chemistry,concept of chemistry

chemistry,concept of chemistry ,chemical compounds and uses of them in our lives .

 প্রশ্ন-১ঃভারী ধাতুর ক্ষতিকর প্রভাব লিখ।

উত্তরঃ

ভারীধাতুসমূহঃ

ক্রোমিয়াম----------${}_{24}\mathrm{Cr}$

কোবাল্ট-------------${}_{27}\mathrm{C০}$

আর্সেনিক-----------${}_{33}\mathrm{As}$

ক্যাডমিয়াম--------${}_{48}\mathrm{Cd}$

পারদ-----------------${}_{80}\mathrm{Hg}$

লেড বা সীসা--------${}_{82}\mathrm{Pb}$

ভারী ধাতুসমূহ যা পানির সাথে মিশে পানিদূষণ করে এবং উদ্ভিদ, মানুষসহ নানা জীবজন্তুর শরীরে  প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রবেশ করলে নানারকম ক্ষতিসাধন হয় বা এর প্রভাবে মারা যেতে পারে।ট্যানারী শিল্প ( চামড়া শিল্প ) ,রং শিল্প কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানা থেকে এসব ভারী ধাতুগুলো রাসায়নিক বর্জ্য হিসাবে পানিতে মিশে যায় । এই পানি সেচ কাজে ব্যবহার করলে উদ্ভিদ মূলরোম দিয়ে  এসব ভারী ধাতুর আয়নগুলো দেহে শোষণ করে । এসব উদ্ভিদ বা তাদের ফল মানুষ বা অন্যান্য প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করলে এসব ধাতুর আয়ন তাদের শরীরে চলে যায় । ফলে ক্যান্সার সহ নানা রকম রোগ সৃষ্টি হতে পারে ।

প্রশ্ন-২ঃ আম পাকলে মিষ্টি লাগে কেনো?

উত্তরঃ

কাঁচা আমে বিভিন্ন জৈব এসিড থাকে ।

যেমনঃ

সাক্সিনিক এসিড ,যার আণবিক সংকেতঃ $\mathrm{C_4H_6O_4}$

 এবং গাঠনিক সংকেতঃ

$\mathrm{HO-CO-CH_2-CH_2-COOH}$

(বিউটেন ডাইঅয়িক এসিড) 

ম্যালেয়িক এসিড, যার আণবিক সংকেতঃ $\mathrm{C_4H_6O_5}$

   এবং গাঠনিক সংকেতঃ $\mathrm{HO-CO-CH_2-\overset{OH}{\overset{\vert}{C}H}-COOH}$ (2-হাইড্রোক্সি বিউটেন ডাইঅয়িক এসিড) 

যেহেতু এসিড টক স্বাদযুক্ত। তাই কাঁচা আম টক লাগে। কিন্তু ইনডোল $\left(\mathrm{C_{10}H_9NO_2}\right)$ এসিটিক এসিডের বিয়োজনের ফলে উৎপন্ন ইথিন এর প্রভাবে আম যখন পাকে তখন  এইসব এসিড গুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লূকোজ ও ফ্রূক্টোজ সৃষ্টি হয় । তাই পাকা আম মিষ্টি লাগে। এছাড়া গ্লুকোজ ও ফ্রূক্টোজ বিক্রিয়া করে সুক্রোজ উৎপন্ন করে।

প্রশ্নঃ গ্লিসারিনের সংকেত লিখ।

উত্তরঃ $ \mathrm{\overset{OH}{\overset{\vert}{C}H_2}-\overset{OH}{\overset{\vert}{C}H}-\overset{OH}{\overset{\vert}{C}H_2}}$

প্রশ্ন-৪ঃ নাইট্রোগ্লিসারনের সংকেত লিখ।

উত্তরঃ $\mathrm{ \overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H_2}-\overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H}-\overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H_2}}$

নাইট্রোজেন ডাই অক্সাইড ($\mathrm{NO_2}$) এর নাইট্রোজেন তার বহিঃস্তরের একটি নিঃসঙ্গ ইলেকট্রন গ্লিসারিনের হাইড্রোজেনকে অপসারিত করে যে অক্সিজেন পাওয়া যায় তার সাথে শেয়ার করে বন্ধন গঠন করেছে।

প্রশ্নঃ গবেষণার ধাপসমূহ লিখ।

উত্তরঃ

বিষয়বস্তু নির্ধারণ $\longrightarrow$ বিষয়বস্তু সম্পর্কে ধারণা অর্জন $\longrightarrow$ প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ $\longrightarrow$ পরীক্ষণ $\longrightarrow$ তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ $\longrightarrow$ ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা।

প্রশ্নঃ

 সুপার যৌগসমূহ লিখ।

উত্তরঃ 

সুপার অক্সাইড মূলকঃ $\mathrm{O_2^-}$

মূলকটির গাঠনিক সংকেতঃ 


$\mathrm{KO_2}$(পটাশিয়াম সুপার অক্সাইড) এর গাঠনিক সংকেতঃ $\mathrm{K^+\; ^-O-O^•}$

অথবা,


এখানে , লাল বর্ণের ইলেকট্রনটি $\mathrm{K}$ এর ছেড়ে দেওয়া ইলেকট্রন। নীল বর্ণের ইলেকট্রনটি নিঃসঙ্গ ইলেকট্রন।

$\mathrm{NaO_2}$ (সোডিয়াম সুপার অক্সাইড)

$\mathrm{LiO_2}$ (লিথিয়াম সুপার অক্সাইড)

$\mathrm{HO_2}$ (হাইড্রো পার অক্সাইল বা হাইড্রোজেন সুপার অক্সাইড)

এছাড়া আরেকটি সুপার যৌগ হলঃ

$\mathrm{Ca\left(H_2PO_4\right)_2}$(ক্যালসিয়াম সুপার ফসফেট বা ক্যালসিয়াম বাইফসফেট বা মনো ক্যালসিয়াম ফসফেট )

এটা $TSP$ সার হিসেবে ব্যবহৃত হয় যার সংকেত

$\mathrm{Ca\left(H_2PO_4\right)_2.H_2O}$

প্রশ্নঃ পার অক্সাইড অথবা পার অক্সো যৌগ সমূহ লিখ।

উত্তরঃ পারঅক্সাইড মূলকঃ

 $\mathrm{O_2^{2-}}$

মূলকটির গাঠনিক সংকেতঃ 


 $\mathrm{K_2O_2}$(পটাশিয়াম পার অক্সাইড) এর গাঠনিক সংকেতঃ $\mathrm{K^+\; ^-O-O^-K^+}$

অথবা,

এখানে , লাল বর্ণের ইলেকট্রনটি $\mathrm{K}$ এর ছেড়ে দেওয়া ইলেকট্রন যা সুপার অক্সাইডের নীল বর্ণের নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে যুগল গঠন করে অষ্টক পূর্ণ করেছে।

$\mathrm{Na_2O_2}$ (সোডিয়াম পার অক্সাইড)

$\mathrm{Li_2O_2}$ (লিথিয়াম পার অক্সাইড)

$\mathrm{H_2O_2}$ (হাইড্রোজেন পার অক্সাইড)

$\mathrm{ZnO_2}$ (জিংক পার অক্সাইড)

$\mathrm{BaO_2}$ (বেরিয়াম পার অক্সাইড)

এছাড়া আরেকটি পার অক্সাইড যৌগ হল জৈব পার অক্সাইড যার সাধারণ সংকেতঃ

$\mathrm{R-O-O-R}$

এখানে $\mathrm{R}$ অ্যালকাইল মূলক বা এদের একটি হাইড্রোজেন হতে পারে।

যেমনঃ $\mathrm{CH_3-O-O-CH_3}$ (মিথাইল পার অক্সাইড বা ডাই মিথাইল পার অক্সাইড )।

$\mathrm{CH_3-CH_2-O-O-CH_3}$ (ইথাইল মিথাইল পার অক্সাইড)।

$\mathrm{CH_3-\overset{O}{\overset{\vert \vert}{C}}-O-O-H}$ (এসিটিক পার অক্সাইড)

প্রশ্নঃ পানিতে বিদ্যমান কোন আয়নগুলো মানুষের জন্য উপকারী?

উত্তরঃ পানিতে বিদ্যমান $\mathrm{Mg^{2+}\;,\; Fe^{2+}\;,\; Ca^{2+}}$ আয়নগুলো গ্রহণযোগ্যমাত্রায় উপস্থিতি থাকলে তা মানুষের শরীরের জন্য উপকারী।

প্রশ্নঃ বিভিন্ন প্রকার সারের নাম লিখ।

উত্তরঃ

পটাসিয়ামযুক্ত সারঃ $\mathrm{KCl}$ (মিউরেট অব পটাশ) (MOP)-লালচে বর্ণের সার।

কার্বন ও ক্যালসিয়াম যুক্ত সারঃ $\mathrm{CaCO_3}$ (কালসিয়াম কার্বোনেট)(চুনাপাথর)

ফসফরাস ও ক্যালসিয়াম যুক্ত সারঃ $\mathrm{Ca\left(H_2PO_4\right)_2}$ (ক্যালসিয়াম সুপার ফসফেট )

সোডিয়াম ও ফসফরাস যুক্ত সারঃ $\mathrm{Na_3PO_4}$ (ট্রাই সোডিয়াম ফসফেট বা সোডিয়াম ফসফেট)।

নাইট্রোজেন ও ফসফরাস যুক্ত সারঃ $\mathrm{\left(NH_4\right)_2HPO_4}$  (অ্যামোনিয়ামে বাই ফসফেট)

$\mathrm{\left(NH_4\right)_2SO_4}$  (অ্যামোনিয়ামে সালফেট)

ক্যালসিয়াম ও নাইট্রোজেন যুক্ত সারঃ

$\mathrm{Ca\left(NO_3\right)_2}$

ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন যুক্ত সারঃ $\mathrm{Mg\left(NO_3\right)_2.xH_2O}$

নাইট্রোজেন ও কার্বন যুক্ত সারঃ 

$\mathrm{H_2N-CO-NH_2}$ (ইউরিয়া)

প্রশ্নঃ সেলুলোজ কী?

উত্তরঃ সেলুলোজ হলো গ্লূকোজের পলিমার যা তন্তুজাতীয় । বাঁশ এবং আখের ছোবরায় প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। সেলুলোজ থেকে কাগজ উৎপাদন করা হয়।

এর সংকেতঃ$\mathrm{\left(-C_6H_{10}O_5-\right)_n}$

প্রশ্নঃ বিভিন্ন প্রকার বিপদ সংকেত এবং  তার সাথে সংশিষ্ট  রাসায়নিক পদার্থের নাম ও সংকেত লিখ।

উত্তরঃ

বিস্ফোরক পদার্থঃ 

$(i)$ $\mathrm{TNT(Tri\; Nitro\; Toluene)}$ এর আণবিক সংকেত $\mathrm{C_7N_3H_5O_6}$ এবং এর গাঠনিক সংকেতঃ 

$(ii)$ জৈব পার অক্সাইড এর সাধারণ সংকেতঃ $\mathrm{R-O-O-R^{'}}$ এবং উদাহরণস্বরূপ $\mathrm{CH_3-CH_2-O-O-CH_2-CH_3}$ (ইথাইল পার অক্সাইড)

$(iii)$ নাইট্রো গ্লিসারিন এর আণবিক সংকেতঃ $\mathrm{C_3N_3H_5O_9}$

এবং গাঠনিক সংকেতঃ

$\mathrm{ \overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H_2}-\overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H}-\overset{NO_2}{\overset{\vert}{\overset O{\overset{\vert}{C}}}H_2}}$ 

দাহ্য পদার্থঃ

$(i)$ অ্যালকোহল এর সাধারণ সংকেতঃ $\mathrm{C_nH_{2n+1}OH}$ এবং উদাহরণস্বরূপ $\mathrm{C_2H_6O}$ (ইথাইল অ্যালকোহল বা ইথানল) এর গাঠনিক সংকেতঃ$\mathrm{CH_3-CH_2-OH}$

$(ii)$ ইথার এর সাধারণ সংকেতঃ $\mathrm{R-O-R^{'}}$ এবং উদাহরণস্বরূপ $\mathrm{CH_3-O-CH_2CH_3}$ 

( ইথাইল মিথাইল ইথার বা মিথোক্সি ইথেন)

$(iii)$ হাইড্রোজেন $\left(\mathrm{H_2}\right)$

$(iv)$ মিথেন $\left(\mathrm{CH_4}\right)$

বিষাক্ত পদার্থঃ 

$(i)$ বেনজিন এর আণবিক সংকেতঃ $\mathrm{\left(C_6H_6\right)}$ এবং গাঠনিক সংকেতঃ 

$(ii)$ ক্লোরোবেনজিন এর আণবিক সংকেতঃ $\mathrm{C_6H_5Cl}$ এবং গাঠনিক সংকেতঃ


$(iii)$ মিথানল এর আণবিক সংকেতঃ $\mathrm{CH_4O}$ এবং এর গাঠনিক সংকেতঃ

$\mathrm{H-\overset H{\underset H{\overset\vert {\underset\vert C}}}-O-H}$

উত্তেজক পদার্থঃ

সিমেন্ট ডাস্ট $\mathrm{\left(CaO,SiO_2,Al_2O_3,Fe_2O_3\right)}$ , লঘু এসিড $\mathrm{\left(H_2SO_{4_{(aq)}},HCl_{(aq)},H_3PO_{4_{(aq)}}\right)}$, লঘু ক্ষার  $\mathrm{\left(NaOH_{(aq)},KOH_{(aq)},\right)}$, নাইট্রাস অক্সাইড $\mathrm{\left(N_2O\right)}$

স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থঃ

বেনজিন $\mathrm{\left(C_6H_6\right)}$, টলুইন$\mathrm{\left(C_7H_8\right)}$ , জাইলিন,$\mathrm{\left(C_8H_{10}\right)}$

তেজস্ত্রিয় পদার্থঃ

ইউরেনিয়ামের নিম্নোক্ত আইসোটোপসমূহ তেজস্ত্রিয়ঃ

${232}_\mathrm{\Large{U}}$


${233}_\mathrm{\Large{U}}$


${234}_\mathrm{\Large{U}}$


${235}_\mathrm{\Large{U}}$


${236}_\mathrm{\Large{U}}$


${238}_\mathrm{\Large{U}}$

রেডিয়ামের নিম্নোক্ত আইসোটোপসমূহ তেজস্ত্রিয়ঃ

${223}_\mathrm{\Large{Ra}}$


${224}_\mathrm{\Large{Ra}}$


${225}_\mathrm{\Large{Ra}}$


${226}_\mathrm{\Large{Ra}}$


${228}_\mathrm{\Large{Ra}}$

                        সৃজনশীল প্রশ্ন-১:


(ক) দহন বিক্রিয়ায় প্রাপ্ত নিয়ামক গুলোর নাম লিখ।

 (খ) কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি লাগে কেনো?

 (গ) $A ,B,C$ সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের নাম ও সংকেত লিখ।

 (ঘ)  $B ,C ,D$ সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের ঝুঁকি, ঝুঁকির মাত্রা ও সাবধানতা আলোচনা কর।

                          সৃজনশীল প্রশ্ন-২:

(ক) তিনটি তেজষ্ক্রিয় পদার্থের নাম লিখ।

(খ) $B$ ব্লকের  প্রয়োজনীয়তা লিখ।

(গ) $A ,B ,C ,D$  ব্লকগুলো পূর্ণ কর।

(ঘ) একটি উদাহরণের মাধ্যমে ব্লকে উল্লেখিত ধাপসমূহ অলোচনা কর।

   .           বহুনির্বাচনী প্রশ্নঃ

১. ক্লোরিন গ্যাস পাত্রের ঝুকি চিহ্ন কী ?

(ক) বিস্ফোরিত বোমা       (খ) আগুনের শিখা

(গ) ক্ষতিকারক                 (ঘ) বৃত্তের উপর শিখা

২. আধুনিক রসায়নের জনক কে ?

(ক)জাবির আল হাইয়ান           (খ) রবার্ট বয়েল

(গ) জন ডালটন                       (ঘ) ল্যাভয়সিঁয়ে

৩.বিস্ফোরক পদার্থ কোনটি ?

(ক) জৈব পার -অক্সাইড     (খ) অ্যারোসল

(গ) পেট্রোলিয়ান                (ঘ) ক্লোরিন গ্যাস

৪.কোথায় প্রথম আন্তর্জাতিক রশ্মি চিহ্ন ব্যবহার করা হয় ?

(ক) জাপান                    (খ) ভারত

(গ) যুক্তরাষ্ট্র                    (ঘ) যুক্তরাজ্য

৫.কোনটি ভারী ধাতু ?

(ক)লেড                          (খ) জিংক

(গ) কপার                        (ঘ) সালফার

৬.কোনটি উত্তেজক পদার্থ ?

(ক) বেনজিন                         (খ) ক্লোরোবেনজিন 

(গ) নাইট্রাস  অক্সাইড            (ঘ) ইথার

৭.জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে ?

(ক) গণিত                    (খ) ভূগোল

(গ) জীববিজ্ঞান            (ঘ) রসায়ন

৮.মরিচার সৎকেত কী ?

(ক) $\mathrm{Fe_2 O_3}$               (খ) $\mathrm{Fe_3 O_4}$

(গ) $\mathrm{Fe_2O_3.nH_2O}$      (ঘ) $\mathrm{Fe_2 O_3.3H_2 O}$

৯. ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার কখন শুরু হয়েছিল ?

(ক) প্রায় $2000$ বছর পূর্বে      (খ)     প্রায় $5000$ বছর পূর্বে  

(গ) প্রায় $6000$ বছর পূর্বে         (ঘ) প্রায় $7000$ বছর পূর্বে    

১০.মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূব কত  বছর আগে ?

(ক) $2300$                   (খ) $2400$

(গ) $2500$                    (ঘ) $2600$

১১. মিশরীয়রা প্রকৃতি থেকে কী আহরন করত ?

(ক) রৌপ                         (খ) সিসা 

(গ) স্বর্ণ                             (ঘ) লৌহ

১২. আল-কেমী    শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

(ক) ইংরেজী                     (খ) আরবি 

(গ) গ্রিক                          (ঘ) ল্যাটিন

১৩.সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কোন ধাতব খনিজটি অভিজাত ও মূলবান হিসেবে সমাদৃত হয়ে আসছে ?

(ক) হীরা                           (খ) রৌপ

(গ) ক্যাডমিয়াম                 (ঘ) স্বর্ণ

১৪.মরিচিকা প্রকৃতপক্ষে কী ?

(ক) লোহার হাইড্রক্সাইড           (খ) লোহার অক্সাইড

(গ) মোমের আস্তরণ                 (ঘ) কার্বন ও হাইড্রোজেনের যৌগ

১৫.রসায়নের আলোচনার সাথে অমিল প্রকাশ করে কোনটি ?

(ক) গণন                             (খ) রূপান্তর 

(গ) জনন                              (ঘ) উৎপাদন

১৬. পুরাতন সভ্যতায় খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে কী ব্যবহৃত হতো ?

(ক) রসায়ন প্রযুক্তি               (খ) শিল্প প্রযুক্তি

(গ) জৈব প্রযুক্তি                    (ঘ) লৌহ প্রযুক্তি 

১৭. লোহায় মরিচা ধরা মূলত কী ?

(ক) এক ধরনের মিশ্রণ           (খ) ভৌত পরিবর্তন

(গ)রাসায়নিক পরিবর্তন         (ঘ) জৈবিক পরিবর্তন 

১৮.লোহায় মরিচা ধরতে কোনটির ভূমিকা নেই ?

(ক) লোহা                 (খ) অক্সিজেন 

 (গ) জলীয়বাস্প        (ঘ) নিষ্ক্রিয় গ্যাস

১৯.কোনটি হাইড্রো কার্বনঘটিত যৌগ ?

(ক) চুনাপাথর           (খ)কেরোসিন

(গ)লবণ                    (ঘ) চুন

২০. মোম মূলত কী?

(ক) ) কার্বন ও লোহার যৌগ         

(খ) ) কার্বন ও হাইড্রোজেনের  যৌগ

(গ) কার্বন ও অক্সিজেনের যৌগ          

(ঘ) কার্বন ও জলীয় বাষ্পের যৌগ 

২১. আগুন জ্বালানোর অর্থ কী 

(ক) কার্বন যৌগের দহন       (খ)নাইট্রজেন যৌগের দহন

(গ) লৌহ যৌগের দহন           (ঘ) ফসফরাস যৌগের দহন

২২. আল -কেমি   শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কী বোঝানো হয়েছে ?

(ক) মিশরীয় সভ্যতা           (খ) রসায়ন চর্চা

(গ) স্বর্ণ আহরন                 (ঘ) রাসায়নিক বিশ্লেষণ

২২.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপদান কী ?

(ক) অক্সিজেন         (খ) মিথেন

(গ) কার্বন                (ঘ) নাইট্রোজেন

২৩.বাড়িতে প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় কী উৎপন্ন হয় ?

(ক) $\mathrm{CaO ,\; H_2O}$                  (খ) $\mathrm{MgO}$ ও তাপ

(গ) $\mathrm{CO_2,\;H_2 O}$ ও তাপ           (ঘ) $\mathrm{NO_2}$ ও তাপ

২৪.কাঁচা আম পাকলে হলুদ র্বণ ধারন করার  কারন-

(ক) সূর্যের আলো                    (খ) শর্করার সেলুলাজে রূপান্তর

(গ) জীবরাসায়নিক প্রক্রিয়া        (ঘ) জটিল রাসায়নিক প্রক্রিয়া      

২৫. আমের বর্ণ হলুদে রূপান্তর – এ পরিবর্তনেরন মধ্যে কোনটির উপস্থিতি বেশী ?

(ক) ইনডোল এসিটিক এসিড            (খ) মিথেন

(গ) ম্যালেয়িক এসিড                       (ঘ) সাক্সিনিক এসিড   

২৬.মোম জ্বালালে উৎপন্ন হয় –

$i.$ কার্বন ডাইঅক্সাআইড গ্যাস ও জলীয়বাষ্প

$ii.$ আলো ও তাপ

$iii.$ শব্দ ও স্ফুলিঙ্গ

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$             (খ) $ i  $ ও $ ii$

(গ) $ii $ ও $iii$      (ঘ) $i , ii$ ও $iii$

২৭. রসায়নের উপস্থিতি লক্ষ করা যায় –

$i.$ আম পেকে হলুদ বর্ণ ধারন 

$ii.$ লোহায় মরিচা ধরা 

$iii.$ মোমে আগুন জ্বালানো

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$  ও $ii$         (খ) $i$  ও $iii$

(গ) $ii$ ও $iii$         (ঘ) $i$ , $ii$ ও $iii$

২৮.রাসায়নিক সার উদ্ভিদের পুষ্টি কোথায় প্রদান করে ?

(ক) বাতাসে              (খ) পাতায়

(গ) মাটিতে               (ঘ) পানিতে

২৯.আকরিক থেকে কী আহরিত হয় ?

(ক) ধাতব পদার্ধ              (খ) অধাতব পদার্ধ             

(গ) রাসায়নিক পদার্থ          (ঘ) জৈব  পদার্থ

৩০.রসায়নের চর্চা বলতে কী বোঝায় ?

(ক) সময়ের               (খ) অতীত ও ভবিষ্যতের সেতু বন্ধন

(গ) প্রাচীন ও বর্তমান সভ্যতার যোগসূত্র   (ঘ) সময়ের সাথে পরিবর্তনশীল

৩১.রসায়ন সর্বদা কোন কাজে নিয়োজিত ?

(ক) ভবিষ্যত নির্মানে         (খ) মানুষের সেবায় 

(গ) প্রযুক্তি বিকাশে        (ঘ) ব্যবহার্য জিনিস আবিস্কারে

 ৩২.নিঃশ্বাসে গৃহীত বায়ুর কোন উপাদানটি আমাদের শরীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়?

(ক) অক্সিজেন         (খ) নাইট্রোজেন 

(গ) কার্বন ডাইঅক্সাইড    (ঘ) আর্গন

৩৩. রাসায়নিক সারের প্রধান কাজ কী ?

(ক) উদ্ভিদ দেহের পুষ্টি সাধন       (খ) জমির উর্বরতা বৃদ্ধি

(গ)  উদ্ভিদ দেহে শক্তির যোগান    (ঘ)  উদ্ভিদের রোগজীবানু বিনষ্টকরন

৩৪.রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী ?

(ক) অক্সিজেন ,নাইট্রোজেন ও কার্বন

(খ) অক্সিজেন ,নাইট্রোজেন ও ফসফরাস 

(গ) অক্সিজেন ,নাইট্রোজেন , ফসফরাস ও কার্বন

(ঘ) অক্সিজেন ,নাইট্রোজেন , ফসফরাস , সালফার ও কার্বন

৩৫.উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায় ?

(ক) অভিস্রবণ        (খ) সালোকসংশ্লেষণ 

(গ)শ্বসন                  (ঘ) ব্যাপন

৩৬.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করে ?

(ক) শ্বসন                      (খ) প্রস্বেদন

(গ) সালোকসংশ্লেষণ      (ঘ) অভিস্রবণ

৩৭.শ্বেতসার , আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের উপাদান কোন ধরনের যৌগ ?

(ক) খনিজ পদার্থ       (খ) অজৈব যৌগ 

(গ) জৈব যৌগ            (ঘ)  রাসায়নিক পদার্থ

৩৮.খাবার খেলে আমাদের শরীরে কোন প্রক্রিয়া ঘটে ?

(ক) জৈবিক          (খ) রাসায়নিক 

(গ)ভৌত               (ঘ) বিপাক

৩৯.পেট্রোলিয়ামের দহন কোন ধরনের প্রক্রিয়া ?

(ক) রাসায়নিক         (খ) জৈবিক

(গ) ভৌত                  (ঘ) অস্থায়ী

৪০.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে ?

(ক)  জারন                  (খ) বিশ্লেষণ

(গ) সালোকসংশ্লেষণ     (ঘ) ক্লোরোফিল সংশ্লেষণ

৪১.তন্তুর সাথে রঞ্জকের সমন্বয়ে কী তৈরী হয় ?

(ক) সুতা              (খ) পোশাক

(গ) রং                 (ঘ) পিগমেন্ট

৪২.বিভিন্ন যৌগ ও তন্তুর সমন্বয়ে নিচের কোনটি তৈরী করা হয় ?

(ক) সাবান ও ডিটারজেন্ট      (খ) প্লাষ্টিক ও রাবার 

(গ) জৈব ও অজৈব সার          (ঘ) শার্ট ও প্যান্ট

৪৩.রাসায়নিক সারের উপাদানের সাথে অমিল প্রকাশ করে কোনটি ?

(ক) কার্বন          (খ) নাইট্রোজেন 

(গ) নিকেল        (ঘ) ফসফরাস 

৪৪.প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র প্রাণিকুলের  খাদ্যের যোগান দাতা-

(ক) উদ্ভিদ            (খ) সূর্য

(গ) বস্তুতন্ত্র             (ঘ) প্রাণিকুল

৪৫.কোনটির সময়ের সাথে ক্রমর্ব্ধমান ?

(ক) রসায়নের পরিধি           (খ) রসায়নের চর্চা 

(গ) রসায়নের নীতি           (ঘ) রসায়নের তত্ত্ব

৪৬.কোন পানি শুধুমাত্র হাইড্রোজেন ও অক্সিজেন পরমানু দ্বারা গঠিত ?

(ক) বিশুদ্ধ পানি         (খ) অবিশুদ্ধ পানি

(গ) খাবার পানি          (ঘ) দূষিত পানি

৪৭.মোটরসাইকেল চলার শক্তি অর্জন করে-

$i.$ পেট্রোলিয়াম দহনের মাধ্যমে 

$ii.$ বিভিন্ন ধাতুর ক্রিয়ার মাধ্যমে

$iii.$ বাতাসের অক্সিজেন থেকে

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$               (খ) $ii$

(গ) $i$  ও $ii$          (ঘ) $ii$ ও $iii$

৪৮.শিল্প কারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক পরির্বতনের মাধ্যমে তৈরী হয় –

$i.$ কাগজ , কলম ও পেন্সিল

$ii.$ ব্রাশ , চিরুনি ও পেস্ট

$iii.$ সুতা , বস্ত্র ও পোশাক

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$ ও $ii$       (খ) $i$  ও $iii$

(গ) $ii$ ও $iii$        (ঘ) $i , ii$ ও $iii$

নিচের অনুচ্ছেদটি  পড় এবং ৪৯-৫০ নং প্রশ্নের উত্তর দাও:-

মানুষের  চাহিদা যেমন  : অন্ন , বস্ত্র , বাসস্থান ,শিক্ষা ও চিকিৎসা যোগানে বিজ্ঞানের একটি শাখা

সার্বক্ষণিকভাবে নিয়োজিত ।

৪৯.বিজ্ঞানের উক্ত শাখাটিকে কী বলা হয় ?

(ক) জীবনের জন্য বিজ্ঞান (খ) তথ্যপ্রযুক্তির জন্য বিজ্ঞান

(গ) চাহিদার  জন্য বিজ্ঞান (ঘ)  উন্নয়নের জন্য বিজ্ঞান

৫০.বিজ্ঞানের এই শাখার বিস্তৃতি –

$i.$ জন্মের সময় থেকে মৃত্যুর পূব মুহূর্ত পর্যন্ত

$ii.$পদার্থের পরিবর্তন সংক্রান্ত যাবতীয় বিষয়াদি

$iii.$ কার্বনঘটিত সকল জৈব যৌগ

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$ ও $ii$       (খ) $i$  ও $iii$

(গ) $ii$ ও $iii$        (ঘ) $i , ii$ ও $iii$

নিচের অনুচ্ছেদটি  পড় এবং ৫১-৫২ নং প্রশ্নের উত্তর দাও:-

নবম শ্রেণির রাতুল তার মাকে জানাল , শ্বেতসার , আমিষ , চর্বি   ইত্যাদির 

সমন্বয়ে সুষম খাবার তৈরি হয় ?

৫১.উদ্দীপকে প্রদত্ত খাদ্য উপাদানগুলোকে কী বলা হয় ?

(ক)জৈব যৌগ                (খ)অজৈব যৌগ

(গ) বিপাকীয়  পদার্থ        (ঘ) খনিজ পদার্থ

৫২.প্রদত্ত খাবার খেলে আমাদের  শরীরে –

$i.$ বিপাক প্রক্রিয়্ ঘটে 

$ii.$ শক্তি উৎপন্ন হয় 

$iii.$ বৃদ্ধি ঘটে

নিচের কোনটি সঠিক ?

(ক) $i$ ও $ii$       (খ) $i$  ও $iii$

(গ) $ii$ ও $iii$        (ঘ) $i , ii$ ও $iii$

৫৩.বিজ্ঞানের কোন  শাখায় কম্পিউটার নিয়ে আলোচিত হয় ?

(ক) রসায়ন         (খ) পদার্থ 

(গ) জীব               (ঘ) উদ্ভিদ

৫৪.কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয় ?

(ক) $\mathrm{Zn}$           (খ) $\mathrm{Pt}$

(গ)  $\mathrm{Cu}$             (ঘ) $\mathrm{Ag}$

৫৫.রসায়নের হিসাব – নিকাশের সূত্র প্রদান করে কোনটি ?

(ক) পদার্থ বিজ্ঞান        (খ) কম্পিউটারবিজ্ঞান

(গ) গণিত                     (ঘ) রসায়ন

৫৬.সমগ্র প্রাণিকুলের খাদ্যের যোগান দাতা হিসেবে কোনটি বিবেচিত হয় ?

(ক) উদ্ভিদ          (খ) মৎস্য

(গ) প্রকৃতি             (ঘ) পানি

৫৭.প্রকৃতির কোন খনিজ উপাদানটি ইতিমধ্যেই কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরিতে মজুতের চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ?

(ক) রুপা               (খ) লোহা

(গ) তামা              (ঘ)কার্বন

৫৮.কোন অধাতু ইলেকট্রন প্রবাহের জন্য ব্যবহৃত হয় ?

(ক) ফসফরাস            (খ) সালফার

(গ) কপার                  (ঘ)কার্বন

৫৯.উদ্ভিদ ও প্রাণির মৃত্যুর পর এদের দেহাবশেষে ভাঙ্গন হয় কীভাবে ?

(ক) অক্সিজেনের উপস্থিতিতে          (খ) বিপাক প্রক্রিয়ায়

(গ) রাসায়নিক প্রক্রিয়ায়                 (ঘ)অণুজীব প্রক্রিয়ায়

৬০.কোয়ান্টাম মেকানিকসের সাহায্যে কোনটি ব্যা করা হয় ?

(ক) অণুর গঠন              (খ)পরমাণুর গঠন

(গ) পরমাণুর ধর্ম              (ঘ)ইলেকট্রনের ধর্ম

৬১ কম্পিউটার ও ইলেকট্রনীয় সামগ্রীর কাঠামো প্রস্তুতিতে ব্যবহার হয় কোনটি ?

(ক) পলিমার বস্তু               (খ) তামা

(গ) স্টেইনলেস স্টিল          (ঘ) সিলিকন

৬২.ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহৃইতকরণ কোন বিজ্ঞানের বিষয়বস্তু ?

(ক)পদার্থবিজ্ঞান             (খ) বায়ুমন্ডলীয় বিজ্ঞান

(গ) জীববিজ্ঞান              (ঘ) পরিবেশবিজ্ঞান

৬৩.ধাতব বা অধাতব পদার্থ ব্যবহারের পর পুনরুদ্ধার দ্বারা পুনর্ব্যবহার করার প্রক্রিয়া বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় ?

(ক)পদার্থবিজ্ঞান             (খ) বায়ুমন্ডলীয় বিজ্ঞান

(গ) রসায়নবিজ্ঞান            (ঘ) পরিবেশবিজ্ঞান

৬৪.প্রোটিন , চর্বি , ক্যালসিয়াম যৌগ , DNA প্রভৃতি দ্বারা কী গঠীত হয় ?

(ক) জীবদেহ                 (খ) কম্পিউটারের মস্তিষ্ক

(গ) প্রানশক্তি                 (ঘ) জড়বস্তু

৬৫.রসায়নের বিভিন্ন পরীক্ষণ যন্ত্রনির্ভর । এসব যন্ত্রের মূলনীতি বিজ্ঞানের কোন শাখার উপব ভিত্তি করে প্রতিষ্ঠিত ?

(ক)পদার্থবিজ্ঞান             (খ) বায়ুমন্ডলীয় বিজ্ঞান

(গ) জীববিজ্ঞান             (ঘ) পরিবেশবিজ্ঞান

৬৬.কম্পিউটার ও ইলেকট্রনিক্স -এর ক্ষুদ্রাংশ তৈরিতে কী কাজে লাগেনো হয় ?

(ক) পদার্থের রাসায়নিক ধর্ম             (খ) পদার্থের ভৌত ধর্ম

(গ) পদার্থের ধাতব ধর্ম                    (ঘ) পদার্থের অধাতব ধর্ম

৬৭.কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে ?

(ক)জমির ঊর্বরতা বৃদ্ধির জন্য  (খ) ফসলের পুষ্টির জন্য 

(গ) পোকার কার্যক্রম প্রতিরোধের জন্য    (ঘ) আগাছা নির্মূলের জন্য

৬৮.কাঠ পোড়ালে নিচের কোনটি পাওয়া যায় ?

(ক) বালিকণা        (খ) কার্বন কণা

(গ) মাটি কণা         (ঘ) জৈব কণা

৬৯.নিচের কোন গ্যাসটি বায়ুর সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে ?

(ক) কার্বন মনোঅক্সাইড          (খ) কার্বন ডাইঅক্সাইড

(গ) কার্বন কণা                        (ঘ) অ্যারোসল 

৭০.রসায়ন সার্বক্ষণিকভাবে কোন কাজে নিয়োজিত ?

(ক) মানুষের মৌলিক চাহিদা পূরণ 

(খ) মানুষের স্বাস্থ্যরক্ষার কাজে 

(গ) মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে

(ঘ) মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে

৭১.খাদ্যদ্রব্যকে বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কী ব্যবহৃত হয় ?

(ক) ফরমালিন                    (খ) প্রিজারভেটিভস 

(গ) অ্যান্টিবায়োটিক             (ঘ) পেস্টিসাইডস

৭২. কোনটি পরিস্কারক সামগ্রীর সাথে ভিন্নতা প্রকাশ করে ?

(ক) সাবান                (খ) ডিটারজেন্ট

(গ) ক্রিম                   (ঘ) শ্যাম্পু

৭৩.স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যবর্ধনে নিচের কোনটি ব্যবহৃত হয় ?

(ক) ইউক্যালিপটাস            (খ) কাচাঁ হলুদ 

(গ) রসুন                            (ঘ) নিমপাতা

৭৪.খাবার আকর্ষনীয় করে তুলতে কী ব্যবহার করা হয় ?

(ক) জৈব এসিড         (খ) ক্ষারক

(গ) লবণ                    (ঘ) কৃত্রিম রং

৭৫.নিচের কোন গ্যাসটি স্বাস্থ্যর জন্য ক্ষতিকর ?

(ক) কার্বন ডাইঅক্সাইড         (খ) অক্সিজেন

(গ) কার্বন মনোঅক্সাইড         (ঘ) হিলিয়াম

৭৬.কোনটির অতিরিক্ত ব্যবহার নদীনালা ও খালবিলের পানিকে দূষিত করছে ?

(ক) সাবান ও ডিটারজেন্ট        (খ) সুতা ও কাপড়

(গ) কাঠ ও কয়লা                    (ঘ) কৃত্রিম রং

৭৭. সরাসরি বায়ু দূষণ ঘটে কীভাবে ?

(ক) সাবান ও ডিটারজেন্ট ব্যবহারে 

(খ) খাবারে রঙ্গ ব্যবহারে

(গ) প্রাকৃতিক গ্যাসের দহনে 

(ঘ) রাসায়নিক সার ব্যবহারে 

৭৮.প্রিজারভেটিভসের কাজ কোনটি ?

(ক) খাদ্যবস্তুর স্বাদ বাড়ানো

(খ) সকল ব্যাকটেরিয়া ধ্বংস করা।

(গ) পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করা। 

(ঘ) খাদ্যবস্তুকে নিরাপদ রাখা 

৭৯.টক ফলে কোনটি থাকে ?

(ক) সার                (খ) এসিড

(গ) লবণ                 (ঘ) ক্ষার

৮০. অনুসন্ধান ও গবেষণা কার্য ক্রমের দ্বিতীয় ধাপ কোনটি ?

(ক) কাজের পরিকল্পনা গ্রহন

 (খ)পরীক্ষাণ কার্যক্রমের প্রস্তুতি

(গ) বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন

(ঘ) ফলাফল সম্পর্কে  আগাম ধারণাকরণ

৮১. পরীক্ষণ পদ্ধতির শেষ ধাপ কী ?

(ক) সিদ্ধান্ত গ্রহণ                            (খ) উপাত্ত বিশ্লেষণ

(গ) আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করা       (ঘ) ফলাফল প্রকাশ

৮২.গবেষনায় প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারনা লাভের প্রয়োজনীয়তা কী ?

(ক) কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয় 

(খ) গবেষণার অনুক্রম নির্ধারণ

(গ) পরীক্ষণের জন্য রাসায়নিক পদার্থ সংগ্রহকরণ

(ঘ) পরীক্ষণ প্রক্রিয়া সহজ হয়

৮৩.অনুসন্ধান ও গবেষণার বিষয়বস্তু নিধারণ করা হয় কী উদ্দেশ্যে ?

(ক) মানব সমাজের কল্যাণ          (খ)অর্থ উপার্জন

(গ) শিক্ষাগত ডিগ্রি অর্জন            (ঘ) গবেষকের পদোন্নতি

৮৪.পৃথিবীর কোন  সম্পদ আগামী একশ বছরে ফুরিয়ে যাবে ?

(ক) সুপেয় পানি                    (খ) খনিজ জ্বালানি

(গ) বনজ সম্পদ                    (ঘ) প্রাকৃতিক সম্পদ

৮৫.অনুসদ্ধানস কাজের প্রথম  শর্ত কী ?

(ক) গবেষণার আগাম ধারণাকরণ     (খ) কাজের পরিকল্পনা করা 

(গ) বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা         (ঘ) বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন করা 

৮৬.কোনটি জারক গ্যাস হিসেবে ব্যবহৃত হয় ?

(ক) ক্লোরিন গ্যাস         (খ) জৈব পারঅক্সাইড

(গ) অ্যারোসাল             (ঘ)পেট্রোলিয়াম 

৮৭.কোন সংকেতবিশিষ্ট পদার্থ  অবশ্যাই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হয় ?

(ক) আগুনের শিখা              (খ) ক্রস চিহ্ন

(গ) বিস্ফোরিত বোমা            (ঘ) স্কাল (skull)

৮৮. স্বাস্থ্য  ঝুঁকির মাত্রা বুঝবার জন্য কী নির্ধারন করা হয় ?

(ক) রাসায়নিক দ্রব্য            (খ) সর্বজনীন নিয়ম

(গ) রসায়নের নীতি             (ঘ) সার্বজনীন সাংকেতিক চিহ্ন

৮৯. কোন সাংকেতিক চিহ্নবিশিষ্ট পাত্রের রাসায়নিক পদার্থটি একটি মারাত্মক বি ষাক্ত প্রকৃতির ?

(ক) স্বাস্থ্য ঝুঁকির সংকেত            (খ) বিপদজ্জনক

(গ) ট্রিফয়েল                              (ঘ) বিস্ফোরিত বোমা

৯০. রাসায়নিক দ্রব্য নিয়ে  পরীক্ষণের পূর্বে রাসায়নিক পদার্থের কোন বিষয়টি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি ?

(ক) মূল্য                  (খ) ভৌত ধর্ম

(গ) কার্যকারিতা         (ঘ) সংযুতি 

উত্তরপত্রঃ

১.(ঘ)   ২.(ঘ)  ৩.(ক)  ৪.(গ) ৫.(ক)  ৬.(গ)  ৭.(ঘ)  ৮.(গ)  ৯.(খ)  ১০.(ঘ)  ১১.(ক)  ১২.(খ)  ১৩.(ঘ)  ১৪.(খ) ১৫.(গ)  ১৬.(ক)  ১৭.(গ)  ১৮.(ঘ) ১৯. (খ)  ২০.(খ)




রসায়নের ধারণা - পরীক্ষা নং-১

রসায়নের ধারণা - পরীক্ষা নং-১

Quiz

 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
3 Comments
  • Fatiha Ferdousi Shefa
    Fatiha Ferdousi Shefa December 7, 2020 at 8:09 PM

    I respectfully appreciate this and want more like this in the future.

  • Unknown
    Unknown February 21, 2022 at 12:31 PM

    This is so much helpful Andit so knowledgeable..

  • Web Desk
    Web Desk March 26, 2022 at 11:23 PM

    nice

Add Comment

Enter Comment

comment url