mathematics, inequality

mathematics, inequality related problems and solutions,higher mathematics,application of inequality,graph of inequality,graphic solution, number line

 সৃজনশীল প্রশ্নঃ

একব্যক্তি $70$ টাকা কেজি দরে $x$ কেজি আম কিনে $500$ টাকার একখানা নোট দিলেন।দোকানদার $x$ খানা $50$ টাকার নোটসহ বাকি টাকা ফেরৎ দিলেন।

  (ক) তথ্যগুলো অসমতার মাধ্যমে প্রকাশ কর ।                  (খ) অসমতাটি সমাধান করে সমাধান সেট $(A)$ সংখ্যারেখায় দেখাও।                                         

  (গ) $B=\left\{y∈\mathbb{N}:y^3-5y^2-6y=0\right\}$ হলে $P\left(\left\{A∩B\right\}\right)$ এবং $B\setminus A$ নির্ণয় কর ।     

সৃজনশীল প্রশ্নঃ

 $5(3-2x)≤3(4-3x)$ এর সমাধান সেট $A$ এবং

$x<\dfrac{1}{2}x+3$ এর সমাধান সেট $B$ । যেখানে $x∈\mathbb{R}$.

(ক) প্রথম অসমতাটির সমাধান কর।                                                                                                                      (খ) $A∩B$ এবং $A^\prime\cap B^\prime$ নির্ণয় কর।    

  (গ) $x∈\mathbb{N}$ হলে $n(P(A∩B))$ নির্ণয় কর ।


নিচের অসমতাগুলোর সমাধান কর এবং সমাধান সেট সংখ্যারেখায় দেখাও

১.$(2x+3)(x-1)\le 0$
২.$(x+1)(4x-2)≥0$

৩.$x(x-1)(x+3)>0$

৪.$\dfrac{x(x+2)}{x-3}>0$

৫.$\dfrac{x(x-3)}{x-4}<0$

৬.$\dfrac{x-5}{x-3}>\dfrac{x-4}{x-1}$

৭.$\dfrac{x+1}{x+2}>\dfrac{x-4}{x-5}$

৮.$\dfrac{2x+3}{x-3}<\dfrac{x+3}{x-1}$

৯.$\dfrac{(2x-3)(x-2)^2}{x+1}>0$
                                 
নিচের অসমতাযুগলের যুগপৎ সমাধানের লেখচিত্র অঙ্কন  কর এবং  $x+y$ এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান  (যদি বিদ্যমান থাকে) নির্ণয় করঃ
$x-3y-6\le0$ এবং $3x+y+2\le0$
সমাধানঃ 
$x-3y-6\le0\cdots \cdots (i)$ 
 $3x+y+2\le0\cdots \cdots(ii)$
$(i)$ নং অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য প্রথমে 
$x-3y-6=0$  বা,$y=\dfrac{x-6}{3}$ এর লেখচিত্র অঙ্কন করি।
এজন্য $x$ এর কয়েকটি মানের জন্য $y$ এর সংশ্লিষ্ট মানের ছক তৈরি করিঃ
$x$ $0$ $3$ $6$
$y$ $-2$ $-1$ $0$
$(x,y)$ $(0,-2)$ $(3,-1)$ $(6,0)$
$(ii)$ নং অসমতার লেখচিত্র অঙ্কনের জন্য প্রথমে 
$3x+y+2=0$  বা,$y=-3x-2$ এর লেখচিত্র অঙ্কন করি।
এজন্য $x$ এর কয়েকটি মানের জন্য $y$ এর সংশ্লিষ্ট  মানের ছক তৈরি করিঃ
$x$ $0$ $-1$ $1$
$y$ $-2$ $1$ $-5$
$(x,y)$ $(0,-2)$ $(-1,1)$ $(1,-5)$
ছক কাগজে $XOX'$ কে $x-$ অক্ষ এবং $YOY'$ কে $y-$ অক্ষ বিবেচনা করে বিন্দু গুলো স্থাপন করে যোগ করলে প্রথম ছকের জন্য প্রাপ্ত সরলরেখা ২য় ছকের জন্য প্রাপ্ত সরলরেখাকে $(0,-2)$ বিন্দুতে ছেদ করে ।
$O(0,0)$ বিন্দুর জন্য $(i)$ নং অসমতা দাঁড়ায়,
$0-0-6\le 0$
বা,$-6\le 0$  যা সত্য।
সুতরাং মূলবিন্দু যে পাশে অবস্থিত সরলরেখার উপরস্থ  বিন্দুসহ সেই পাশের সকল বিন্দু দ্বারা অসমতাটি সত্য।
$O(0,0)$ বিন্দুর জন্য $(ii)$ নং অসমতা দাঁড়ায়,
$0+0+2\le 0$
বা,$2\le 0$  যা সত্য নয়।
সুতরাং মূলবিন্দু যে পাশে অবস্থিত সরলরেখার উপরস্থ  বিন্দুসহ তার বিপরীত পাশের সকল বিন্দু দ্বারা অসমতাটি সত্য।
চিত্রের গাঢ় অংশটি অসমতা দুটির যুগপৎ সমাধানের লেখচিত্র ।যার নিম্নসীমা ও উচ্চসীমার কোন বিন্দু নির্দিষ্ট নয়।তাই অসমতা দুটির সবোর্চ্চ বা সর্বনিম্ন মান নেই।
                      লেখচিত্রটি নিম্নরূপঃ





                         বহুনির্বাচনী প্রশ্নঃ 
১.$a,b,c,d$ চারটি বাস্তব সংখ্যা এবং $\dfrac{a}{b}<\dfrac{b}{c}$ হলে –
  $i.\dfrac{ad}{b}<\dfrac{bd}{c}$ যখন $d>0$
 $ ii. \dfrac{ad}{b}>\dfrac{bd}{c}$ যখন $d<0$
  $iii. \dfrac{b}{a}>\dfrac{c}{b}$
  কোনটি সঠিক?
  (ক)$i ,ii$         (খ) $i,iii$        (গ) $ii,iii$            (ঘ) $i,ii,iii$
২.$\dfrac{x}{4}≤x+3$ এর সমাধান সেট কোনটি?
(ক) $[-∞,-4]$    (খ) $[-4,∞]$    (গ) $[-4,∞)$    (ঘ) $(-∞,-4]$
৩.$2x>3x-1$ এর সমাধান সেট কত?
(ক) $x>1$       (খ) $x<1$       (গ) $x>\dfrac{1}{2}$          (ঘ) $x<\dfrac{1}{2}$
৪.$x≤\dfrac{x}{4}+3$ অসমতার সমাধান সেট নিচের কোনটি?
  (ক) $\left\{x\in \mathbb{R}:x≤4\right\}$              
(খ) $\left\{x\in\mathbb{R}:x≥4\right\}$   
(গ) $S=\left\{x\in\mathbb{R}:x>4\right\}$                
(ঘ) $S=\left\{x\in\mathbb{R}:x<4\right\}$
সৃজনশীল :১: হযরত শাহাজালাল বিমান বন্দর থেকে সিঙ্গাপুর বিমান বন্দর এর পথের দূরত্ব $\mathrm{1793}$ কি. মি. । বাংলাদেশ বিমানের সর্বোচ্চ গতিবেগ $\mathrm{500}$ কি. মি. / ঘন্টা । কিন্তু হযরত শাহজালাল বিমান বন্দর থেকে সিঙাগাপুর যাবার পথে প্রকিতৃক $\mathrm{60}$ কি. মি. /ঘন্টা বেগে বায়ু প্রবাহের  সম্মুখীন হতে হয় ।
(ক) উদ্দীপকের সমস্যাটির প্রয়োজনীয় সময় $\mathrm{t}$ ঘন্টা ধরে সমস্যাটিকে অসময়তায় দেখাও ।
(খ) অসময়তাটির প্রয়োজনীয় সময়কে সংখ্যারেখায় দেখাও ।
(গ) সিঙ্গাপুর থেকে শাহাজালাল বিমান বন্দর ফেরার পথে বিরতিহীন উজ্জয়নের প্রযোজনীয় সময় সময়কে $\mathrm{x}$  ঘন্টা ধরে সমস্যাটিকে অসময়ত মাধ্যমে প্রকাশ করে লেখার সাহয্যে সমাধান কর ।
সমাধান : (ক)  
                 যেহেতু $\mathrm{1793}$ কি. মি. উজ্জয়নের প্রয়জনীয় $\mathrm{t}$ ঘন্টা । $\mathrm{\therefore}$ বিমানটির গতিবেগ $\mathrm{\dfrac{t}{1793}}$ কি. মি. /ঘন্টা উদ্দীপকে, বিমানের বেগ $\mathrm{\le{500}}$ কি. মি. /ঘন্টা উদ্দীপকে, বিমানের বেগ $\mathrm{\le(500-600)}$ কি. মি. 
বা, $\mathrm{\dfrac{t}{1793}{\le500-60}}$ 
বা, $\mathrm{\dfrac{t}{1793}{\le440}}$
বা, $\mathrm{440t{\le1793}}$
বা, $\mathrm{t{\le 4{40}{3}}}$    
(গ) অনুকূলে, বিমানের বেগ $\mathrm{\le{500+60}}$ কি. মি. /ঘন্টা 
বা,$\mathrm{\dfrac{t}{1793}{\le560}}$
বা,$\mathrm{560x{\ge1793}}$
বা,$\mathrm{x}{\ge3}{\dfrac{560}{113}}$
১২. ধরি 
কলমের মূল্য $\mathrm{x}$ টাকা 
রাবারের মূল্য $\mathrm{y}$ টাকা
খাতার মূল্য $\mathrm{100-(x+y)}$ টাকা 
প্রশ্নমতে, 
              $\mathrm{100=(x+y)>2x}$
 বা,$\mathrm{100-x-y>2x}$
বা,$\mathrm{100-x-y+x_y>2x+x+y}$
বা,$\mathrm{100>3x+y}$
বা,$\mathrm{3x+y<100......(i)}$
$\mathrm{3x>4y......(i)}$
$\mathrm{3y>100-(x+y)}$
বা,$\mathrm{3y>100-x-y.......(ii)}$
বা,$\mathrm{3y+x+y>100-x-y+x+y}$
বা,$\mathrm{4y+x+y>100}$
বা,$\mathrm{x+4y>100.....(iii)}$
$\mathrm{(i)(ii)ও(iii)}$ নং অসমতা থেকে,
$\mathrm{3x+y=100....(iv)}$
$\mathrm{3x=4y.....(v)}$
$\mathrm{x+4y=100.....(vi)}$
১৩.ধরি, 
সবচেয়ে ছোট সংখ্যা${\mathrm{=x}}$
অপর সংখ্যা ${\mathrm{=y}}$
$\therefore$পরের সংখ্যা $\mathrm{=\dfrac{xy}{720}}$
যেহেতু,$\mathrm{x,y\in}$
$\mathrm{xy\ne o}$ এবং $\mathrm{x-y\ne o}$ এবং $\mathrm{x-\dfrac{xy}{720}\ne O}$
$\mathrm{x-y<O}$
বা,$\mathrm{x<y.....(i)}$
$\mathrm{x-dfrac{xy}{720}<O}$
বা,$\mathrm{\dfrac{x^2y-720}{xy}<O}$
বা,$\mathrm{x^2y-720<O}$
বা,$\mathrm{x^2y<720}$
বা,$\mathrm{y<\dfrac{720}{x^2}}$
১৪.
ধরি, 
$\mathrm{\Delta ABC}$ এ $\mathrm{AB=BC}$ ও $\mathrm{\angle BAC={\angle ACB=2x}}$ এখন 
$\mathrm {\angle  A}$ এর সমদ্বিখন্ডিক $\mathrm {AD,}$ $\mathrm{\Delta ABC}$ কে   $\mathrm {\Delta  ABCD}$ ও $\mathrm{\Delta ACO}$ সমদ্বিবাহু ত্রিভুজে বিভব করে অথবা $\mathrm{\angle ADB}$ বা $\mathrm {\angle ADC}$ সুক্ষ্মকোণ হবে । ধরি $\mathrm {\angle ADB}$ স্থুলকোন ও $\mathrm {\angle ADC}$ সূক্ষ্মকোন
প্রশ্নমতে,$\mathrm {\angle BAD =}$ $\mathrm {\angle  CAD=x}$
$\mathrm {\Delta ABD}$ এ $\mathrm {D}$ সূস্থলকোণ 
 ১৫.ধরি,
আয়তকার ঘরের দৈর্ঘ্য $\mathrm {x}$
                            প্রস্থ $\mathrm {y}$
প্রশ্নমতে, 
$\mathrm {2(x+y)=16}$
বা,$\mathrm {x+y=8}$ 
বা, $\mathrm {y=8-x.......(i)}$
$\mathrm {xy \ge 7}$
বা, $\mathrm {x(8-x) \ge 7}$
বা, $\mathrm {8x-x^2 \le-7}$
বা, $\mathrm {-x^2+8x-7 \ge 7-7}$
বা,$\mathrm {-x^2+8x-7 \le O}$
বা,$\mathrm {x^2-8x+7 \le O}$
বা,$\mathrm {x^2-7x-x+7  \le O}$
বা,$\mathrm {x(x-7)-1(x-7) \le O}$
বা,$\mathrm {(x-7)(x-1) \le O}$
১৭. ধরি,
স্কুল থেকে বাসায় দূরত্ব $\mathrm{x}$
সতেজ ও সজীবের দৌড়ানোর বেগ $\mathrm{y}
সতেজের স্কুলে যেতে সময়লাগে $\mathrm{t_1}$
সজীবের    "         "         "            $\mathrm{t_1}$
প্রশ্নমতে ,
               $\mathrm{t_1={2x}{d}+{2y}{d}}$ বা, $\mathrm{t_1={2xy}{dx+dy}}$
বা, $\mathrm{t_1={2xy}{d(x+y)}.......(i)}$
বা,$\mathrm{2}{xt_2}+{2}{yt_2}{=d}$
বা,$\mathrm{2}{xt_2+yt_2}{=d}$
বা,$\mathrm{t_2={x+y}{2d}......(i)}$
(i)$\mathrm{\div}$ (ii),
$\mathrm{t_2}{t_1}={2xy}{d(x+y)}\times{2d}{(x+y)}$
বা,$\mathrm{t_1}{t_2}={4xy}{(x+y)^2}$

১.$\mathrm{a+ar+ar^2+ar^3+...........}$
(ক) (i) $\mathrm{r\ne 1}$ এর জন্য ধারাটির $\mathrm{n}$ পদ পর্যন্ত আংশিক যোগফল নির্ণয় কর ।
(ii) $\mathrm{|r|\angle 1}$ হরে ধারাটির অসীমতা সমষ্টি কত ?
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
NO COMMENT
Add Comment

Enter Comment

comment url