mathematics, vector

mathematics,vector related theorems and formula and applications of them.
সমতলীয় ভেক্টর সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং তার সমাধানঃ


গাণিতিক সমস্যাঃ
চিত্র-১

১.$\vec{AD}$ কে $\vec{AB}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২.$\vec{AD}$ কে $\vec{AB}$ এবং $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
৩.$\vec{AD}$ কে $\vec{BC}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর
8.$\vec{BE}$ কে $\vec{AB}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
৫.$\vec{BE}$ কে $\vec{AB}$ এবং $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
৬.$\vec{BE}$ কে $\vec{BC}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর
৭.$\vec{CF}$ কে $\vec{AB}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
৮.$\vec{CF}$ কে $\vec{AB}$ এবং $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
৯.$\vec{CF}$ কে $\vec{BC}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১০.প্রমাণ কর যে,$\vec{AD} +\vec{BE}+\vec{CF} ⃗=\underline{O}$
১১.$\vec{AD}$ কে $\vec{BC}$  ও $\vec{BE}$ এর মাধ্যমে প্রকাশ কর।   
১২. $\vec{AD}$ কে $\vec{BC}$ ও $\vec{CF}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৩. $\vec{BE}$ কে $\vec{AC}$  ও $\vec{BE}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৪. $\vec{BE}$ কে $\vec{AC}$ ও $\vec{AD}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৫. $\vec{CF}$ কে $\vec{AB}$  ও $\vec{BE}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৬. $\vec{CF}$ কে $\vec{AB}$  ও $\vec{AD}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৭. $\vec{AG}$ কে $\vec{AB}$   ও $\vec{AE}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৮. $\vec{AG}$ কে $\vec{AB}$  ও $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
১৯. $\vec{AG}$ কে $\vec{AC}$   ও $\vec{AF}$ এর মাধ্যমে প্রকাশ কর।
 ২০.$\vec{BG}$ কে $\vec{AB}$  ও $\vec{BD}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২১. $\vec{BG}$ কে $\vec{AB}$  ও $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২২. $\vec{BG}$ কে $\vec{BC}$  ও $\vec{FB}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২৩. $\vec{CG}$ কে $\vec{AC}$   ও $\vec{DC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২৪. $\vec{CG}$ কে $\vec{AC}$  ও $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।
২৫. $\vec{CG}$ কে $\vec{BC}$  ও $\vec{EC}$ এর মাধ্যমে প্রকাশ কর।

সৃজনশীল প্রশ্নঃ
                               চিত্র-২
$ΔABC$ এর $BC,CA,AB$ বাহুত্রয়ের মধ্যবিন্দু যথাক্রমে $D,E,F$
(ক)অবস্থান ভেক্টর ও ভেক্টর যোগের ত্রিভুজ বিধি লিখ।
(খ)$\vec{AC},\vec{BC},\vec{AD},\vec{CF}$ কে  $\vec{AB}$ এবং $\vec{BE}$ এর মাধ্যমে প্রকাশ কর এবং প্রমাণ কর যে   
 $\vec{AD}+\vec{BE}+\vec{CF}=\underline{O}$ 
(গ)$BF$ এবং $CE$ মধ্যবিন্দু যথাক্রমে $P$ ও $Q$ হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে 
$FE ∥PQ ∥BC$ এবং $PQ=\dfrac{1}{2}(FE+BC)$
                              (ক)নং প্রশ্নের উত্তর :
অবস্থান ভেক্টরঃ
প্রসংগ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে। 
ভেক্টর যোগের ত্রিভুজবিধি:
ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে প্রকাশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করে।

                             (খ)নং প্রশ্নের উত্তর:

                                    চিত্র-৩
$\vec{AB}+\vec{BE}=\dfrac{1}{2}\vec{AC}$ 
বা,$\vec{AC}=2\left(\vec{AB}+\vec{BE}\right)$
আবার  $\vec{AB}+\vec{BC}=\vec{AC}$
বা, $\vec{BC}=\vec{AC}-\vec{AB}$
         $=2\left(\vec{AB}+\vec{BE}\right)-\vec{AB}$
         $=\vec{AB}+2\vec{BE}$ 
এবং $\vec{AB}+\dfrac{1}{2}\vec{BC}=\vec{AD}$
বা, $\vec{AD}=\vec{AB}+\dfrac{1}{2}\left(\vec{AB}+2\vec{BE}\right)$
           $=\dfrac{3}{2}\vec{AB}+\vec{BE}$
আবার,  $\vec{AC}+\vec{CF}=\dfrac{1}{2}\vec{AB}$
বা,$\vec{CF}=\dfrac{1}{2}\vec{AB}-\vec{AC}$
বা,$\vec{CF}=\dfrac{1}{2}\vec{AB}-2\left(\vec{AB}+\vec{BE}\right)$
$=-\dfrac{3}{2}\vec{AB}-2\vec{BE}$
এখন ,
বামপক্ষ$=\vec{AD}+\vec{BE}+\vec{CF}$
$=\dfrac{3}{2}\vec{AB}+\vec{BE} -\dfrac{3}{2} \vec{AB}-2\vec{BE}$
$=\underline{O}$ 
$=$ডানপক্ষ.
সৃজনশীল প্রশ্নঃ

চিত্রে $D ,E$ যথাক্রমে $AB$ ও $AC$ এর মধ্যবিন্দু 
(ক)$\vec{BE}$ কে $\vec{BA}$ ও $\vec{BC}$ এর মাধ্যমে প্রকাশ কর।                                                        
(খ)ভেক্টর পদ্ধতিতে প্রমাণ কর যে ,$DE ∥ BC$ এবং $DE=\dfrac{1}{2}BC$.    
 (গ) ত্রিভুজটিকে অতিভুজ বাদে বৃহত্তর বাহুর চারদিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার  ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় কর।     
সৃজনশীল প্রশ্নঃ
            চিত্র-১ নং এর G ত্রিভুজটির ভরকেন্দ্র।
(ক) $\vec{AG}$ কে $\vec{AF}$ এবং $\vec{AC}$ এর মাধ্যমে প্রকাশ কর।                                               
(খ) ভেক্টরের সাহায্যে প্রমাণ কর যে $FE\parallel BC$ এবং $BC=2FE$.                           
(গ)প্রমাণ কর যে $\vec{AD}+\vec{BE}+\vec{CF} =\underline{O}$

                       বহুনির্বাচনী প্রশ্নঃ
১. যেকোন ভেক্টর $\underline{u},\underline{v},\underline{w}$ হলে কোনবিধি অনুসারে  $\underline{u}+(\underline{v}+\underline{w})=(\underline{u}+\underline{v})+\underline{w}$ সত্য?
  (ক) বিনিময়      (খ) সংযোগ     (গ) বন্টন      (ঘ) বর্জন 
২.$\vec{AB}+\vec{BA}$হচ্ছে 
  $i.$ বিন্দু ভেক্টর 
  $ii.$ একক ভেক্টর 
 $ iii. $ শূণ্য ভেক্টর 
  কোনটি সঠিক?
(ক) $i ,ii$     (খ) $i,iii$    (গ) $ii,iii$     (ঘ) $i,ii,iii$
৩. $i.$ শূণ্য ভেক্টরের দিক নেই
 $ii.$ একক ভেক্টরের মান এক
$iii.$সমান্তরাল ভেক্টরের ধারকরেখা ভিন্ন।
কোনটি সঠিক ?  
 (ক) $i ,ii$     (খ) $i,iii$    (গ) $ii,iii$     (ঘ) $i,ii,iii$     
8.

চিত্রানুসারে,
  (ক)$\overrightarrow{AB}+\overrightarrow{BC}=-\overrightarrow{AC}$
(খ)$ \overrightarrow{AB}-\overrightarrow{BC}=\overrightarrow{AC}$
(গ)$ \overrightarrow{AB}+\overrightarrow{BC}=\overrightarrow{AC}$
(ঘ) $ \overrightarrow{AB}+\overrightarrow{BC}=-\overrightarrow{CA}$  
৫.$3 ͟a-2 ͟b$ এর সমান্তরাল ভেক্টর –
  (ক) $3 ͟a+2 ͟b$                  (খ) $-3 ͟a-2 ͟b$   
  (গ) $-2 ͟a+3 ͟b$                 (ঘ) $-3 ͟a+2 ͟b$





সমতলীয় ভেক্টর(পরীক্ষা নং-১)

সমতলীয় ভেক্টর(পরীক্ষা নং-১)

Quiz

 
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url