_2}$ দ্বারা -
$i.$ চুনের পানিকে ঘোলা করা যায়।
$ii.$ চুনের পানিকে স্বচ্ছ করা যায়। 
$iii.$ $\mathrm{Ca\left(HCO_3\right)_2}$ উৎপন্ন করা যায়। 
কোনটি সঠিক?
(ক)  $i , ii $             (খ) $i , iii $             (গ) $ii , iii $           (ঘ) $i , ii , iii $ 
৪. নিচের কোনটি $\mathrm{NaOH}$ এর সাথে বিক্রিয়া করে না?
(ক) $\mathrm{Zn\left(NO_3\right)_2}$    (খ)  $\mathrm{Cu\left(NO_3\right)_2}$     (গ)  $\mathrm{Mg\left(NO_3\right)_2}$      (ঘ) $\mathrm{Fe\left(NO_3\right)_2}$
৫.মাটির ক্ষারকত্ব কমাতে ব্যবহার করা হয়-
$i.$ $\mathrm{CaCO_3}$।
$ii.$ $\mathrm{\left(NH_4\right)_2SO_4}$ 
$iii.$ $\mathrm{\left(NH_4\right)_3PO_4}$  
কোনটি সঠিক?
(ক)  $i , ii $             (খ) $i , iii $             (গ) $ii , iii $           (ঘ) $i , ii , iii $ 
৬.অস্থায়ী খরতার জন্য দায়ী -
(ক) $\mathrm{CaSO_4}$      (খ)$\mathrm{FeSO_4}$    (গ)$\mathrm{MgCl_2}$     (ঘ) $\mathrm{Ca\left(HCO_3\right)_2}$
৭.$\mathrm{Fe(OH)_2}$ এর বর্ণ-
(ক) সাদা     (খ) সবুজ     (গ) বাদামি     (ঘ) লালচে বাদামি 
৮.পানির $pOH$ কত?
(ক) $7$   (খ)$6$     (গ)$8$     (ঘ)$5$
৯.ফিটকিরির কেলাসে কত অণু পানি থাকে ?
(ক)$22$    (খ) $23$     (গ)$24$    (ঘ) $25$
১০.এসিড বৃষ্টির জন্য কোন মৌলিক পদার্থ দায়ী নয়?
(ক) $\text{C}$       (খ)$\text{S}$      (গ)$\text{N}$        (ঘ) $\text{Pb}$
১১.$\mathrm{Al(OH)_3}$ এর বর্ণ কিরূপ?
(ক) সাদা     (খ) সবুজ     (গ) বাদামি     (ঘ) লালচে বাদামি 
১২.কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা $0.0001(M)$হলে ঐ দ্রবণের $pOH$ কত?
(ক) $8$      (খ)$9$       (গ) $10$      (ঘ)$12$
১৩.$\mathrm{Zn(OH)_2}$ এর বর্ণ কিরূপ?
(ক) সাদা     (খ) সবুজ     (গ) বাদামি     (ঘ) লালচে বাদামি 
১৪.$COD$ এর ক্ষেত্রে কোনটি ব্যবহার করা যেতে পারে?
(ক) $\mathrm{Al_2O_3}$    (খ) $\mathrm{CaCO_3}$   (গ)$\mathrm{KO_2}$     (ঘ)$\mathrm{K_2Cr_2O_7}$
১৫.$\mathrm{Fe(OH)_3}$ এর বর্ণ -
(ক) সাদা     (খ) সবুজ     (গ) বাদামি     (ঘ) লালচে বাদামি 
১৬.দাঁতের এনামেল-
(ক) জৈব এসিডীয়         (খ) অজৈব এসিডীয়      
(গ) ক্ষারীয়                     (ঘ) নিরপেক্ষ লবণ

উত্তরপত্রঃ
১. (ঘ)  ২.(খ) ৩.(ঘ) ৪.(গ)  ৫.(গ) ৬.(ঘ) ৭.(খ) ৮.(ক)
৯.(গ) ১০.(ঘ) ১১.(ক) ১২.(গ) ১৩.(ক)  ১৪.(ঘ)  ১৫.(ঘ)
১৬.(গ)
                       $\mathrm{Unite 9}$
এসিড : 
        যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন $\mathrm{(H^+)}$ এসিড বলে 
উৎপত্তি ভিক্তিতে এসিড দুই প্রকার । যথা : 
          $\mathrm{(i)}$ জৈব এসিড । 
          $\mathrm{(ii)}$ অজৈব এসিড ।
জৈব এসিড : 
                   জীব থেকে পোপ্ত এসিডকে জৈব এসিড বলে । 
যেমন : 
(ক) অক্রালিক এসিড : 
আণবিক সংকেত : $\mathrm{C_2 H_2 O_4}$
গানিতিক সংকেত : $\mathrm {HO-\overset{\overset O{\vert\vert}}C-\overset{\overset O{\vert\vert}}C-OH}$ বা $\mathrm{H-O-\overset O{\overset{\vert\vert}C}-\overset O{\overset{\vert\vert}C}-O-H}$

 উৎপত্তি : টমেটো
(খ) টারটারিক এসিড : 
আণবিক সংকেত : $\mathrm{C_4 H_6 O_6}$
গানিতিক সংকেত : $\mathrm{HO-\overset O{\overset{\vert\vert}C}-\overset{OH}{\overset\vert{CH}}-\overset{OH}{\overset\vert{CH}}-COOH}$
বা,$\mathrm{H-O-\overset{\overset O{\vert\vert}}C-\overset{O-H}{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\overset{O-H}{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\overset O{\underset H{\overset\vert{\underset\vert C}}}-O}$
উৎপত্তি : তেঁতুল 
(গ) ম্যালিক এসিড  : 
আণবিক সংকেত : $\mathrm{C_4 H_6 O_6}$
গানিতিক সংকেত : $\mathrm{HO-\overset{\overset O{\vert\vert}}C-CH2-\overset{\overset{OH}{\vert\vert}}{CH}-COOH}$
বা,$\mathrm{H-O-\overset{\overset O{\vert\vert}}C-\overset H{\underset H{\overset\vert{\underset\vert C}}}-\overset O{\underset H{\overset\vert{\underset\vert C}}}-H-COOH}$ 
উৎপত্তি : 
       আপেল , আনারস
(ঘ) সাইট্রিক এসিড : 
আণবিক সংকেত : $\mathrm{C_6 H_8 O_7}$
গানিতিক সংকেত : $\mathrm{HO-\overset{\overset O{\vert\vert}}C-CH\_2-\overset{COOH}{\underset{OH}{\overset\vert{\underset\vert C}}}-CH\_2-COOH}$
উৎপত্তি : আঙুর , কমলা, লেবু 
(ঙ) এসিটিক এসিড : 
আণবিক এসিড : $\mathrm{C_2 H_4 O_2}$
গানিতিক সংকেত : $\mathrm{CH_3-COOH}$
উৎপত্তি : 
(চ) এসকরবিক এসিড : 
আণবিক এসিড : $\mathrm{C_6 H_8 O_6}$
গানিতিক সংকেত : 


(ছ) ট্যানিক এসিড : 
আণবিক সংকেত : $\mathrm{C_{76} H_{52} O_{46}}$
গানিতিক সংকেত : 
উৎপত্তি : চা 
(জ) ল্যাটিক এসিড : 
আণবিক সংকেত : $\mathrm{C_3 H_6 O_3}$
গানিতিক সংকেত : $\mathrm{CH\_3-\overset{\overset{OH}\vert}{CH}-COOH}$
   উৎপত্তি :  দুধ
অজৈব এসিড : 
খনিজ হতে প্রাপ্ত এসিডকে অজৈব এসিড বলে
যেমন- 
$\mathrm{HCl \longrightarrow}$ হাইড্রেকলোরিক এসিড 
$\mathrm{HClO_4\longrightarrow}$ পার ক্লোরিক এসিড 
$\mathrm{HClO_3\longrightarrow}$ ক্লোরিক এসিড 
$\mathrm{H_2 SO_3\longrightarrow}$ সালফিউরাস এসিড 
$\mathrm{H_2 SO_4\longrightarrow}$ সালফিউরিক এসিড
$\mathrm{H_3PO_4\longrightarrow}$ ফরফরিক এসিড 
$\mathrm{H_3PO_3\longrightarrow}$ ফসফরাস এসিড 
$\mathrm{H_2CO_3\longrightarrow}$ কার্বনিক এসিড 
$\mathrm{HNO_3\longrightarrow}$ নাইট্রিক এসিড 
$\mathrm{HNO_2\longrightarrow}$ নাইট্রাস এসিড 
সক্রিয়তার ভিত্তিতে এসিড দুই  প্রকার । যথা : 
$\mathrm{(i)}$ সবল এসিড / তীব্র এসিড 
$\mathrm{(ii)}$ দুর্বল এসিড / মৃদু এসিড 
সবল এসিড : 
যে সকল এসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিক হয় , তাদেরকে সবল এসিড বলে 
সকল খনিজ এসিড $\mathrm{(H_2CO_3}$ বাদে সকল এসিড )
বিক্রিয়া : 
$\mathrm{H_2SO_4\xrightarrow {H_2O }2H^++SO_4^{2-}}$
দুর্বল এসিড :
যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিক হয় , তাদেরকে দুর্বল এসিড বলে । যেমন : 
সকল জৈব এসিড এবং $\mathrm{H_2CO_3}$
বিক্রিয়া : 


এসিডের বিক্রিয়াসমূহ : 
$\mathrm{(i)}$ ধাতুর সাথে বিক্রিয়া $\mathrm{\longrightarrow}$ (প্রতিস্থাপন বিক্রিয়া ) $\mathrm{\longrightarrow}$( জারন -বিজারন )
$\mathrm{(ii)}$ ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া $\mathrm{\longrightarrow}$ ( Non-rodox )
$\mathrm{(iii)}$ ধাতব হাইড্রোজেনে কার্বনেট এর সাথে বাক্রিয়া 
$\mathrm{(iv)}$ ক্ষারকের সাথে বিক্রিয়া $\mathrm{\longrightarrow}$ ( প্রশমন বিক্রিয়া )

 দর্শক আয়ন : 
যে সকল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহন করে না তাদেরকে দর্শক আয়ন বলে ।
                             
                                                          ধাতুর সাথে বিক্রিয়া 
Note            
                হাইড্রোজেনর নিচে আবস্থিত সক্রিয়তা সিরিজের ,ধাতুসমূহ , $\mathrm{( C_u,A_g,A_u)}$
এসিড হতে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে না । কিন্তু গাঢ় $\mathrm{H_2,SO_4,}$ মধ্যম গাঢ় বা গাঢ় $\mathrm{HNO_3}$ এর সাথে এসকল ধাতু জারন-বিজারন

বিক্রিয়া প্রদর্শণ করে ।
$\mathrm{Z_n+2CH_3 COOH\longrightarrow}{(CH_3COO)_2 Z_n+H_2}$
$\mathrm{C_a+2C_4 H_6 O_6\longrightarrow}{(C_4 H_5 O_6)_2 C_a+H_2}$
$\mathrm{M_g+H_2 SO_4\longrightarrow}{M_g SO_4+H_2}$
এই বিক্রিয়াটি এসিডের শণাক্তকরণ বিক্রিয়া হিসাবে পরিচিত । 
$\mathrm{2Li+2HNO_3\longrightarrow}{2LiNO_3+H_2}$

বা ,$\mathrm{3B_a+{(6H^++2PO^3_4)}\longrightarrow{(3B^{2+} _a+ {2PO^{3}_4+3H_2)}}}$
বা,$\mathrm{3B_a+6H^+\longrightarrow}{3B^{2+}_a+3H_2}$ (আয়নিক বিক্রিয়া)
$\mathrm{po^{3-}_4}$ (ফসফেট) দর্শক আয়ন ।
$\mathrm{Cu+HCL\longrightarrow}{No\ reaction}$

$\mathrm{Cu}$ এর সাথে গাঢ় $\mathrm{H_2 SO_4}$ এর বিক্রিয়া : 
$\mathrm{[Redox]H_2SO_4\longrightarrow{SO_2+H_2O[O]}}$
$\mathrm{[Redox]Cu+[O]\longrightarrow{Cu}}$
$\mathrm{[Non-Redox]CuO+H_2SO_4\longrightarrow}{CuSO_4+H_2 O}$



পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url